নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেসব কথা এই সামু ব্লগে লিখতে পারি না নানা কারনে- সেসব কথা আমার পার্সোনাল জার্নাল ব্লগে লিখি -- https://journalofjahid.com/

জাহিদ অনিক

ভালোবাসি কবি ও কবিতাকে

জাহিদ অনিক › বিস্তারিত পোস্টঃ

মায়াং, তোমার হাঁটুর ক্ষত কতটা শুকিয়েছে ?

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩২

মায়াং,
তোমাদের তীব্র দুঃখের কথা পড়ছি পত্র-পত্রিকায়
দেখেছি কারও পা নেই, কারও হাত নেই,
হাত-পা বিহীন প্রাণগুলো দেখতে বড্ড মুমূর্ষু দেখায়, বড্ড বীভৎস দেখায় !
কারও কারও আবার গোটা দেহটা আছে কেবল প্রাণটাই নেই।
আমি আজকাল প্রাণহীন পত্র-পত্রিকা কেনা বন্ধ করে দিয়েছি,
টেলিভিশনের এন্টেনাটা আছাড় দিয়ে ভেঙে ফেলেছি।
পত্রিকার ছেলেটা আমাকে রোজ মনে মনে গালি দেয় দশবার
একটা পত্রিকা বেশি বিক্রি হলে ওদের দু’পয়সা কামাই হয়ত হয়
কিন্তু আর যে দেখতে পারি না তোমাদের বর্ণনাতীত দুর্দশা !


রাত দুটায় দুটা টি-ব্যাগ দিয়ে আমি যখন কড়া একটা চা বানাই
বুলেটিন শুনতে পাই; তীব্র গোলাগুলিতে ছয় রোহিঙ্গা নিহত।
আমার তখন খুব জানতে ইচ্ছে হয় মায়াং,
তুমি শেষ কবে একটু চা খেতে পেয়েছ ?
আর কতদিন তোমরা খবরের বুলেটিনে রোহিঙ্গা হয়েই থাকবে ?
তোমরাও যে মানুষ, এতদিনে সেটা সংবাদকর্মীদের মনে থাকার কথাও না।


কম্যুনিজমের এই যুগেও তুমি জানো নিশ্চয়ই মায়াং,
বাঁচতে হলে, খেতে হলে, প্রেম করতে গেলে কিয়াট প্রয়োজন
বিনে পয়সায় কিছুটা মাখোমাখো প্রেম হয়, কিন্তু জমে ঠিক ওঠে না।
তোমার বার্মিজ প্রেমিক এসেছিল গত দু’এক মাসে ?
তোমার শরীরে হাত ছুঁইয়েছিল ?
শারীরিক উত্তেজনায় না হোক,
তীক্ষ্ণ বেয়োনেটের ক্ষত শুকাতে হলেও যে মাথার উপরে একটা হাতের স্পর্শ লাগে,
সেই হাতটা কি তুমি পেয়েছ মায়াং ?


তোমাদের জাতীয় সংগীতে তোমরা বলেছে কাবা মা কিয়্যেই-পৃথিবীর প্রান্ত পর্যন্ত বার্মা
পৃথিবীর প্রান্ত তো দূরের কথা,
দ্যাখো রাজধানী নেপিদ পর্যন্তই পৌঁছাতে পারছ না,
পৌঁছাতে পারছ না বলবে বড্ড ভুল হয়ে যায়, পৌঁছাতে দেয়া হচ্ছে না তোমাদের।
রবি ঠাকুরের সোনার বাংলা আর সায়া তিনের কাবা মা কিয়্যেই;
দুইটার মধ্যে কোন পার্থক্য আমি দেখি না, পার্থক্য খুঁজি না।
আকাশ জল স্থল সব সীমানা অতিক্রম করে তুমি চলে এসো মায়াং,
সীমান্তের মাইনগুলোতে ভয় পেয়ে বেঁচে থাকা মানে নিজেকে অবিশ্বাস করা,
প্রত্যয়ী হও মায়াং, দৃঢ় হও; বেঁচে থাকা এখনো অনেক বাকী তোমাদের।


মানুষকে কাঁটাতারে যারা বাঁধে, তারা কি করে শান্তিতে ঘুমায় আমি জানি না।
এদেশে যখন বন্যা হল, বোরো ধানের পাকা বীজ ডুবে গেল
তোমার দেশেও তখন রাখাইন উচ্ছেদ তুঙ্গে !
সেই মুমূর্ষু সময়ে বার্মা থেকে নিয়ে আসা আড়াই লাখ টন চালের ভাত যারা খেয়েছে,
তারাই এখন দেখছে তোমাদের পায়ে দগদগে ক্ষত!
মানবতা বলতে একটা শব্দ এখন কেবল অভিধানেই আছে
বার্মিজ জান্তা তোমরা হজম করেছ, এটা তো তোমাদের কাছে দুধ-ভাত!
নিজেদের নিজেরাই এগিয়ে নিয়ে যাও মায়াং,
নিজেদের দল নিয়ে নিজেরা হেঁটে যাও বিশ্বের শেষ প্রান্তে,
আচ্ছা মায়াং? হাঁটতে পারবে তো? তোমার হাঁটুর ক্ষত কতটা শুকিয়েছে ?

মন্তব্য ৫২ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:১০

জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ সেলিম আনোয়ার সাহেব ;)

২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:০৭

ফয়সাল রকি বলেছেন: স্পর্শকাতর একটা লেখা....

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১৯

জাহিদ অনিক বলেছেন: লেখার গভীরতা অনুভব করেছেন বুঝতে পেরে বেশ ভাল লাগলো।
সত্যিকার অর্থে এটা মানবতার পক্ষে একটা লেখা।

শুভেচ্ছা ও কৃতজ্ঞতা ফয়সাল রকি ভাই

৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৪১

চাঁদগাজী বলেছেন:


ওকে, ব্যক্তি প্রেম থেকে মানব প্রেমের দিকে যাত্রা, ভালো ...

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩৬

জাহিদ অনিক বলেছেন: ব্যক্তি প্রেম, মানব প্রেম সব প্রেম একই ধরনের। যার মধ্যে প্রেম আছে সে উভয় ক্ষেত্রেই প্রেম দেখাতে পারে।

প্রেমের ক্ষেত্রে এরকম ক্লাসিফিকেশন মানি না, মানব না ;)

৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০২

ভ্রমরের ডানা বলেছেন:



যখন সকল শাসকদের মানবতার তরী ডুবে গিয়েছিল স্বার্থ আর হানাহানি করে তখন শেলী উচ্চারণ করেছিলেন-

Poets are the unknown legislators of the world.


Mr. Onik, You are a legislator. Thank you.

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩৭

জাহিদ অনিক বলেছেন: বুঝেছি, ইংরেজী কবিতা অনুবাদ করে করে আপনার মাথা গেছে !!

আমরা খুব শীঘ্রই আর একজন মাইকেল ভ্রমরের ডানা পেতে চলছি । B-)

৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৪

মনিরা সুলতানা বলেছেন: তীক্ষ্ণ বেয়োনেটের ক্ষত শুকাতে হলেও যে মাথার উপরে একটা হাতের স্পর্শ লাগে,
সেই হাতটা কি তুমি পেয়েছ মায়াং ?
তীব্র মন খারাপের মন ছোঁয়া লেখা !

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩৮

জাহিদ অনিক বলেছেন: তীব্র মন খারাপের মন ছোঁয়া লেখা ! - কবিদের মন্তব্যও কাব্যিক হয়।

৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৩

উম্মে সায়মা বলেছেন: আহা! কী কষ্ট ওদের :| আল্লাহ ওদের সহায় হোক।
মর্মস্পর্শী কবিতা.....

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩৯

জাহিদ অনিক বলেছেন: মর্মস্পর্শী কবিতা.... বলে আখ্যায়িত করেছেন জেনে বেশ ভাল লাগছে।

ওদের অবস্থার উন্নতি হোক।


অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ উম্মে সায়মা আপু।

৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১৭

ওমেরা বলেছেন: জীবন অনেক কঠিন! ধন্যবাদ বন্ধু মায়াং কে নিয়ে কবিতা লিখার জন্য।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১৯

জাহিদ অনিক বলেছেন: মায়াং আমার মায়ানমারের কল্পিত বন্ধু।

ধন্যবাদ বন্ধু ওমেরা। ভাল থাকুন।

৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২০

নুসরাত অনি বলেছেন:
রাত দুটায় দুটা টি-ব্যাগ দিয়ে আমি যখন কড়া একটা চা বানাই
টেলিভিশনে বুলেটিন দেখি; তীব্র গোলাগুলিতে ছয় রোহিঙ্গা নিহত।
আমার তখন খুব জানতে ইচ্ছে হয় মায়াং,
তুমি শেষ কবে একটু চা খেতে পেয়েছ ?
আর কতদিন তোমরা খবরের বুলেটিনে রোহিঙ্গা হয়েই থাকবে ?
তোমরাও যে মানুষ, এতদিনে সেটা সংবাদকর্মীদের মনে থাকার কথাও না।

খুব ভালোলাগা রইল।
খুবি ভালো লিখেছেন।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২৫

জাহিদ অনিক বলেছেন: কবিতা থেকে ভাল লাগার অংশটুকো মন্তব্যের ঘরে লিখেছেন, বেশ ভাল লাগছে জেনে যে এটুকু আপনার কাছে ভাল লেগেছে।


অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা নুসরাত অনি। ভাল থাকুন, সুস্থ্য থাকুন।

৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩২

নুসরাত অনি বলেছেন: তোমরাও যে মানুষ, এতদিনে সেটা সংবাদকর্মীদের মনে থাকার কথাও না।

এই বাক্যখানি লেগেছে বড়ই ভালো,
রাস্তা নেই তাদের এড়িয়ে লেখব অন্য আলো।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩৪

জাহিদ অনিক বলেছেন: ফিরে এসে মন্তব্য রেখেছেন আবারো। অনেক ধন্যবাদ আবারও।

এই লাইনটির গভীরতা আপনাকে ছুঁয়ে দিয়েছে বুঝতে পেরে ভাল লাগছে।

১০| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:০৩

সুফি ইবনুসসাবিল বলেছেন: অন্তর্নিহিত হৃদয়ঙ্গম প্রকাশ

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১২

জাহিদ অনিক বলেছেন: সুফি ইবনুসসাবিল , অনেক ধন্যবাদ কবিতা পাঠে ও মন্তব্য প্রকাশে।

হ্যাপি ব্লগিং

১১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:২২

তপোবণ বলেছেন: পরিস্থিতির কতোটা গভীরে গেলে পরে এমন হৃদয়স্পর্শী কবিতা লেখা যায়? কতোটা নির্ঘুম রাতের পরে এমন করে হাজারো মনের অব্যক্ত ভাবনা গুলো সঠিক শব্দের বুননে সাজানো যায়?

মন ছুঁয়ে গেল অনিকদা, ভালো থাকুন সব সময়।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:৫৯

জাহিদ অনিক বলেছেন: তপোবণ ,

বেশ ভাল লাগলো আপনার মন্তব্য।

পরিস্থিতি সত্যিই গভীর ও ভাবার মতই। রোহিঙ্গা সমস্যা শুধু ওদের একার সমস্যা নয়, আমাদের দেশের জন্যও এটা একটা হুমকি।


ধন্যবাদ ভাই। ভাল থাকুন আপনিও সর্বদা।

১২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:১৮

শাহরিয়ার কবীর বলেছেন: মানুষকে কাঁটাতারে যারা বাঁধে, তারা কি করে শান্তিতে ঘুমায় আমি জানি না।
এদেশে যখন বন্যা হল, বোরো ধানের পাকা বীজ ডুবে গেল
তোমার দেশেও তখন রাখাইন উচ্ছেদ তুঙ্গে !



বিপন্ন মানবতা !!

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪৫

জাহিদ অনিক বলেছেন: দুটি দেশই প্রায় নিজ নিজ জনসংখ্যা নিয়ে হিমিশিম খাচ্ছে। এর মধ্যেও মানবতা খুঁজতে হবে।

১৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:৪০

রাবেয়া রাহীম বলেছেন: প্রেমময় মানবিক আবেদনে ভরপুর কবিতা অনন্য হয়েছে।

ইদানিং কিছু উঠতি কবি মনে করে প্রতিবাদ বা মানবতার কবিতা লিখতে হলে অশ্লীল খিস্তি খেউড় করে লিখতে হয় । কিছু কিছু কবিতার ভাষা এত বেশী অশ্রাব্য অরুচিকর হয় যে চোখে পড়লেই বমি আসতে চায় । সে ক্ষেত্রে কোন রকম অশ্লীল শব্দ প্রয়োগ না করে প্রাঞ্জল হৃদয় নাড়া দেওয়া ভাষায় কি দুরদান্ত কবিতা তুমি লিখে চলেছ একটার পর একটা সত্যি আমি মুগ্ধ ! '
এভাবেই এগিয়ে যাও। দোয়া রইল।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৫০

জাহিদ অনিক বলেছেন: কবিতায় অশ্লীল শব্দ- একটা বয়সে এসে সব কবিই মনে হয় একটু আধটু অশ্লীল শব্দ ব্যবহার করে। আমিও করেছিলাম অনেক আগে। সেই বয়সটা পার হয়ে গেলে আর অশ্লীল শব্দ ব্যবহার করা মানায় না। আমি মনে করি এটা কবির রুচির উপর নির্ভর করে।
তবে কবিতার আবেদন যদি হয় যে, না এখানে আমার একটা খিস্তি দিতেই হবে- তবে সেখানে দুই-একটা অশ্লীল শব্দ ব্যবহার করা যেতেই পারে।

যেমন কবি ফরহাদ মাজহার লিখেছিলেন, "তোমারে ছাড়া ডরাই কোন শালারে" এখানে শালা শব্দটা ব্যবহার করেও কিন্তু তিনি অন্য একটা ভাব এনেছেন।

অনেক অনেক ধন্যবাদ বুবু।

১৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৪৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: রোহিঙ্গা হত্যা বন্ধ হউক।

কবিতায় + +++

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৫২

জাহিদ অনিক বলেছেন: চারটা প্লাসে আনন্দিত হইলাম শাহাদাৎ ভাই !

মনবতার জয় হোক, সঠিক রাজনৈতিক পদক্ষেপে উন্নতি হোক রোহিঙ্গা পরিস্থিতির।

অনেক ধন্যবাদ।

১৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:১৮

আলভী রহমান শোভন বলেছেন: মন ছুঁয়ে যাওয়া কবিতা। ভালো লাগলো প্রেমের কবিতার পাশাপাশি আপনার এই সমসাময়িক বিষয় নিয়ে কবিতাটি।

শুভকামনা এবং ভালোবাসা।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৫৩

জাহিদ অনিক বলেছেন: আলভী রহমান শোভন ভাই,

প্রেমের পাশাপাশি সমান্তরালে চলা এই সমসাময়িক মানবতার কবিতাটা আপবার কাছে ভাল লেগছে এবং মন ছুঁয়ে গেছে জানতে পেরে আমারও বেশ ভাল লাগছে।

অনেক অনেক ধন্যবাদ

১৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৬

নীলপরি বলেছেন: কয়েকবার পড়লাম । অসাধারণ পয়গাম কোনো এক বন্ধুকে । হৃদয়ের পাতায় লেখা কবিতা । প্রতিটা লাইনই জীবন্ত , মানবিক ।

কবিতা অনেকেই লেখেন । কবিতার মতো যে কবি হবেনই তা সবসময় নয় । সকালে যে রাজনৈতিক দলের হয়ে কবিতা লেখেন রাতে তাদের ফ্যাসিস্ত বলেন , এমন কবি আছেন । আবার মেয়েদের মহান করে কবিতা লেখেন , এদিকে নিজে মেলশভেনিস্ট , এমন কবিও আছেন ।

আপনি খুব ভালো লেখেন । চাইবো , প্রতিষ্ঠিত হোন । আর প্রার্থনা করবো , এই কবিতাটার মতোই মানবিক থাকুন , চিরকাল ।

অনেক শুভকামনা ।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫২

জাহিদ অনিক বলেছেন: নীল্পরি আপু,

আপনার মন্তব্যে অনেক অনেক মুগ্ধতা। আপনি আপনার মন্তব্যের মাধ্যমে আমাকে অনেক ঋণীকরে গেলন।

ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

শুভ সন্ধ্যা।

১৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৯

রেহান শুভ বলেছেন: আজ উপলব্ধি করলাম, কবিতায় সব সম্ভব। অতুলনীয়।

কবিতা টা কি শেয়ার করতে পারি ভাইয়া??

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯

জাহিদ অনিক বলেছেন: রেহান শুভ,

কবিতা উপলব্ধি করেছেন জেনে বেশ ভাল লাগলো।

কবিতাটা অবশ্যই কপিরাইট নিয়মের আওতায় যতখুশি ততবার শেয়ার করতে পারবেন।

অনেক অনেক ধন্যবাদ ভাই রেহান শুভ।

১৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০৫

ফয়েজ উল্লাহ রবি বলেছেন: X((
অনেক কষ্টের কথা কবিতার ভাষায় তোলে আনলেন
খুব ভাল লিখেছেন কবিতা।
ও এই আইডিতে ফিরে এলাম এখন থাকে এইটাই চলবে।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২৪

জাহিদ অনিক বলেছেন: রবি ভাই,

আপনার এত পুরানো একটা ব্লগ থাকতে নতুন খুলেছিলেন কেন ?? আমি তো আজকে আপনার পোষ্ট প্রথম পাতায় দেখে ভেবেছিলাম যে যাক সামু তাহল আপনার কদর এতদিনে বুঝেছে ।

কবিতা ভাল লিখেছি, বলছেন ? বেশ ।


অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

১৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৫

ফয়েজ উল্লাহ রবি বলেছেন: এই আইডিতে ডোকা যাচ্ছিল না এখন ঠিক হয়ে গেছে।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪৩

জাহিদ অনিক বলেছেন: আচ্ছা বিষয়টা বুঝতে পেরেছি ভাইয়া।

যাক এখন তাহলে ঠিক আছে।

আবারো ধন্যবাদ ভাইয়া

২০| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫০

জুন বলেছেন: অত্যন্ত বেদনাদায়ক ঘটনাবলী জাহিদ অনিক । এসব দেখেও আমাদের দৈনন্দিন কাজের কোন ব্যত্যয় ঘটে না ।
কবিতাটি পড়ে মনটা খারাপ হয়ে গেল।
+

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১৩

জাহিদ অনিক বলেছেন: জুন আপু,
কবিতায় আপনাকে পেয়ে বেশ ভাল লাগছে।

সীমান্তে যা হচ্ছে সত্যি খুব মর্মস্পর্শী। অনেক ধন্যবাদ আপু।

২১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫৩

শায়মা বলেছেন: মায়াং এর ক্ষত নিশ্চয় শুকিয়ে যাবে।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১৪

জাহিদ অনিক বলেছেন: শায়মা আপু,

সব ক্ষতই একদিন শুকিয়ে যাবে। কোন ক্ষতই আজীবন থাকে না। কিন্তু মায়ং এর জীবনের এই ক্ষত একটা হুঁশিয়ারি বার্তা আমাদের জন্য।

২২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:২৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার লেখার সাবলীলতা নিয়ে কোনো পয়েন্ট নেই, তা থেকে আপনার উত্তরণ হয়েছে অনেক আগেই। বক্তব্যটা একটু বলতে চাইছি আর কী।

মায়াং-এর প্রতীকে কি রোহিঙ্গাদের বুঝিয়েছেন? মণিপুরে মায়াং আছে। বার্মায়ও আছে নাকি? নাকি মায়াং কোনো গোত্র? আমার জানা নেই।

তো, ওরা সীমান্তের মাইন ডিঙ্গিয়ে, সীমান্ত ডিঙ্গিয়ে পৃথিবীর শেষ প্রান্তে যাবে কেন? বার্মিজ জান্তা তো সেটাই চাইছে, ওদের তাড়িয়ে দিতে। মায়াং বলতে যদি রোহিংগাদের বুঝিয়ে থাকেন, তাহলে ওরা বার্মিজ জান্তাকে ভয় পেয়ে দেশান্তরি না হয়ে বরং আরো ঝলসে উঠবে জন্মভূমি স্বাধীন করার জন্য। মায়াং যদি কোনো রোহিঙ্গা মেয়ে হয়ে থাকে, তাহলেও এটাই হওয়া উচিত। অন্য কিছু হয়ে থাকলে সেটা আমার বোঝার ভুল।

কিছু অসঙ্গতি আমার চোখে ঠেকলোঃ টিভির অ্যান্টেনা আছাড় দিয়ে ভেঙে ফেলা হয়েছে, আবার রাতে টিভি বুলেটিন দেখা হচ্ছে। এ দুটোর মধ্যে সামঞ্জস্য রাখার জন্য হয় টিভি অ্যান্টেনা ভাঙা থেকে বিরত রাখুন, অথবা টিভি বুলেটিন ছেঁটে দিন :) কিছু একটা করা চাই :)

সেই মুমূর্ষু সময়ে বার্মা থেকে নিয়ে আসা আড়াই লাখ টন চালের ভাত যারা খেয়েছে,
তারা কি এখন তোমাদের পায়ের দগদগে রক্তাক্ত ক্ষত দেখতে পায় না !
- এ কথাগুলো এই কবিতায় অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় নি।

আমার পর্যবেক্ষণের বিপরীতে আপনার সঠিক ব্যাখ্যা যদি থেকে থাকে, তাহলে কবিতাটি অসাধারণ। আর যদি মনে হয় এগুলো আপনার চোখ এড়িয়ে গিয়েছিল, তাহলে খানিকটা এডিটের দরকার আছে, এবং তাতে কবিতাটি অনন্যসাধারণ হয়ে উঠবে আমার ধারণা। তারপরও, কবিতাটিতে আরেকটূ সময় দিন। যতবার এডিট করবেন, ততই এর উৎকর্ষ বাড়বে। ৫টা সাধারণ মানের কবিতার চেয়ে একটা অসাধারণ কবিতার মান অনেক বেশি।

ঘুমানোর আগে কত কিছু লিখে ফেললাম :(

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৪৮

জাহিদ অনিক বলেছেন: তো, ওরা সীমান্তের মাইন ডিঙ্গিয়ে, সীমান্ত ডিঙ্গিয়ে পৃথিবীর শেষ প্রান্তে যাবে কেন? - এটা বলতে বুঝাতে চেয়েছিলাম বিশ্ব বিবেকের কাছে, বিশ্ব কর্তাদের কাছে পৌঁছে যাক তারা, আদায় করে নিক নিজেদের দাবী।

মায়াং-এর প্রতীকে কি রোহিঙ্গাদের বুঝিয়েছেন? - রোহিঙ্গাদের মধ্যকার আমার এক পরিচিত বন্ধুর কথা বুঝাচ্ছি। যাকে আমি চিনি জানি। তার নাম মায়াং।

কিছু অসঙ্গতি আমার চোখে ঠেকলোঃ টিভির অ্যান্টেনা আছাড় দিয়ে ভেঙে ফেলা হয়েছে, আবার রাতে টিভি বুলেটিন দেখা হচ্ছে। - এখানে কিছুটা সংশোধনী এনেছি। আপনার কথাটা শুনে দেখলাম তাই তো! টেলিভিশন তো আমার আর থাকার কথা না।


সেই মুমূর্ষু সময়ে বার্মা থেকে নিয়ে আসা আড়াই লাখ টন চালের ভাত যারা খেয়েছে,
তারা কি এখন তোমাদের পায়ের দগদগে রক্তাক্ত ক্ষত দেখতে পায় না !-


মূলত আমার দেশের গভঃমেন্টকে বুঝাতে চেয়েছি। তারাই তো কয়েকমাস আগে বন্যার সময় বার্মা থেকে আড়াই লাখ টন কিনেছিল, দেশে চালের বাজার স্থির রাখার জন্য।

এখন তারা কি দেখতে পায় না - এটা দিয়ে বুঝাতে চেয়েছি আমার দেশের গভঃ কেন কোন স্পষ্ট পদক্ষেপ নিচ্ছে না এই সমস্যা সমাধানে। শুধু আশ্রয় দেয়াটাই তো শেষ না। কূটনীতিক দিক দিয়ে বার্মাকে চাপ কেন তারা দিচ্ছে না। বার্মা রোহিঙ্গা বিষয়ে বাংলাদেশ সরকারের মুভমেন্ট স্পষ্ট নয় আমার কাছে।



ঘুমানোর আগে কত কিছু লিখে ফেললাম :( - আপনি যে আমাকে অনেক স্নেহ করেন তাই।


অনেক ধন্যবাদ ভাইয়া। আপনার গঠনমূলক সমালোচনা বেশ ভাল লেগেছে।

২৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:০৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মূলত আমার দেশের গভঃমেন্টকে বুঝাতে চেয়েছি। তারাই তো কয়েকমাস আগে বন্যার সময় বার্মা থেকে আড়াই লাখ টন কিনেছিল, দেশে চালের বাজার স্থির রাখার জন্য। - হ্যাঁ, এটা বুঝেই আমার মনে হয়েছে এখানে বাংলাদেশকে কটাক্ষ করা বক্তব্যটাকে দুর্বল করে দিয়েছে। যাই হোক, এটা আমার মতামত। আপনি নিজে কনফিডেন্ট থাকলে গো এহেড।

ধন্যবাদ।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:১৭

জাহিদ অনিক বলেছেন: ঐ লাইনটা আবার একটু পালটে দিয়েছি ভাইয়া

২৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:২৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এটা দিতে চানই যদি, তাইলে আগেরটাই ভালো। আমি হলে হয়ত একটু ঘুরিয়ে দিতামঃ

সেই মুমূর্ষু সময়ে বার্মা থেকে নিয়ে আসা আড়াই লাখ টন চালের ভাত যারা খেয়েছে,
তারাই (আর্দ্র চোখে- বা এরকম একটা বিশেষণ দেয়া যেতে পারে) এখন দেখছে তোমাদের পায়ে দগদগে / রক্তাক্ত ক্ষত! (দগদগে অথবা রক্তাক্ত)।

অর্থাৎ, ওদের দেখে বাঙালির চোখও করুণার্ত হয়ে উঠছে, সমব্যথী, সংবেদনশীল, ইত্যাদি বোঝানোর জন্য যা লেখা যায়।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:৩০

জাহিদ অনিক বলেছেন: বাহ এটা বেশ ভাল। আপাতত আপনার এটাই বেশি ভাল লেগেছে,


সেই মুমূর্ষু সময়ে বার্মা থেকে নিয়ে আসা আড়াই লাখ টন চালের ভাত যারা খেয়েছে,
তারাই এখন দেখছে তোমাদের পায়ে দগদগে ক্ষত!



আমি ভেবেছিলাম আমাদের ঘাড়ে দোষটা নিব; আপনি আমাদের চোখে সংবেদনশীলতা দেখালেন।
আপনি অনেক সফট করে দেখেছেন। এই সফট করে দেখাটা ভাল লেগেছে।

আপনারটাই ভাল লেগেছে। পুরো কবিতাতেই সংবেদনশীলতা, করুণা আছে।

লাইন দুটার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা ।

২৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:২০

অর্ক বলেছেন: অনন্য কবিতা! নিটোল মুগ্ধকারী প্রাঞ্জল কথামালা। মনে হলো যেব কবি সুনীল গঙ্গোপাধ্যায়'র কোনও কবিতা পড়লাম! মানবাত্মা কেঁপে ওঠা একটি কবিতা। "মায়াং, তোমার হাঁটুর ক্ষত কতটা শুকিয়েছে ?" আজকে এই অতুলনীয় কবিতাটি লিখতে আপনাকে যে কতো সাধনা করতে হয়েছে, তা উপলব্ধি করে শ্রদ্ধায় মাথা নত হয়ে আসছে।
আপনার হাতে বাঙলা কবিতার এক নতুন দ্বার উন্মোচিত হতে চলেছে, এ কথা অকপটচিত্তে বলতে পারি।
এগিয়ে চলুক কবিতা।
হৃদয় নিঃসৃত অশেষ শুভেচ্ছা।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

জাহিদ অনিক বলেছেন: অনেক ধন্যবাদ অর্ক।

মন্তব্যটির মাধ্যমে কৃতজ্ঞ করে গেলেন এবং একই সাথে দায়ভার বাড়িয়ে দিয়ে গেলেন।

ভাল থাকুন নিরন্তর।


শুভ সন্ধ্যা।

২৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১৭

আহমেদ জী এস বলেছেন: জাহিদ অনিক ,




যদিও সহব্লগার মনিরা সুলতানা লাইনটির উদ্ধৃতি দিয়েছেন তবুও আর একবার যেন সে লাইনটি তুলে না দিলেই নয় --- তীক্ষ্ণ বেয়োনেটের ক্ষত শুকাতে হলেও যে মাথার উপরে একটা হাতের স্পর্শ লাগে,
একটা গভীর প্রেম থেকে জেগে ওঠা অনুরাগের কথা ।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই এর প্রথম মন্তব্যে চাল নিয়ে করা তাঁর বক্তব্যটির সাথে সহমত ।

যথেষ্ট সুন্দর কবিতা ।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৫

জাহিদ অনিক বলেছেন: আহমেদ জী এস ভাইয়া,

এই কবিতায় আপনাকে পেয়ে বেশ ভাল লাগছে।

তীক্ষ্ণ বেয়োনেটের ক্ষত শুকাতে হলেও যে মাথার উপরে একটা হাতের স্পর্শ লাগে, ।
একটা গভীর প্রেম থেকে জেগে ওঠা অনুরাগের কথা ।
- অনুভব করেছেন জেনে বেশ আপ্লুত হলাম।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ভাইয়া অনেক বিচক্ষণ ব্যক্তি। তার মতামত অনেক গুরুত্ব দেই। তিনি অনেক ধারণা স্পষ্ট করে দিয়েছেন আমার কাছে। তার প্রতি কৃতজ্ঞতা।

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাইয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.