নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেসব কথা এই সামু ব্লগে লিখতে পারি না নানা কারনে- সেসব কথা আমার পার্সোনাল জার্নাল ব্লগে লিখি -- https://journalofjahid.com/

জাহিদ অনিক

ভালোবাসি কবি ও কবিতাকে

জাহিদ অনিক › বিস্তারিত পোস্টঃ

নিষ্প্রভ

০৩ রা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০৩



যবনিকা পতনের আগে কেউ কি আছেন ?
কাছে কিংবা দূরে, শুনতে কিংবা দেখতে পাচ্ছেন ?
সাইরেন ! লাল বাতি !
মুমূর্ষু একটি হৃদয় দিচ্ছে দিয়ে ইস্তফা।

পাশ বালিশের পাশের যে জন
বহুদূরের সুহৃদ সুজন,
কেউ কি শুনতে পাচ্ছেন ?
হ্যাঁ আপনি,
আপনাকেই বলতে ইচ্ছুক-
ভালোবাসবেন আমাকে? শুধু একদিন ?
নয় তো বেশি আবদার,
ভালোবাসা এই সময়ে বড্ড বেশি দরকার ।

দীর্ঘদিনের অনভ্যাসে,
ভালো না বাসতে বাসতে-
অভ্যস্ত হয়ে ভুলতে বসেছি ভালো কি করে বাসে!
হয়ত আর ক'দিন পরে অবাক হয়ে আঁতকে উঠবো,
শুনতে যদি পাই কখনও, কেউ কাউকে বাসছে ভালো !

এক জনমে একই পাপে,
নিত্য-দহন আত্মহনন !
আমায় কেন কেউ কোনদিন
মিথ্যে হলেও বাসেনি ভালো।

ইউটিউবে পাঠ শুনতে চাইলে--------

ছবিঃ pillar-candle-burning

মন্তব্য ৭৪ টি রেটিং +২০/-০

মন্তব্য (৭৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

কালীদাস বলেছেন: শুরু আর শেষটা ভাল লেগেছে। মাঝেরটুকু লাগেনি :|

০৩ রা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

জাহিদ অনিক বলেছেন:

এ উপলক্ষে মেটাল রক শুনলে মন্দ হয় না !!!

২| ০৩ রা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

কালীদাস বলেছেন: নিজ দায়িত্বে :P পরিণতির জন্য কালীদাস নিকের মালিক দায়ি না :``>>



আগেই কৈসি আমি ইদানিং ডেথ মেটালের উপ্রে আছি :D

০৩ রা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

জাহিদ অনিক বলেছেন:

আগেই কৈসি আমি ইদানিং ডেথ মেটালের উপ্রে আছি :D



ওরা কারা !!!!!!!! ওরা কি বলতে চায় ??? একটা অক্ষর যদি আমি বুঝতে পারতাম !
ডেথ মেটাল শোনার আগে আমার ডেথ হইল না কেন !!!!!! হুদাই একটা ভিউ বাড়িয়ে দিলাম !!!!!!!!

৩| ০৩ রা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

কালীদাস বলেছেন: =p~

এখন মনে হৈতাসে না কালীদাসের হার্ড রকের প্লে লিস্ট অনেক ভাল ছিল? :D

মেটাল আসলেই সবার জন্য না। আপনে নেহায়াত ঠান্ডা টাইপের ভাল মানুষ, হুদাই পেইন নিয়েন না। মুঞ্চাইলে কৈয়েন, শিরোনামহীন টাইপের ঠান্ডা অল্টারনেটিভ রকের লিংক দিমুনে।

গুডনাইট ;)

০৩ রা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১০

জাহিদ অনিক বলেছেন:

আমি কোন পেইন নিচ্ছি না ! ভয় নেই আপনার।

আপাতত গান শোনার মুডে নেই। গান শুনতে ইচ্ছে হলে আপনার রেডিও তে নক করব।

ধন্যবাদ !
শুভ রাত ;)

৪| ০৩ রা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০০

ওমেরা বলেছেন: কবিতা তো কবিতাই !! খুবই ভাল লাগল । ঝিলমিল ভাবী কোথাঁয ?
ধন্যবাদ ।

০৩ রা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১০

জাহিদ অনিক বলেছেন:

ঝিলমিল ভাবী কোথাঁয ?
আছে কোথাও না কোথাও

৫| ০৩ রা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০২

চাঁদগাজী বলেছেন:



হৃদয়ে কখন ভালোবাসা আসে কেহ জানে না; মিথ্যা-ভালোবাসা নামে কিছু নেই; তবে, অসতেরা ভালোবাসার অভিনয় শিখে; কবিতায় নতুনত্ব আছে

০৩ রা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১১

জাহিদ অনিক বলেছেন:

মিথ্যে বাসতে বাসতেই একসময় সত্য হয় মাঝেমাঝে-- ওটা একটা আক্ষেপ ছিল।


ধন্যবাদ

৬| ০৩ রা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

সৈয়দ ইসলাম বলেছেন:
ভাল লেখেছেন।


ভালবাসা আসুক,
ভাসিয়ে নিক আপনাকে হে কবি
তার নিষ্কাম জালে।

১০ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:১৭

জাহিদ অনিক বলেছেন:

দারুণ শুভকামনায় অনেক অনেক ধন্যবাদ জনাব।
ভালো থাকুন।

৭| ০৩ রা মার্চ, ২০১৮ রাত ৮:০০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: এই কবিতাটা কি ঝিলমিল ভাবীকে উদ্দেশ্য করে লেখা? তাকে পড়ে শুনিয়েছেন? না শুনিয়ে থাকলে এখনই ব্যবস্থা করুন। আপনার আহবান শুনে তিনি ভালবাসা না দিয়ে থাকতে পারবেন না। ;)

কবিতা ভাল হয়েছে ভাই। লাইক দিলাম।

১০ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:১৯

জাহিদ অনিক বলেছেন:

ঝিলমিল ভাবীকে নিয়েই লেখা আমার সব কবিতা, না আর তাকে শুনানো হয়নি।


কবিতা ভালো হয়েছে শুনে ভালো লাগলো।

৮| ০৩ রা মার্চ, ২০১৮ রাত ৯:১২

রাজীব নুর বলেছেন: জানেন'ই তো আপনার কবিতা আমার ভালো লাগে।

১০ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:২০

জাহিদ অনিক বলেছেন:

জ্বি জানি জানি রাজীব ভাই।

৯| ০৩ রা মার্চ, ২০১৮ রাত ১০:৩০

সুমন কর বলেছেন: হুম, এবার মোটামুটি। শুরুটা ভালো ছিল..........

১০ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:২১

জাহিদ অনিক বলেছেন:

মোটামুটি হয়েছে শুনে ভালো লাগলো।
ধন্যবাদ সুমন'দা

১০| ০৩ রা মার্চ, ২০১৮ রাত ১১:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+

১০ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:২১

জাহিদ অনিক বলেছেন:

ধন্যবাদ

১১| ০৩ রা মার্চ, ২০১৮ রাত ১১:৫৯

নূর-ই-হাফসা বলেছেন: কি সুন্দর কথাগুলো ।
ভালো লাগলো ।

১০ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:২২

জাহিদ অনিক বলেছেন:

অনেক ধন্যবাদ নূর-ই-হাফসা

১২| ০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ১:১৯

উম্মে সায়মা বলেছেন: কবিতায় কবিমনের ভালোবাসার জন্য হাহাকার ফুটে উঠেছে!
কেউ আসবে। নিশ্চয় আসবে :)
কবিতায়+

১০ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:২৩

জাহিদ অনিক বলেছেন:



কবিতায় কবিমনের ভালোবাসার জন্য হাহাকার ফুটে উঠেছে! - ঠিকই ধরেছেন কবি।

ধন্যবাদ উম্মে সায়মা আপু

১৩| ০৪ ঠা মার্চ, ২০১৮ সকাল ৯:০৭

বেলায়েত ১৩২৭ বলেছেন: Awesome http://www.facebook.com/bee.ctg

১০ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:২৩

জাহিদ অনিক বলেছেন:

ধন্যবাদ

১৪| ০৪ ঠা মার্চ, ২০১৮ সকাল ৯:৩৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মৃত্যুপথ যাত্রীর বিছানার পাশ থেকে লিখেছেন কিনা কে জানে! তবে ভাবটা পরিণতির দিকে গেছে।

১০ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:২৭

জাহিদ অনিক বলেছেন:


গভীর ভাবনা ভেবেছেন শাহাদাৎ ভাই।
অনেক ধন্যবাদ

১৫| ০৪ ঠা মার্চ, ২০১৮ সকাল ১০:১৮

ভ্রমরের ডানা বলেছেন:




পৃথিবীর সকল সার্গম ভুলে আমি প্রেম চাই। মিথ্যে হলেও কি এসে যায়। ত্যাগসুখ কেবা জানে!

১০ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:২৭

জাহিদ অনিক বলেছেন:


শেষপর্যন্ত তোমাকে চাই------------
ধন্যবাদ কবি

১৬| ০৪ ঠা মার্চ, ২০১৮ সকাল ১০:২৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: কবির সময় কি বিষন্ন যাচ্ছে ?

১০ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:২৮

জাহিদ অনিক বলেছেন:

মাইদুল ভাই, কবিতা পাঠে ধন্যবাদ।
সময় যাচ্ছে ভাই-------- বেশ যাচ্ছে

আপনি কেমন আছেন ?

১৭| ০৪ ঠা মার্চ, ২০১৮ সকাল ১০:৫৭

মোস্তফা সোহেল বলেছেন: আজকাল সত্যিকারের ভালবাসার সত্যি খুব অভাব!

১০ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:২৯

জাহিদ অনিক বলেছেন:

ঠিকই বলেছেন----
ভালোবাসার বড্ড অভাব

১৮| ০৪ ঠা মার্চ, ২০১৮ সকাল ১১:১৫

বিলিয়ার রহমান বলেছেন: আমায় কেন কেউ কোন দিন
মিথ্যে হলেও বাসেনি ভালো!!!


কবির জন্য এক চা চামচ সমবেদনা! ;)

++

১০ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:২৯

জাহিদ অনিক বলেছেন:



ধইন্যাপাতা মেয়াবাই

১৯| ০৪ ঠা মার্চ, ২০১৮ সকাল ১১:৪৮

আহমেদ জী এস বলেছেন: জাহিদ অনিক ,




হ্যাঁ আপনাকেই বলছি - সুন্দর ! যবনিকা পতনের আগের হাহাকার .............

শুধু একদিন ভালবাসা, মৃত্যু যে তারপর, তাও যদি পাই
আমি তাই চাই ,তাও যদি পাই
চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর।।

১০ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৩৫

জাহিদ অনিক বলেছেন:

যদি মৃত্যুর মুহুর্ত হলেও পেয়ে যাই ভালোবাসা,
দিব না ছেড়ে-
মৃত্যু নিরাশায় শিয়রে বসে রচিব হতাশা



ধন্যবাদ কবি

২০| ০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ১২:৩৩

মনিরা সুলতানা বলেছেন:
কবি' র কি আর পরান জুড়ায় !!!!
হাহাকারেই কোকিল ডাকায়।

১০ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৩৬

জাহিদ অনিক বলেছেন:

কবির পরাণ জুড়ালে আর কবিতা আসবে না --
এই ভালো না জুড়াক পরাণ

ধন্যবাদ কবি

২১| ০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ১২:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: সমুদ্র তৃষা লয়ে
নদী তীরে হাহাকারে
তৃষ্ণা বাড়বে বৈ কমবে না!

হে প্রেম পিয়াসী
প্রেমের সেই সমুদ্রে ডুব দাও
যেখানে প্রেমই জলের কণা! ;)

++++

১০ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৩৭

জাহিদ অনিক বলেছেন:


আপনি এক দারুণ মন্তব্য করেছেন কবি------------

আমার খুব ভালো লেগেছে।

ধন্যবাদ

২২| ০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ১:৩৫

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা জাবান নাই কবি !!


কবিতা খুব সুন্দর হয়েছে++

১০ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৩৯

জাহিদ অনিক বলেছেন:


ধন্যবাদ কবি !

২৩| ০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ১:৪৯

তারেক ফাহিম বলেছেন: চমৎকার ++

১০ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৪০

জাহিদ অনিক বলেছেন:

ধন্যবাদ তারেক ফাহিম ভাই

২৪| ০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ২:০৬

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: চমৎকার হয়েছে।

১০ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৪০

জাহিদ অনিক বলেছেন:

অনেক ধন্যবাদ

২৫| ০৪ ঠা মার্চ, ২০১৮ বিকাল ৪:৪৭

গুলশান কিবরীয়া বলেছেন: ভালো লেগেছে। একদম ঠিক ভালোবাসা এই সময় বড্ড বেশী দরকার।

অনেক অনেক শুভকামনা।

১০ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৪১

জাহিদ অনিক বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ।
কবিতা ভালো লেগেছে শুনে ভালো লাগছে।


ভালো থাকবেন।

২৬| ০৪ ঠা মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: এই যে আপনার ভাল বাসতে ভুলে যাওয়া ব্যাপারটা, আমার ভাল লাগছে। কোথাও কোথাও বেশ মেলোডিক একটা ভাব টের পাওয়া গেছে, যেমন লাস্টের স্ট্যাঞ্জাটায়। তবে শুরুতে সেইপ্রকার কোন ইঙ্গিত ছিল না। এইটা কিন্তু পাঠ বিভ্রান্ত করে।

পাশবালিশে ভালোবাসা ট্রাই করতে পারেন। ;)

১০ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৪৪

জাহিদ অনিক বলেছেন:

শেষটা যে এভাবে শেষ হবে সেটা আমিও ভাবিনি।


ধন্যবাদ রাজপুত্র

২৭| ০৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

খায়রুল আহসান বলেছেন: "আমায় কেন কেউ কোনদিন
মিথ্যে হলেও বাসেনি ভাল
" - মিথ্যে ভালবাসার গোলক ধাঁধাঁয় একবার পড়লে ঠিকই টের পেয়ে যেতেন, মিথ্যে ভালবাসা পাওয়ার চেয়ে জীবনে ভালবাসাহীন থেকে যাওয়াটা কতটা নিরাপদ এবং নির্ঝঞ্ঝাট।
হৃদয়ে কখন ভালোবাসা আসে কেহ জানে না; মিথ্যা-ভালোবাসা নামে কিছু নেই; তবে, অসতেরা ভালোবাসার অভিনয় শিখে; - এমন চমৎকার একটা দার্শনিক মন্তব্য রেখে যাওয়ার জন্য ব্লগার চাঁদগাজীকে অসংখ্য ধন্যবাদ।

১০ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৪৬

জাহিদ অনিক বলেছেন:
মিথ্যে ভালবাসার গোলক ধাঁধাঁয় একবার পড়লে ঠিকই টের পেয়ে যেতেন, মিথ্যে ভালবাসা পাওয়ার চেয়ে জীবনে ভালবাসাহীন থেকে যাওয়াটা কতটা নিরাপদ এবং নির্ঝঞ্ঝাট।
আপনার বক্তব্যটা আমি বুঝতে পেরেছি। মিথ্যে ভালোবাসা সত্যিই কাম্য নয়।

তবে আমি আক্ষেপ বুঝাতেই বলেছিলাম।

ধন্যবাদ জনাব।

২৮| ০৮ ই মার্চ, ২০১৮ দুপুর ২:০১

শিখা রহমান বলেছেন: জাহিদ কবিতাটা ভালো লেগেছে। কথাগুলো একটু অন্যরকম, ভালোবাসার সুরটাও। অন্যরকম বলেই বেশী ভালো লেগেছে। আসলেই!!

শুভকামনা আর একরাশ ভালোলাগা রইলো।

১০ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৪৭

জাহিদ অনিক বলেছেন:


আন্তরিক মন্তব্যে অনেক অনেক ধন্যবাদ শিখা রহমান।
ভালো থাকবেন।

২৯| ০৮ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৭

অর্ক বলেছেন: কবিবর, আপনার সাথে একমত হলাম না। এখানে ভালবাসার অভাব নেই, মানুষ মানুষকে ভালবাসে। অফুরন্ত ভালবাসা সবখানে। আপনাকে তো ব্লগেও সবাই অনেক ভালবাসে। নিয়মিত ভালবাসায় সিক্ত মন্তব্য করে আসছে। সবখানে এতো এতো ভালবাসা, তারপরও ভালবাসা এতো শূন্যতা! তার থেকে বরং ধরে নেই বিশেষ কারও কাছে লাঞ্ছিত হয়ে কবিতাটি লেখা হয়েছে! তাহলে এটা আরও সার্থক, অর্থবহ হয়ে উঠবে!

ভালো লাগলো ভালবাসার ব্যাকুল আকাঙ্ক্ষা সবার কাছে। তবে তেমনভাবে রণিত হলাম না। মোটামুটি।


অনেক শুভেচ্ছা রইলো। এক জায়গায় দিচ্ছে দিয়ে না "দিয়ে দিচ্ছে" হলে বোধহয় আরও সাবলীল হতো।

১০ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৪৯

জাহিদ অনিক বলেছেন:

আপনাকে তো ব্লগেও সবাই অনেক ভালবাসে। নিয়মিত ভালবাসায় সিক্ত মন্তব্য করে আসছে। সবখানে এতো এতো ভালবাসা, তারপরও ভালবাসা এতো শূন্যতা!
একদম ঠিক বলেছনে। এই নিখাদ ভালোবাসাটুকু আমার জীবনের পরম পাওয়া।
আমি এজন্য নিজেকে সৌভাগ্যবান মনে করি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি মনে মনে।

তার থেকে বরং ধরে নেই বিশেষ কারও কাছে লাঞ্ছিত হয়ে কবিতাটি লেখা হয়েছে! তাহলে এটা আরও সার্থক, অর্থবহ হয়ে উঠবে! - আমি জানি আপনি এটা বুঝবেন।

মন্তব্যে অনেক ধন্যবাদ কবি ।

৩০| ১০ ই মার্চ, ২০১৮ দুপুর ১:১২

পদাতিক চৌধুরি বলেছেন: বিষন্ন প্রেম অন্তরকে দোলা দিয়ে গেল।

১০ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৪০

জাহিদ অনিক বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ পদাতিক চৌধুরি

৩১| ১০ ই মার্চ, ২০১৮ দুপুর ২:০২

শায়মা বলেছেন: কি বলো কেউ ভালোবাসেনি!!!! B:-)



এই যে আমরা তোমাকে কত্ত ভালোবাসি!!!!!!


B:-)

১০ ই মার্চ, ২০১৮ দুপুর ২:০৯

জাহিদ অনিক বলেছেন:


আমিও তোমাদের অন্নেক ভালোবাসি।
কিন্তু যে ভালোবাসার কথা বলেছি, সেই ভালোবাসার নাম তো, ভালোবাসা-বাসি করা । ;) :-B

৩২| ১০ ই মার্চ, ২০১৮ দুপুর ২:২৯

শায়মা বলেছেন: হায়রে !!!!!!!!!

ঝিলমিল আছে কি জন্য!!!!! X((

১০ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:০৩

জাহিদ অনিক বলেছেন:

সে আছে সে নাই

৩৩| ১০ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:০৫

শায়মা বলেছেন: আহালে আহালে! :(

১০ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:০৬

জাহিদ অনিক বলেছেন:

/:)

৩৪| ১০ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

নীলপরি বলেছেন: পড়লাম ও শুনলাম। খুব ভালো লাগলো।

১১ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৮

জাহিদ অনিক বলেছেন:


অনেক অনেক ধন্যবাদ নীলপরি ।

৩৫| ১১ ই মার্চ, ২০১৮ দুপুর ১:১০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কবিতা ,আবৃতি দুটোই ভাল।

১১ ই মার্চ, ২০১৮ দুপুর ১:২৬

জাহিদ অনিক বলেছেন:

অনেক ধন্যবাদ গিয়াস ভাই !!!!!!
কবিতা আড়াইশ, আবৃত্তি আড়াইসশো-- দেন ৫০০ টাকা দেন ! ;)

৩৬| ১৭ ই মার্চ, ২০১৮ রাত ৯:১৫

ধ্রুবক আলো বলেছেন: ভালোবাসা আসলেই খুব দরকার!

২৪ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৪৩

জাহিদ অনিক বলেছেন:

অনেক ধন্যবাদ ধ্রুবক ভাই-- রিপ্লাই দিতে দেরী হয়ে গেল।

৩৭| ২১ শে মার্চ, ২০১৮ রাত ১০:১৬

ফাহমিদা বারী বলেছেন: আপনার কবিতা দারুণ!

২৪ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৪৪

জাহিদ অনিক বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.