নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেসব কথা এই সামু ব্লগে লিখতে পারি না নানা কারনে- সেসব কথা আমার পার্সোনাল জার্নাল ব্লগে লিখি -- https://journalofjahid.com/

জাহিদ অনিক

ভালোবাসি কবি ও কবিতাকে

জাহিদ অনিক › বিস্তারিত পোস্টঃ

নির্জন সঙ্গম

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৫



রাত্রির হাতে হাত রেখে ঘুমিয়ে পড়ে পৃথিবীর সমস্ত আলো
জাগ্রত আঁধারের বুকে লুকোচুরি খেলে সপ্তপদী রঙ –
সমস্তটা আঁধার সে ধারণ করে আপনা বুকে
কৃষ্ণবর্ণ নিস্তব্ধতার সাথে সবচেয়ে গভীর মিতালি থাকে নীল জলের-
বেলাভূমির ঢেউ ছুঁইছুঁই জলে
একটি দ্বিপুটক ঝিনুক হেঁটে যায় অন্য আরেকটি ঝিনুকের দিকে;
সে এক অন্য জীবন।

অন্ধকার সাগর জলকে তখন মনে হয় নেশার শরাব
ইচ্ছে করে-
সাগরের বুকে একটা বরফকল পেতে দিয়ে
দু’হাতে আঁজলা ভরে পিয়ে নেই ব্লু সি-ওয়াটার
মহোল্লাসে খসিয়ে দেই অন্তরিক্ষের অন্তত দু'একটি নক্ষত্র।

উল্লাস পর্ব শেষ হয়ে এলে-
সমুদ্রকে না হয় দু’একটা প্রশ্নও করা যাবে;
জিজ্ঞেস করা হবে-
সমুদ্র, তোমার লোনা জল ভালো লাগে?

রাত্রিকে জিজ্ঞেস করা যাবে-
রাত্রি, তোমার অন্ধকার ভালো লাগে?
পা’য়ে এসে আছড়ে পড়া ঢেউকে জিজ্ঞেস করা হবে-
ঢেউ, তোমার পা'য়ে আছড়ে পড়তে ভালো লাগে?

সমুদ্র, রাত্রি, অন্ধকার;
ওরা যদি সম্মিলিত হয়ে আমাকে জিজ্ঞেস করে-
কবি, তোমার বেতনমুখী কবিতা ভালো লাগে?
তখন আমরা পরস্পরকে কি জবাব দেব?

প্রশ্নোত্তর পর্ব সাঙ্গ হলে-
অদূরে-
রূপালী আলোতে দেখা যাবে-
জলে ভিজতে ভিজতে ঝিনুক দু’টি পৌঁছে গেছে একে অপরের নৈকট্যে;
নিজেদের শুকিয়ে নিতে ওদের তখন দরকার হবে-
কিছু উষ্ণতা- একটু গরম কাপড়- মোজা তোয়ালে;
আর অনেকটা গাঢ় নির্জন অন্ধকার।


০৩ রা সেপ্টেম্বর, ২০১৮

মন্তব্য ৪৪ টি রেটিং +১২/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫২

ঋতো আহমেদ বলেছেন: বাহ, দারুণ কবিতা। নির্জন টা আগে হলে ভালো হোতো আরো মনে হয়। ++

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৪

জাহিদ অনিক বলেছেন: সাজেশন ইজ ওয়েলকাম। দেখা যাক,আপনার সাজেশন থেকে পরের বারে পরীক্ষায় কমন আসে কিনা !
ধন্যবাদ কবি

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫২

অপ্‌সরা বলেছেন: কঠিন কাব্য

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৫

জাহিদ অনিক বলেছেন:




কি বলো সাগরের জল নিয়ে কবিতা লিখলাম-- জলবৎ তরলং আর তুমি কিনা বলছ কঠিন কাব্য !

৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৯

চাঁদগাজী বলেছেন:


একটা মন চায় নিজকে একান্তভাবে অনুভব করতে

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৬

জাহিদ অনিক বলেছেন:

আপনি যথাযথ বলেছেন--- আমার প্রায়ই ইচ্ছে করে সব ছেড়ে দিয়ে সমুদ্রের পাড়ে বসে থাকি। নিজে একটু নিজেকে অনুভব করি।
শুভেচ্ছা ও ধন্যবাদ জনাব

৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০১

অচেনা হৃদি বলেছেন: সুকঠিন কাব্য!
(আমি অপ্সরা আপুকে কপি পেস্ট করিনি কিন্তু। ;) )

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৭

জাহিদ অনিক বলেছেন:
আমি বুঝতে পেরেছি- ব্লগারেরা কেউ কাউকে কপি করেন না।
শুভেচ্ছা অচেনা হৃদি।

৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৫

প্রতিভাবান অলস বলেছেন: পড়ে সুন্দর একটা ভাল লাগা সৃষ্টি হয়েছে ! ধন্য কবি আপনার লেখনি!

অফ টপিকঃ এক্সাম শেষ ? :-P

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৩

জাহিদ অনিক বলেছেন:


প্রতিভাবান অলস !!! আমার এই নামেই ফেসবুক আছে-- একটু খোচা দিয়েন তো।
সেদিন আপনার সাথে দেখা হলো- পরে আর খুজেই পেলাম না।
শ্যাষ হয় নাই :( :((

৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৮

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: কবিতা পড়ে ভাল লেগেছে...........................।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৬

জাহিদ অনিক বলেছেন:
ধন্যবাদ ভাই আলিফ

৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪০

মনিরা সুলতানা বলেছেন: সুন্দর হইছে কবিতা !!

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৯

জাহিদ অনিক বলেছেন:

ধন্যবাদ কবি।
কবিদের মন্তব্য পেলে ভাল লাগে৷
কৃতজ্ঞতা কৃতজ্ঞতা কৃতিজ্ঞতা

৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫৩

প্রামানিক বলেছেন: দারুণ কবিতা। খুব ভালো লাগল।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪৫

জাহিদ অনিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রিয় ছড়াকার

৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:২০

বাকপ্রবাস বলেছেন: বড় কবিতা পড়লে মাথা গুলিয়ে যায় অথচ এই কবিতা আমাকে ভেতরে টেনে নিয়ে গেল। আমি যেন ঝিনুকেই ঢুকে গেলাম। দারুণ লেগেছে।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪৬

জাহিদ অনিক বলেছেন: বাকপ্রবাস আপনার চমৎকার মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত হলাম।
শুভেচ্ছা । ভালো থাকুন

১০| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:৪৭

সোহানী বলেছেন: নতুন নতুন শব্দ পেলাম... বেতনমুখী কবিতা! ভালো লাগলো কবি।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪৭

জাহিদ অনিক বলেছেন: আপনার চোখ আছে সত্যিই---------
থেঙ্কু সোহানী আপু। ভালো থাকবেন -- কৃতজ্ঞতা রইলো

১১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৫

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর প্রানবন্ত কবিতা।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪৭

জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই

১২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৫

পদাতিক চৌধুরি বলেছেন: অনুভবে মুগ্ধতা। সুন্দর নির্জন।


শুভেচ্ছা কবিবরকে।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪৮

জাহিদ অনিক বলেছেন: মন্তব্যে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা রইলো ভাই পদাতিক চৌধুরি

১৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৪

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা অনেক ভালো লেগেছে+

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪৮

জাহিদ অনিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ হে প্রেমের কবি !

১৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর। ভা‌লো লাগা জা‌নি‌য়ে গেলাম। শুভ কামনা নিরন্তর।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪৯

জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ ভাই মোহাম্মদ সাজ্জাদ হোসেন
ভালো থাকবেন

১৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৬

রাকু হাসান বলেছেন:

প্রিয়তে নিলাম । প্রথম স্তবক চমৎকার লাগলো । পুরো কবিতায় ভালা লাগার একটা ভারসাম্য পেলাম । যেন কোন থেকে কোন টা কম নয় । আপনার যে কবিতাগুলো পড়েছি সেগুলোর মধ্যে অন্যতম । আমি প্রতিভাবান কবি নতুন কবিতার অপেক্ষা করবো ।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫০

জাহিদ অনিক বলেছেন:
রাকু হাসান ভাই, আপনার মন্তব্যে আগেও বেশ অনুপ্রেরণা পেয়েছি। আজকেও পেলাম। প্রিয়তে রেখে কবিতাটিকে ভালোলাগা জানিয়েছেন দেখে খুব ভালো লাগছে।
শুভেচ্ছা ও কৃতজ্ঞতা

১৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৪

চঞ্চল হরিণী বলেছেন: সমুদ্র, রাত্রি, অন্ধকার ও ঢেউকে করা কবির প্রশ্নগুলো কি সুন্দর ছিল ! কিন্তু কোন ধরণের নাম ছাড়া এদেরকে ভাবুন তো !

কবি ওদেরকে প্রাকৃতিক প্রশ্ন করেছেন আর ওরা কবিকে কৃত্রিম প্রশ্ন করলো ! তাই প্রশ্নোত্তর পর্বে পরস্পরকে জবাব দেয়ার সময় ওদের জবাব হবে ধ্রুব সুন্দর, কিন্তু কবির জবাব? কবিই ভালো জানবেন।

সব মিলিয়ে কবিতাটা আমার কাছে ব্যতিক্রম ভালো লেগেছে। কবির জন্য শুভকামনা :)

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫২

জাহিদ অনিক বলেছেন:

যার যেটার অভাব, যে স্বাদ যে পায় নাই-- সে সেইটা নিয়েই প্রশ্ন করেছে।
অনেক ধন্যবাদ চঞ্চল হরিণী । খুব গুছিয়ে চমৎকার মন্তব্য করেছেন।
শুভেচ্ছা ও কৃতজ্ঞতা

১৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৮

শিখা রহমান বলেছেন: কবিতা ভালো লেগেছে, বিশেষ করে প্রথম স্তবকটা।

শুভকামনা প্রিয় কবি। ভালো থেকো।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫৪

জাহিদ অনিক বলেছেন: কবিতায় প্রিয় কবির দেখা পেয়ে ভালো লাগলো।
অনেক অনেক ধন্যবাদ শিখা আপু।
ভালো থাকবেন। কৃতজ্ঞতা

১৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৯

শাহারিয়ার ইমন বলেছেন: ভাল লাগার একটা কবিতা +++

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫৭

জাহিদ অনিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই শাহারিয়ার ইমন
ভালো থাকবেন। শুভেচ্ছা

১৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫৫

আখেনাটেন বলেছেন: সমুদ্রের নোনাজল কিন্তু নিয়তি। বেতনমুখী কবিতা কি কবির নিয়তি?

বেশ লাগল কবিতা কবি জাহিদ অনিক।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৪

জাহিদ অনিক বলেছেন:
বেতনমুখী কবিতা কেবল নয়-- আমাদের নাগরিক জীবনটাই তো বেতনমুখী।
ধন্যবাদ প্রিয়

২০| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৬

আহমেদ জী এস বলেছেন: জাহিদ অনিক ,




শুধু গা্ঢ় নির্জন অন্ধকার থাকলে পরে নৈকট্যে আসা দু'টো ভিজে যাওয়া ঝিনুক হৃদয়ে উষ্ণতার জন্যে আর কিছুর দরকার নেই । তাই ঝিনুকদের কাছে জিজ্ঞেস করারও প্রয়োজন নেই যে , তাদের গরম মোজা-তোয়ালে লাগবে কিনা !

দারুন কবিতা । জবাব নেই .....................


০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৬

জাহিদ অনিক বলেছেন:
বাহ ! বেশ বোলেছেন--- ঝিনুকদের কাছে জিজ্ঞেস করারও প্রয়োজন নেই যে , তাদের গরম মোজা-তোয়ালে লাগবে কিনা !

ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রিয়

২১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৭

নীলপরি বলেছেন: আপনার কবিতা মনকে ভাসিয়ে নিয়ে গেলো । খুব সুন্দর ++

শুভকামনা

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪১

জাহিদ অনিক বলেছেন:

অনেক ধন্যবাদ কবি।
শুভেচ্ছা ও শুভ রাত

২২| ২৩ শে জুন, ২০১৯ রাত ৮:৫৩

খায়রুল আহসান বলেছেন: প্রথম স্তবকটা খুব সুন্দর হয়েছে।
দ্বিপুটক - কথাটার অর্থ কী?
চঞ্চল হরিণী এর মন্তব্যটা (১৬ নং) ভাল লেগেছে।
কবিতায় প্লাস + +

০২ রা আগস্ট, ২০১৯ রাত ১২:৫০

জাহিদ অনিক বলেছেন: দ্বিপুটক - কথাটার অর্থ কবজা আছে এমন, মোড় ফেরানো যায় এমন--
ঝিনুকের খোল দুইটা এমনই মনে হয়েছে তাই এটা ব্যবহার করেছি।

প্রিয় কবি, আপনার মন্তব্য পেয়ে ভালো লাগছে। শুভেচ্ছা ও কৃতজ্ঞতা রইলো আপনার প্রতি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.