নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেসব কথা এই সামু ব্লগে লিখতে পারি না নানা কারনে- সেসব কথা আমার পার্সোনাল জার্নাল ব্লগে লিখি -- https://journalofjahid.com/

জাহিদ অনিক

ভালোবাসি কবি ও কবিতাকে

জাহিদ অনিক › বিস্তারিত পোস্টঃ

মিথোজীবিতা

১৭ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:২০





তর্জনী উঁচিয়ে মুখের যেখানটা'য় ঠেসে ধরলে চুপ হয়ে যাওয়া বোঝায়-
ঠিক সেখানটায়; উপরের ওষ্ঠে তোমার প্রথম খাঁজ।
কিছুটা বাঁকা- কিছুটা রুক্ষ;
শীতে ফেটে যাওয়া ক্ষত যেন উপশম নেই - যত্ন আত্তি নেই অনেকদিন।
নিজ ওষ্ঠাধর কখনো ছুঁয়ে দিয়েছ আঙ্গুলের ডগায়?
ওটা যেন বর্ষার জল গড়িয়ে চলার অগভীর স্রোতস্বিনী।

যেমনটা তুমি চাইতে কামিজের দর্জির কাছে-
পিঠের দিকে কিছুটা উঠতি - পেটে ঘাটতি - কোমরে ঈষৎ বাড়তি
ঠিক সেরকম মানিয়ে যাওয়া আঁটসাঁট মাংসল অধর-ওষ্ঠ;
খুঁজে পাবে কেবল আমার ঠোঁটেই।
এসো প্রিয়া দমবন্ধ চুমু খাও-
আমাকে বশ করো -
তুমি জানো, আমার আচ্ছন্নতা কেবলই তোমার ঠোঁট।

এসো পুষ্পপত্র, টুপটাপ চুপ করিয়ে দাও আমাকে;
পোড়া অধরে ঠেসে ধরো তর্জনী।
এসো হংস-চঞ্চু, আমাকে খুঁড়ে খাও-
এসো অরণ্য, নিজেকে নিরাভরণ করো আমার অভ্যন্তরে,
তোমার গহীনে টেনে নাও আমাকে-
এসো সীমান্তিনী, অতটা দূরে নয় -
অবিচ্ছেদ্য অঙ্গ নয়;
স্ব-স্ব অস্তিত্বে বাঁচি মিথুন মিথোজীবিতায়।




@জাহিদ অনিক
১৭/১০/২০১৮
রাজশাহী

মন্তব্য ২৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫৮

রাজীব নুর বলেছেন: শুভ সকাল ভাই।
কেমন আছেন?

সুন্দর কবিতা।
প্রতিটা মেয়েকেই জামা বানানোর জন্য দোকানে যেতে হয়।
সামান্য একটি বিষয় নিয়ে চমৎকার কবিতা লিখেছেন।

১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৩:৩৪

জাহিদ অনিক বলেছেন: শুভ রাত ভাই


কবিতাটি কিন্তু মেয়েদের জামা বানানো নিয়ে একদম লিখি নাই, বরং মেয়েদের চুমু খাওয়া নিয়ে লিখেছি

২| ১৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৫৪

ঋতো আহমেদ বলেছেন: বাহ্,, সুন্দর আহবান। এসো অরণ্য, আমার অভ্যন্তরে নিরাভরণ করো নিজেকে; টেনে নাও গহীনে তোমাকে আমার,- সীমন্তিনী; অতোটা দূরে নয়.. দারুণ কবিতা। শুভ সকাল কবি। কবিতায় মুগ্ধতা ..+++

১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৩:৩৬

জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ কবি।
শুভ রাত্রি

৩| ১৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৫৬

পদাতিক চৌধুরি বলেছেন: আহা! এমনও ভাবনার কবিতায় মুগ্ধতা একরাশ। ++

অনেকদিন পরে কবিভাইকে দেখে আনন্দ পেলাম।

শুভকামনা জানবেন।

১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৩:৪৩

জাহিদ অনিক বলেছেন: কেমন আছেন ব্রাদার ?
শুভেচ্ছা ও শুভ কামনা ভাই পদাতিক চৌধুরি

৪| ১৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩৮

মাহবুবুল আজাদ বলেছেন: অসাধারণ ভাবনার আবেগে ভরপুর।

মারহাবা।

১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৩:৪৩

জাহিদ অনিক বলেছেন: অনেক ধন্যবাদ মাহবুবুল আজাদ
শুভেচ্ছান্তে

৫| ১৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৪

মিথী_মারজান বলেছেন: ওয়াও!
বেশ কিছুদিন পর এলেন, তাও একেবারে রাজকীয় প্রত্যাবর্তন!
এই না হলে আমাদের জাহিদ অনিক!
কবিতাটা দুর্দান্ত হয়েছে।:)

১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৩:৪৫

জাহিদ অনিক বলেছেন: প্রত্যাবর্তন বলে কিছু নেই আপু এখানে। আপনাদের ছেড়ে কেউ যেতে পারে !
থ্যাংকু আপু

৬| ১৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪১

কিরমানী লিটন বলেছেন: ভিন্ন ভাবনার মুগ্ধ অনুবাদ- চমৎকার ভালোলাগা ...

১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৩:৪৬

জাহিদ অনিক বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় কিরমানী লিটন
শুভেচ্ছান্তে

৭| ১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৩

রাকু হাসান বলেছেন:


অামার কথাই যেন বলে দিয়েছেন
মিথী_মারজান আপু বলেছেন: ওয়াও!
বেশ কিছুদিন পর এলেন, তাও একেবারে রাজকীয় প্রত্যাবর্তন!
এই না হলে আমাদের জাহিদ অনিক!
কবিতাটা দুর্দান্ত হয়েছে।

কবিতা পাঠে ভিষণ রকম ভালোলাগা । :) +

১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৩:৪৭

জাহিদ অনিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় রাকু হাসান
ভালো থাকুন সতত

৮| ১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৬

সেলিম আনোয়ার বলেছেন: জীবিত কবির কবিতা। #:-S

শব্দ সুষমায় আর ভাবনায় সমৃদ্ধ কবিতা ।

১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৩:৪৭

জাহিদ অনিক বলেছেন: এবার মৃত কবির কবিতা লিখতে হবে--------
ধন্যবাদ কবি

৯| ১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০৭

বিজন রয় বলেছেন: মিথোজীবিতা............ বানানটি ঠিক আছে কি না বুঝতে পারছি না।

১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৩:৪৮

জাহিদ অনিক বলেছেন: নিশ্চিত থাকুন। বানান ঠিক আছে
ধন্যবাদ বিজন দা

১০| ১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৩৪

শাহরিয়ার কবীর বলেছেন:


কবিতা ভালো লিখেছেন কবি!! ;)


১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৩:৪৮

জাহিদ অনিক বলেছেন: থ্যাংকু ! থ্যাংকু কবি
ভালো থাকুন সর্বদা

১১| ১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১:৩১

শিখা রহমান বলেছেন: কবিতাটা আন্দোলিত করে। শব্দে ছন্দে চিরাচরিত চুম্বনকে কবিতায় খুব সুন্দর করে বেঁধেছ।

ধার করে বলছি "কেন যে এমন হয়!
মনে হয় আগুনের উদ্যান হতে
ভালোবাসা আমার একরাশ বৃষ্টি ঠোঁটে নিয়ে ফিরে আসবে
ভিজিয়ে দেবে আমায় ভিজিয়ে দেবে।

আমি যে তার চুম্বনের মন্ত্রজালে বন্দী!
(সে আমার অন্তর জানে)
হৃদয়ের অনর্বর মর্মরধ্বনি-
তৃষ্ণা মেটেনি আমার তৃষ্ণা মেটেনি
ও ঠোঁটের লেনদেন ফুরায়নি এখনো,….

সেতো আমি জানি তুমিও জানো
তাই আমি বার বার ফিরে যাই বৃষ্টির লোভে
আর আমি বার বার ফিরে আসি লুট হয়ে ক্ষোভে।" ----- কবি মেঘদূত

কবিতাটা দুর্দান্ত হয়েছে। একরাশ মুগ্ধতা প্রিয় কবি!!

১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৩:৫০

জাহিদ অনিক বলেছেন: কবি মেঘদূত তার কবিতায় চুম্বনের নিজস্ব চিত্র এঁকেছেন। মুগ্ধ হ'লাম কবিতা পড়ে।
আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো শিখা আপু।
অনেক ধন্যবাদ প্রিয় কবি

১২| ২৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪৪

খায়রুল আহসান বলেছেন: এসো হংস-চঞ্চু, আমাকে খুঁড়ে খাও পুরো কবিতার আবেদন এই এক লাইনেই উঠে এসেছে।

০১ লা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১০

জাহিদ অনিক বলেছেন: আপনার মন্তব্যের মাধ্যমে প্রীত হ'লাম প্রিয় কবি।
শুভেচ্ছা ও কৃতজ্ঞতা।
ভালো থাকুন। শুভ সন্ধ্যা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.