নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেসব কথা এই সামু ব্লগে লিখতে পারি না নানা কারনে- সেসব কথা আমার পার্সোনাল জার্নাল ব্লগে লিখি -- https://journalofjahid.com/

জাহিদ অনিক

ভালোবাসি কবি ও কবিতাকে

জাহিদ অনিক › বিস্তারিত পোস্টঃ

পর্ণমোচী

২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:০৪






একটি বৃক্ষ আঁকতে গেলে এঁকে ফেলি প্রেমিকার মুখমণ্ডল
শিকড় যেভাবে কামড়ে ধ’রে মাটিকে-
আমাকেও সে জড়িয়ে রাখে আষ্টেপৃষ্ঠে।

প্রথম অঙ্কুরোদগম; দ্বিবীজপত্রী বলতে বুঝি
প্রেমিকার সিক্ত দুটি ঠোঁট।
আমার প্রেমিকা গাছটি'র নাম দিলাম চিরহরিৎ নিম;
ঔষধি চিরুল তাঁর ঠোঁট ভয়ানক তিক্ত-
গা’য়ে মাখি না ভয়ে
আশঙ্কা; অসুখ যদি যায় সেরে!

পূর্ণিমা তিথিতে-
জোয়ার আসে নীমে'র শরীরে আমার
আমি সিক্ত হই তেতো জলে-
হ্যাঁচকা টানে পরিণীতা’র শরীর থেকে ভেঙ্গে নিয়ে হাত
আমি তাড়াই জলবতী মেঘ।

প্রেমিকার কপাল-জমিন যেন প্রকাণ্ড আকাশ;
সেখানে চুমু খায় চাঁদে'র মত এক লাল টিপ।



২৫ শে অক্টোবর, ২০১৮
ছবিঃ pinterest থেকে নেয়া।

মন্তব্য ৪২ টি রেটিং +১২/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:২১

সুমন কর বলেছেন: হুম, এটি সুন্দর হয়েছে।

২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:০৯

জাহিদ অনিক বলেছেন:
হুম ! সুমন দা, নিচে রাজীব নুর ভাইয়াও সেটাই বললেন, এটি আগেরগুলো থেকে তাঁর কাছেও ভালো লেগেছে।
ধন্যবাদ দাদা
শুভেচ্ছা ও কৃতজ্ঞাত

২| ২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৩২

রাজীব নুর বলেছেন: প্রানবন্ত।
সহজ সরল ভাষা।
সব মিলিয়ে খুব সুন্দর কবিতা।

আপনার আগের কবিতা ''পূর্বাভাস'' বা ''পরিবৃত''র চেয়ে এটা বেশি ভালো লেগেছে।

২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:১০

জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ রাজীব নূর ভাইয়া।
আপনার সুচিন্তিত মন্তব্যে ভালোলাগা রইলো।
শুভেচ্ছা ও কৃতজ্ঞতা

৩| ২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৭

শায়মা বলেছেন: বুঝতে পারছি নেক্সটো বইমেলায় তোমার কবিতার বই ছাপাবার সময় হয়েছে !!

২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:১১

জাহিদ অনিক বলেছেন: আমার তো মনে হয় কস্মিনকালেও বই বের হবে না

৪| ২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:০৭

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: সুন্দর কবিতা। মুগ্ধ আমি

২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:১৬

জাহিদ অনিক বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা আব্দুল্লাহ্ আল মামুন
ভালো থাকুন

৫| ২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:০৮

চাঁদগাজী বলেছেন:


কবিতাগুলো ক্রমেই গাঢ় হচ্ছে

২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:১৭

জাহিদ অনিক বলেছেন: আপনি যখন বলছেন------------ তখন তো হতেই হবে

৬| ২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:২১

শায়মা বলেছেন: হতেই হবে!!


ইউ আর দ্য বেস্ট! :)

২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৩০

জাহিদ অনিক বলেছেন:
ইনস্পায়ার্ড হলাম। এবার প্রকাশক দাও

৭| ২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৫

কথাকথিকেথিকথন বলেছেন:



এতো দেখছি হারবাল প্রণয়! লতা পাতা গাছ গাছড়া!

কবিতার শব্দ চয়ন মুগ্ধ করেছে। ভাল লেগেছে।

২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:০১

জাহিদ অনিক বলেছেন:
হা হা হা সম্পূর্ণ দেশজ পদ্ধতিতে লতাপাতা ও ছাল বাকলের গুনাগুণ সমৃদ্ধ।
ধন্যবাদ কথাকেথি-
অনেকদিন পরে আপ্নাকে পেয়ে ভালো লাগছে

৮| ২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:১০

ঋতো আহমেদ বলেছেন: বাহ্, দারুণ তো ! আচ্ছা আপনি কি বোটানির ছাত্র ? কবিতা ভালো লেগেছে। +++

২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:১৪

জাহিদ অনিক বলেছেন:
হা হা হা না ঋতো দা, বোটানি'র ছাত্র না। কলেজ লাইফ পর্যন্ত জু'লজি - বোটানি পড়েছি।
বায়োলজি জনিসটা বড় ভালো কিন্তু মুখস্থ বেশি।

৯| ২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:২৫

নীলপরি বলেছেন: বাহ! অভিভূত হলাম কবি ।++++
সাথের ছবিটাও খুব মানানসই হয়েছে ।

শুভকামনা

২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ১:০৭

জাহিদ অনিক বলেছেন:

কবিতা ও ছবিতা ভালো লেগেছে জেনে খুশি হ'লাম
অনেক ধন্যবাদ কবি
শুভেচ্ছান্তে

১০| ২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:২৮

শাহরিয়ার কবীর বলেছেন:
আহা !!! কি প্রেমের সুন্দর ব্যখ্যা !! ;)


কবিতা ভালো লিখেছেন।।

২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ১:১২

জাহিদ অনিক বলেছেন: প্রেমের ব্যাখা আর কে জানে কবি ছাড়া !
কৃতজ্ঞতা কবি
ভালো থাকুন

১১| ২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:৩০

ভ্রমরের ডানা বলেছেন: মিহি শিফন শাড়ির আচলে মায়াবী মেয়ের মতন মায়াবী ডগর কবিতা!!

২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ১:১৭

জাহিদ অনিক বলেছেন: আপনার মন্তব্যখানাও শিল-পাটায় পেষা চালের গুঁড়োর মতই মিহি
ধন্যবাদ কবি

১২| ২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ১:২৬

বাকপ্রবাস বলেছেন: খুবই সুন্দর এবং ব্যাতিক্রম

পর্ণমোচী (ইংরেজি: deciduous) মানে “পরিপক্ক অবস্থায় ঝরে যাওয়া”[১] অথবা “ঝরে যাওয়ার ঝোঁক”[২] বোঝায়। যেসব বৃক্ষ অথবা গুল্ম ঋতুভেদে পাতা ঝরিয়ে দেয় সেসব ক্ষেত্রে, এবং উদ্ভিদের অন্যান্য অংশসমূহ (যেমন ফুল ফোটার পর পাপড়ি বা পরিপক্ক হয়ে গেলে ফল) ঝরানোর ক্ষেত্রে আদর্শরূপে এটিকে ব্যবহার করা হয়। আরোও সাধারণ অর্থে বললে, পর্ণমোচী মানে হল যে অঙ্গ আর প্রয়োজন নেই, অথবা যে অঙ্গের উদ্দেশ্য ফুরিয়ে গেছে, তার ঝরে যাওয়া। উদ্ভিদে এটি একটি প্রাকৃতিক প্রক্রিয়া। বিভিন্ন প্রাণীর অঙ্গের ক্ষেত্রেও একই অর্থ নির্দেশ করা হয়, যেমন হরিণে পর্ণমোচী শিং,[৩] অথবা মানুষসহ কিছু স্তণ্যপায়ীর পর্ণমোচী দুধদাঁত।

২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ১:২৭

জাহিদ অনিক বলেছেন:

হ্যাঁ পর্ণমোচী ঠিক তাই-
ধন্যবাদ ও কৃতজ্ঞতা বাকপ্রকাশ- বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য
শুভেচ্ছান্তে

১৩| ২৬ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪০

মনিরা সুলতানা বলেছেন: যাই দেখ
যেখানেই যাও-
সব রুপে ই সে ই ....


চমৎকার ।

২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ১:২৮

জাহিদ অনিক বলেছেন:

একদমই তাই-
ধন্যবাদ ও কৃতজ্ঞতা কবি
শুভেচ্ছান্তে

১৪| ২৬ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
সব্বনাশ কবি ;)
নিম! গাছে তো পেত্নি থাকে ;) :P

দ্বী-বীজপত্রি উদ্ভিদের মোড়ক উন্মোচন! জাষ্ট ওয়াও!

নিমেই সুখ
হোকনা তেতো
ওষধী বলে কথা
ভেবোনা অতো :)

মোচন হলেই হলো: কাব্যে ভাললাগা +++++

২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ১:২৮

জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ ! ধন্যবাদ কবি
শুভেচ্ছা ও প্রীতি জানবেন

১৫| ২৬ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২৩

হাবিব বলেছেন: ভালো লেগেছে। ++ দিলাম।

২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ১:৩০

জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন
কৃতজ্ঞতা

১৬| ২৬ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫১

পদাতিক চৌধুরি বলেছেন: আহা ! নিম তেতোর মধ্যে যে মিষ্টতা আছে সে স্বাদ একবার পেলে বারবার অবুঝ মন যে ছুটে যায় দ্বিবীজপত্রী প্রেমের প্রতি । এমন এমন নীলকন্ঠী থুরি নিমকণ্ঠী হতে হতে সাধ জাগে যে বড় । কবিতায় প্লাস ++

শুভকামনা প্রিয় কবি কবি ভাইকে ।

২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ১:৩১

জাহিদ অনিক বলেছেন: নিম তেতোর মিষ্টতা- হুম ঠিকই বলেছেন।
ভাল লাগলো আপনার মন্তব্য ব্রাদার।

আপনাকেও প্রীতি ও শুভেচ্ছা
ভালো থাকবেন পদাতিক চৌধুরি

১৭| ২৬ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:২৬

শিখা রহমান বলেছেন: কবিতার প্রেমের ভাবনার ধরনটা অভিনব।

প্রেমে নিমরাজি থাকাই শ্রেয়। :) একটু নিম না থাকলে ভালোবাসা খুব আটপৌরে হয়ে যায় কখনো। শেষের লাইন দুটো খুব ভালো লেগেছে।

কবিতা ভালো লেগেছে। শুভকামনা প্রিয় কবি।

২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ১:৪৭

জাহিদ অনিক বলেছেন:
বাহ ! শিখা আপু
আপনার মন্তব্যটা বেশ চমৎকার।


শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন প্রিয় কবি

১৮| ২৬ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৩

অব্যক্ত কাব্য বলেছেন: চমৎকার হয়েছে কবি

২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ১:৫৪

জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ ও শুভেচ্ছা অব্যক্ত কাব্য
ভালো থাকুন সুস্থ থাকুন
শুভেচ্ছান্তে

১৯| ২৬ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালো লেগেছে। বাকপ্রবাস ভাইয়ের মন্তব্যও দারুণ ছিলো।

২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ২:২৮

জাহিদ অনিক বলেছেন:
অনেক ধন্যবাদও কৃতজ্ঞতা মিঃ জুনায়েদ বি রহমান
শুভেচ্ছান্তে

২০| ২৬ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ রাজীব নূর ভাইয়া।
আপনার সুচিন্তিত মন্তব্যে ভালোলাগা রইলো।
শুভেচ্ছা ও কৃতজ্ঞতা


আমার মন্তব্যের উত্তর দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ২:২৯

জাহিদ অনিক বলেছেন: আপনাকে আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই রাজীব নুর ভাই
শুভ রাত্রি

২১| ২৮ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

খায়রুল আহসান বলেছেন: অত্যন্ত চমৎকার একটা কবিতা পড়লাম। শুরুটা যেমন চমকপ্রদ, শেষের দু'লাইন তেমনি রেখে যায় কিছু বিহ্বলতা।
পর্ণমোচী কথাটাকে ভাল করে বুঝিয়ে দেয়ার জন্য বাকপ্রবাসকে আন্তরিক ধন্যবাদ!
কবিতায় দ্বাদশ ভাল লাগা + +

২৮ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

জাহিদ অনিক বলেছেন: বাহ ! আপনার আন্তরিক মন্তব্য পেয়ে বেশ ভালো লাগছে প্রিয় কবি।
আপনি পড়েছেন এবং মন ভালো করা মন্তব্য করেছেন - আমি ব্যপক খুশী।

অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপনাকে, শুভ সন্ধ্যা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.