নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেসব কথা এই সামু ব্লগে লিখতে পারি না নানা কারনে- সেসব কথা আমার পার্সোনাল জার্নাল ব্লগে লিখি -- https://journalofjahid.com/

জাহিদ অনিক

ভালোবাসি কবি ও কবিতাকে

জাহিদ অনিক › বিস্তারিত পোস্টঃ

অসমাপ্ত ক্যানভাস

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩









হরহামেশা তোমার মনে আমার কেমন ছবি আঁকছ বল?
তুমি কি ঠিক সত্যিই আমার পিকাসো?
পেন্সিল কেটে বারে বারে শুধু লাইন'ই টানছ?
ভার্টিক্যাল - হরিজন্টাল!
নাকি আঁকাবাঁকা দাগও আছে দু’চারখানা?

তোমার কল্পরাজ্যে দেখতে আমি কেমন?
হাসিখুশি নাকি গোমড়ামুখো?
গোলগাল, নাকি চ্যাপ্টা-চতুর্ভুজ?
আমার শরীরে তুলির স্পর্শ করতে ভালো লাগে তোমার?
নিজের আঙ্গুলে আমাকে আঁকছ, নিশ্চয়ই প্রভুত্বের দাবী চাইবে, না?
শোনো, আমার খুব কাছে এসে এঁকো না আমায়;
দূরত্বে রেখো- জলরঙে এঁকো!

আমার ত্রিভুজ চোখ, আঁকতে পেরেছ?
যেদিন আমার চোখ আঁকবে, মোটা দাগে কাজল দিও।
যেদিন আমার গাল আঁকবে, দুই আঙ্গুলে একটু ধ’রে আদর দিও!
আমার নাক কি পেরেছ আঁকতে? পারনি তো!
জানো, খুব দমবন্ধ লাগে, নিঃশ্বাস নিতে পারি না।

আমাকে আঁকতে আঁকতে তোমার হাতের কব্জি নিথর হয়ে আসবে
দিন যাবে- রাতে আসবে; বাইরের আলো দেখতে পাবে না;
আমাকে তুমি আঁকতে পারবে না,
রয়ে যাব আমি, তোমার অসমাপ্ত ক্যানভাসে।




============================================

ছবিঃ Girl with mandolin
শিল্পিঃ Pablo Picasso



@জাহিদ অনিক
৪/১২/২০১৮

মন্তব্য ৫৮ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯

চাঁদগাজী বলেছেন:



আপনাকে আঁকতে গিয়ে যদি অন্যের ছবি এঁকে ফেলে, সময় হয়েছে ছুটি নেয়ার।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

জাহিদ অনিক বলেছেন:

ছুটি নেব?
ব্লগ ছেড়ে যেতে বলছেন কয়েকদিনের জন্য? নাকি কবিতা থেকে ছুটি নিতে?

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯

সনেট কবি বলেছেন: দারুণ

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ সনেট কবি।
ভালো থাকুন

৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

হাবিব বলেছেন: আপনার কবিতা মানেই ভিন্ন স্বাদ...................

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০২

জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ হাবিব স্যার।
শুভ সন্ধ্যা

৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!

মুগ্ধ পাঠ কবি :)

ছবি আঁকা আর শেষ হলো কই? অসমাপ্ত ক্যানভাসের গল্পই দেখি ধূ ধূ দগিন্ত জুড়ে - - -

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৩

জাহিদ অনিক বলেছেন: ছবি আকা শেষ হলো না তো একদম!

ধন্যবাদ কবি, আপনার মন্তব্যে ভালোলাগলো।
ভালো থাকবেন। শুভেচ্ছা ও কৃতজ্ঞতা

৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

আরোহী আশা বলেছেন: বাহ.... দারুন

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৪

জাহিদ অনিক বলেছেন: অনেক ধন্যবাদ আরোহী আশা
মন্তব্য পেয়ে ভালো লাগলো। শুভেচ্ছা ও কৃতজ্ঞতা

৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৫

তারেক ফাহিম বলেছেন: পাঠে মুগ্ধতা প্রিয় কবি।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৯

জাহিদ অনিক বলেছেন: থ্যাংকস তারেক ফাহিম
ভালো থাকুন সর্বদা।
শুভ সন্ধ্যা

৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩০

তারেক ফাহিম বলেছেন: শুভ সন্ধ্যা B-) 8-|

শীতের রাত্রে সন্ধ্যা :|

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৬

জাহিদ অনিক বলেছেন:
এখন সন্ধ্যা না ?
আচ্ছা রাত্রি নামিয়ে ফেলেছেন?
তাহলে শুভ রাত্রি

৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
অফিস থেকে ফিরিনি......কাজ চলছে। তার মাঝেও আপনার কবিতা পড়ে নিলাম।

০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২৭

জাহিদ অনিক বলেছেন:
অফিস থেকে ফিরতে ফিরতে কত কবিতা যে হারিয়ে যায় রাস্তায় পথে প্রান্তরে ট্রাফিকের সিগন্যালে।
ভালো থাকুন কবি

৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৩

অপু দ্যা গ্রেট বলেছেন:



আমার ক্যানভাস টা আজও অসমাপ্ত ই রয়ে গেল ।

০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৭

জাহিদ অনিক বলেছেন: আহা !
ধন্যবাদ অপু দ্যা গ্রেট
ভালো থাকুন

১০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৩

সুমন কর বলেছেন: সুন্দর এবং +।

০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫০

জাহিদ অনিক বলেছেন:

থ্যাংকস সুমন দা।
ভালো থাকুন সব সময়। শুভ অপরাহ্ন।

১১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৪

মনিরা সুলতানা বলেছেন: বাহ বাহ নিঃসন্দেহে বুদ্ধিমান কবি ;)
ঠিকঠাক কবিতায় বলে দিল না বলার ছলে।

ভালোলাগা কবিতায়।

০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫২

জাহিদ অনিক বলেছেন: না না, কবিতায় কবি'কে আঁকতে বলার কথা বলা হয়নি, বরং কবি কীভাবে আঁকবে সেটা কিছুটা বলা আছে।
কবিতা পাঠ ও মন্তব্যে কৃতজ্ঞতা ও ধন্যবাদ রইলো মনিরা আপু।

১২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৪

বলেছেন: নাইছ

০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫২

জাহিদ অনিক বলেছেন: থ্যাংকস মিঃ ল

১৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৯

আর্কিওপটেরিক্স বলেছেন: মনের ক্যানভাসে প্রিয়জন....
সেতো সকলেই আঁকে গোপনে...
প্রতিদিন প্রিয়জন ধরা পড়ে নিত্যনতুন আঙ্গিকে....
তাই আঁকাআকি চলতেই থাকুক....

মুগ্ধতার নিশান এঁকে গেলাম হে কবি....

০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৪

জাহিদ অনিক বলেছেন: আর্কিওপটেরিক্স, কবিতার প্রতি আপনার আগ্রহ আমাকে মুগ্ধ করছে। আপনি মনে হয় আইটি'র লোকজন। আইটি'র লোকদের সাহিত্যে ঝোঁক থাকে ;)

১৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৯

রাজীব নুর বলেছেন: শান্ত নিস্তব্ধ শীতের রাত। কী এক নিঃসঙ্গতায় মৌন বিশ্বচরাচর। সমস্ত শহর কে একটা পাগলা গারদ বলে মনে হয়। সমাজের কিছু মানুষ যেন এক একটি জীবন্ত আবর্জনার স্তুপ। ভালোবাসাহীন, মায়াহীন, ভাষাহীন এই শহরে আমার দম বন্ধ হয়ে আসে। এই শহরের মানুষ গুলো দিনদিন পাথর হয়ে যাচ্ছে। বিকৃত সচ্ছলতার আলোয় ঝিলমিল করে শহরের প্রতিটি দালান। চিরকাল কি এই শহর টা এমনই থাকবে?

০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৫

জাহিদ অনিক বলেছেন: এই শহরটা মিথ্যে হয়ে যাবে।
কবিদের কথা সত্য হবে, সবকিছু নষ্টদের দখলে যাবে।

১৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪০

শাহরিয়ার কবীর বলেছেন: কোন এক মোনালিসা'কে এঁকে ফেলুন। :P



কবিতা ভালো লিখেছেন+++

০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৫

জাহিদ অনিক বলেছেন: হা হা হা
আঁকব আঁকব কবি---------- মনের ক্যানভাসে কত কিইইই না আঁকি প্রতিদিন।
কৃতজ্ঞতা ও ধন্যবাদ রইলো কবি

১৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৯

পদাতিক চৌধুরি বলেছেন: আহা! কবির কল্পনার ক্যানভাসে মুগ্ধতা ; হোক না সে অসমাপ্ত।


শুভকামনা,প্রিয় কবিভাইকে।



০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৭

জাহিদ অনিক বলেছেন:
সমাপ্ত হয়ে গেলে আর দৃশ্যপট নিয়ে কাব্য হত না।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো ব্রাদার!
ভালো থাকুন, শুভেচ্ছা

১৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০৬

মিথী_মারজান বলেছেন: ক্যানভাসের প্রতিচ্ছবিতে নিজেও কি সুন্দর করে আঁকিবুঁকির টেকনিক শেখালেন!
অসমাপ্ত রয়ে গেলেও অন্যমাত্রায় রঙিন হলো ক্যানভাসটা।
আর মনের ক্যানভাসে সত্যিকার অর্থেই কাউকে অবিকল আঁকা যায়না।
চমৎকার কবিতা!
খুব বেশি ভালোলাগলো জন্য কয়েকবার পড়লাম।
অনেক সুন্দর।:)

০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৮

জাহিদ অনিক বলেছেন: হা হা- আকিবুকির টেকনিক আমি জানি না সত্যিই-------- আমার থেকে আপনার জানান ভালো ছবি আঁকে। ;)
কবিতার ক্যনভাস কবিরাই বারেবারে পড়ে। ধন্যবাদ মিথী আপু।
শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।

১৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ২:৩৬

উম্মে সায়মা বলেছেন: এত এত প্রশ্ন.... উত্তর দেবে কে কবি? 8-|
অসাধারণ হয়েছে কবিতাটা। +++

০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০০

জাহিদ অনিক বলেছেন: সত্যি বলতে কবিতার প্রশ্নগুলো সব স্বগতোক্তি। এসব প্রশ্নের কোনো উত্তর হয় না। অবশ্য কবিতায় কী না হয়!
ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো দার্শনিক কবি উম্মে সায়মা আপু।

১৯| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:০৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: অসমাপ্তই থাক আঁকা হয়ে গেছে আর কি আঁকবে ?

০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০১

জাহিদ অনিক বলেছেন: সেটাই আর কে কী আঁকবে!
কবিতা পাঠ ও মন্তব্যে অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ রইলো মাইদুল ভাই।
ভালো থাকুন নিরন্তর

২০| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৪৫

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: কবিতার মাঝে যে স্বাদ আছে, তা যদি সবাই বুঝতো। তাহলে সারাদিন কবিতা পাঠ করতো।।। এক পাগলে দেখি পোস্ট দিছে। ব্লগ নাকি কবিরা দখল করে নিয়েছে। কবিদের সে দেখতে পারেনা। তারে বলবো। তোমার মতো খারুজ গরল কেমনে বুঝিবে কবিতার রস। তুমিতো ইট আর লোহার রোবট

০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০৩

জাহিদ অনিক বলেছেন: না, কবিতার স্বাদ সবাই যে বুঝবে বা সবাইকে যে বুঝতেই হবে এমনটাও না। আমি অনেককে চিনিজানি, যারা অত্যন্ত ভালো মানুষ, তারা আমাকে খুব পছন্দ করেন। কিন্তু আমার কবিতা পছন্দ করেন না। আমিও তাদেরকে পছন্দ করি।
কবিতা কিছু কিছু মানুষের ভালো লাগবেন কাব্য রসে সবাই সিক্ত হয় না, হতে পারেও না।

ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো আব্দুল্লাহ্ আল মামুন
ভালো থাকুন সতত, কবিতার সাথে থাকুন।
শুভেচ্ছান্তে

২১| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: বাহ.... দারুন

০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০৪

জাহিদ অনিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জানবেন সামিউল ইসলাম বাবু
ভালো থাকুন। শুভেচ্ছান্তে

২২| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪০

সামিয়া বলেছেন: পৃথিবীতে কেউ একজন তো আছে কবি জাহিদ অনিক কে সুক্ষ ভাবে আঁকার ---------

০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১৮

জাহিদ অনিক বলেছেন: হা হা হা
আপনার মন্তব্যে ভালো লাগলো সামিয়া আপু।
ভালো থাকুন, সুস্থ থাকুন

২৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৮

আর্কিওপটেরিক্স বলেছেন: আইটি'র লোকদের সাহিত্যে ঝোঁক থাকে
=p~ =p~ =p~
তাই নাকি ;)

০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৭

জাহিদ অনিক বলেছেন:
কেন নয়! আমি জানি জানি

২৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১২

নজসু বলেছেন:



ভালো লাগা।

০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৮

জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ প্রিয় সুজন। ভালো থাকুন সব সময়ে

২৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৮

শিখা রহমান বলেছেন: কবি এতো প্রশ্ন করে তো লাভ নেই!! ভালোবাসা মনের ক্যানভাসে আঁকাবুকি করে নিরন্তর। ভালোবাসা বদলায় আর ছবিটাও!! ভালোবাসা জেনে নিলে ছবিটাও জানা হয়ে যায়।

আঁকাবুকি চলুক নিরন্তর মনের ক্যানভাসে আর শব্দের আঁকাবুকি চলুক কবিতায়।

কবিতায় বরাবরের মতোই একরাশ মুগ্ধতা!! তোমার মতো আর কেই বা শব্দে এমন মনোমুগ্ধকর ছবি আঁকতে পারে কবি?

শুভকামনা ও ভালোবাসা প্রিয় কবি। ভালো থেকো ভালোবাসায় আর কবিতায়।

০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২০

জাহিদ অনিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শিখা আপু।
আপনার চমৎকার মন্তব্যে খুব ভালোলাগলো।
ভালো থাকুন প্রিয় কবি সবসময়ে।
শুভেচ্ছান্তে

২৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪৫

নীলপরি বলেছেন: এতো আবদার সামলিয়ে ছবি আঁকা ? শিল্পীর জন্য মায়া হচ্ছে!

কবিতা নাহ আপনার শব্দছবি অনবদ্য থেকেও বেশী ভালো হয়েছে কবি । +++++

শুভকামনা

০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২১

জাহিদ অনিক বলেছেন: হা হা শিল্পীর জন্য সত্যিই মায়া হচ্ছে।
ধন্যবাদ কবি। ভালো থাকুন সবসময়ে। শুভেচ্ছা ও কৃতজ্ঞতা।

২৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৩

ফয়সাল রকি বলেছেন: এমন ছবি তো শেষ হবে না, চিরটা কাল আঁকতেই হবে...

২১ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০২

জাহিদ অনিক বলেছেন: ফয়সাল রকি, অনেকদিন পরে আপ্নাকে ব্লগে দেখলাম।
কেমন আছেন? নিশ্চয়ই ভালো।

২৮| ২২ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:৪৪

খায়রুল আহসান বলেছেন: সুন্দর শিরোনামে খুব সুন্দর কবিতা। +
শিল্পীরা ছবি আঁঁকেন ক্যানভাসে, রঙ তুলি দিয়ে। কবিরাও ছবি আঁকেন, কথা দিয়ে। মনটাই তাদের এক বিশাল ক্যানভাস। শিল্পীদের অসমাপ্ত ক্যানভাসের মত কবিদেরও অনেক অসমাপ্ত কবিতা থাকে। যে কবি জীবনে কখনো একটিও ছবি আঁকেননি, তার মনের ক্যানভাসে আঁকা কবিতার ছবিও অনেক সুন্দর হতে পারে। যে শিল্পী জীবনে কখনো একটিও কবিতা লিখেন নি, তার আঁকা ছবি সুন্দর একটি কবিতার মতই কথা বলতে পারে।

২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:০৫

জাহিদ অনিক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে প্রিয় কবি। আপনি যুগপৎ একজন কবির শিল্পী হয়ে ওঠা এবং একজন শিল্পীর কবি হয়ে ওঠা নিয়ে কথা বলেছেন, এতে আমি খুবই মুগ্ধ হয়েছি। একজন কবি বলেই হয়ত এমনটা বলতে পারলেন!

অনেক অনেক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন প্রিয় কবি।
অনেক পুরাতন কবিতা খুজে এসে পাঠ ও মন্তব্য-প্লাস দিয়ে ঋণী করে ফেললেন!

২৯| ২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:১৪

খায়রুল আহসান বলেছেন: Leonardo da Vinci বলেছেন, “Painting is poetry that is seen rather than felt, and poetry is painting that is felt rather than seen.”
আপনার কবিতায় এ মন্তব্যটি করে মনে হলো, এটাই হোক না কেন আমার সেদিনের একটি ফেইসবুক স্ট্যাটাস!

২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:২০

জাহিদ অনিক বলেছেন: বাহ ! লিওনার্দো দ্যা ভিঞ্চি দারুণ বলেছেন। সত্যিই তাই--

আপনাকে ধন্যবাদ আবারও প্রিয় কবি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.