নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেসব কথা এই সামু ব্লগে লিখতে পারি না নানা কারনে- সেসব কথা আমার পার্সোনাল জার্নাল ব্লগে লিখি -- https://journalofjahid.com/

জাহিদ অনিক

ভালোবাসি কবি ও কবিতাকে

জাহিদ অনিক › বিস্তারিত পোস্টঃ

আমার মাথা নত করে দাও হে তোমার চরণধুলার তলে

১০ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:০৬




এ আমার দহন-নৈবেদ্য যা তোমায় দিলাম,
আমার ভালোবাসার ভাষা
আমার ক্ষমা চাইবার ভাষা;
কবিতা,
বৃষ্টি ছাঁটের মতন লেগে থাকা ঝাপসা চোখে
এ আমার অদূরদর্শী কথাবার্তা।

কবিতা,
এ আমার মর্ম নৈবেদ্য
যা আমার সৃষ্টি;
প্রথম সূর্যের মতন
সকালের প্রথম চুম্বন -
যা আমি তোমার পায়ে দিলাম।



১৫ শ্রাবণ ১৪২৬

মন্তব্য ২৩ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:২৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: কবিতার প্রতি কবির প্রেম, ভালোবাসা। আহা!
দারুণ প্রেমের কবিতা।

১১ ই আগস্ট, ২০১৯ দুপুর ২:১৬

জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ মিঃ বি রহমান
শুভেচ্ছা ও ভালোবাসা রইলো

২| ১০ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:২৩

স্রাঞ্জি সে বলেছেন:


কবিবন্ধু______ দারুণ কথার পসরা সাজিয়েছেন। অনবদ্য।

১১ ই আগস্ট, ২০১৯ দুপুর ২:১৭

জাহিদ অনিক বলেছেন:
স্রাঞ্জি সে অনেক দিন পর আপনার দেখা পেলাম।
ভালো আছেন আশা করি, শুভেচ্ছা ও প্রীতি নিন

৩| ১০ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:৩০

রাজীব নুর বলেছেন: দারুন আবেগময়।

১১ ই আগস্ট, ২০১৯ দুপুর ২:১৭

জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো রাজীব ভাই---
ঈদ মোবারাক

৪| ১০ ই আগস্ট, ২০১৯ দুপুর ২:৫৪

পদাতিক চৌধুরি বলেছেন: আহা! যথাযথ নৈবেদ্য ++

শুভকামনা জানবেন।

১১ ই আগস্ট, ২০১৯ দুপুর ২:১৮

জাহিদ অনিক বলেছেন: আহা ! ব্রাদার, এপারে এলাম আপনার ডাকে------
শুভেচ্ছা ও কৃতজ্ঞতা রইলো অনিঃশেষ

৫| ১০ ই আগস্ট, ২০১৯ বিকাল ৫:২৫

চাঁদগাজী বলেছেন:


সব দেয়া হয়েছে, সব বলা হয়েছে, সব দুরত্ব ঘুছে গেছে

১১ ই আগস্ট, ২০১৯ দুপুর ২:১৮

জাহিদ অনিক বলেছেন: তবুও যেন দেইনি কিছুই---------

৬| ১০ ই আগস্ট, ২০১৯ রাত ৮:১৫

আহমেদ জী এস বলেছেন: জাহিদ অনিক,




চুম্বনযোগ্য কবিতার অধরে যে দহনজ্বালা রেখে গেলেন তা যেন বৃষ্টির ছাটের মতোই মোলায়েম, পিপাসা মেটানীয়া................

১১ ই আগস্ট, ২০১৯ দুপুর ২:২০

জাহিদ অনিক বলেছেন: চুম্বনযোগ্য কবিতার অধরে যে দহনজ্বালা একজন কবি, একজন শিল্পী বলেই না দেখতে পেলেন দহনজ্বালা--

অনেক অনেক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা রইলো প্রিয়।

৭| ১০ ই আগস্ট, ২০১৯ রাত ৮:১৭

চাঁদগাজী বলেছেন:


শিরোনামটা কি রবিঠাকুর ঠিক করে দিয়েছেন?

১১ ই আগস্ট, ২০১৯ দুপুর ২:২১

জাহিদ অনিক বলেছেন: হা হা হা না-- ঠিক তা না গানটা ইদানীং খুব শুনছিলাম

৮| ১০ ই আগস্ট, ২০১৯ রাত ১১:৪৬

শায়মা বলেছেন: এক্সসেলেন্টো! :)

১১ ই আগস্ট, ২০১৯ দুপুর ২:২৫

জাহিদ অনিক বলেছেন:
থ্যাংকিও
থ্যাংকিও

৯| ১১ ই আগস্ট, ২০১৯ সকাল ৭:৩৬

বলেছেন: কবিতা,
তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না।।।।।

১১ ই আগস্ট, ২০১৯ দুপুর ২:২৫

জাহিদ অনিক বলেছেন: বেশ নেবে না খবর !
শুভেচ্ছা মিঃ ল

১০| ১১ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:৩৮

ইসিয়াক বলেছেন: চমৎকার

১১ ই আগস্ট, ২০১৯ দুপুর ২:২৬

জাহিদ অনিক বলেছেন: অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো ইসিয়াক
প্রীতি নিন, শুভেচ্ছা নিন

১১| ১৬ ই আগস্ট, ২০১৯ রাত ১২:৪৪

সোহানী বলেছেন: এতো ছোট ক্যারে... তোমার কবিতা আয়তনে ছোট হচ্ছে দিন দিন।

১৬ ই আগস্ট, ২০১৯ সকাল ১১:৫৩

জাহিদ অনিক বলেছেন: সোহানী আপু-----
ছোট করেই আজকাল ভাবনাচিন্তা করি-- মনে হয় এইভাবেও লিখতে ভালো লাগে। বড় করে লিখতে গেলে মনে হয় কী এসব বকবক করছি।

যাইহোক, সেই কথকের মতন কবিতাও আছে।

শুভেচ্ছা রইলো আপু।

১২| ১৮ ই নভেম্বর, ২০২০ রাত ১১:২৬

খায়রুল আহসান বলেছেন: চমৎকার একটি কবিতা পড়লাম। সংযত ভাষায় নির্মল নৈবেদ্য নিবেদন।
কবিতায় সপ্তম প্লাস + +।
আপনি অনেকদিন ধরে ব্লগে অনুপস্থিত আছেন। কর্মব্যস্ততাই যদি এটার কারণ হয়ে থাকে, তবে সেটাকে খুশির খবর হিসেবেই ধরে নেব। কেননা আপনার বয়েসীদের এখন ব্লগে ব্যস্ত না থেকে কর্মব্যস্তই থাকার কথা। কর্মব্যস্ত থাকলেই দিন পয়মন্ত হবে।
তবে, কিছুটা দুশ্চিন্তা রয়েই যায় যে অনুপস্থিতির পেছনে অন্য কোন কারণ রয়েছে কিনা। তাই আশাকরি, মাঝে মাঝে ব্লগে এসে পোস্ট লিখতে না পারলেও অন্ততঃ জানান দিয়ে যাবেন আপনার কুশল কথা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.