নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেসব কথা এই সামু ব্লগে লিখতে পারি না নানা কারনে- সেসব কথা আমার পার্সোনাল জার্নাল ব্লগে লিখি -- https://journalofjahid.com/

জাহিদ অনিক

ভালোবাসি কবি ও কবিতাকে

জাহিদ অনিক › বিস্তারিত পোস্টঃ

ব্লগের কবি কথা !

২৬ শে আগস্ট, ২০১৯ রাত ৩:২৬


আমি মূলত তেমন ভালো ব্লগার নই। ব্লগটাকে ভালোবাসি। ভালোবাসা আর ভালোবেসে সেটার বহিঃপ্রকাশ করা; দুটি ভিন্ন কথা।
অনেকেই অনেক কিছুই জানেন, বোঝেন কিন্তু সেই অনুযায়ী সঠিক কাজটি করতে পারেন না। তখন মন খারাপ হয়।
যারা একটু কবি, তাদের মন অতি সংবেদনশীল। তাদের বানানোর সময় বোধয় ঈশ্বর নিজেও একটু বাড়তি সতর্ক ছিলেন!

আজকাল মাঝেমধ্যে ব্লগে আসা হয়। আগের মতন নিয়মিত আসা হয় না। সেজন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি খুব সুন্দর করে ক্ষমা চাইতে জানি না। জানলে হয়ত অনেক মানুষের সাথে ভালোভাবে মিলেমিশে থাকা যেত! কিন্তু ঐ যে বললাম! হয়ত অনেক মানুষকে ভালোবাসি, কিন্তু তাদেরকে সেটা বোঝাতে পারি না। এটা আমার একটা অক্ষমতা।
এই অক্ষমতার জন্য আমাকে বারবার ক্ষমা চাইতে হয়। মাঝেসাঝে মনে হয়, জীবনের তিনভাগের এক ভাগ কেটে যাবে ক্ষমা চাইতে চাইতে!

ব্লগে আসা হয় না, নিজের ব্যস্ততা কিছুটা আছে। কাছের ও কাজের মানুষের দায়িত্ব, নিজের অন্তর্মুখিতা- এসব কারনে আসা হয় না। যদিওবা কখনও আসি, তখন মূলত আসি কবিতা পড়তে। আমার কবিতা পড়তে বেশী ভালো লাগে--- অথচ ব্লগে এসে চেনাজানা কবিদের কবিদের দেখতে পাই না। জানি না তারা কেন আসেন না! অভিমান, নাকি আমার মতই ------------

যাদের কবিতা মিস করি এসে ব্লগে-----------


শিখা রহমান
শায়মা (ব্লগে আছেন কিন্তু কবিতায় নেই)
কথাকেথি--
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
আফরোজা সোমা
মিথী মারজান
ঋতো আহমেদ
বিজন রয়
খায়রুল আহসান (প্রিয় কবি অবশ্য নিয়মিতই আছেন)
মনিরা সুলতানা
রাবেয়া রাহিম
নীলপরি
আহমেদ জী এস
সুমন কর
উম্মে সায়মা
ভ্রমরের ডানা


প্রিয় কবিগণ,
আপনারা ব্লগে এসে কবিতা লিখুন। কবিতার পাঠক কেউ নেই এই অভিমান যেন আর নয়। এখন তো আমি এই যে বুভুক্ষুর মতন পাঠক হয়ে আছি, শুধু কবিতা নেই, কবি নেই।
যদি অভিমান হয়ে থাকে, তবে বলব- আসুন লিখুন। জানেনই তো! কবিদের অভিমান কেউ কক্ষনো ভাঙাতে পারে না।
যদি ব্যস্তাত থাকে, তাহলে না হয় মাঝেমধ্যে আসুন; মাঝে আসুন, মধ্যে আসুন।


একটা গাছ যখন অস্থিরতায় থাকে- তখন সে একটা ফুল ফোটায়
আকাশ যখন অস্থিরতায় থাকে- তখন সে বৃষ্টি নামায়
যখন ঈশ্বর অস্থিরতায় যাচ্ছিলেন, তখন তিনি একটা পৃথিবী বানিয়ে ফেলেন।
কবি যখন অস্থিরতার মধ্য দিয়ে যান-- তিনি একটা কবিতা লিখেন।


প্রিয় কবি,
আসুন আপনাদের সাথে কথা বলি। কবিদের সাথে কথা বলতে সবসময়ই ভালো লাগে। তারা কথা বোঝেন, বললেও বোঝেন, না বললেও বোঝেন। অথচ ইদানীং আমার কোনো কবির সাথেই কথা হয় না। হয় আমাকে কবি'রা বয়কট করেছেন, আবার হয়ত করেন নাই, তাও এসব আমার ভাবতে ভালো লাগে।

একটা সময়ে বলতাম,
দেশ, সমাজ, পররাষ্ট্র, স্বরাষ্ট্র সবকিছু কবিদের হাতে ছেড়ে দাও; দেখবে সবকিছু ভালো চলবে।
এখন বলতে চাই,
সবকিছু ছেড়ে দিও; কেবল কবিদের ছেড়ে দিও না। ওদের যত্ন নিও। ওদের জন্য গড়ে তোলো অভয়ারণ্য।

মন্তব্য ৫৪ টি রেটিং +১২/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০১৯ ভোর ৪:৩২

রাবেয়া রাহীম বলেছেন: কবিদের জন্য অভয়ারন্য ধারনা ! দারুন আইডিয়া।

আজকাল মনে হয় আগের মতন অস্থির হইনা তাই কবিতা হয়না।
অভিমান কি আর কবিতা দমিয়ে রাখতে পারে? অভিমানে কবি আরও বেশী কবিতা লিখে। বিমূর্ত সব কবিতা।
কি জানি কি ! কেন কবিতা লিখিনা বুঝতে পারিনা।

তবে তোমার আহ্বান ভালো লাগলো ।

২৬ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:০০

জাহিদ অনিক বলেছেন:
আজকাল মনে হয় আগের মতন অস্থির হইনা তাই কবিতা হয়না
বেশ ! জীবনে অস্থিরতা না আসুক, এটা সব সময়েই কাম্য। তাই না হয় কবিতার আক্ষেপ মেনে নিলাম।

শুভেচ্ছা ও ভালোবাসা কবি

২| ২৬ শে আগস্ট, ২০১৯ ভোর ৪:৩৯

চাঁদগাজী বলেছেন:


আপনি বলছেন যে, কবিদের বানানোর সময়, সৃষ্টিকর্তা একটু বেশী সতর্ক ছিলেন; আপনার ধারণা যদি সঠিক হয়, সেটা ভালো।

আমরা, ব্লগারেরা কবিদের সমাজের বিবেক, জনতার কন্ঠ, ভালোবসার গীতিকার, অত্যচারিতদের শক্তি ও প্রতিবাদী কন্ঠ মনে করি; সুতরাং

২৬ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:০১

জাহিদ অনিক বলেছেন:
আমার কাছে এমনটাই মনে হয়, কবিরা বড্ড সেনসেটিভ। বড্ড স্পর্শকাতর-- আবার তারাই বজ্রকণ্ঠ!

৩| ২৬ শে আগস্ট, ২০১৯ ভোর ৪:৫৭

হাফিজ বিন শামসী বলেছেন:

ঈশ্বরকে কখনো অস্থিরতা স্পর্শ করেনা।

আপনার লেখায় আবেগ আছে। তবে আবেগটা যাতে গুলিয়ে না যায় সেদিকে মনে হয় আমাদের সবারই খেয়াল রাখা উচিৎ।

২৬ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:০২

জাহিদ অনিক বলেছেন: ঈশ্বরকে কখনো অস্থিরতা স্পর্শ করেনা। ওটা মেটাফোর।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন। শুভেচ্ছা

৪| ২৬ শে আগস্ট, ২০১৯ ভোর ৫:৩২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
নিয়মিত লিখে যান। আমরা তো আছিই। বিশেষ করে আমি আছি। থাকবো।

২৬ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:০২

জাহিদ অনিক বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ মিঃ সাজ্জাদ হোসেন।
শুভেচ্ছা ও প্রীতি নিন

৫| ২৬ শে আগস্ট, ২০১৯ সকাল ৭:১৩

রাজীব নুর বলেছেন: কবিরা দেশের আত্মা।
কবিদের জয় হোক।

২৬ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:০৩

জাহিদ অনিক বলেছেন:
বাহ!
মনে মনে আপনিও একজন কবি রাজীব ভাই -- জানি আমি

৬| ২৬ শে আগস্ট, ২০১৯ সকাল ৭:৩৬

সোহানী বলেছেন: প্রিয় জাহিদ, তুমি সত্যিই একটি পুরোপুরি কবিসত্বা। একজন কবি হিসেবে, একজন ব্লগার হিসেবে বা একজন ঝিলমিল মিস্টি প্রেমের গল্পের লেখক হিসেবে তোমাকে অনেক অনেক ভালোবাসি। তোমার লেখা যেমন মিস করি তেমনি অন্যের লিখাও মিস করি। আর তেমনিই তোমারও তাদের মিস করা স্বাভাবিক।

জানি না সবাই কতটুকু ব্যাস্ত আছে বা কোন কারনে ব্লগ থেকে দূরে আছে কিন্তু সবাইকেই আগের মতোই পেতে চাই। আমরা হারিয়ে যাওয়া মানে অশুভ শক্তির জয়। ওরাতো এটাই চেয়েছিল, ব্লগাররা হারিয়ে যাক, তাদের কণ্ঠ বন্ধ হোক!!!!...........

সবাই ফিরে আসুক আগের মতো ........ এই প্রত্যাশায়।

২৬ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:০৪

জাহিদ অনিক বলেছেন:

বাহ ! সোহানী আপু! আপনি কতটা মন দিয়ে পড়েছেন সেটা আপনার মন্তব্য দেখেই বুঝতে পারছি।
ঠিক, আমি অন্যান্য কবিদের লেখা মিস করি বলেই তো এত কথা লিখেছি !

সবাই ফিরে আসুক আগের মতো ........ এই প্রত্যাশায়।

ভালো থেকো সোহানী আপু।

৭| ২৬ শে আগস্ট, ২০১৯ সকাল ৮:১৮

আহমেদ জী এস বলেছেন: জাহিদ অনিক,




কবির মনের গহীনে হয়তো অনেক অভিমান থাকে কিন্তু তার কলমের রেখায় অভিমান নয়, হরেক জোছনার ফুল আঁকা হয়! জোছনা তো আর সব সময় মুখ তোলেনা - মাঝে মাঝে তোলে! তাই হয়তো কবিদের দেখা মিললেও কবিতার দেখা মেলেনা।

আপনার এমন লেখার ভাবের স্রোতে ভেসে যেতেই হয়! তাই ভাবলুম একটা আচানক কবিতার ভেলায় তার সাথেই না হয় ভেসে যাই-----

" সেইবার কি যেন বলেছিলি তোর মনে আছে!
চৈতসংক্রান্তির মেলায় যাবি আমায় নিয়ে
কবিতার মতো স্বচ্ছ আকাশে ওড়াবি ঘুড়ি, রঙিন
জালালী কৈতরের মতো হেইইই মস্ত ঘুড়ি
ডিগবাজী খাবে রোদ্দুর মেখে গায়ে!

আমি যেতে পারিনি---
কি করে যেতুম, বল?
অষ্টপ্রহর যার তেল-নুন-ডালের হিসেব কষতে কষতে
নামতে হয় অলিগলি পথে,
এ পাড়া ও পাড়ায়
রিকসার ঠুংঠাংও যারে পিছে ফেলে যায়
তাকে যে হাটতেই হয় -
অনেক পথ - বেপথ তাকে যে হাটতেই হয়!
সে কি করে যাবে সংক্রান্তির মেলায়!

ঐ যে একবার ডেকে গেলি নিশিন্দির ডাক
সে ডাক-ই তার বড় বেশী বাজে কানে।
সময় হোক দেখবি, হেটে হেটে যাবো
আমিও তোর মতো একদিন-
সংক্রান্তির মেলায় ওড়াবো চৌরঙী ঘুড়ি
জীবনের------"

( মোবাইল থেকে লিখলুম। বেশী লেখা গেলোনা যদিও আপনার লেখা তেমন দাবী রাখে।)

২৬ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:০৮

জাহিদ অনিক বলেছেন:
ব্লগে যারা মন্তব্য করেন, তাদের মধ্যে আমার সবচেয়ে বেশী ভালো লাগে আপনার মন্তব্য। আপনি যেন ঠিক লেখক যা লিখেছেন সেটাকে তার মত হয়ে, তার অন্তরে ঢূকে গিয়ে তার কথা নিয়ে এসে লিখে যান!

মোবাইল থেকে লেখা তাৎক্ষনিক কবিতাটি সত্যিই সুন্দর। জীবনে নানা মোড়ে মোড়ে , আকাশে ওড়ে চৌরঙী ঘুড়ি। কোনো ঘুরি সূতার বাঁধন মানে না কেবল !

অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন প্রিয় ।

অফ টপিকঃ মাঝেমধ্যে আপনার হারিয়ে যেতে আপনার অতল জলের আহ্বানে সাড়া দেই---- দেখতে পাই কোনো এক কোন এক রাতবিহারিনীকে ---

৮| ২৬ শে আগস্ট, ২০১৯ সকাল ৮:২০

ইসিয়াক বলেছেন:
খুব সুন্দর । শুভসকাল ।

২৬ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:০৯

জাহিদ অনিক বলেছেন:
শুভ দুপুর মিঃ ইসিয়াক।
ভালো থাকবেন শুভেচ্ছা রইলো

৯| ২৬ শে আগস্ট, ২০১৯ সকাল ৯:০৬

পদাতিক চৌধুরি বলেছেন: স্যার এসে তো দেখছি এটা কবিদের প্রতি আরেক কবির আহ্বান। ভুল করে যখন এসে পড়েছি ক্ষমা চাইছি, এবারটা যাওয়ার অনুমতি দিন; আর কখনো ভুল করে এপাড়ায় আসব না।


জীবনে তো আর কবি হতে পারলাম না।
কবিরা ভালোবাসার মধ্যে তুফান উড়ায়।
ভালোবাসার কপালে এঁকে দেয় নীল পদ্ম,
যা শাশ্বত ভালোবাসার প্রতীক হয়ে রয়।

বিপ্লবী কবি ঘুমন্ত জাতিকে জাগ্রত করে,
আকাশ বাতাস বিদীর্ণ করে তুলে ধরে,
অত্যাচারীর নগ রূপ। আশাহত জাতিকে
স্বপ্ন দেখায়, উঠে দাঁড়াবার শক্তি যোগায়।

কাল্পনিক ছন্দ রচনা করে," উঠ জাগো,
জাগাও"।ওই যে দূরে দেখা যায়,
পতপত করে উড়ছে বিজয় নিশান।


সকল কবির প্রতি অফুরান শুভেচ্ছা রইল।

২৬ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:১১

জাহিদ অনিক বলেছেন:
আমাদের অন্তরে সবাই তো ধারণ করি কবি সত্ত্বা! এই যে আপনি মন্তব্য করলেন, এও কি বলেন আপনার ভেতরের কবি নয়!
এই যে আপনার গল্প লেখা, যা আপনি লিখেন এসব লিখতে লিখতে একজন গদ্যকারের মনের মধ্যেও কবিতা উঠে আসে, আসে না?


শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন ব্রাদার!

১০| ২৬ শে আগস্ট, ২০১৯ সকাল ১০:১৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
তুমি কবিতায় নেই বহুদিন
তাই বলে মনে করো না তোমায় ভুলে গেছি।
আমি ভাবনায় ভাবি
ভালোবাসার রাতে জোছনার হাসি
সেও বলে ভালোবাসি।

২৬ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:১৩

জাহিদ অনিক বলেছেন:
বাহ ! কবিদের এইভাবে কেউ মনে রাখে ! ব্যাপারটা সত্যিই দারুণ ও আন্দোলিত করে গেল।

শুভেচ্ছা ও ভালোবাসা মাইদুল ভাই

১১| ২৬ শে আগস্ট, ২০১৯ সকাল ১০:২৯

সেলিম আনোয়ার বলেছেন: আমি মিস করি

শায়মা

নেক্সাস

মাহী ফ্লোরা

সাজি আপু

স্বপ্নবাজ অভি

ফারিহান ভাইয়ের কবিতা :(

২৬ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:১৩

জাহিদ অনিক বলেছেন:

মিস করছি---------------- আপনি সুস্থ হয়েছেন কবি?

১২| ২৬ শে আগস্ট, ২০১৯ সকাল ১০:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: তবুও আসছি শুভকামনা জানাতে। আমি তো আর কবি না ভাই

তবে তুমি সবসময়ই আমার প্রিয় তালিকায়
প্রিয় কবি হয়েই আছো

আমার প্রিয় তালিকায় যারা আছেন থাকেন
তাদের প্রিয় তালিকায় আমি কখনো থাকি না
এটা আমার দূর্ভাগ্য।

শুভকামনা কবিদের

২৬ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:১৪

জাহিদ অনিক বলেছেন:

ছবি আপু, প্রিয় তালিকায় থাকার চেয়ে প্রিয় তালিকায় রাখা, এটা বোধয় বেশি ভালো।

অভিমানী আপু, ভালো থেকো।

১৩| ২৬ শে আগস্ট, ২০১৯ সকাল ১০:৪০

সেলিম আনোয়ার বলেছেন: কবি আশরাফুল ইসলাম দূর্জয় ।

২৬ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:১৫

জাহিদ অনিক বলেছেন:
হ্যাঁ পড়ি তার কবিতা ফেসবুকে

১৪| ২৬ শে আগস্ট, ২০১৯ সকাল ১১:২০

জুনায়েদ বি রাহমান বলেছেন: "ক্লে ডল" এর কবিতাও ইদানীং পাওয়া যাচ্ছে না।

২৬ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:১৫

জাহিদ অনিক বলেছেন:
হ্যাঁ তাকেও দেখা যাচ্ছে না। মিস করছি।


ধন্যবাদ মিঃ বি রহমান

১৫| ২৬ শে আগস্ট, ২০১৯ সকাল ১১:৫৮

খায়রুল আহসান বলেছেন: ব্লগের কবিকূলের প্রতি আপনার এ উদাত্ত আহ্বান কন্ঠে বেজে গেল, হৃদয় স্পর্শ করে গেল! + +
বেঁচে থাকতে কবিদের কেউ লালন করে না। কাছের লোকেরাও না, দূরের লোকেরাও না। মরণের পর অবশ্য অনেকেই স্মরণ করে।
একজন কবি'র আহ্বানে সাড়া দিয়ে আহমেদ জী এস এবং পদাতিক চৌধুরি এর লেখা কবিতা/কবিতাংশ দুটো ভাল লেগেছে। +

২৬ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:১৭

জাহিদ অনিক বলেছেন:
একজন কবি বলেই আপনি সাড়া দিতে পেরেছেন আহ্বানে-- অন্যথায় হয়ত আহ্বান শুনতেই পেতেন না।
বেঁচে থাকতে কবিদের কেউ লালন করে না। কাছের লোকেরাও না, দূরের লোকেরাও না। মরণের পর অবশ্য অনেকেই স্মরণ করে।
আপনার কথাটা নির্মম অথচ কি দারুণ সত্য। একে এড়িয়ে যাই কীভাবে !

প্রিয় কবি, মন্তব্যে ও পাঠে অনেক অনেক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানবেন।

১৬| ২৬ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:১৮

তারেক ফাহিম বলেছেন: ব্লগে পাঠক পারিচিতটাও ধরে রাখতে পারিছিনা ইদানিং।

মাঝে সাজে আসলেও আপনার দেওয়া প্রদত্ত নিকের পোষ্ট তেমন একটা চোখে পড়ে না।

২৬ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:২১

জাহিদ অনিক বলেছেন:
হ্যাঁ ওনারা অনেকেই ব্লগে নিয়মিত নন নানা কারনে।
যাইহোক, আপনাকে দেখে ভালো লাগছে। আশা করি ভালো আছেন তারেক ফাহিম ভাই।
শুভেচ্ছা জানবেন

১৭| ২৬ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:২০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
বাহ!
মনে মনে আপনিও একজন কবি রাজীব ভাই -- জানি আমি


না। না।
কবি হওয়ার মতো সামান্য যোগ্যতা আমার নেই।

২৬ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:২১

জাহিদ অনিক বলেছেন:
আচ্ছা আচ্ছা !

১৮| ২৬ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:৪২

ভুয়া মফিজ বলেছেন: আমি অবশ্য কবি না, কবিতা পড়িও না......তবে চাই, কবিদের মহাসমাবেশ হোক। আর যাই হোক আর না হোক, ব্লগ তো জমজমাট হবে! :)

সেটাই বা কম কিসে!!!

২৬ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:৪৬

জাহিদ অনিক বলেছেন:
হা হা, হ্যাঁ জমজমাট তো হবেই-----
ধন্যবাদ জনাব -- আপনাকে বারোভুজা শুভেচ্ছা রইলো।

১৯| ২৬ শে আগস্ট, ২০১৯ দুপুর ২:৫৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: প্রিয় কবিদের অবসর নেই কবিতাও ব্লগে নেই। কবিতার জয় হউক। কবিরা ফিরে আসুক ব্লগে আবারো ব্লগ কবিতায় ভরপুর হউক। কবিতা হউক সকল দাবি আদায়ের মিছিলের গান।

২৬ শে আগস্ট, ২০১৯ রাত ১১:৩৭

জাহিদ অনিক বলেছেন:

কবিদের অখণ্ড অবসর চাই হয়ত মাঝেমধ্যে-- তাই বলি, আক্ষেপ করে মাঝে মধ্যে-------
একজন কবির এত ব্যস্ততা কিসের !

ধন্যবাদ ও শুভেচ্ছা মাহমুদুর রহমান সুজন

২০| ২৬ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:০৭

শায়মা বলেছেন: তোমার জন্য আজিকে অবশ্যই একখানা রাবীন্দ্রিক কবিতা লিখিবো হে বালক বীর কবি!!!! :)

২৬ শে আগস্ট, ২০১৯ রাত ১১:৩৯

জাহিদ অনিক বলেছেন:

কোথায় ! কোথায় কবিতা !!!!!!!!!!!!!!!!!!

২১| ২৬ শে আগস্ট, ২০১৯ রাত ৮:৩৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার একজন কবির চমৎকার আহবান।
শুভেচ্ছা নিন।

২৬ শে আগস্ট, ২০১৯ রাত ১১:৩৯

জাহিদ অনিক বলেছেন:
গিয়াস উদ্দিন লিটন ভাই, কৃতজ্ঞতা জানবেন আপনার আন্তরিক মন্তব্যে।
ভালো থাকুন

২২| ২৬ শে আগস্ট, ২০১৯ রাত ১০:০১

করুণাধারা বলেছেন: ব্লগে কবি- লড়াইয়ের আয়োজন করলে কেমন হয়? মনে হয় অনেকেই ফিরে আসবে!

২৬ শে আগস্ট, ২০১৯ রাত ১১:৪১

জাহিদ অনিক বলেছেন:
কবি লড়াই আসলে একটা স্বতস্ফূর্ত প্রক্রিয়া। আয়োজন করে এটা হয় কিনা ঠিক জানি না। একজন কবি কোনো কবিতা লিখলে সেটা অন্য কারো ভালো লাগলে, তখন সেটার জবাব বা সম্পূরক কবিতা লেখা হয়।

অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা মতামতের জন্য আপু

২৩| ২৬ শে আগস্ট, ২০১৯ রাত ১০:০৯

খায়রুল আহসান বলেছেন: করুণাধারা এর প্রস্তাবটি (২৩) বিদ্যমান পরিস্থিতিতে মন্দ নয়।

২৬ শে আগস্ট, ২০১৯ রাত ১১:৪৩

জাহিদ অনিক বলেছেন: প্রস্তাবটি এমন ঢিলেঢালা পরিবেশের জন্য একদম মন্দ নয় অবশ্য।
কবিদের মধ্যে এই সংবাদ প্রচার করা হবে। দেখা যাক কেউ আগ্রহী হয় কিনা।
অনেক ধন্যবাদ পুনারায় মন্তব্যের জন্য ।

কৃতজ্ঞতা জানবেন প্রিয় কবি

২৪| ২৬ শে আগস্ট, ২০১৯ রাত ১১:২২

আরোগ্য বলেছেন: শিখাআপুকে খুব মিস করি।উনার শেষ পোস্ট করা কবিতাটা আমার অনেক প্রিয়।

২৬ শে আগস্ট, ২০১৯ রাত ১১:৪৪

জাহিদ অনিক বলেছেন:
শিখা রহমান আমারও প্রিয় কবি। আপনিও মিস করছেন এটা জেনে নিশ্চয়ই তিনি আপ্লুত হবেন।
ধন্যবাদ ও শুভেচ্ছা আরোগ্য।

২৫| ২৬ শে আগস্ট, ২০১৯ রাত ১১:৫৯

আখেনাটেন বলেছেন: ইদানিং পরিচিত কবিমুখের আনাগোনা অনেক কমে গেছে এটা সত্যি। আপনার এই লেখা তাদের উৎসাহিত করুক এই কামনা। ভালো কবিতার কদর রয়েছে।

আবার তথাকথিত মহাকবিরা যদি এই লেখা পড়ে পুলকিত হয়ে কাব্যের বৃষ্টিবর্ষন শুরু করে তাহলেও সমস্যা নেই, ব্লগার_সামুরা ও ব্লগার আরইউ ভাইজান রয়েছেন বোমাবর্ষন করার জন্য। :P

*ব্লগার শায়মা আবার কাব্যগঠনঘটিয়সীও নাকি। এটাতো ঝানতাম...। ;)

কবিকের কলকাকলীতে ব্লগপাড়া আবার মুখরিত হয়ে উঠুক।

২৭ শে আগস্ট, ২০১৯ রাত ১২:২৫

জাহিদ অনিক বলেছেন: আবার তথাকথিত মহাকবিরা যদি এই লেখা পড়ে পুলকিত হয়ে কাব্যের বৃষ্টিবর্ষন শুরু করে তাহলেও সমস্যা নেই, ব্লগার_সামুরা ও ব্লগার আরইউ ভাইজান রয়েছেন বোমাবর্ষন করার জন্য। :P হা হা পারফেক্ট!

*ব্লগার শায়মা আবার কাব্যগঠনঘটিয়সীও নাকি। এটাতো ঝানতাম...। ;) একটা সময়ে যখন হরোপ্পা মহেঞ্জোদারো বিলীন হয়ে যাচ্ছিলো তখন তিনিই, কবি শায়মা হক'ই কবিতা লিখতেন বালুচরে-উলুবনে ;)
তাপ্পর ! কেটে গেল কত কাল! ফারাও বাদশাও ততদিনে একটু আধটু কবিতা পড়া শুরু করলেন! যবে থেকে কবিতা যাচ্ছেতাই হয়ে গেল, তবে থেকেই উনি আর পদ্য প্রতিভা দেখান না।

শুভেচ্ছা ও কৃতজ্ঞতা।

২৬| ২৭ শে আগস্ট, ২০১৯ সকাল ৮:৪৩

খায়রুল আহসান বলেছেন: ২৫ নং মন্তব্য ও প্রতিমন্তব্য, দুটোই ভাল লাগলো। প্রতিমন্তব্যের প্রকাশভঙ্গীটা অনন্য।

৩০ শে আগস্ট, ২০১৯ রাত ৮:৫৮

জাহিদ অনিক বলেছেন: আখেনাটেন যেভাবে বলেছেন, আমি সেই তালটা ধরে রেখেই মনে মনে শায়মা আপুকে তার চিরায়িত চঞ্চল ভংগিতে ধরে রেখে মন্তব্যের উত্তর দিতে চেয়েছি, এবং আমি সত্যিই আনন্দিত যে আপনি এটা নোটিশ করেছেন এবং আপনার ভালো লেগেছে।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন প্রিয় কবি

২৭| ৩০ শে আগস্ট, ২০১৯ রাত ১০:৫১

চাঁদগাজী বলেছেন:


কুহক মাহমুদ নামে একজন ব্লগারের মৃত্যু হয়েছে; ব্লগার কাল্পনিক_ভালোবাসার পোষ্ট দেখুন।

৩১ শে আগস্ট, ২০১৯ রাত ৯:১০

জাহিদ অনিক বলেছেন: কবি ও ব্লগার কুহক মাহমুদ,
তার কোনো কবিতা আমার পড়া হয় নাই। আমাদের ব্লগিং এর সময়টা ভিন্ন, তাই তাকে পড়তে চিনতে ও পড়তে পারি নাই। হয়ত তার মৃত্যু না হলে আদৌ তার ব্লগে যেতাম না!

তার মৃত্যুতে আমি একজন অজানা ব্লগার ও কবিকে হারিয়েছি-
তার সন্তান হারিয়েছে একজন 'ভালো বাবা'কে
স্ত্রী হারিয়েছেন তার প্রেমিক'কে
আর পৃথিবী হারিয়েছে কিছু শব্দশৈলী।

কবিদের এমন জীবনই কেন বেছে নিতে হয়, যেখানে মৃত্যু ছাড়া জন্ম হয় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.