নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেসব কথা এই সামু ব্লগে লিখতে পারি না নানা কারনে- সেসব কথা আমার পার্সোনাল জার্নাল ব্লগে লিখি -- https://journalofjahid.com/

জাহিদ অনিক

ভালোবাসি কবি ও কবিতাকে

জাহিদ অনিক › বিস্তারিত পোস্টঃ

পরবর্তী প্রেমিকা আমার

০৮ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:০৭






পরবর্তী প্রেমিকা আমার,
খুব সৌভাগ্যবতী, খুব কপালী আর পয়মন্ত হবে।
পরবর্তী প্রেমিকা’কে খুব করব নিপীড়ন আর স্বৈরশাসন -
নির্যাতন করব - শাসন করব
বারণ করব – হরণ করব।

মারাঠি নথ আর ঘুঙুর বেঁধে
বন্দি করব রুদ্ধ প্রেমে;
মেদ গলা দুপুর গরমে-
তক্কে তক্কে তাকে শেখাবো রক্তক্ষরণ।


পরবর্তী প্রেমিকা’কে খুব জ্বালাবো- খুব কাঁদাবো,
বুকের মধ্যে হূল হুল ফোটাবো -
চোখের মধ্যে সুই ফোটাবো;
প্যারাফিন মোম ঢালব নাসারন্ধ্রে
পেট্রোলিয়াম জেলি ঢালব অন্তঃকর্ণে ,
পায়ের তলায় ফোটাবো সেফটিপিন।

তাকে বলব-
রক্ত হও- ক্ষার হও
লবণ হও- ঘাম হও
জল হও- জ্বর হও।
তাকে বলব,
দগ্ধ হও- শুদ্ধ হও
আরাধ্য হও- ঋদ্ধ হও।


পোড়ামুখী,
তোকে দেব কাটা-ছেঁড়া, রক্ত মাংস প্রেম
তোকে দেব গজ ব্যান্ডেজ আর সেলাই প্রেম
তোকে দেব ভায়োডিন আর ন্যাপথালিন প্রেম।

দুপুরের মতন চোখ তুলে তাকিয়ে থাকা পথে-
বুধবার বলে আসব না শনিবারেও,
ভুলে যাব জন্মদিন, চন্দ্র-দিন।
চিঠি লিখব না, পাঠাবো না পত্র -
লিখব না স্মারকলিপি, লিখব না কবিতা।


পরবর্তী প্রেমিকা,
তোমাকে দেব দুঃখ কষ্ট আর অনাদর প্রেম-
তোমাকে দেব এক মুঠো চাল- দো’চালা ঘর
তোমাকে দেব পোড়া মরিচ, পিঁয়াজ সানকির প্রেম।
তোমাকে দেব শাপ- অভিসম্পাত;
তোমাকে অভিশাপ নারী,
পরবর্তী প্রেমিক তোমার কবি’ই হোক।

মন্তব্য ৪১ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:১৬

এ্যান্টনি ফিরিঙ্গী বলেছেন: অসাধারণ,,,
কেনো ভালো লাগলো সেটা জানিনা। কিন্তু জানি, কবিতা টা ভালো লাগলো।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৫৩

জাহিদ অনিক বলেছেন: থ্যাংকস এ লট এ্যান্টনি ফিরিঙ্গী
আপনার অজ্ঞাত ভালোলাগা পেয়ে ভালো লাগছে আমারও। সব ভালোলাগার কারণ খুজতেও নেই।

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:১৭

পদাতিক চৌধুরি বলেছেন: বেশতো!
ভালোবাসার ল্যাবরেটরীতে গিনিপিগ সদৃশ্য পরবর্তী প্রেমিকার ঘাড় মাথা হৃদয় স্নায়ুতন্ত্রের পরীক্ষা-নিরীক্ষা ভালো লাগল। তবে আমার দৃষ্টিতে আজ কবিকে বরং বলবো পরীক্ষাগারে ক্ষুদে বিজ্ঞানী। হাহা হা...

০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৫৩

জাহিদ অনিক বলেছেন: হা হা ক্ষুদে বিজ্ঞানী। যা বলেছেন দাদা
শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন

৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে কবিতা

০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৫৪

জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ ও শুভেচ্ছা ছবি আপু

৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:০২

নীল আকাশ বলেছেন: হায় খোদা এটা পড়ার পর কোন মেয়ে এর প্রেমিকা হতে যাবে?
তবে! অধিকার তো প্রেমিকার উপরেই থাকে, তাইনা?
কবিতা অন্যরকম লাগলো।
জাহিদ ভাই, আপনি আসলেও ভালো কবিতা লেখেন। আগেও আমি সেটা বলেছিলাম।
ধন্যবাদ।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৫৫

জাহিদ অনিক বলেছেন: অধিকার তো প্রেমিকার উপরেই থাকে, তাইনা? হ্যা অধিকার স্বাধিকার উভয়েরই থাকে উভয়ের 'পর।

আপনার মন্তব্যে অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানবেন নীল আকাশ। ভালো থাকবেন সতত

৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:২৫

রাজীব নুর বলেছেন: প্রেমিকাদের খুব ভালোবাসতে হয়। সম্মানও করতে হয়।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৫৫

জাহিদ অনিক বলেছেন: হ্যা। ঠিক।
ধন্যবাদ রাজীব ভাই

৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৩২

রাজীব নুর বলেছেন: আমি যদি এই কথা বলি ধান্দাবাজ-টাউট-বাটপারের দেশে কবিতা লিখে কী হবে, বা গদ্য লিখেই বা কী হবে! তাহলে আপনি কি রেগে যাবেন??

০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৫৬

জাহিদ অনিক বলেছেন: না রেগে যাব না, কারন- লেখালেখি করে দেশ পাল্টানোর কোনো ইচ্ছে আমার নেই। কেবল নিজের মূল্যবোধ জাগ্রত করতে পারলেই খুশি হই।

৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৫২

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ভালো লাগলো।
শুভকামনা রইলো।
ধন্যবাদ

০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৫৭

জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ ও শুভেচ্ছা মিঃ ইসিয়াক

৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৬

আর্কিওপটেরিক্স বলেছেন: লাজওয়াব

০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৫৭

জাহিদ অনিক বলেছেন: থ্যাংকস আর্কিওপটেরিক্স!

৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৪

শায়মা বলেছেন: হায় হায় সর্বনাশা স্বৈরাচারী কবি প্রেমিক ....... #:-S

০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৫৭

জাহিদ অনিক বলেছেন: হায় হায় ! কী হবে এখন লা !

১০| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:২১

জুনায়েদ বি রাহমান বলেছেন: এইটাই বোধহয় কবির শেষ এবং চূড়ান্ত প্রেম হতে যাচ্ছে!

০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৫৮

জাহিদ অনিক বলেছেন: চূড়ান্ত এবং শেষ! === কেমন করে বলি---- কেউ কি জানে?
ধন্যবাদ ও কৃতজ্ঞতা মিঃ বি রহমান

১১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:১১

শায়মা বলেছেন: কি আর হবে!

তুমি ব্যার্থ প্রেমিক হবে! :)

০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:১২

জাহিদ অনিক বলেছেন: হুম্মম্মম্ম খারাপ বলো নাই

১২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ২:২৩

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: অদ্ভূত জারক রসে সিদ্ধ কবিতাটা একই সাথে অম্ল আর মধুর। একটা ভয়ংকর বিভীষন দুর্দমনীয়তা আছে।
আর একটা অকাব্যিক মন্তব্যঃ রুটি দিয়ে আরাম করে খেয়ে ফেলার মত উপাদেয় হয়েছে।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৩৪

জাহিদ অনিক বলেছেন: রাত্রে খুব আর্লি ডিনার করার অভ্যেস, এখন সাড়ে নটা বাজে। খিধেয় পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। (আপনি যদি ল্যাবে দুই এক পিস ইঁদুর খুজে না পান, সে দায়ভার আমি নিচ্ছি)। তাই খুব ভালোই টের পাচ্ছি রুটি দিয়ে আরাম করে খাওয়ার স্বাদ!

চমৎকার মন্তব্যে অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানবেন।

১৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৮:৩৬

খায়রুল আহসান বলেছেন: শাপ-শাপান্ত করা এই প্রেমিকা তার পরেও হয়তো তার শুধু পরবর্তী প্রেমিকই নয়, চিরকালের প্রেমিক হিসেবে আপনাকেই খুঁঁজে বেড়াবে!
কবিতা ভাল হয়েছে। +

০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৩৫

জাহিদ অনিক বলেছেন: আপনার মন্তব্য পড়ে নিজেই আশ্বস্ত হলাম এবং আস্থা পেলাম।
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন প্রিয় সুন্দর মন্তব্যের জন্য।
মন্তব্য ও প্লাসে আন্তরিক ধন্যবাদ

১৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:৪৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: না রেগে যাব না, কারন- লেখালেখি করে দেশ পাল্টানোর কোনো ইচ্ছে আমার নেই। কেবল নিজের মূল্যবোধ জাগ্রত করতে পারলেই খুশি হই।

সুন্দর উত্তর দিয়েছেন কবি।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৩৬

জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই ফিরতি মন্তব্যের জন্য

১৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: শেষ লাইনে আমিও মুগ্ধ। :)

০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৩৬

জাহিদ অনিক বলেছেন: কবি, আপনার মুগ্ধতা পেয়ে আমিও মুগ্ধ!

১৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:১০

দয়িতা সরকার বলেছেন: আমি ব্লগে আপনার এবং সেলিম আনোয়ারের কবিতার ভক্ত । আপনাদের দুজনের কবিতা চুপি চুপি পড়ে যাই। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর রোমান্টিক কবিতা পড়ার সুযোগ করে দেওয়ার জন্য । তবে এই কবিতা পড়ে অনেক হেসেছি। ভাল থাকবেন কারন ব্লগে এসে আপনাদের খোঁজ করি।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৩৯

জাহিদ অনিক বলেছেন: সালু সরকার,
এতদিন আমি অন্যের ব্লগে গিয়ে তাদের লেখা চুপিচুপি পড়ে যেতাম। আমার লেখাও যে কেউ এভাবে পড়তে পারে, এ যেন নিজের চোখকেই বিশ্বাস করাতে হিমশিম খাচ্ছি। আমি বেশ সারপ্রাইজড!

তবে এই কবিতা পড়ে অনেক হেসেছি। - বেশ করেছেন।

নিশ্চয়ই ভালো থাকব, আপ্নিও অনেক অনেক ভালো থাকবেন। শুভেচ্ছা ও আন্তরিক ধন্যবাদ

১৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৫১

আনমোনা বলেছেন: কবিতা যে কেন বুঝিনা!!! না বুঝলেও খুব ভালো লেগেছে। আশা করি পরবর্তী প্রেমিকাটিকে শীগ্রই খুঁজে পাবেন, এবং প্রেমিকাও আপনার উপর একই রকম অধিকারবোধ ফলাবে।

১০ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:২৬

জাহিদ অনিক বলেছেন: এবং প্রেমিকাও আপনার উপর একই রকম অধিকারবোধ ফলাবে। এই যে ! একদম কবিতা বুঝে তবেই মন্তব্য করলেন!

থ্যাংকস এ লট আনমোনা । শুভেচ্ছা ও কৃতজ্ঞতা রইলো।

১৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:১৮

সোহানী বলেছেন: বলো কি পরবর্তী প্রেমিকা!!!! ঘাড়ে কয়টা মাথা আছে তোমার??????

১০ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:২৬

জাহিদ অনিক বলেছেন: সোহানী আপু---
একজন মানুষই হতে পারে হাজারতম প্রেমিকা।

শুভেচ্ছা

১৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৩:০৩

উম্মে সায়মা বলেছেন: ওরে বাবা ভয় পেয়েছি

১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৫৩

জাহিদ অনিক বলেছেন:
হা হা--
দার্শনিক পিপড়া কবি ভয় পেলে চলবে!

থ্যাংকস এ লট সায়েমা আপু, অনেকদিন পরে ব্লগে আপনার উপস্থিতি দেখতে পেয়ে ভালো লাগছে। ভালো থাকবেন।

২০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:১৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: এগুলো লেখেন কিভাবে স্যার ?
অসম্ভব ভালো লাগলো ++

২০ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:২৬

জাহিদ অনিক বলেছেন: স্বপ্নবাজ সৌরভ, অনেকদিন পরে আপনাকে ব্লগে দেখে ভালো লাগছে। কবিতায় আপনার 'অসম্ভব' ভালোলাগা পেয়ে আমিও দারুণ খুশী এবং কৃতজ্ঞতা স্বীকার করছি।
ভালো থাকবেন, কবিতায় থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.