নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেসব কথা এই সামু ব্লগে লিখতে পারি না নানা কারনে- সেসব কথা আমার পার্সোনাল জার্নাল ব্লগে লিখি -- https://journalofjahid.com/

জাহিদ অনিক

ভালোবাসি কবি ও কবিতাকে

জাহিদ অনিক › বিস্তারিত পোস্টঃ

এসো জল! শরীর থেকে মুছে দাও বসন্তের দাগ!

২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:২০




ক্যারিবীয় বাতাস উড়ে আসো - ঝড় ঘূর্ণি হয়ে আসো
শোনো, আহ্বান করছি তোমাকে আমি।
আসো মধ্যরাতের ঘূর্ণিঝড়, টর্নেডো হ্যারিকেন-
গাছ, উপড়ে পড়ো হাজার মেগাওয়াট বৈদ্যুতিক থামের উপর।


বৃষ্টি,
মেঘের বুকে হাতুড়ি পেটা করে এসো-
এমনভাবে এসো যেন, দীর্ঘ চৈত্রের পর আসছো তুমি।
নাচো জল মাহারি, ফেলে বাহারি পা
নাচো পুরুলিয়া ছৌ নাচ।


মাটি কাঁপতে থাকো-
কাঁপতে থাকো, কাঁপতে থাকো;
কাঁপতে থাকো ঠাণ্ডা বৃষ্টি জলে থরথর ভেজা ঠোঁটের মতন-
কাঁপতে থাকো- মাপতে থাকো কম্পন স্পন্দন।


সমুদ্র স্ফীত হও; জলোচ্ছ্বাস তৈরী হও
সুনামি শ' ফুট হও।
অক্টোপাস সঙ্গম করো না,
নীল হাঙর হিংস্র হও, হিংস্রতম হও
কেটে দাও সমুদ্রে ফাইবার অপটিকস; বিচ্ছিন্ন করে দাও যাবতীয় যোগাযোগ!


বন্যা, এসো ভেঙে দাও বাঁধ
প্লাবিত হও রাস্তাঘাটে,
ডুবিয়ে দাও রেল লাইন
নদীবন্দর, দেখাও তিন পতাকা!


এসো জল!
শরীর থেকে মুছে দাও বসন্তের দাগ!
কপাল থেকে উঠিয়ে দাও তিলক চিহ্ন।
আমি একা থাকব, একা থাকব
নিরবচ্ছিন্ন বিচ্ছিন্ন থাকব।



ছবিঃ Click This Link

মন্তব্য ৪০ টি রেটিং +১২/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:২৩

আর্কিওপটেরিক্স বলেছেন: জল সবকিছু পরিশুদ্ধ করে দেয়।

কবিতায় মুগ্ধতা....

২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:২৬

জাহিদ অনিক বলেছেন:
ধন্যবাদ আর্কিওপটেরিক্স
মানুষ খুব জল হতে চায়, অথচ পারে না।

ভালো থাকবেন।

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:৩৪

বলেছেন: ভয়াবহ অবস্থা কবি!!

২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:৩৬

জাহিদ অনিক বলেছেন: না- আবহ সংগীত কেবলই ভায়োলিন

কৃতজ্ঞতা জানবেন মিঃ ল

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:৩৭

চাঁদগাজী বলেছেন:


ভয়ংকর সব আহবান, কালী আর বৈশাখীর তান্ডব ঘটবে?

২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:৪০

জাহিদ অনিক বলেছেন:
আহ্বান করছি-- প্রকৃতি সাড়া দেয় না

৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ২:৫৪

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: This is a sheer madness of words tangled with eruption of emotions. Ten thousand imaginary gold blog coins (something like bitcoins) for the poem. Goosebumps! (Sorry for English comment though).

২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:৫৭

জাহিদ অনিক বলেছেন:
আপনার মন্তব্যে ভীষণভাবে আপ্লুত হলাম।
বাই দ্যা ওয়ে কবিতা লিখে যদি ১০ হাজার না হোক, ১ হাজার করেও বিট কয়েট পাওয়া যেত মন্দ হত না। ক্রিপ্টোকারেন্সি আজকাল চলছে তো বেশ!

থ্যাংকস এ লট রিম সাবরিনা জাহান সরকার
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৫:৩৫

ইসিয়াক বলেছেন: যথারীতি চমৎকার ।
ভালোলাগা এবং শুভকামনা রইলো।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:৫৮

জাহিদ অনিক বলেছেন:
অশেষ ধন্যবাদ মিঃ ইসিয়াক।
শুভেচ্ছা ও কৃতজ্ঞতা রইলো।

৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৬:৩৭

রাবেয়া রাহীম বলেছেন: এমন আহবানের পর কি আর একা থাকা যায় !!! অপ্রত্যাশিত যা কিছু হুড়মুড় করে চলে আসবে

২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:৫৯

জাহিদ অনিক বলেছেন:
যখন প্রাণ চায় একলা থাকি-
কোথা থেকে এসে বলে, ভালোবাসি! ভালোবাসি!

ভালো থেকো বুবু

৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৭:৫৯

নীল আকাশ বলেছেন: শুদ্ধতার জন্য আহবান ভালো লেগেছে। ধুয়েমুছে সব ফকফকে পরিষ্কার হয়ে যাক।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:৫৯

জাহিদ অনিক বলেছেন:
সুন্দর ও চমৎকার মন্তব্যে ভালোলাগা রইলো নীল আকাশ।
ভালো থাকবেন সতত।

৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে কবিতা

২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:০০

জাহিদ অনিক বলেছেন:
থ্যাংক ইউ ছবি আপু। ভালো থাকবেন। শুভেচ্ছা জানবেন

৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:২৪

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় অনুজ, স্নেহাশিষ নিবেন। শব্দ শুষুমায় সমৃদ্ধ অথচ বিধ্বংসি কবিতা।বিষাক্ত সাপের মতই সুন্দর। প্রেম অনেক সময় সাপের দংশনের চেয়েও ভয়ানক চে গুয়েভারার মত বিদ্রোহী। ভালো থাকবেন ।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:০১

জাহিদ অনিক বলেছেন:
প্রেম, সিনাথ বহুরূপী বটেই --- সে আপনি বেশ জানেন।

অনেক ধন্যবাদ কবি এমন মাথায় হাত তোলা আশীর্বাদ ও শুভেচ্ছা পেয়ে বেশ ভালো লাগছে। ভালো থাকবেন।

১০| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:৩৯

বিজন রয় বলেছেন: শিরোণাম দেখে ভাবছিলাম কার কবিতা হতে পারে!
হা হা হা ....... মিলে গেল!!

সমস্ত কবিতাটিকে যদি আমি কোন নারীর শারীরিক অবয়বে কল্পনা করি,তবুও কোন পাপবোধ আমাকে তাড়িত করেনি।
কবিতাটি এতই "পবিত্র"।

না, দ্বৈতমিশ্রণ ভাঙতে চাই না।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:০৪

জাহিদ অনিক বলেছেন:
হা হা, আমারও শুনে অবাক লাগলো যে, আপনি কবিতার শিরোনাম দেখেই অনুমান করে নিতে পারেন কার কবিতা। ব্লগের কবিদের প্রতি আপনার এই আন্তরিকতা ও তীব্রতা নিশ্চয়ই আমার মনে থাকবে।

না, দ্বৈতমিশ্রণ ভাঙতে চাই না। বেশ !

সুন্দর ও নান্দনিক মন্তব্য কবিদের অনুপ্রাণিত করে। আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা/ ভালো থাকবেন বিজন দা

১১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:৩০

রাজীব নুর বলেছেন: জলই জীবন। জল না থাকলে মানুষই থাকতো না।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:০৫

জাহিদ অনিক বলেছেন:
হ্যাঁ সে তো নিশ্চয়ই ! নিশ্চয়ই !
জলের কাছেই তাই ফিরে ফিরে যাওয়া।

শুভেচ্ছা ও কৃতজ্ঞতা রাজীব ভাই !

১২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: জলেই শান্তি .... জলেই শান্ত , জলেই সান্ত্বনা
মুগ্ধতা প্রিয় কবি।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৫৩

জাহিদ অনিক বলেছেন:
জলেই জলাঞ্জলি --
থ্যাংকস স্বপ্নবাজ সৌরভ




ছবি পালটেছেন ! আপনাকে আবার মুখস্থ করতে হবে ---

১৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:১৩

সোনালী ডানার চিল বলেছেন: কবিতা পড়তে খুব ভালো লাগলো-
স্মার্ট শব্দ প্রক্ষেপণ! শুভকামনা কবি

২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৫৪

জাহিদ অনিক বলেছেন:
বাহ! আপনার নান্দনিক মন্তব্যে ভালো লাগছে
ধন্যবাদ ও শুভেচ্ছা সোনালী ডানার চিল
মানুষের ডানা থাকলে মন্দ হত না

১৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:১০

আরাফআহনাফ বলেছেন: আমি একা থাকব, একা থাকব
নিরবচ্ছিন্ন বিচ্ছিন্ন থাকব


আসাধারন লিখেছেন - অনেকদিন পর যেন ভালো কিছু পড়লাম, পরিপূর্ণ তৃপ্তি নিয়ে।

ভালো থাকুন।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৫৫

জাহিদ অনিক বলেছেন:
অনেকদিন পরে আপনাকে একটা কবিতা পড়তে দিতে পেরে আমিও বেশ আনন্দিত!

ভালো থাকবেন, কবিতায় থাকবেন আরাফআহনাফ

১৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৫৪

পদাতিক চৌধুরি বলেছেন: বহুদিন পরে অসাধারণ! শব্দটি ব্যবহার করলাম। ++++
ইউ আর জিনিয়াস!
যদি জিজ্ঞেস করেন কেন,তাহলে বলতে পারবো না। তবে অবচেতন মনে কবি রুদ্রের সঙ্গে আপনার অনেক সাদৃশ্য মেলে। এমনি ভয়ঙ্কর সুন্দর জল পরীদের নিয়ে অথবা বিধ্বংসী প্রেমের দেবীকে নিয়ে আপনি হাজির হন বারেবারে।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৫৬

জাহিদ অনিক বলেছেন:
কী বলবো !


এমন মন্তব্যের জবাব দিতে শিখি নাই এখনো




ভালো থাকবেন ব্রাদার ! শুভেচ্ছা রইলো

১৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:১৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: লেখক বলেছেন:
ছবি পালটেছেন ! আপনাকে আবার মুখস্থ করতে হবে ---


যান , ওই ২০১১ সালেই ফিরে গেলাম। আর নতুন করে মুখস্ত করতে হবে না। :)

২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:০০

জাহিদ অনিক বলেছেন:
আরে! চিন্তে পারতাম ভাই ! একটু ফান করেছিলাম ! যাইহোক। যেভাবেই ইচ্ছে হয়, সেভাবেই থাকুন। No worries !

১৭| ১২ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:০২

অব্যক্ত কাব্য বলেছেন: শুভ কামনা কবি

২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:০৩

জাহিদ অনিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপনাকে অব্যক্ত কাব্য
ভালো থাকবেন, শুভেচ্ছা রইলো

১৮| ১২ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:৩১

অধীতি বলেছেন: এটাকে কি সাপের ছোবল বলবো না বিশ দংশন বলবো ভেবে পাচ্ছিনা।যেরকম শব্দ চয়ন সেরকম ভাষার খেলা।

২৮ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৫৬

জাহিদ অনিক বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন অধীতি
আপনার চমৎকার মন্তব্যে আপ্লুত হলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কৃতজ্ঞতা জানবেন।

১৯| ২৫ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:৫৯

খায়রুল আহসান বলেছেন: অসাধারণ কবিতা!
কবিতায় যেমন আছে বিনাশ, বিধ্বংসের আহবান, তেমনি আছে শুদ্ধ পবিত্র হবার আকুলতা।
'নিরবচ্ছিন্ন বিচ্ছিন্ন' থাকার অভিপ্রায়।
কবিতায় একাদশতম ভাল লাগা + +

৩০ শে মে, ২০২১ রাত ১১:০১

জাহিদ অনিক বলেছেন: শ্রদ্ধেয় প্রিয় কবি,
ব্লগে লগিন করে আপনার ১২ টা মন্তব্য পেয়েছি। বেশ কিছুদিন আগে আপনি আমার ১২ টা লেখা সময় করে পড়ে সেগুলোতে বেশ যত্ন করে অনুপ্রেরণামূলক মন্তব্য রেখেছেন।আমি সত্যিই খুব আপ্লুত এবং কৃতজ্ঞ আপনার প্রতি।

আমি নিয়মিত ব্লগে আসতে পারছি না। চেষ্টা করছি একটু একটু আসার।
আপনার লেখাগুলো মিস করি। সময় করে পড়ব অবশ্যই।

অনেক অনেক কৃতজ্ঞতা জানবেন প্রিয় কবি, ভালো থাকবেন সতত।

২০| ৩০ শে মে, ২০২১ রাত ১১:২৭

খায়রুল আহসান বলেছেন: আপনি ব্লগে পুনঃপ্রত্যাবর্তনের সময় ও সুযোগ পেয়েছেন, এতেই আমি খুশি। ১২টি মন্তব্যের উত্তর না দিলেও চলবে। মনে হয় এর আগে আমি আপনার কোন একটা পোস্টে মন্তব্যে বলেছিলাম যে আপনি ব্লগে না আসা মানে আমি বুঝি যে আপনি পেশাগত কাজে ব্যস্ত আছেন। এটাও একটা সুখে্র কথা, কেননা আপনার এ বয়সটাতে কাজই ধর্ম হওয়া উচিত।

২৯ শে অক্টোবর, ২০২১ সকাল ৮:৫১

জাহিদ অনিক বলেছেন: হ্যাঁ শ্রদ্ধেয় কবি, ঠিকই বলেছেন, এ বয়সে কাজই ধর্ম হওয়া উচিত। মাঝে মাঝে সে ধর্ম প্লাওন করতে গিয়ে ক্লান্ত হয়ে ফিরে আসি এই ব্লগে। আপনার এবং আরও অনেকের লেখা মিস করি মনে মন খুব।


শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রিয় কবি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.