নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেসব কথা এই সামু ব্লগে লিখতে পারি না নানা কারনে- সেসব কথা আমার পার্সোনাল জার্নাল ব্লগে লিখি -- https://journalofjahid.com/

জাহিদ অনিক

ভালোবাসি কবি ও কবিতাকে

জাহিদ অনিক › বিস্তারিত পোস্টঃ

কবিত্ব আমার থেকে কী কী নিয়ে গেছে

২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৫০



ঘুমের মধ্যে আমাকে জাপটে ধরেছে সেইসব অস্ফুট শব্দেরা-
যাদের আমি আধাআধি ভেবে, অর্ধেক ভালোবেসে
পুরপুরি উচ্চারণ আর বানান না করে-
অথবা
পরে সঠিক বানানে, শুদ্ধ ভাবে লিখব বলে
আর লিখতে পারি নি কখনো।

আমি মানুষ; ফুল হয়ে নয়-
মানুষ হয়েই চেয়েছি মানুষের দুঃখকে দেখবার।
অযুত সহস্র বেমানান শব্দকে ঠেসে ধরে
যুতসই কবিতার মধ্যে ঠেলে দিয়ে হলেও -
চেয়েছি আমার প্রিয়জনের ব্যথাদের আমি বুঝতে শিখি।

শব্দ, কথা, কাব্য, কবিতা - আমার কোনও প্রেমিকা নয়;
আমি চাই হৃদয় আমার সহজ হোক,
সহজ পথে, সহজ চোখে সহজ মানুষ- সহজ ভাবনায়;
একটা মানুষ, দুইটা মানুষ সহজ কথায়, সহজ ব্যথায়,
সহজ জীবন, সহজ মরণ- সহজ বেহেশত;
খুব সহজে, সহজ ভেবে মানুষ থাকুক মানুষের পিঠাপিঠি।

আমি মানুষের কষ্টকে বুঝতে গিয়ে দেখেছি -
তাদের কষ্টে তারা নিজেরা অতটা বিচলিত নয়;
যতটা তারা ভাবে আমায় নিয়ে
'আমি কেমন কষ্ট পাব তাদের সকল কষ্টে'!
তারা জানে আমার কাছে আছে যথোপযুক্ত শব্দ- যা আমাকে
দুঃখ দেবে, দুঃখ দেবে।

আমার শব্দ, ভাবনা, বিন্যাস যাতনা-
আমার থেকে নিয়ে গেছে সহজ মানুষ হয়ে ভাবার অধিকার-
আমাকে বারণ করেছে সহজ মানুষ হয়ে ভাবতে সহজ ব্যথা;
আমার শব্দ, কাব্য, ভাব-
আমাকে দিয়েছে কেবলই অভাব, কেবলই অভাব।
যদি ভাবতে বসি কবিত্ব আমার থেকে কী কী নিয়ে গেছে;
সে আমি পারব না করতে শোধ কোনও কবিতার দামেই।

মন্তব্য ২৩ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৩১

ইসিয়াক বলেছেন: দুর্দান্ত!

২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:২৩

জাহিদ অনিক বলেছেন: কবিতাটি প্রথম পাতায় প্রকাশিত হয়েছিল না, আমার ভুলের জন্য। তবুও আপনি ব্লগে এসে পাঠ করে চমৎকার মন্তব্যে অনুপ্রাণিত করে গেলেন মিঃ ইসিয়াক।

শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জাবেন কবি।

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৩৩

সোনাগাজী বলেছেন:



কবিরাই মানুষের কন্ঠ, সমাজের বিবেক, আলোর দিশারী

২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৩৬

জাহিদ অনিক বলেছেন: আলোর নিচে কবি নিজেই থাকে আজীবন অন্ধকারে। তার বুকের হাহকার কবিতার মত করে পড়তে ভালো লাগে, কিন্তু সে তীব্রতা কবি ছাড়া কেউ জানে না।

ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন

৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৫৫

আমি সাজিদ বলেছেন: মুগ্ধতা।

২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:১১

জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানেবন আমি সাজিদ
আপনার মুগ্ধতায় আমার অনিঃশেষ ভালোলাগা

২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:১৫

জাহিদ অনিক বলেছেন: কবিতাটি আপনি প্রিয়তে যুক্ত করেছেন দেখে অবাক হলাম। ও বিশেষ মুগ্ধতা জানবেন।

৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৫৭

ডার্ক ম্যান বলেছেন: কবিত্ব কবিদের কাছ থেকে জাগতিক সুখ কেড়ে নেয়। পরিবার কেড়ে নেয়।

২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:১৩

জাহিদ অনিক বলেছেন: কবিত্ব কবিদের কাছ থেকে জাগতিক সুখ কেড়ে নেয়। সত্য কেড়ে নেয়, আমরা বুঝতে পারি না যে কেড়ে নিচ্ছে। বুঝে নেয়ার আগেই কেড়ে নেয়।

চমৎকার উপলব্ধির জন্য ধন্যবাদ জানবেন ডার্ক ম্যান

৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৫:৫১

সোহানী বলেছেন: শেরজা ভাইয়ের লেখক হবার যন্ত্রনা নামে চমৎকার একটা লিখা আছে। ক'দিন ধরে সে লেখাটা মাথায় ঘুরছে, এর মাঝে তুমি নিয়ে আসলে কবি হবার যন্ত্রনা........... :-<

এতো যন্ত্রনা নিয়ে আসলেই আমরা দিন পার করছি। বোঝে না আসলেই কেউ বোঝে না :(

২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৫০

জাহিদ অনিক বলেছেন: শেরজা ভাইয়ের লেখক হবার যন্ত্রনা নামে চমৎকার একটা লিখা আছে। পড়া ছিল না। পড়ে এলাম। দারুণ।

আমাদের যন্ত্রণা আমাদেরই থাকবে। কেউ নেবে না, কাউকে দেওয়াও যাবে না।

৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১৬

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:১৪

জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাই

৭| ০৩ রা ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০০

খায়রুল আহসান বলেছেন: কবিদের বেদনা নিষ্ফল হয় না; তাদের বেদনায় পাঠকের মানস সরোবরে শতদল ফোটে।

১৭ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৩৫

জাহিদ অনিক বলেছেন: আসলে কি কবি, ---

এই যে কবিত্ব কিছু একটা নিয়ে গেলো। কিছুটা নিজিস্ব স্টাইলে নিঃস্ব করে গেলো। এরপরেই মনে হচ্ছে - কিছুটা যেন পূর্ণতাও পেলাম। '


চমৎকার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় কবি। অনেক দেরী করে মন্তব্যের জবাব দেয়ার জন্য দুঃখিত। আশা করছি ভালো আছেন।

৮| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৫৭

নান্দনিক নন্দিনী বলেছেন:
আশা করি ভালো আছেন জাহিদ অনিক।

'১৪৩ নং চিঠি এবং মিছিল' নিয়ে একটা কবিতা আছে আপনার লেখা,
ব্লগ পোস্টগুলো তন্নতন্ন করে খুঁজেও পেলাম না কবিতাটা। কোথায় আছে?

২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:১৯

জাহিদ অনিক বলেছেন: নান্দনিক নন্দিনী -
হ্যাঁ, ভালো খারাপ মিলিয়ে আছি।
আপনিও কুশলে আছেন আশা করছি।

আসলে ব্লগের আমার অনেক লেখা/কবিতা ড্রাফট করে নিয়েছিলাম। কারণ ছিল, ওগুলো নিয়ে নিজে সন্তুষ্ট ছিলাম না। মনে হচ্ছিলো ওগুলো নিজের কাছে বিচারে উতরে যায় নি।

দেখুন তো আপনি এই কবতাটি খুজছিলেন কিনা

https://www.somewhereinblog.net/blog/jahidonik/30176104

৯| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:১০

সেলিম আনোয়ার বলেছেন: কবি :) কবিতা থেকে কিছু প্রাপ্তি যোগ আছে কি ?

২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:১৯

জাহিদ অনিক বলেছেন: সত্যি বলতে কবি -
রিক্ততা, শূনতা আর ঋদ্ধতা পেয়েছি

১০| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১২:২৮

নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ জাহিদ অনিক, কবিতাটা খুব দেয়ার জন্য।

অনেক অনেক শুভকামনা রইল।

২৬ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:২৯

জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ আপনাকে। এতদিন পরে এসে এই কবিতার কথা করিয়ে দেয়ার জন্য।
পুরানো ও সামনের অনেক কথাই মনে পড়ে গেলো।

১১| ০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ১১:০৬

সোনালি কাবিন বলেছেন: মুগ্ধ!

০২ রা জানুয়ারি, ২০২৪ রাত ১১:৪৩

জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন সোনালি কাবিন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.