নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেসব কথা এই সামু ব্লগে লিখতে পারি না নানা কারনে- সেসব কথা আমার পার্সোনাল জার্নাল ব্লগে লিখি -- https://journalofjahid.com/

জাহিদ অনিক

ভালোবাসি কবি ও কবিতাকে

সকল পোস্টঃ

গলার মধ্য থেকে, সরে গেছে অন্তর

১৪ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:১৯

কেমন অন্ধকারে থাকি আমি,
মানুষের কথা আলো হলেও আমি দেখতে পাই না।

গলার মধ্য থেকে সরে গেছে অন্তর এমন,
গোঙ্গানি ছাড়া বেরোয় না কিছুই৷

আমার কপালে হাত রাখে অভিশাপ;
যীশু খোদা ঈশ্বর,...

মন্তব্য১০ টি রেটিং+৪

অরণ্যে এসছে সময় শীত সঙ্গমের

০১ লা নভেম্বর, ২০২১ বিকাল ৩:২২



অরণ্যে এসেছে সময় পাতা ঝরার-
অনেক দিনের ইচ্ছে -
এবার হেঁটে যেতে চাই হলদে পাতার বুকের উপর দিয়ে –
পায়ে পরে ছোটবেলার বুটজুতো।
হাঁটতে চাই একা, চাই না কেউ না...

মন্তব্য১৪ টি রেটিং+৪

মানুষ মিথোজীবী

২৫ শে আগস্ট, ২০২০ রাত ৯:০৮

প্রত্যেকটা সন্ধ্যায় একবার প্রেমে পড়া জরুরী,
কিছু একটা খুঁজে পেতে হয়।
কফি খেতে খেতে কারও কথা ভাবতে পারার সৌভাগ্য থাকা দরকার,
নচেৎ অভ্যস্ত হতে হবে তিমির মতন একাকী জীবনে।

এখনো মানুষের -
কারও অভিমানে...

মন্তব্য৩২ টি রেটিং+৬

মুখ খোলো না শামুক ঝিনুক-

১১ ই জুলাই, ২০২০ দুপুর ১২:২৯

তখন আমি কান পাতলেই শুনতে পেতাম –
বৃষ্টির ধারাপাত।

এখন আমার স্পর্শে আর –
জল কাটে না তোমার শরীর।

বৃষ্টি এসে মান করে যায়,
আমায় দেখে ভেংচি কেটে
রামধনু হয় বাঁকা মেঘ!

মুখ খোলো না শামুক ঝিনুক-
বলো...

মন্তব্য২২ টি রেটিং+২

\'The Order of Time\' বুক রিভিউ

১০ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৫৬


একদম নতুন, কসমোলজি নিয়ে এক্ষুনি একটা বই পড়ে ফেলতে চাইলে বলব, এই বইটা ভালো। যারা একটু বেসিক থেকে বেশি বুঝতে চান টাইম ডাইমেনশান, গ্রাভিটি ইত্যাদি তাদের জন্য বইটি ভালো।

যারা...

মন্তব্য২৩ টি রেটিং+৩

প্রশ্বাসে তোমার পৃথিবীর শুদ্ধি

০৪ ঠা এপ্রিল, ২০২০ সকাল ৮:৩৮



খাপ খোলা সিরিঞ্জ সূঁচে তীক্ষ্ণ চিমটি কাটার মতন,
একটা ঠাণ্ডা হাওয়া দরজার নিচ দিয়ে খবরের কাগজের মতন ঘরে ঢুকে
এইমাত্র ছুঁয়ে গেল পুরুষালি বুক।


খবর পেলাম:
অনেক দূরে - ঘুমোচ্ছো...

মন্তব্য১৪ টি রেটিং+৭

দিন দু\'য়েক !

২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:০২



অন্যান্য সন্ধ্যার মত আজকেও বাসায় ফিরে ভালো করে স্নান শেষে বেলকনিতে দু\'টো চেয়ার টেনে একটাতে বসে আরেকটার উপর পা’দুটো রেখে একটু আরাম করে বসলো শ্রেয়া।
এতক্ষণে আদি’র অন্তহীন ম্যাসেজ এসে...

মন্তব্য১২ টি রেটিং+৩

Overparted

২৯ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০০




Everywhere; You put your fingers
First the index, then the middle finger and later the ring finger;
What do you touch?
Over the unused floppy disk
On the top of the...

মন্তব্য২৮ টি রেটিং+৪

বিদিত

১৫ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:৫৯


সন্ধ্যে নামলে চোখ পোড়ায়-
চোখের মধ্যে আহ্নিক গতিতে আবর্তন করো তুমি।
গায়ের \'পর চাদর, চাদরের বুকে জমিন;
জমিনে কথা গাছ।

সূর্যোদয়ের মতন প্রত্যেকদিন বোধেরও উদয় হয়
নরওয়ের মধ্যরাতের সূর্যোদয়ের মতন
রাত্রে...

মন্তব্য২০ টি রেটিং+৪

আজ একাদশী তিথি

০৪ ঠা জানুয়ারি, ২০২০ রাত ১১:০৩






বুধ থেকে শুক্র, রবি থেকে মঙ্গল-
আজ দেখা পাইনি তোমার।
আজ সকাল থেকে সন্ধ্যা খাইনি কিছু;
আজ দেখা পাইনি তোমার
আজ শনি, আজ একাদশী তিথি।

ঘুমুচ্ছো তুমি-
রেগে নেই, ক্রোধে নেই-
অল্প...

মন্তব্য২৫ টি রেটিং+৮

I Can\'t Tell Much More

২২ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৪২

I can\'t tell very much how the day was,
I remember I had some hot beverages a couple of times on an entire day.
I had a warm shower, where I wanted...

মন্তব্য৪ টি রেটিং+০

হঠাত প্রেমিক কেন হতে চাও ?

২০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৩০




কিছু একটা হতে চাও জানি,
এলোপাথাড়ি চোখের চাহনি
কথায় হঠাত ছন্দপতন,
পায়ে অস্বাভাবিক জড়তা;
শীত তোমাকে ছোঁয় নি জানি- কিছু একটা হতে চাও!

হাতের উলটো পিঠে চুমু খেয়ে বন্ধু হয়ে...

মন্তব্য১৯ টি রেটিং+৫

যাহ! নিভে যাচ্ছি মোমবাতির মতন!

১২ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১:১৮



কীসব যেন নেই, আবার যেন কী কী দেখেছি-
পেয়েছি, হয়ত পেতে চলছি!
কিংবা হারিয়েছি সে ঘোর কাটেনি।

পৃথিবীর মধ্যে এসে আমি পৃথিবী খুঁজে বেড়াচ্ছি,
এই জনপদে!
নিজেকে জানি -
এসব ভাব, অভাব: সব...

মন্তব্য৩৩ টি রেটিং+১০

দু’টো বাঁকা দাগ পাশাপাশি থাকলে চুমু হয়

০৩ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৪৩






খুব ভোরে মাদুর পেতে নতুন হারমোনিয়াম টেনে,
কপালে বুকে যীশুর স্পর্শ নিয়ে নীচু স্বরে স্বরগ্রাম চর্চা করার মতন,
এমন প্রেমে পড়ো না কেন?

স্কুল-ব্যাগ আর জলের বোতল হাতে গেটের...

মন্তব্য২৮ টি রেটিং+৫

শুভ সন্ধ্যা মিস, হ্যাপি উইন্টার

২৫ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:২২




ধরো,
তোমার জানালায় ধরেছে ফুল -
আফটারনুন মিস; বলেই উড়ে গেছে কাঁপাকাঁপা চড়ুই।
অনেক দূর থেকে বেজে উঠছে চার্চবেল
পোলিশ করা কাঠে খুব ভদ্রস্থঃ টোকা দিয়ে-
সম্ভ্রান্ত, মার্জিত গাউন পরা লেডি গ্লাভস হাতে মগ...

মন্তব্য২৪ টি রেটিং+৮

>> ›

full version

©somewhere in net ltd.