নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইকনোমিকস আমার প্রফেশন আর সাহিত্য আমার প্যাশন।

জহিরুল ইসলাম কক্স

:)

জহিরুল ইসলাম কক্স › বিস্তারিত পোস্টঃ

১৫ কেজি ওজন কমান

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১০

দই-কালিজিরা মিশ্রন করে খেলেই এক মাসে ওজন কমবে ১৫ কেজি
মার্কিন বিশ্ববিদ্যালয় এমনই এক যুগান্তকারী
টোটকা নিয়ে এসেছেন নানা পরীক্ষা-নীরিক্ষা করার পর,
যেটা খেলেই এক মাসে ১৫ কেজি মতো ওজন কমবেই কমবে ৷
.
এই টোটকা একেবারেই ঘরোয়া ৷
বেশি খাটতেই হবে না ৷
রান্নাঘরে থাকা জিনিস দিয়েই চটজলদি কাজ সারা যাবে৷



প্রস্তুত প্রনালীঃ
একটি পাত্রে এক চা চামচ কালিজিরা গুঁড়ো
আর এক গ্লাস পাতলা টক দই নিন৷
এই দু’টি ভাল করে মিশিয়ে নিয়ে রাত্রে শোওয়ার আগে খেয়ে নিন।
ব্যস, এই মিশ্রণ যা করার তা করা শুরু করে দেবে রাতভোর !
.
কালিজিরা ব্লেন্ড করে অথবা পাটায় বেটে গুড়ো করে নিতে পারেন
.
বিজ্ঞানীরা জানিয়েছে,
এই মিশ্রণ শরীরের মেটাবলিজম বাড়াতে সাহায্য করে।
যার ফলে কমে যায় মেদের পরিমাণ এবং দ্রুত হ্রাস পায় শরীরের ওজন।
.
মার্কিন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের
প্রকাশ করা সমীক্ষা-রিপোর্ট অনুযায়ী,
৪৪ জন মেদযুক্ত মানুষের উপর
এই মিশ্রণের প্রভাব পরীক্ষা করে দেখা গিয়েছে,
প্রতিদিন যদি দই-কালিজিরা এই মিশ্রণ খাওয়া যায়
তাহলে এক মাসে অন্তত ১৫ কেজি ওজন কমানো সম্ভব।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৫

রাজীব নুর বলেছেন: আসলেই??

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রতিদিন যদি দই-কালিজিরা এই মিশ্রণ খাওয়া যায়
তাহলে এক মাসে অন্তত ১৫ কেজি ওজন কমানো সম্ভব।

সত্যিই!!!!!!!!!!!!!!!!

৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩০

চাঁদগাজী বলেছেন:


৫/৬ মাস খেলে একজন মানুষের ওজন হবে ০ (শুন্য) কেজি?

৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩১

ভাইয়ু বলেছেন: প্রতিদিন কতটুক পরিমানে খেতে হবে জানাবেন৷ ভুড়িটা ইদানিংং বেড়ে যাচ্ছে... /:)

৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৪

শাহারিয়ার ইমন বলেছেন: শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কি খেতে হবে ?

৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

মোশফেক জামান সফল বলেছেন: সবাই যদি দৈ, কালোজিরে খায় তাহলে তো এক কেজি দৈয়ের দাম আর একভরি স্বর্নলংকার এর দাম সমান হয়ে যাবে! আর কালোজিরের দাম ব্ল্যাক ডায়মন্ডের থেকেও দামী হয়ে যাবে! ;)
এগুলি আসলে বিজনেসের ধান্ধা ভাই।
যেমন অনেকেই বলে মধু+ গরম পানি+ লেবু খেলে ওজন কমে! ফলাফল মধুর দাম বেড়ে গেল, পিচ্চি একটা লেবুর দাম দশ টাকা হয়ে গেল আর পানি গরম করতে গ্যাস নষ্ট কিংবা বিদ্যুৎ অপচয় ইত্যাদির কথা বাদই দিলাম! ;)

৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৩

চাঙ্কু বলেছেন: আচ্ছা ঠিক আছে। এখন বলেন আম্রিকান কোন বিশ্ববিদ্যালয়ের কোন ল্যাব এইডা আবিষ্কার করছে আর কোন সায়েন্টিফিক জার্নালে/পিয়ার রিভিউড পেপারে আসছে? লিঙ্ক থাকলে সাথে লিঙ্কও দিয়েন।

৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সন্দেহ হচ্ছে।

৯| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৫

ব্যার্থ মানুষ বলেছেন: আসলেই কি তাই? তাহলে আজ থেকেই না হয় শুরু করলাম.।.।.।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.