নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইকনোমিকস আমার প্রফেশন আর সাহিত্য আমার প্যাশন।

জহিরুল ইসলাম কক্স

:)

জহিরুল ইসলাম কক্স › বিস্তারিত পোস্টঃ

নিরাপত্তা

২৭ শে জুন, ২০২০ রাত ৮:২৫

তিলতিল করে টাকা জমিয়ে ক্রয় করা গৃহস্থালি পন্য সমূহ নামমাত্র মুল্যে বিক্রি করে দিচ্ছে।দেখে খুব খারাপ লাগছে।এ কেমন ব্যবস্থা!???? জন্মের পর থেকেই কর দিয়ে আসছে।অথচ এই মহামারী তে দেশ তার নাগরিকদের সেই করের বিনিময় দিতে পারেনি।গত পঞ্চাশ বছরে শুধু ক্ষমতার পালা বদল ঘটেছে। ধনী আরো ধনী হয়েছে।নতুন নতুন ড্রাগস আবিষ্কার হয়েছে।সিনেমা বা খেলাধুলায় নাম কামিয়েছে।কিন্তু নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত হয় নি।অথচ ইতিহাস সাক্ষী প্রাচীন কালে যখন গোত্রভিত্তিক জীবনযাপন ছিল তখনো একজন গোত্রপতি তার গোত্রের নিরাপত্তা নিশ্চিত করতো।
বাংলাদেশ ও পারতো,যদি স্বাধীনতার শুরু থেকেই এই ব্যাপারে ভাবতো।এই সরকার চাইলেও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেনা। এটা দু চার দশ বছরের ব্যাপার নয়।এসব সমস্যা মোকাবেলা করতে গেলে অনেক আগে থেকে ব্যাপক প্রস্তুতির প্রয়োজন হয়।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০২০ রাত ৮:৩৩

চাঁদগাজী বলেছেন:


মানুষের জীবনকে এতো কঠিন করে তুলেছে সরকারগুলো, বেশীরভাগ মানুষের প্রয়োজনীয় সন্চয় নেই

২| ২৭ শে জুন, ২০২০ রাত ৮:৫৭

মোঃ মােজদুল ইসলাম বলেছেন: I claim (IVM) Internal Value of Money. See my post on economics.

৩| ২৭ শে জুন, ২০২০ রাত ৯:১৮

নেওয়াজ আলি বলেছেন: খাদ্য নাই চিকিৎসা নাই । নাই নাই হাহাকার ।

৪| ২৭ শে জুন, ২০২০ রাত ১০:৪৯

রাজীব নুর বলেছেন: দেশের মানুষ সীমাহীন কষ্টে আছে।
শুধু ভালো আছে দূর্নীতিবাজরা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.