নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাযাবর রাজা রিটার্নস

যাযাবর রাজা রিটার্নস › বিস্তারিত পোস্টঃ

যে ঝুড়ি বোঝাই শুধু ভয়,শুধুই আতংক

০১ লা মার্চ, ২০১৭ সকাল ৯:৪৯




একজন সবজিওায়ালা সারাদিন সবজির ঝুরি মাথায় নিয়ে ঘুরে ঘুরে সবজি বেচলেও দিন শেষে খালি মাথায় বাড়ি ফিরতে পারে।তখন তাকে কোনো ভার মাথায় বইতে হয় না।অথচ আমরা পুরো বাংলাদেশের উচ্চবিত্ত,মধ্যবিত্ত,নিম্ন মধ্যবিত্ত,নিম্নবিত্ত সব বিত্তের মানুষ এতটাই দূর্ভাগা,হতভাগা,অভাগা যে আমাদেরকে সারাক্ষনই একটি ঝুরি মাথায় নিয়ে ঘুরতে হয়।একটি ঝুরির ভার সইতে হয়।যে ঝুড়ি বোঝাই শুধু ভয়,শুধুই আতংক।জংগী আতংক।
জংগী হামলার ভয়।গুম,ধর্ষন গং আতংক মহামারী আকারে আসলেও তা একসময় কয়েক দিনের জন্য হলেও মিইয়ে যায়।কিন্তু এই জংগী আতংকের ঝুরি, জংগী হামলার ভয়ের ঝুরি এতটা উর্বর যে তা কখনোই শুন্য হয় না।বরং দিনের পর দিন বাড়তেই থাকে,আর বাড়তেই থাকে।সারাক্ষন এই ঝুরি এদেশের মানুষের মাথার ওপর জগদ্দল পাথরের মতো চেপে আছে।আর তা কয়েকদিন পরপরই গুলশান ট্রাজেডি, চট্টগ্রামে জংগীআস্তানা ঘেরাও,ঢাকায় মহিলা জংগীর আত্মঘাতী বোমা বিস্ফোরন,মহিলা জংগীর আত্মসমর্পণ রুপে ফনা তুলে আতংকের ঝুরিটাকে,ভয়ের ঝুরিটাকে আমাদের মাথার ওপর আরো পাকাপোক্ত আসন করে দেয় আর ঝুরির ওজনও বাড়িয়ে দেয়।জানিনা আর কতদিন আমাদের এই ঝুরি মাথায় নিয়ে ঘুরতে হবে।আর কতদিন ভার বইতে হবে।তবে মাঝে মাঝে নিজেদের ঐ শবজি ওয়ালার চেয়েও হতভাগা মনে হয়।কেননা সে কিছুক্ষনের জন্য হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ পায়।আমরা তাও পাইনা।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৭ বিকাল ৫:১৪

চাঁদগাজী বলেছেন:


এটা এক যুগান্তকারী পোস্ট, এটাকে বই হিসেবে প্রকাশ করা সম্ভব

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.