নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাযাবর রাজা রিটার্নস

যাযাবর রাজা রিটার্নস › বিস্তারিত পোস্টঃ

কিছু বললাম

২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:১৪

শামীম ওসমান সাহেব বলেছেন নাস্তিকদের জন্য তার চোখের ইশারাই যথেষ্ঠ।কিন্তু তিনি নাস্তিকদের চোখ মারবেন নাকি চোখ গরম করে ডর দেখাবেন এ বিষয়ে কিছু স্পষ্ট করেননি।চোখ নিয়ে অবশ্য আমাদের জীবনানন্দ দাশও লিখেছিলেন, চোখকে তিনি পাখির বাসার সাথে তুলনা করেছিলেন।অনেকের মতে, চোখ কি কখনো পাখির বাসার মতো হয়?কি পাগলের প্রলাপ। কবিরা অবশ্য পাগল গোছেরই হয়ে থাকে।এটা অস্বাভাবিক কিছু না।তবে সাম্প্রতি সবাই বিশ্বের সবচেয়ে বড় পাগল আখ্যা দিয়েছিলো কোনো কবিকে নয়,আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প সাহেবকে।যদিও ট্রাম্প সাহেব চুপচাপই আছেন।পাগলামি টাগলামি তেমন একটা করছেন না।শুধুমাত্র কোরিয়ার সাথে একটু গুতাগুতি করছেন, এই আর কি।গুতাগুতি হতেই পারে।বাংলাদেশে গুতাগুতির প্রচলন তুমুলভাবে বিদ্যমান।বাংলাদেশের প্রধান দুটি রাজনৈতিক দল সারাক্ষনই গুতাগুতি করে যাচ্ছে।আমি মাঝে মাঝে স্বস্তিবোধ করি এই দুই দলের কারো শিং নেই। থাকলে কি অবস্থা হতো!রক্তের বন্যা বয়ে যেতো।রক্তের বন্যা না বইলেও টানা তিন ঘন্টা বৃষ্টিপাতের কারনে সারা ঢাকা শহরজুড়ে বন্যার আলামত দেখা যাচ্ছে।পথঘাটে হাটু সমান পানির বন্যা স্রোত সমেত ছোটাছুটি করছে।এই হাটু সমান পানি ঠেলে আমার বন্ধু জুয়েল অফিস থেকে বাসায় এসে তার প্যান্টটা হাটু থেকে নিচ পর্যন্ত ধুয়ে দিয়েছে।জুয়েলকে দেখে বুঝতে পারছি ওর খুব কষ্ট হয়েছে।কিন্তু কি আর করার?কষ্ট না করলে কেউ সফলতা পায়না।শুধুমাত্র ইসলামী দলগুলো ছাড়া।এরা কষ্ট না করেই কেষ্ট লাভ করে।এই যেমন হেফাজতে ইসলাম কষ্ট ছাড়াই সফলতা অর্জন করছে।অন্যান্য দলগুলো যেখানে আন্দোলন করে কিছু পায়না তারা সেখানে আন্দোলনের হুমকি দিয়েই কতকিছু পাচ্ছে।গনভবনে সমাদর পাচ্ছে,ভাস্কর্যের দফারফা করে দিচ্ছে, লেখক কবিকে পাঠ্যপুস্তক থেকে বোল্ডাউট করে দিচ্ছে।
বোল্ডাউট আমাদের মাশরাফিও অনেককরেছে।কিন্তু শেষপর্য়ন্ত তাকেই বোল্ডাউট করার ষড়যন্ত্র চলছিলো।ম্যাশ সেই ষড়যন্ত্রের উচিত জবাব দিয়েছেন হুট করে অবসরের ঘোষনা দিয়ে।এদেশে ধীরে ধীরে উচিত জবাব দেয়ার লোক কমে যাচ্ছে।বাবু সেনগুপ্ত ছিলেন,তিনিও চলে গেছেন।এখন কেউ আার উচিত জবাব দেয়না।এখন সবাই সময়ের সাথে সাথে আপডেট হয়েছে।এখন সবাই তেল দেয়।তেল দিতে দিতে তেলসংকটের সৃষ্টি হয়েছে।তাই তেল যেন আর অন্য কাজে না ফুরোয় সেজন্য সরকার বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প হাতে নিয়েছে।প্রকল্পটি সুন্দরবনের কাছে হওয়ায় অনেকে সুন্দরবনের স্বার্থে প্রকল্পটি বাতিল বা স্থানান্তরের দাবী জানাচ্ছে।অবশ্য এ ব্যাপারে সরকারের একজন গূরুত্বপূর্ন মন্ত্রী 'সুন্দরবন না থাকলে কি হবে বা সুন্দরবন থাকুক আর না থাকুক রামপাল হবেই' এধরনের একটি কথা বলেছেন।তার মতো একজন বিদ্বান মন্ত্রী এ ধরনের মূর্খের মতো কথা কিভাবে বললেন আমি ধারনা করতে পারিনা।অবশ্য সবকিছু সম্পর্কে ধারনা করা ঠিক না।তাই এখানেই থেমে গেলাম।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৫৯

শিখণ্ডী বলেছেন: পাগলের প্রলাপ!

২| ২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:০০

শিখণ্ডী বলেছেন: পাগলের প্রলাপ!

৩| ২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:২৫

লেখা পাগলা বলেছেন: ভালা

৪| ২০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫৭

জগতারন বলেছেন:
প্রিয় যাযাবর রাজা রিটার্নস , আপনার নামের সাথে সামঞ্জস্য আজকের পোষ্টটি পড়ে আমি মুগ্ধ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.