নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাযাবর রাজা রিটার্নস

যাযাবর রাজা রিটার্নস › বিস্তারিত পোস্টঃ

তোমার মাঝে বিলীন আমার সমস্ত স্বত্তা

০৬ ই মে, ২০১৭ দুপুর ১:৪৩

জানো মেয়ে?
তোমার অবাক করা চাহনি ও ঐশ্বরিক টোল,
আমার আটাশ বছরের মস্তিষ্ক ও স্নায়ুতে আটাশবার কাপুনি তোলে
সর্বাংগ অবশ হয়ে আসে আমার
নিজেকে আর নিজের মাঝে খুজে পাইনা আমি
তখন আমার তোমার কথায় চলতে ইচ্ছে করে,
তখন আমার তোমার কথায় বলতে ইচ্ছে করে।
আমি তোমার অনুগত হয়ে যাই।
আমি তোমার আজ্ঞাবহ হয়ে যাই
আমার আত্মা জুড়ে তখন তোমর অস্তিত্ব অনুভব করি
আমার স্বত্তাজুড়ে তখন তোমার অস্তিত্ব অনুভব করি
মূর্তিপূজো আমার ধর্মে নিষেধ আছে জানা স্বত্তেও
আমার মূর্তিপূজারী হতে ইচ্ছে করে শুধু তোমার মূর্তি বানিয়ে পূজো দিতে
সারাজীবন প্রখর আত্মমর্যাদা বোধ সম্পন্ন আমি,
আজ বিলীন করে দিতে ইচ্ছে করে তোমার কাছে আমার সমস্ত আত্মমর্যাদাববোধ ও অস্তিত্ববোধ
তোমার চোখের কৃষ্ন গহ্বরে আমি দেখতে পাই শতভাগ অাফিমের মাদকতা
আমি আসক্ত হয়ে যাই তোমার মাদকতায়
আমি বিষাক্ত হতে চাই তোমার বিশ্বাস অবিশ্বাসের বিষাক্ততায়
আমি আমার রীতি নীতি বিধি নিষেধ উপেক্ষা করে বলতে চাই আমি তোমার হাতটা ধরতে চাই
প্লীজ হাতটা বাড়াও
মাঝে মাঝে খুব করে মনে হয় তুমি শতভাগ অ্যলকোহল হয়ে যাও মেয়ে।
আমি তোমাকে একচুমুকে পান করে মাতাল হয়ে যাই আজনমের তরে
আমি তোমাতে পুড়তে চাই,
আমি তোমাকে পোড়াতে চাই
আমি তোমাতে হাসতে চাই
আমি তোমাতে বাচতে চাই
আমার এখন সময় কাটে তোমাকে ভেবে
আমার এখন অসময়ও কাটে তোমাকে ভেবে
আমার প্রতিটা রাতে প্রতিটা স্বপ্নের কিনার ঘেষে হেটে যাও তুমি
ইচ্ছে করে হুট করে হাত ধরে জানতে চাই এই মেয়ে কি আছে তোমার মাঝে
কেন এমন পাগল রাখো আমায়?
তোমার অধরের মোড়কে বন্দী হাসি যেন এই পৃথিবীর অষ্টমআশ্চর্য
যা দেখে ভেঙে যেতে পারে শতবছর ধ্যানরত মনিষীর ধ্যান
তোমার মাঝে বিলীন এই পৃথিবী সমস্ত সৌন্দর্য
তোমার মাঝে বিলীন আমার আদি থেকে অন্ত
আমার দিগন্ত থেকে দিগন্ত
আমার সমস্ত স্বত্তা, অাত্মা,
আর আমার সমস্ত ভালোবাসা।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই মে, ২০১৭ দুপুর ২:০৮

রিকতা মুখাজীর্র্ বলেছেন: ভালো লাগল.।

২| ০৬ ই মে, ২০১৭ বিকাল ৩:৩৪

চানাচুর বলেছেন: ভয়াবহ অবস্থা! #:-S

৩| ০৬ ই মে, ২০১৭ বিকাল ৫:২৩

সেলিম আনোয়ার বলেছেন: গভীর প্রেম !

৪| ০৬ ই মে, ২০১৭ রাত ৮:২৯

ধ্রুবক আলো বলেছেন: সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.