নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাযাবর রাজা রিটার্নস

যাযাবর রাজা রিটার্নস › বিস্তারিত পোস্টঃ

কষ্ট আছে

১৬ ই মে, ২০১৭ সকাল ১০:০১

ভালবাসায় কষ্ট আছে, কষ্ট বেচে থাকায়।
যাওয়া আসায় কষ্ট আছে, কষ্ট গাড়ীর চাকায়।
মাটির ঘরে কষ্ট আছে,কষ্ট আছে প্রাসাদে।
কস্ট আছে সুখের দেহে, কষ্ট আছে বিষাদে।
নেতার মনে কষ্ট আছে, কষ্ট জনমননে।
কষ্ট আছে ন্যাম ফ্লাটে, কষ্ট গনভবনে।
গৃহীর মনে কষ্ট আছে, কষ্ট আছে সন্যাসীর।
ধনকুবেরের কষ্ট আছে, কষ্ট আছে বানভসীর।
আয়নাজুড়ে কষ্ট আছে কষ্ট আছে বালিশে।
কষ্ট আছে স্নানঘরে আর আহ্লাদী সব নালিশে।
রাজার মনে কষ্ট আছে কষ্ট আছে রানীরও।
কষ্ট আছে লোনা মিঠা এবং স্বাদুপানিরও।
দখিন হাওয়ায় কষ্ট আছে, কষ্ট আছে জানালায়।
কুলের বধুর কষ্ট আছে জল ফেলে তাই নিরালায়।
রেস্তোরাতে কষ্ট আছে, কষ্ট আছে সালাদে।
কষ্ট আছে চাইনিজের ঐ চামচরুপী সলাতে।
কষ্ট আছে কষ্ট বেচে পিয়াসী ও সাকুরা।
কষ্ট পেতে কষ্ট নিতে যান সেখানে কাকুরা।
নব্যপ্রেমে কষ্ট আছে, কষ্ট আছে ব্রেকাপে।
অভিনেতার কষ্ট আছে, কষ্ট ঢাকে মেকাপে।
আতাতায়ীর কষ্ট আছে, কষ্ট মোছে বুলেটে।
ভাড়াটিয়ার কষ্ট আছে, কষ্ট লুকোয় টুলেটে।
বইমেলাতে কষ্ট আছে, কষ্ট আছে শাহবাগে।
জাগরনের কষ্ট আছে,ঘুমায়না সে তাই জাগে।
কষ্ট ঘুমায় কষ্ট বাচে ধ্রুব এষের প্রচ্ছদে।
কষ্ট পুষি অনিহায় ও কষ্ট পুষি ইচ্ছেতে।

মন্তব্য ৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই মে, ২০১৭ সকাল ১০:১১

শরদিন্দু রূপক বলেছেন: ইশ!!কিই সুন্দর!!

২| ১৬ ই মে, ২০১৭ সকাল ১১:০৭

জাহিদ হাসান বলেছেন: ভালো লাগল।

৩| ১৬ ই মে, ২০১৭ দুপুর ১:১৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ !! কষ্টের এতো গুলো বিষয় একসাথে করার কৃতিসাধ্য আমাকে মুগ্ধ করলো ভাই। ভালো লাগা জানবেন কবিতায়।

শুভকামনা আপনার জন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.