নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাযাবর রাজা রিটার্নস

যাযাবর রাজা রিটার্নস › বিস্তারিত পোস্টঃ

আসুন আমরা পজিটিভলি নেই।

১৫ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৫৯

আচ্ছা ভাই বেরাদার,বৃষ্টি বাদলে ঢাকা শহরের রাস্তায় কোমর জমলে,রাস্তায় নৌকা চালানোর উপযোগী হলে সবাই এতো গেলো গেলো রব তুলে চিল্লা চিল্লি লাগান কেনো?একটু পজিটিভলি নিতে পারেননা?
আরে ভাই বৃষ্টির পানিতে থৈ থৈ ঢাকা শহর যে আমাদের ভেনিস শহরের ফ্লেভার দেয় তাতো একটুও বলবেননা।শুনেছি ভেনিস শহরটা নাকি এমন পানিতে ঘেরা।কত নামডাক ঐ শহরের জানেন?কত মানুষ গাটের পয়সায় ঐ শহর,ঐ সৌন্দর্য দেখতে যায় জানেন?বিনা পয়সায় এমন সুযোগ পাবেন কোথাও?
ভাই,আসুন আমরা সব পজিটিভলি নেই। ঢাকা শহর পানিতে ঢেকে গেলে অনেক সুবিধা আছে জানেন?এই যেমন ঢাকা পানিতে ঢেকে গেলে আপনি আপনার প্রেমিকাকে নিয়ে লোকাল বাস গান শুনতে শুনতে ঢাকার রাজপথে নৌকা নিয়ে ভেসে বেড়াতে পারবেন।
আবার নৌকা চেপে সবাই একসাথে অফিসে যেতে পারবেন ছোটবেলায় দাদার সাথে নৌকা চেপে হাটে যাওয়ার মজার স্মৃতিটা মনে করতে করতে।
এছাড়া যাদের মাছ টাছ মারার শখ আছে তারা জলে ডোবা রাস্তায় বড়শি বাইতে পারেন।কিংবা ফ্লাই ওভারের ওপরে বসে বিড়ি টানতে হুইল বড়শী বাইতে পারেন।ভাইরে,বর্ষা না হওয়াতে গ্রামের মানুষও আজকাল আফসোস করে আর বলে,'আহারে,কতকাল ধইরা বড়শী বাই না।আগে কত বাইতাম।'
ইট কাঠের শহরে বইসা এই শখগুলা মিটাতে দেবে কে আপনাকে?মাগনা মাগনা পানতো, ভাল্লাগেনা না?
নদী,খাল,পুকুরের অভাবে আপনারা বাচ্চাদের সাতারটা শিখাতে পারেননা।সাতার শিখাতে টাকা পয়সা খরচ করে কাজ কর্ম ফেলে রেখে গ্রামে যেতে হয়।
আপনি এক কাজ করতে পারেন। জলাবদ্ধ রাস্তায় আপনার বাচ্চাদের সাতারও শেখাতে পারেন।আপনিও শিখতে পারেন।বৌকেও শেখাতে পারেন।বিনা পয়সায় এমন প্যাকেজ আর কোথও পাবেন আপনি?পাবেননা ভাই,পাবেন না।জলাবদ্ধ রাস্তায় হুড়োহুড়ির সময় আপনার কিংবা বাচ্চা কাচ্চাদের শরীরে গু টু টাইপের কিছু একটা লেগে যেতে পারে।অসুবিধা কি তাতে?গ্রামের পুকুরের পাড়ে টাড়ে মাঝে মধ্যে কেউ আকাম টাকাম করে গেলেওতো শরীরে ভরে টরে।ব্যাপার না।
পজিটিভলি নিন ভাই,পজিটিভলি নিন।

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৩৫

সাপলুডু বলেছেন: আসুন পজিটিভলি নেই B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.