নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাযাবর রাজা রিটার্নস

যাযাবর রাজা রিটার্নস › বিস্তারিত পোস্টঃ

আমি দূর্ভাগ্যে পতিত হতে চাই তোমার রেখায় ঠাই পেয়ে

০৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৫৬


তুমি যখন তোমার সুন্দর শরীরটাকে দীর্ঘ পোশাক দিয়ে ঢেকো ফেলো,
তখন মনে হয় পূর্ন চাঁদকে মসলিন কাপড়ের চাদোয়া দিয়ে ঢেকে রাখা হয়েছে।
আর চাঁদের জোৎস্নাচ্ছটা স্বচ্ছ চাদোয়া ভেদ করে ঠিকরে বেরিয়ে আসছে।
তখন আমার মনে হয় টিনের চালের নিচে মানুষ যেমন বৃষ্টি ভিজতে দাড়ায়,
আমিও তেমনি তোমার সামনে দাড়াই তোমার জোৎস্নায় ভিজে কাকভেজা হতে।
শোনো মেয়ে, আমারো ইচ্ছে করে ভালোবাসতে,
আমারো ইচ্ছে করে কাছে আসতে
আমারো ইচ্ছে করে চোখে চোখ রেখে বলতে,
চিনে রাখো আমাকে,
অসুখ হয়ে ঢুকে যাবো তোমার ভিতরে।
তোমার ঠোটের নিচে দু আঙুলের এক চিমটি টোকা দিয়ে
কেপে ওঠা ঠোট দেখিয়ে বলতে ইচ্ছে করে,
এখান থেকে একটি তীর ছুড়ো আমাকে লক্ষ করে
আমি আহত হতে চাই
ভীষন ভাবে বিষাক্রান্ত হতে চাই
তোমার ফর্সা হাতের তালুতে চোখ রেখে রেখাগুলো দেখিয়ে বলতে ইচ্ছে করে
এখান থেকে একটি রেখা আমার জন্য বরাদ্দ করো।
হোক না সে দূর্ভাগ্যের রেখা
আমি দূর্ভাগ্যে পতিত হতে চাই তোমার রেখায় ঠাই পেয়ে
তোমার কামিজের কাটার কীয়দাংশ যখন তোমার অসতর্কতায়
সালোয়ারের ওপরে হেটে এসে তোমার পেটের একচিলতে অনাবৃত হয়ে যায়,
আমি তখন একবার সেদিকে তাকিয়ে চোখ বন্ধ করে ফেলি।
কেননা ওখান থেকে যে আলো বেরোয় তা সূর্যের আলোর থেকে প্রখর।
আমারর সহ্য ক্ষমতার বাইরে।
প্রচন্ড গরমের হাত থেকে বাচতে তুমি যখন ডানা কাটা পোশাক পরে থাকো
তখন মনে হয় তোমার খোলা বাহুদ্বয়ে আগুন জ্বলছে।
আমার তখন খুব ইচ্ছে করে একবার ছুতে
মাত্র একবার ছুতে।
সইতেতো পারবোনা জানি,তবে পতংগের মতো পুড়েতো মরতে পারবো
সদ্যভেজা তোমার চুলের পানিতে তোমার প্রশস্ত পিঠে যখন লেগে যায় তোমার জামার,
তখন আমার ইচ্ছে হয় একবার আমার শাহাদত আঙুল ছোয়ানোর অনুমতি দাও ওখানে
আমি ওখানে তোমার ঘরের নামতা লিখবো
তুমি যখন চুড়ো করে চুল বাধো তখন আমার খুব অসহায় লাগে তোমার অনাবৃত কাধ দেখে
আমি তখন নুলো ভীখারীর মতো তাকিয়ে থাকি ঐ কাধের পানে
তখন এই অসহায়েরও ইচ্ছে করে ডাকাত হই
তুমি যখন আমাকে পিছনে রেখে হেটে যাও,
তখন তোমার পৃথবী ওলট পালট করা কোমর দেখে আমার তাকে সবচেয়ে ভয়ংকর আগ্নেয়গিরি মনে হয়।
আমার পৌরুষত্বকে তোমার কোমরের ঐ ঢালে বসিয়ে রাখতে ইচ্ছে করে।
তোমার হাতের অনাবৃত অংশটুকু থেকে খুব যত্ন করে ব্রেসলেটটা খুলে আরো কিছু অংশ অনাবৃত করে তারপর সারাটা অনাবৃত অংশ আলতো চুমুতে আবৃত করে দিতে পাগল হয়ে যায় আমার পরহেজগার দু ঠোট
অাচ্ছা তুমি কি কালবৈশাখীর উপসর্গ নাকি?
তোমাকে দেখলেই আমার মনে ও মগজে কালবৈশাখীর মাতম ওঠে ভীষনভাবে।
লালন,রবি,নজরুল গবেষনা ইন্সটিটিউট কেনো আছে জানো?
কারন তাদের নিয়ে কৌতুহলের শেষ নেই।
তাদের সমস্ত সৃষ্টি এক একটা অবাক বিষ্ময়
আমার কাছে তুমিও ঠিক তাই।
তোমাকে নিয়ে আমার কৌতুহলের শেষ নেই।
তোমাে ভাজে ভাজে রয়েছে অবাক বিষ্ময়ের সাজ।
ভাবছি তোমাকে নিয়েও আমি একটি গবেষনা প্রতিষ্ঠান খুলবো।
যেখানে গবেষনার একমাত্র বিষয়বস্তু হবে তুমি,
আর যার গবেষক হবো একমাত্র বিষয়বস্তু হবো আমি


মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.