নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাযাবর রাজা রিটার্নস

যাযাবর রাজা রিটার্নস › বিস্তারিত পোস্টঃ

রুপা একটি মৃত শালিকের নাম

২১ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:০৮

রুপা একটি মৃত শালিকের নাম,
যে ভালবাসা বোঝেনা।
এক ঘরবিবাগী কবির আবেগ যার কাছে দূর্বোধ্য।
একদা ভালবাসার ছোয়া পেয়ে সে ডানা ঝাপটিয়ে উঠেছিলো।
ব্যাস,ওখানেই শেষ।
ওড়ার সাহসটুকু আর হয়নি।
অথচ সেও উড়বে বলে উড়িয়েছিলো কাউকে,
যে এখনো একা একাই উড়ছে।
যে বুঝে গিয়েছে সে এখন মৃত শালিক,
সে আর উড়বেনা।
কিন্তু তবুও সে উড়ছে যদি সে আসে ভেবে।
যদি এসে তাকে না পায়।
যদি রুপা তাকে প্রতারক ভাবে।
সেতো আর তার প্রেমিক পরিচয়ে প্রতারকের সিলমোহর লাগাতে পারেনা।
অথচ এসব ভাবতে ভাবতে সে নিজেই প্রতারিত হয়ে চলছে।
আর মৃত শালিকটি বেচে আছে সংস্কারের সাথে সেলফি তুলে সময় কাটিয়ে।
সেই সেলফিতে হাসিমুখ আছে কিন্তু ভালবাসা নেই।
সেই সেলফিতে স্বর্ণমমুদ্রার ঝংকার আছে কিন্তু ভালবাসা সুর নেই।
সেই সেলফিতে রীতি নীতির বাধ্যতা আছে কিন্তু মন খোলার স্বাধীনতা নেই।
তবুও নাকি সে ভালো আছে!
ভাল থাকা কি এতই সহজ রুপা?
প্রেমহীন কি ভাল থাকা যায়?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:২৭

রাজীব নুর বলেছেন: বৃষ্টির দিনে কবিতা পড়তে বেশ লাগে !!

২৮ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৫

যাযাবর রাজা রিটার্নস বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.