নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাযাবর রাজা রিটার্নস

যাযাবর রাজা রিটার্নস › বিস্তারিত পোস্টঃ

এই হাসিটা হেসোনা তুমি

২৮ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫১

ঠিক এই হাসিটা হেসোনা তুমি।
সইতে পারি না,
পরিত্যাক্ত ধোঁয়া এবং ছাইয়ের মতো উড়ে ও ভেসে যাই।
এই হাসিটা হেসোনা তুমি।
বাউরি বাতাসে ভেসে বেড়ানো উদ্ভাস্তু শিমুল তুলো হয়ে যাই।
যার কোনো কিছু আকরে ধরে একটু স্থির হওয়ার শক্তিটুকু পর্যন্ত থাকেনা।
এই হাসিটা হেসোনা তুমি।
সুতো কাটা ঘুড়ির মতো টালমাটাল হয়ে ওলট পালট হতে হতে গোত্তা খেয়ে পড়ি।
কিছুই করার থাকেনা আমার।
এই হাসিটা হেসোনা তুমি।
সিগারেটের ধোয়া নিয়ে খেলতে পটু যুবকের ইচ্ছে বন্দী ধোয়া হয়ে যাই।
কোনো উপায় থাকেনা।
এই হাসিটা হেসোনা তুমি।
সাত সমুদ্র তেরো নদীর এপাড়ে দাড়ানো আমার ভিতর মিলনের সুরে ভৈরবী রাগ বেজে উঠে।
অাত্মনিয়ন্ত্রন শক্তি হারিয়ে ফেলি।
জলে ঝাপ দিয়ে নিঃশেষ হয়ে যেতে ইচ্ছে করে।
এই হাসিটাই হেসোনা তুমি।
কবি হেলাল হাফিজের ঐ কবিতাটা আওড়ানো ছাড়া আর কিছুই করার থাকেনা আমার
'কেউ জানেনা আমার কেনো এমন হলো,কেউ জানে না আমার কেনো এমন হলো'।
এই হাসিটাই হেসোনা তুমি।
টাল সামলাতে পারিনা।
অগোছালো আমি আরো অগোছালো হয়ে যাই।
আরো এলোমেলো হয়ে যাই।
এই হাসিটা হেসোনা তুমি
কিছু আনকোরা অনূভুতি ও অসূর্যস্পর্শ্যা স্বপ্ন জন্ম নেয় আমার ভিতর।
যেগুলো ধারন করার মতো যোগ্য ও প্রশস্ত আমি নই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.