নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাযাবর রাজা রিটার্নস

যাযাবর রাজা রিটার্নস › বিস্তারিত পোস্টঃ

আমার খুব ভয় করে এসব বলতে

৩০ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:০৯

আমার খুব ভয় করে তোমাদের।
আমি খুবই ভয় পাই তোমাদের দেখে।
তাই কত কথা বলতে চেয়েও বলিনা।
কি যানি তোমরা আবার যদি রাগ করে বসো?
তোমরা যদি খেপে যেয়ে আমাকে চোখ রাঙাও।
তাই কিছু বলিনা।
নইলে আমারও বলতে ইচ্ছে করে, "চালের দাম এত কেনো?"
আমার আরো কিছু কথা মুখে এসে যায়।
কিন্তু বলিনা।
তোমরা যদি আবার চড়াও হও আমার ওপর।
আমাকে যদি মারধোর করো।
বিশ্বাস করো, মারে আমার ভীষন ভয়।
নইলে আমারও বলতে ইচ্ছে করে,
"টাকার বিনিময়েই যখন তোমরা চাকরী দিবে, তাহলে চাকরীর জন্য এত পরীক্ষার আয়োজন করো কেনো?
এত ভণিতা করো কেনো?
বলে দিলেই পারো,এই চাকরী পেতে এত লাগবে, ঐ চাকরীর জন্য এত লাগবে।"
আমার আরো বলতে ইচ্ছে করে,"ঘুষের বিনিময়েই যখন তোমাদের নিকট হতে কাজ উদ্ধার করতে হয়,
তাহল এত নিয়ম কানুন বানাও কেনো?
আমাদের এত হয়রানী করো কেনো?
বলে দিলেই পারো,এই কাজ করাতে এত টাকা ঘুষ লাগবে,ঐ কাজ করাতে এত ঘুষ লাগবে।
এত নকশার কি দরকার?"
আমার আরও কিছু বলতে মন চায়।
কিন্তু ঐ যে, ভয় হয়।
তোমরা যদি আমার বিরুদ্ধে আবার কোনো যুক্তিবুদ্ধি করো,কোন ষড়যন্ত্র করো।
বিশ্বাস করো,আমি এসবে খুব ডরাই।
নইলে আমারও বলতে ইচ্ছে করে,"তোমরা এত নাটক করো কেনো?
নিজেরাই অপরাধের বিরুদ্ধে কথা বলো, আবার নিজেরাই অপরাধীদের কোলে তুলে নাচো।
তার চেয়ে একটি তালিকা করলেইতো পারো।
যেখানে লেখা থাকবে, কার জন্য অপরাধ হালাল আর কার জন্য হারাম।"
আমার আবও কত্ত কথা বলতে বলতে আটকে দিতে হয়।
কারন ঐ একটাই।
তোমরা যদি আবার সাথে হম্বিতম্বি করো।
আমাকে যদি হুমকি ধামকি দাও।
আমি এই জায়গাটায় খুবই ধরা।
নইলে আমার বলতে ইচ্ছে করে,
"তোমরা নিজেরা নিয়ম নীতি তৈরী করে নিজেরাই মানো না কেনো?
এত ভং ধরার কি আছে?
বললেইতো হয়, "নিয়ম নীতি তোমাদের জন্য,আমাদের জন্য নয়।"

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.