নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাযাবর রাজা রিটার্নস

যাযাবর রাজা রিটার্নস › বিস্তারিত পোস্টঃ

সম্প্রতি ঘটে যাওয়া ভূমিকম্প নিয়ে একেকজনের একেক রকম ভাবনা।

১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:৫৩

এইচ এম এরশাদ:
আমি মুসলিম।আমি বিশ্বাস করি মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান কথা।আল্লাহ একজন আছেন।কারো মন ভাঙলে আল্লাহর আরশ কেপে ওঠে।আর তার আরশ কেপে উঠলে গজবতো নাযিল হবেই।এটা ভামিকম্প নয়।এটা আল্লাহর সেই গজব।এই সরকারের মন্ত্রী তারানা হালিম আমার মন ভেঙেছেন।তিনি অসংখ্য নারীদের অপরাজিতা সিম বিলি করেছেন।তাদের একজনের নম্বর আমাকে দিতে পারতেন। কিন্তু একজনের নম্বরও আমি পাইনি।
রেলমন্ত্রী:
দেখুন,আমি নতুন সংসার নিয়ে ব্যাস্ত আছি এবং সুখে আছি।প্লীজ,এসব অলুক্ষুনে ভূমিকম্পের কথা বলে আমাকে বিরক্ত করবেননা।
শিক্ষামন্ত্রী :
এটি একটি সৃজনশীল ভূমিকম্প ছিলো এবং আপনারা নিশ্চয়ই লক্ষ করেছেন এই ভূমিকম্পের কথা কিন্তু ফাস হয়নি।তাহলে আপনারা কিভাবে প্রশ্নফাসের গুজব তুলে আমাকে প্রশ্নবিদ্ধ করেন?আমার কান্না পায়।
শিক্ষাখাতে অবদান রাখায় বহির্বিশ্ব আমাকে পুরষ্কৃত করলো আর জাতি আমাকে চিনলোনা।
আমি নন্দিনীকে বলবো ইমরান যেনো খালি সরকারবিরোধী স্ট্যাটাস নিয়ে পড়ে না থেকে এটা নিয়েও যেনো একটি জ্বালাময়ী স্ট্যাটাস দেয়।
বেগম জিয়া:
এই ভূমিকম্প একটি উদ্দেশ্যমূলক এবং সৈরাচারী ভূমিকম্প, যেটা নাকি এই মহাজোট সরকারের সৃষ্টি।তারা চেয়েছিলো আমরা যেনো এই ভূমিকম্পে ভয় পাই।এত সোজা না।এইসব অস্বচ্ছ অনিরপেক্ষ ও অআন্তর্জাতিক মানের ভূমিকম্প দিয়ে আমাদের ভয় দেখানো যাবেনা।আপনারাওও এই ভূমিকম্পে ভয় পাবেননা।আপনারা আপনাদের ভাইয়ার ওপর আস্থা রাখুন।তাকে দেশে আনার জন্য আন্দোলন করুন।আমরা ক্ষমতায় গেলে ভূমিকম্পের নামই বদলে দেবো।
ওবায়দুল কাদের(আওয়ামিলীগের সাধারন সম্পাদক):
আসলে এটা ভূমিকম্প ছিলো কিনা তা নিয়ে আমার যথেষ্ঠ সন্দেহ রয়েছে।কেননা অনেকে নাকি টেরই পায়নি।তাই এই ভূমিকম্প নিয়ে আমার কিছু বলার নেই এবং এ নিয়ে রাজনীতিরও কিছু নেই।তবে নির্বাচন কিন্তু ১৯ সালেই হচ্ছে।আমি এ নিয়ে ভীষন ব্যাস্ত।এছাড়া পদ্মা সেতুরও কাজ চলছে। এইসব ভূমিকম্প টম্প সেতুর কাজ কিংবা নির্বাচনে বিঘ্ন ঘটাতে পারবেনা।
অর্থমন্ত্রী:
আর্থকোয়াক?ওহ শীট।ইটস টোটালি রাবিশ।
মুহাম্মদ জাফর ইকবাল:
এই প্রজন্মের তোমরা যারা ভূমিকম্প নিয়ে কথা বলছো তাদের উদ্দেশ্যে বলছি,তোমরা তরুন প্রজন্ম ভূমিকম্পে ভয় পেলে চলবেনা।তোমাদের আরও অনেকদূর এগিয়ে যেতে হবে।অনেক কিছু করতে হবে।
ভাবছি আগামী বইমোলার জন্য ভূমিকম্প নিয়ে একটি বৈজ্ঞানিক কল্পকাহিনী লিখবো।
আহসান হাবীব পেয়ার:আমি ঘুমে থাকি ভাই।আমার হিসাব থাকেনা।এসব আমার ক্যামেরাম্যানের কাজ।
কাজী মারুফ:
এটা আবভুর ছেলে মারুফের কালা পিস্তলের কারসাজী।নায়িকা রত্নাও এরকম একটি ভূমিকম্পের শিকার হয়েছিলো আমার কালা পিস্তলের দ্বারা।আমি আবভুকে বলবো, 'সর্বনাশা ভূমিকম্প' নামে একটি ছবি বানাতে।
হলে গিয়ে আমার ছবি দেখবেন।
দিনমুজূর নান্নুর মিয়ার বৌ:দুই দিন বাদে বাদে কি মরার বুইকম্প অয়লো?

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:১০

রাজীব নুর বলেছেন: ঠিকই লিখেছেন।
আমাদের রাজনীতিবিদরা এই রকমই।

২| ১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫১

আবু তালেব শেখ বলেছেন: মাননীয় প্রধানমন্ত্রীর কথা বললেন না?
ভয়ে???///

১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫২

যাযাবর রাজা রিটার্নস বলেছেন: একজনকেই সব বলতে হবে এমনতো কথা নেই।ওটা আপনি বলেন।

৩| ১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:২৪

রূপক বিধৌত সাধু বলেছেন: ওকা সাহেবেরটা আমার ক্ষেত্রেও প্রযোজ্য!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.