নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাযাবর রাজা রিটার্নস

যাযাবর রাজা রিটার্নস › বিস্তারিত পোস্টঃ

কবিতায় বাচো

০৩ রা ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১১

কবিতা ছাড়া করবোটা কি?বাচবো বলো কিসে?
কবিতা ভিন্ন সবকিছু মাখা নানান রকম বিষে।
শবজিতে দেখো ফরমালিন আছে,কবজিতে প্রতিহিংসা।
চাল ডাল নুনে নুন মাখা দাম,হাল চালে জিঘাংশা।
ভালো বাসাতে ভালোবাসা নেই সম্পর্কের টানপোড়ন।
অলিতে গলিতে ছিনতাইকারী বলে যা বলছি তাই করুন।
চলতে ফিরতে ভাঙতে গড়তে বায়বীয় কত হতাশা!
দৈনিক কত ঠোট ভুলে যায় হাসি ও হাসার পিপাশা।
ফুটপাতজুড়ে হুটোপুটি খুুব, ছুটোছুটি করে বিশ্বাস।
co2 এবং co কেড়ে নেয় অক্সিজেনের নিশ্বাস।
মনের ভিতরও ভূমি সংকটে অনুভতিরা উদ্বাস্তু।
আদরের মাঝে জীবানুর বাস,হাসে আবাসিক সুবাস্তু।
চোখের ভাষাতে হুমকি ধামকি, হাসির পিছনে হিস হিস।
আতাতায়ী ছোড়ে গুলির শব্দে পাখিরা পালায়- বিষ বিষ!
শুশীলের মুখে মুখোশ অনেক, কুশীলের মুখ কাদাকার।
শহরের বুকে বিছানো হয়েছে অদৃশ্য সব কাটাতার।
এসব দেখে বলে বালিকা ফুপিয়ে কান্না করে।
ও কবি- তোমার কবিতা শোনাও
বাচি আজ হাফ ছেড়ে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৪৮

জাহিদ অনিক বলেছেন:

কবিতায় রইলাম তবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.