নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাযাবর রাজা রিটার্নস

যাযাবর রাজা রিটার্নস › বিস্তারিত পোস্টঃ

জাফর ইকবালের ওপর হামলা করায় এরা হাসবে, এটাইতো স্বাভাবিক

০৫ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৫৬

নরম্যালি অফিসে কাজের চাপ কম থাকলে আমি কলিগদের সাথে ফাউ প্যাচাল পাড়ি, আজাইরা গল্প মারি। মাঝে মাঝে নাহিদকে জিজ্ঞেস তার গার্লফ্রেন্ড কেমন আছে?নাহিদ বরাবরই বলে 'এই ভাই আপনে এইডা কি কন? জানেননা আমার গার্লফ্রেন্ড নাই?' আমি আসলেই জানিনা নাহিদের গার্লফ্রেন্ড আছে নাকি নাই।আবার তার কথা বিশ্বাসও করিনা।কারন তার যে বয়স এবং সে দেখতেও যে সুন্দর টুন্দর তাতে গার্লফ্রেন্ড থাকাটাই স্বাভাবিক। তো যাই হোক আজ নাহিদকে এসব জিজ্ঞেস করিনি।শুধু একটি মেয়ে (ব্যাচমেট ট্যাচমেট হইতে পারে) এসে তাকে যেন কি বললো। আর তার উত্তরে সেও যেন কি বললো। তখন শুধু একটু ভ্রু নাচিয়ে বলেছিলাম, 'কি নাহিদ'।নাহিদ বরাবরের মতোই হাসি দিয়ে বললো,'আরে না বাই'।আমিও আর কথা না বাড়িয়ে ফেইসবুকে নজর দিয়ে ভাইরাল হওয়া অসংখ্য কমেন্ট পড়ছিলাম।

কমেন্টগুলো পড়তে গিয়ে হঠাৎ অনুভব করলাম আমি হতবিহ্বল হয়ে যাচ্ছি,আমার খুব খারাপ লাগছে,আমার বিশ্বাস হচ্ছেনা এই কমেন্টগুলো কোনো মানুষের করা!কি বিভৎস,কি বাজে,কি নোংরা সেসব কমেন্ট! অনুবীক্ষন যন্ত্র দিয়ে খুজেও একটা ভালো কমেন্ট সেখানে পাওয়া যাচ্ছিলোনা। কি জিঘাংসা সেসব কমেন্টে! গা শিউরে উঠে কমেন্টগুলো পড়ে।কি উল্লাস কমেন্টকারীদের! আমার তখন মনে হলো এদেশে মানুষের সংখ্যা খুবই কম।কেননা কোনো মানুষের দূঃসময়ে তার মৃত্যু কামনা করে, তার দুরবস্থায় উল্লাস করে কোনো মানুষের পক্ষে কমেন্ট করা সম্ভব না।তাদের একটাই আফসোস জাফর ইকবাল স্যার খুন হলোনা কেন?অথচ এই মানুষগুলো আবার সিরিয়ায় আক্রান্তদের জন্য চোখের জল ফেলে ফুপিয়ে ফুপিয়ে কাদে।আর নিজের দেশের একজন সোনার মানুষ মৃত্যুর মুখোমুখি, তাতে তারা উল্লাস করে!

তাদের এই উল্লাস করার কারন জাফর ইকবাল নামের মানুষটা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে,এই দেশটা কোনো সাম্প্রদায়িক উগ্রবাদীদের ভূখন্ড হোক তা জাফর ইকবাল নামক মানুষটা মেনে নিতে নারাজ।জাফর ইকবাল নামক মানুষটা তরুন প্রজন্মকে সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখায়।এগুলোই জাফর ইকবাল নামক মানুষটার দোষ।এজন্যই সে আজ কোপ খায়,এজন্যই মানুষটার মারাত্মক দুঃসময়ে ওরা উল্লাস করে।
মানুষ কতবড় অমানুষ হলে এমনটা করতে পারে!মানুষ কতবড় জানোয়ার হলে এমনটা করতে পারে! চোখ বন্ধ করে কিছুক্ষন ভাবছিলাম।জাফর ইকবাল স্যারের ওপর হামলা করা হয়েছে জেনে যতটা খারাপ লেগেছে, তার চেয়ে বেশী খারাপ লাগছিলো স্যারের দূরবস্থায় এই জানোয়ারদের বাজে ও নগ্ন কমেন্টগুলো পড়ে।খুব অবাক হচ্ছিলাম আমি।

পরে অবশ্য মনে হলো, যে জাতি তার জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করতে পারে,যে জাতি তার জাতি পিতাকে মেনে নেয়ার ব্যাপারে এখনও কঠোরভাবে দ্বিমত পোষন করে সে জাতির পক্ষে এটা কোনো ব্যাপারই না।মুজিব নামের যে মানুষটির জন্য এই জাতি আজ বিশ্বের বুকে স্বাধীন জাতি হিসেবে প্রতিষ্ঠিত, স্বাধীনভাবে বাচতে পারছে একটি স্বাধীন পতাকার তলে, তার নামেইতো এই জাতির একটি বিরাট অংশ সারাদিন কুৎসা রটায়, গালাগাল করেও ক্ষান্ত হয়না। তার প্রতিকৃতিকে অসম্মান করে।মুজিব নামের যে মানুষটি জীবনের সোনালী সময় এই জাতির জন্য কাটিয়েছে কনডম সেলে, জীবনের অধিকাংশ সময় কাটিয়েছে লোহার গারদের ভিতর।মুজিব নামের যে মানুষটি এই জাতির মঙ্গলের জন্য স্বীকার করেছেন সকল প্রকার ত্যাগ, মাথায় রাখেননি নিজের স্ত্রীরও কিছু আহ্লাদ থাকতে পারে স্বামী হিসেবে তার কাছে,নিজের সন্তানদেরও কিছু আবদার থাকতে পারে পিতা হিসেবে তার কাছে।সেই মানুষটিকেই এরা ছেড়ে কথা বলেনা,সেই মানুষটির অবদান ও ত্যাগ নিয়ে সন্দেহ পোষন করতেও এরা এক সেকেন্ড ভাবেনা আর বিদেশের লোভনীয় চাকুরী ত্যাগ করে স্ত্রী সন্তান নিয়ে দেশে চলে এসে তরুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে চাওয়া একজন জাফর ইকবাল স্যারকে মূল্যায়ন করতে অক্ষম হবে এটাইতো স্বাভাবিক।তার ওপর হামলা করায় এরা উল্লাস করবে এটাইতো স্বাভাবিক।জাফর ইকবালের ওপর হামলা করায় সে জাতি নগ্ন নৃত্য করবে এটাইতো স্বাভাবিক।আস্তিক নাস্তিকের তফাৎ বোঝার ক্ষমতা না থাকা স্বত্তেও এরা এই মানুষটিকে নাস্তিক,মুরতাদ বলে গালাগাল করে উগ্র সাম্প্রদায়িক সন্ত্রাসীদের তাকে খুন করতে উৎসাহ দেবে এটাইতো স্বাভাবিক।

এরা বরাবরই অকৃতজ্ঞ,এরা বরবরই বেঈমান।এরা আর কোনো কিছু না করতে পারলেও বেঈমানীর সাক্ষর রাখার ব্যাপারে দারুন মুন্সীয়ানা দেখাতে পারে।এরা সেই মুন্সীয়ানা দেখিয়েছে পলাশীর প্রান্তরে একদল মীরজাফরের সাথে মিলে ইংরেজদের সাথে জোট বেধে নিজের দেশের জন্য লড়ে যাওয়া নবাবের সাথে বিশ্বাস ঘাতকতা করে, আর আরেক বিশাল দল (সমগ্র আমজনতা) পলাশীর প্রান্তরে তাদের স্বাধীনতার জন্য লড়ে যাওয়া নবাবের করুন পরাজয় দেখার নিরব দর্শক হয়ে।সম্ভবত লর্ড ক্লাইভ বলেছিলো, 'এদেশের যে বৃহৎ জনতা দাড়িয়ে দাড়িয়ে যুদ্ধ দেখছিলো তার প্রত্যেকে যদি একটি করে ঢিল ছুড়তো তা হলেও আমাদের নিশ্চিত পরাজয় বরন করতে হতো।'

এরা বরাবরই অকৃতজ্ঞ।যারাই এদের কল্যানের জন্য নিবেদিত হয়েছে তাদেরই এরা বাঁশ দিয়েছে।আর যারাই এদের লাথি মেরেছে তাদেরই এরা দুধভাত মেখে খাইয়েছে।আর এই জাতির মাঝে এদের সংখ্যাটাই বেশী।তার জলজ্যান্ত প্রমান আজন্ম রাজাকার নিযামী,সাঈদী,কামরুজ্জামান প্রমুখদের এরা ভোট দিয়ে জনপ্রতিনিধি বানিয়ে পবিত্র সংসদে পাঠিয়েছে, তাদের গাড়ীতে জাতীয় পতাকা বেধে দেশমাতৃকাকে লজ্জায় ফেলেছে।কুখ্যাত রাজাকার গোলাম আযমকে নাগরিকত্ব দান করে এই দেশে বসবাসের অধিকার দিয়ে স্বাধীনতাকে লাঞ্চিত করেছে।তাদের বিচারের বিরুদ্ধে হেফাজতকে দাড় করিয়েছে। গ্রাম্য শালিশের মাধ্যমে জনৈক মুক্তিযোদ্ধাকে গলায় জুতার মালা পর্যন্ত পরিয়েছে। এরা কবি শামসুর রাহমানকে হত্যাচেষ্টায় ছুরি নিয়ে তাড়া করেছে। আজও এরা তাকে নাস্তিক মুরতাদ বলে গালাগাল করে।

এরা বরাবরই এমন স্রোতের বিপরীতে হেটেছে।যারা এদের ভালবাসা দিতে এসেছে তাদের সাথেই এরা এমন বিরুপ আচরন করেছে।তাদের সাথে সৎ ভাইয়ের মত আচরন করেছে।আজীবন এরা লক্ষীরর থালা পায়ে ঠেলে অলক্ষীকে বুকে ঠাই দিয়েছে। জাফর ইকবাল স্যারের সাথেও তাই করছে।এসব নতুন কিছু নয়।এতে অবাক হওয়ার কিছু নেই।এরা এমনই। এটা আর কেউ না বুঝলেও রবীন্দ্রনাথ ঠিকই বুঝেছিলেন।আর সেজন্যই তিনি লিখেছিলেন-

"হে বঙ্গজননী,
রেখেছো বাঙালী করে,মানুষ করোনি।"

মন্তব্য ৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৮ সকাল ১০:০৮

কলাবাগান১ বলেছেন: I am just numb to see these... let's not call them comments. স্বাধীনতা যুদ্ধের সময় ও প্রায় ৩০% স্বাধীনতার বিরূধীতা করেছিল। কি পৈচাশিক উল্লাস এদের...এই ব্লগেও চিহ্নিত ব্লগার দের চাপা উল্লাস দেখা যায়....
আশার কথা হল এরা সংখ্যায় অনেক কম কিন্তু noisy minority

২| ০৫ ই মার্চ, ২০১৮ সকাল ১০:১০

শামছুল ইসলাম বলেছেন: "এরা বরাবরই অকৃতজ্ঞ । ..." -- অকৃতজ্ঞ বলেই আজ এতো বন্য উল্লাস । ভালো লিখেছেন ।

৩| ০৫ ই মার্চ, ২০১৮ সকাল ১০:১১

কলাবাগান১ বলেছেন: পৃথিবীর অনেক দেশের লোকজনের সাথে মিলামেশা করি কিন্তু বাংগালীদের মত এমন মানসিকতা কাউকে দেখি না...বাংগালী কোন ঘটনাকে ই সহজ ভাবে নিবে না...সবখানেই ভাবে কোন আলাদা কারন অথবা কন্সপিরিউসী থিয়োরী
উপকার করতে চাইলেও ভাবে নিশ্চয়ই কোন উদ্দেশ্য আছে...

৪| ০৫ ই মার্চ, ২০১৮ সকাল ১১:১০

রাজীব নুর বলেছেন: জাফর স্যারের এই ঘটনায় যারা হাসে তারা অমানুষের বাচ্চা।

৫| ০৫ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৩৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: এরা অন্ধ- শয়তান।

৬| ০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৩০

বারিধারা ২ বলেছেন: আপনি কোন জায়গায় কাকে দেখলেন জাফর ইকবালের ঘটনা নিয়ে উল্লাস প্রকাশ করতে? স্ক্রিনশট শেয়ার করুন তো পারলে? আমি জাফর ইকবালের মতের পক্ষে নই, কিন্তু তারপরেও ওনার উপর হামলায় আমি আশংকা অনুভব করছি দেশের ভবিষ্যৎ নিয়ে। কোন জানোয়ার এই ঘটনায় উল্লসিত হতে পারে?

০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৬

যাযাবর রাজা রিটার্নস বলেছেন: আপনি বোধ হয় ঘুমে থাকেন।তা না হলে আপনার জানার কথা।জাফর ইকবালকে নিয়ে করা বিভিন্ন চ্যানেল ও পোর্টলের নিউজগুলোর লিংক একটু কষ্ট করে বের করে দেখেন তাহলেই দেখবেন কারা জাফর ইকবালের ঘটনা নিয়ে উল্লাস প্রকাশ করেছে।দেখার আগে চোখডুটো একটু কোচলে নিয়েন।তছাড়া আপনি নাও দেখতে পারেন।

৭| ০৫ ই মার্চ, ২০১৮ রাত ১১:১৯

নাঈমুর রহমান আকাশ বলেছেন: আমি নিজের কিছু অভিজ্ঞতা বলি।
ব্লগে আমার আসার প্রায় একবছর হতে চললো। আমি একজন ভিন্নমতাবলম্বী মুসলমান, সুতরাং আমার আদর্শের সাথে সংখ্যাগরিষ্ঠ শ্রেণীর মুসলিম আলেমদের বিরোধ থাকাটা আমার কাছে নতুন কিছু নয়। আমি গঠনমূলক আরৈাচনা ও প্রশ্নত্তোর আশা করতাম শুরুতে। কিন্তু আমার ভূল ভাঙতে দেরী নেয়নি। ব্লগে একশ্রেণীর ধর্মব্যবসায়ী আমার পেছনে লাগে। আমিার প্রথম পাতা থেকে দূরে থাকা ব্লগটাতে যে তাদের কেন আক্রোশ তা আমি বুঝতে পারিনি প্রথম।
সাধারণত, তারা যে ভাষা ব্যবহার করতেন, সেটাতে উত্তর দেয়া ভদ্রলোকের পক্ষে সম্ভব নয়। আমি তাদের নিচুশ্রেণীর লোকেদের মতোই ধরে নিয়েছিলাম। আমার পেছনে লেগে তারা অনেকটা এমন কথাবার্তা বলতেন:

আমার পোস্টে একবার জনৈক ব্যক্তি পুরোপুরি আক্রোশপূর্ণ হামলা করেন:

এটা কেবল নমুনা। তিনি এই কাজ মারাত্মকভাবে করেছেন। কীভাবে একজনের এতো আক্রোশ থাকতে পারে আমার জানা ছিলো না।
আমি এটা বেশ কয়েকজন ব্লগারকে জানানোর চেষ্টা করি। কেউ আমলে নেননি। ব্যপারটা এমন, ভিন্নমতাবলম্বীরা এমন জিনিসের শিকার হওয়াটা অতি স্বাভাবিক।
আমার বিরুদ্ধে লেখা পোস্টগুলো একটু খুঁজলেই পাওয়া যাবে। জনৈক বিশিষ্ট আলেম আমাকে নিয়ে পাঁচ পর্বের সিরিজ বানিয়েছিলেন। যদিও আমার বেশীরভাগ সময়ে ব্লগে প্রদত্ত সময় সপ্তাহে একঘন্টারও কম। তাদের অফুরন্ত সময় তারা এসবে লাগাচ্ছেন, তাদের ইচ্ছা।


আজকে নতুন একটা মুখ দেখলাম:

এরা যদি একই ব্যক্তির মাল্টি হয়ে থাকেন তবে সমস্যা এখানে, তিনি একজন মানসিক বিকারগ্রস্ত হয়েও চিকিৎসা ছাড়া আপনার আমার মাঝে ঘুরে বেড়াচ্ছেন। তবে যদি ভিন্ন ভিন্ন ব্যক্তি হন তবে বুঝতে হবে। জাফর ইকবাল স্যারের ওপরে হামলাটা যেমন পরিকল্পিত, এরাও আরও অনেক পরিকল্পনার সাথে যুক্ত।

হাস্যকর ব্যপার (এবং একই সাথে দুঃখের), এরা সবাই বেশ যশমান ব্লগার। 'আমিন' জাতীয় পোস্ট নিয়মিত লিখে প্রচুর লাইক, কমেন্ট নেন। সেখানে তাদের ব্যবহার, ভাষা কিন্তু সংযত। কিন্তু এখানে? আমি জানিনা তারা আসলে কি, অন্তরের খবর কেবল আল্লাহ বলতে পারেন। তবে এই কয়টা উদাহরণ তাদের ভদরতার মুখোশের আড়ালে থাকা চরমপন্থী মুখটা কি চিনিয়ে দিতে যথেষ্ট নয়?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.