নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাযাবর রাজা রিটার্নস

যাযাবর রাজা রিটার্নস › বিস্তারিত পোস্টঃ

এই বঙ্গীয় জনপদের যত মশকরা

২৩ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:০৬

৭ মার্চে একটা ঘটনা ঘটেছিলো। নারীর শ্লীলতাহানি বিষয়ক ঘটনা। ভিকটিম এ বিষয়ে তার ফেবু আইডি থেকে তার সাথে ঘটে যাওয়া অপ্রত্যাশিত ঘটনাটি শেয়ার দেয়ার সাথে সাথেই নীল সাদা দুনিয়া বাংলা ভাষাভাষী অঞ্চলে ব্যাপক হুলুস্থুল পড়ে যায়। অধিকাংশ আইডির মালিকই যার যার স্থান থেকে প্রতিবাদ করে বসে এই ঘটনার বিরুদ্ধে। ভার্চুয়াল প্রতিবাদ বিপদসীমার ওপর দিয়ে যখন প্রবাহমান, তখন কর্তাব্যক্তির ঘোষনা আসে, 'ঘটনার ফুটেজ আমাদের হাতে এসে পৌছেছে। প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।' কর্তাব্যক্তির ঘোষনার পর থেকে আপামর জনসাধারণ অতীতে বিটিভি নামক চ্যানেলে শুক্রবারে প্রচারিত কাঙ্খিত পূর্নদৈর্ঘ্য বাংলা ছায়াছবির মাঝে অনাকাংখিত বিজ্ঞাপন ঢুকে পড়লে যেমন বিজ্ঞপন শেষ হওয়ার অপেক্ষায় হা করে বসে থাকার মতো বসে আছে। কিন্তু কর্তাব্যক্তির ঘোষনার পর যে বিজ্ঞাপন শুরু হয়েছে তা আজ অবধি শেষ না হওয়ায় প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হচ্ছেনা।আমরা সবাই হা করে বসে আছি। এর মধ্যে আবার আনন্দ শুরু হয়ে গিয়েছে। এ বঙ্গীয় জনপদ উন্নয়নশীল রাষ্ট্রের সম্মান পাওয়ার অপার আনন্দ। আনন্দের দিনে মানুষ তার শোক দুঃখে কথা ভুলে যায়। আসুন আমরাও আনন্দ করি অদিতির কথা ভুলে গিয়ে। বিজ্ঞাপন শেষ হলে কর্তাব্যক্তি এসে নাহয় প্রয়োজনীয় ব্যাবস্থা নিবেন। আনন্দের খবর আরও একটুকরো আছে। সেটা হচ্ছে আসন্ন ২৯ মার্চ এদেশের বিষন্ন বিরোধী দল আন্দোলনের ডাক দিয়েছে। এই ডাকে আমি আনন্দ পাই নি। তবে আমার হাসি পেয়েছে। কারন অধিক শোকে মানুষ নাকি হাসে। দূর্নীতীর দায়ে সাজা হওয়া নেত্রীর মুক্তির দাবীতে আন্দোলনে ঢাকা কাপিয়ে ফেলার ঘোষনাটা অধিক শোকে হাসার মতোই কিছু একটা। যাই হোক শুধু মাত্র হাসি কথাটার জন্য আমি শোক শব্দটা এডিট করে আনন্দ বানিয়ে দিয়েছি। আমাদের এই বিরোধী দলটা খুব নম্র ভদ্র একটা বিরোধী দল। তারা খুব একটা আন্দোলন করেনা। সাওতালদের সাথে তামাশা হলো তারা আন্দোলন করেনি, পারমানবিক বিদ্যুত কেন্দ্র স্থাপনে পরিবেশের হুমকির মুখে পড়ার সম্ভাবনা আছে, তবুও তার আন্দোলন করনি। সাগর রুনী হত্যা ধামাচাপা পড়ে গেলো, তুবও তারা আন্দোলন করেনি। চাল পিয়াজের দাম রুই কাতলার মতো লাফালাফি করলো তবুও তারা আন্দোলন করেনা। এরা শুধু তাদের নিজেদের একটা দাবী আছে সেটার জন্য অান্দোলন করে। কত ভালো এরা ভাবা যায়!এগুলো জনসাধারনের ন্যাটা, মানুষের ন্যাটা তারা পায়ে পাড়া দিয়ে গায়ের ওপর নিবে কেনো? এসবে তাই তারা হাউকাউ করেনা।এরা শুধু তাদের নিজেদের একটা ন্যাটা আছে। তা হলো তত্ত্ববাধায়ক সরকার ন্যাটা। এর জন্যা তারা একটু আধটু কথা বলে।আন্দোলন করে।কত ভালো একটা বিরোধী দল আমাদের ভাবা যায়! কারো( জনগনের) সাতে পাচে নাই। শুধু নিজেদের জন্য একটু নড়াচড়া করে। কিন্তু এদের নড়াচড়ায় এরা অনেক কিছুই নড়বরে করতে চায়। এই যেমন মুক্তিযুদ্ধে সঠিক ইতিহাস নড়বড়ে করে সেখানে দুই লাইন মিথ্যা ঢুকিয়ে দিতে চায়, ১৫ আগস্টের সঠিক বৈশিষ্ট নাড়বড়ে করে সেখানে দুই লাইন মিথ্যা ঢুকাতে চায়, মানুষের অসাম্প্রদায়িক চেতনা নড়বড়ে করে সেখানে মোল্লাতন্ত্রের মন্ত্র ঢুকাতে চায়। তাদের এই চাওয়া পাওয়ার মতো অনেকেই অনেক কিছু চায়। কেউ কেউ পায়। এই যেমন পরীক্ষার আগের রাতে পরীক্ষার্থীরা প্রশ্ন পায়। পাঠ্যবই থেকে কতিপয় লোক অসাম্প্রদায়িক কবির কবিতা উঠিয়ে দিয়ে মোল্লা চেহারার কয়েক পাতা চেয়ে তা পায়, কেউ গনভবনে এককাপ চায়ের দাওয়াত না চাইতেই পায়। আবার অনেকে অনেক কিছু চেয়েও পায়না। এই যেমন নিহত ব্লগারের পরিবাররা ব্লগার হত্যার বিচার পায়না। তাদের বিচার চাইলে তেতুলগুলো ওদের নাস্তিক বলে তাদের হত্যাকে জায়েজের কাতারে ফেলে দিতে কাতরায়। কর্তাব্যক্তিরাও তাদের কাতরানিতে নিরব ভূমিকা পালন করে তাদের আশকারা দিয়ে মশকরা করে। এভাবেই কত মশকরা যে চলছে এই বংগীয় জনপদে তার ইয়ত্তা নেই।এই বঙ্গীয় জনপদে যত মশকরা।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:২২

সঞ্জীব ব্যানার্জী বলেছেন: পোস্টটি সঠিক যথোচিত। তবে ২বার কেন?

২| ২৩ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৬

রাজীব নুর বলেছেন: সুন্দর করে প্যারা প্যারা করে লিখুন।

৩| ২৩ শে মার্চ, ২০১৮ দুপুর ১:০০

জুনায়েদ বি রাহমান বলেছেন: দেশ উন্নয়নশীল হওয়ার পথে- সব ঠিকঠাক চললে ৯ বছর পরে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পাবে। অথচ, আমারা হাজার হাজার টাকা ও সময় ব্যয় করে আনন্দ মিছিল, শোভাযাত্রা শুরু করে দিয়েছি। আজব দেশ! আজব মানুষ আমরা।

৪| ২৩ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৫৬

দ্যা ফয়েজ ভাই বলেছেন: রাঘব বোয়াল রা মশকরা করুন।
এতে জনগণের কি হবে,তা ভাবলে কি চলে??? :D

৫| ২৩ শে মার্চ, ২০১৮ দুপুর ২:১৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: দেখিয়া শুনিয়া স্তব্ধ হইয়াছি,
কোন কথা আসে না মুখে??
-

৬| ২৩ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: এগুলো জনসাধারনের ন্যাটা, মানুষের ন্যাটা তারা পায়ে পাড়া দিয়ে গায়ের ওপর নিবে কেনো? এসবে তাই তারা হাউকাউ করেনা।এরা শুধু তাদের নিজেদের একটা ন্যাটা আছে। তা হলো তত্ত্ববাধায়ক সরকার ন্যাটা। এর জন্যা তারা একটু আধটু কথা বলে।

আমাদের এলাকায় এই ন্যাটা শব্দটি বেশ প্রচলিত।

২৪ শে মার্চ, ২০১৮ সকাল ৯:২৯

যাযাবর রাজা রিটার্নস বলেছেন: আমাদের এলাকাতেও

৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৭

সনেট কবি বলেছেন: এমন অনেক মশকরা হয়!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.