নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেয়াদবী মাফ করবেন ৷ মশা তাড়ানো নয়,মশার গা জ্বালানোই আমার কাজ ৷

মশার কয়েল

আমার সম্পর্কে এখানে লেখার মতো কিছু নাই ৷ আমার লেখা পড়লেই আমার সম্পর্কে ভাল জানতে পারবেন ৷

মশার কয়েল › বিস্তারিত পোস্টঃ

বিবর্তন

২৬ শে মার্চ, ২০১৬ রাত ২:১৪

ডিজিটাল বিবর্তন: একদিন কিছু জিরাফের বাচ্চা জঙ্গলের ভিতর ফুটবল খেলছিল ৷ হঠাৎ তাদের মাঝে তর্ক লাগল ৷ বিষয়বস্তু মেসি, নেইমার এবং রোনাল্ডো ৷ এদের মধ্যে কে ভাল পেনাল্টি মারতে পারে ৷ এম গ্রুপ,এন গ্রুপ এবং আর গ্রুপে ভাগ হয়ে তারা পেনাল্টি প্রতিযোগিতা শুরু করল ৷ তাদের মধ্যে একজন শুধু বাংলাদেশের মামুনুলের পক্ষ নিল ৷ সে যেহেতু একা তাই প্রথম পেনাল্টি তাকেই মারতে দেয়া হল ৷ সে এমন কিক নিল যে বল একদম গাছের চান্দিতে আটকে গেল ৷ B:-) সবাই রেগে ফায়ার ৷ ওকেই বল নীচে আনার দায়িত্ব দেয়া হল ৷ বেচারা খুব কষ্টে গাছে উঠে বল নীচে নামালেও সমস্যা লাগলো নিজে নামতে গিয়ে ৷ তার পা পিছলে গলাটা আটকে গেল গাছের ডালের চিপায় :|| ৷ এখন উপায়???সবাই তার পা ধরে টানাটানি শুরু করল তাকে নীচে নামানোর জন্য ৷ কিন্তু তাতে কাজ হচ্ছে না ৷ টানাটানির একপর্যায়ে তারা খেয়াল করল ঝুলে থাকা জিরাফটার গলা টানাটানির ফলে লম্বা হয়ে গেছে ৷ একসময় তাকে নিচে নামানো হল ৷ কিন্তু সবাই অবাক ৷ তার গলা লম্বা হওয়ার কারণে সে সহজেই উঁচু গাছ থেকে পাতা খেতে পারছে ৷ পুরো জিরাফ মহল্লায় ঘটনাটি দ্রুত ছড়িযে গেল ৷ বাচ্চা জিরাফটির গলা লম্বা হওয়ায় সবাই তাকে সম্মান করতে লাগলো ৷ বড় হয়ে সে জিরাফদের সর্দারের পদ পেল ৷ সকল জিরাফ তাকে সম্মান করলেও হিংসা যে করতো না তা কিন্ত নয় ৷ সবাই সবাইকে লুকিয়ে গলা লম্বা করার জন্য প্রতি রাতে নিজেদের গাছের সাথে ঝুলিয়ে গলা লম্বা করার চেষ্টা করতো ৷ কেউ কারও এই গোপন খবরটি জানতো না ৷ এইভাবে জিরাফরা নিজেদের পাতা খাওয়ার সুবিধার জন্য নিজেদের গলা লম্বা করল ৷ আর ঠিক এই কারণেই জিরাফের গলা লম্বা ৷ B-)

মজা করলাম আরকি ৷ কেউ মাইন্ডে নিয়েন না ৷ ছোটবেলায় এরকম অনেক রুপকথার গল্প পড়ছি যেটা বিবর্তনবাদীদের কথার সাথে মিলে যায় ৷ তবে এইরকম রুপকথার গল্পকাররা বিবর্তনবাদী ছিলেন কিনা সেটা জানা নাই ৷ বিবর্তনবাদীদের মতে তিমির একসময় পা ছিল ৷ পরে পানিতে বসবাস করার সুবিধার জন্য পা বিলুপ্ত হয়ে মাছের আকৃতি হয়েছে ৷ মানুষের পূর্ব পুরুষের লেজ ছিল যাতে সে ভারসাম্য রক্ষা করে গাছে গাছে লাফাইতে পারে ৷ কিন্তু যখন মাটিতে বসবাস শুরু করল তখন আর লেজের দরকার পড়লো না ৷ তাই লেজকে ডিলেট করা হল ৷ আরও ইত্যাদি ইত্যাদি ৷ আপনি কী জানেন?এই ধরনের কথাবার্তা বিবর্তনবিরোধীদের কাছে কতটা হাস্যকর?আমার কাছেও ব্যপক বিনোদনের বিষয় =p~ ৷ বিবর্তনবাদীরা এসব বিশ্বাস করেছে ধর্মান্ধের মতো ৷ আসলেই বিবর্তন জিনিসটা কি?কীভাবে হয়?কেন হয়? এসব প্রশ্নের প্রতিউত্তরে অনেক থিওরী থাকলেও কোন প্রমাণ নেই ৷ যে প্রমাণগুলো আছে সেগুলোও ঝাপসা ৷ একটা অস্ট্রেলিয়ান গরু এবং একটা দেশী গরু পাশাপাশি দাঁড় করান ৷ বিবর্তন দেখতে পাবেন ৷ একটা কৃষ্ণাজ্ঞ ও একজন শ্বেতাজ্ঞকে পাশাপাশি দাঁড় করান ৷ বিবর্তন দেখতে পাবেন ৷ একজন লম্বা মানুষ ও একজন খাটো মানুষকে পাশাপাশি দাঁড় করান ৷ বিবর্তন দেখতে পাবেন ৷ ও হ্যাঁ,আরেকটা কথা,শুধু দাঁড় করালেই হবে না,গবেষণাও করতে হবে B-) ৷ তবে একটা বানর আর মানুষ নিয়ে গবেষণা করলে আপনি কি পাবেন? বিবর্তন?ভাববার বিষয় ৷ উত্তর হ্যাঁ হতে পারে আবার নাও হতে পারে ৷ গবেষণা কিন্তু অলরেডি হয়েছে ৷ উত্তর ঝাপসা ৷ গবেষণার ফল নিয়ে বিবর্তনের পক্ষের এবং বিপক্ষের লোকেরা পরস্পরের বিপরীত মন্তব্য করায় সঠিক সিদ্ধান্তে আজও পাইনি ৷ পাইনি বললেও ভুল হবে ৷ সিদ্ধান্তের উপর একটা লেখাও তৈরী করেছি ৷ বিশাল বড় একটা লেখা ৷ লেখাটাকে আরেকটু ঠেলাগুঁতা দিলে একটা পরিপূর্ণ বইয়ে রুপ নিতো :#) ৷ কিন্তু সেই ঠেলা মারার মতো জোড় আমার নেই ৷ লেখাটি লিখেছি আপনাদের সাথে শেয়ার করার জন্যই ৷ সময় এবং সুযোগের অপেক্ষায় আছি ৷ অচিরেই লেখাটে পেয়ে যাবেন ৷ একটা গোপন কথা কানে কানে বলি ৷ এক কানে আঙ্গুল চেপে আরেক কান মনিটরের দিকে আগায়া দেন ৷ কথাটা হচ্ছে,আমি কিন্তু বিবর্তনে বিশ্বাসী ৷ ;)

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০১৬ রাত ২:৫৪

Enigmatic jihad বলেছেন: Click This Link

এটা শুনে মোটেও ভালো লাগলো না যে আপনি বিবর্তনে বিশ্বাসী।।।
আর আপনি বিবর্তনে বিশ্বাস করেন আর না করেন, তাতে বিবর্তনের কিছু আসে যায় না। ধন্যবাদ।।

২৬ শে মার্চ, ২০১৬ রাত ৩:০৩

মশার কয়েল বলেছেন: ধন্যবাদ আপনাকে।ঠিক বলেছেন । আমি বিবর্তনে বিশ্বাস করি বা না করি, তাতে বিবর্তনের কিছু আসে যায় না। আর আপনার খারাপ লাগাটা স্বাভাবিক ।

২| ২৬ শে মার্চ, ২০১৬ রাত ৩:১০

Enigmatic jihad বলেছেন: আমার মোটেও খারাপ লাগে নি। হয়ত আপনি তেমনটা ভেবে নিয়েছেন। আর এখন বিবর্তনের পক্ষে আমি আপনার সাথে বিতর্ক করবো না, কারণ সত্য রক্ষার্থে তর্ক বিতর্ক এসবের প্রয়োজন হয় না।।।

২৬ শে মার্চ, ২০১৬ রাত ১১:২৫

মশার কয়েল বলেছেন: ভালো লাগলো না আবার খারাপও লাগলো না ৷ বিষয়টা কেমন যেন হয়ে গেলো ৷ যাইহোক,বিবর্তন নিয়ে অদূর ভবিষ্যতে একটা লেখা দিব ৷ পড়ার আমন্ত্রন রইল, তর্ক করার নয় ৷ আর হ্যাঁ,সত্য নিয়ে আসলেই তর্ক করার প্রয়োজন হয় না ৷ যতই তর্ক করা হোক,সত্য চলে আপন গতিতে এবং চলবেই ৷ গুরূত্বপূর্ণ কথাটি বলার জন্য আবারও ধন্যবাদ ৷

৩| ০৬ ই মে, ২০১৬ রাত ১০:০২

প্রামানিক বলেছেন: আপনি বিবর্তনে বিশ্বাস করেন বা না করেন উপরের গল্প ভাল লেগেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.