নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেয়াদবী মাফ করবেন ৷ মশা তাড়ানো নয়,মশার গা জ্বালানোই আমার কাজ ৷

মশার কয়েল

আমার সম্পর্কে এখানে লেখার মতো কিছু নাই ৷ আমার লেখা পড়লেই আমার সম্পর্কে ভাল জানতে পারবেন ৷

মশার কয়েল › বিস্তারিত পোস্টঃ

ভার্সিটি লাইফের প্রথম দিন

২৭ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৭

মা বানাইবো ডাক্তার,আব্বায় বানাইব গণিতবিদ ৷আমি পড়লাম ফাঁপড়ে ৷কোনটা থুইয়া কোনটা হইমু ৷বড়ভাইরে ফোন দিয়া দুঃখের কথাটা জানাইলাম ৷ভাই নিজে কিছু কইলো না ৷ছাইড়া দিল ভাবীর উপর ৷ভাবী কইলো আমার যেইটা ভাল লাগে সেইটা নিয়াই যেন পড়ি ৷কথাটা মনে ধরলো ৷কিন্তু বিপদ আরেকখানে ৷আমার আসলে কী ভাল লাগে অথবা কোন বিষয়টায় আমার যোগ্যতা বেশী হেইডা আমি নিজেও জানি ৷আমাগো দেশের শিক্ষা ব্যবস্থা বিগত ১২ বছরে সেইটা আমাকে জানতে দেয় নাই ৷এইদিকে সময়ও নাই ৷ইন্টার পরীক্ষা শেষ ৷এডমিশনের প্রস্তুতি নিতে হইব ৷অনেক কষ্টের পর বুঝবার পারলাম কম্পিউটার সাইন্স আমার জন্য পারফেক্ট ৷প্রস্তুতি নিলাম ইন্জিনিয়ারিং পড়ার ৷আবারও ঝামেলা লাগলো ৷আব্বায় কয় বুয়েটে চান্স পাইতে হইব ৷মা কয় ঢাবিতে চান্স পাইতে হইব ৷অনেক চিন্তাভাবনা কইরা সিদ্ধান্ত নিলাম আমি সাস্টে পড়মু ৷পরীক্ষা দিলাম, লাইগাও গেল ৷ভর্তিও হইলাম ৷সমস্যা হইলো থাকমু কই?২৮ গুষ্টির মধ্যে ( বাপের ১৪ গুষ্টি + মায়ের ১৪ গুষ্টি ) কেউ সিলেটে থাকে না বা কেউ পরিচিত নাই ৷চিরুনি অভিযান চালাইয়া একজনরে পাইলাম ৷মাইলখানেক দূর দিয়া পরিচিত ৷তিনি আবার সাস্টেরই স্টুডেন্ট ৷বগুড়া থাইতা রাতে গাড়িতে উঠলাম ৷টার্গেট হইল পরের দিন সিলেট পৌঁছাইয়া ডাইরেক্ট ভার্সিটি যামু,ক্লাশ করমু তারপর বড় ভাইটার লগে দেখা করমু ৷৯টার সময় ক্যাম্পাসে পৌছাইলাম ৷দুইটা ক্লাশ করলাম ৷প্রথম ক্লাশেই ছোট খাটো অপমান হইলাম ৷আমার সাথে ইয়া বড় বড় দুইখান ব্যাগ দেইখা স্যার কারণ জিজ্ঞাসা করলেন ৷যথাযথ উত্তর দিলাম ৷কয়েকজন মাইয়ারে দেখলাম আমার দিকে তাকাইয়া ফাসুর ফুসুর করতাছে আর হাসতাছে ৷আমারতো ব্যাপক লেভের অপমান লাগতাছে ৷( মাইয়াগো দিকে আমি ক্যান তাকাইছিলাম সেইটা জিজ্ঞাস কইরা অপমানটা আর বাড়াইয়েন না ) ৷ক্লাশ শেষ কইরা বড় ভাইরে ফোন দিলাম ৷হেতে আর ফোন ধরে না ৷আমারতো কান্দন কান্দন অবস্থা ৷পরে ভাবলাম,আমি কান্দি ক্যারে?প্রয়োজনে দুইদিন হোটেলে থাইকা বাসা খুজমু ৷ঘন্টাখানেক দেখি ৷ফোন রিসিভ না করলে হোটেলে উইঠা পরমু ৷এইটা ভাবার পর নিজেরে খুব সুখী মনে হইলো ৷একটু পর একখান পোলা আইসা আমার সাইডে দাঁড়াইলো ৷জিগাইলো ওয়ান ওয়ান নাকি ৷আমিও কইলাম হুম,ওয়ান ওয়ান ৷হেতে দেখি মিট মিট কইরা হাঁসে ৷মন চাইলো একখান থাপড়া দিয়া জিগাই,আরে ব্যাটা তুই কি মাইয়া মানুষ নাকি মিটমিট হাসতাছোস ? কিন্তু সাহস হইলো না ৷একটু পর জিগাইলো র্যাগ খাইছি কিনা ৷এইটা শোনারপর আমার শরীরে ভুমিকম্প শুরু হইয়া গেল ৷আমার মনেই ছিল না র্যাগের কথা ৷ভয় পাইয়া গেলাম ৷মাথা ঝাকাইয়া কইলাম খাই নাই ৷হেতে দেখি আরও হাসে ৷আসলে সে আমার চেহারা দেইখা ভাবছে আমি র্যাগ খাইছি ৷যাইহোক,একসময় সে চইলা গেল ৷বড় ভাইরে আবার ফোন দিলাম ৷এবার সে রিসিভ করলো ৷জানাইলো সে ক্লাশে ছিল তাই ফোন রিসিভ করতে পারে নাই ৷আরেকটা ক্লাশ আছে সেইটা শেষ কইরা আমার সাথে দেখা করব ৷ফোন কাইটা দিলাম ৷এইসময় খেয়াল করলাম পিছন থাইকা একটা মাইয়া কন্ঠ লাড্ডু কইয়া কারে যেন ডাকতাছে ৷পিছনে তাকাইয়া দেখি তিনটা ভাইয়া আর দুইটা আপু দাঁড়াইয়া আছে ৷একটা আপু হাত দিয়া ইশারা কইরা আমারে ডাক দিল ৷বুঝলাম লাড্ডু আর কেউ না,আমিই ৷কাছে যাইতেই এক ভাই দিল একখান থাপ্পর ৷আমিতো চোদনা হইয়া গেলাম ৷হা কইরা থাপ্পরদাতার দিক তাকাইয়া আছি ৷একজন কইলো,আমরা এইখানে সবাই সিনিয়র আর তুই সালাম দিলি না ক্যান?এক আপু কইলো,মাফ কইরা দে ৷ছোট মানুষ তাই বুঝতে পারে নাই ৷আরেক আপু কইলো এইবার সালাম দে ৷কি আর করার,সালাম দিলাম ৷আবারও ভুল ধরলো ৷উচ্চারণ নাকি ঠিক হয় নাই ৷আবার উচ্চারণ ঠিক করে সালাম দিলাম ৷কাম হইলো না ৷বারবার তাদের সাথে উচ্চারণের প্র্যাকটিস কইরাও উচ্চারণ ঠিক হইলো না ৷আর ঐ সিচুএশনে উচ্চারণ ক্যামনে ঠিক করমু আপনেরাই কন ৷একপর্যায়ে সালাম পর্ব শেষ হইলো ৷এইবার জাতীয় সংগীত গাওয়ার পালা ৷দুই লাইনের বেশী কইতে পারলাম না ৷একজন কইলো,এই মেধা নিয়া সাস্টে চান্স পাইলি ক্যামনে?আমি মনে মনে কইলাম,এই চরিত্র নিয়া তোমরা চান্স পাইলা ক্যামনে?জাতীয় সংগীতের পালা শেষ ৷এইবার ড্যান্স দিতে হবে ৷এইটা শুইনা আমি পুরাই শেষ ৷মনে হইতেছিল একটু পর আর চোখের পানি আটকাইতে পারমু না ৷ড্যান্সের ক্ষেত্রে ঘোরতর আপত্তি জানাইলাম ৷একজন কইলো,ড্যান্স না দিলে সিগারেট খাওয়া লাগব ৷কোনটা করবি সিদ্ধান্ত নে ৷মহাফাঁপড়ে পইরা গেলাম ৷পরিশেষে কইলাম সিগারেট খামু ৷একজন একটা সিগারেট বাইর কইরা দিল ৷বুঝতে পারলাম তারা চরম মজা নিতেছে ৷বাতাসের কারণে আর সিগারেট ধরাইতে পারি না ৷একজন ধরাইয়া দিল ৷পয়লা টান দিতে না দিতেই দ্বিতীয় থাপ্পর খাইলাম ৷অপরাধ,তাদের সামনে সিগারেট খাইছি ৷এইবার কাইন্দা ফালাইলাম ৷যখন কাইন্দা ফালাইছি তখন তারা আমায় রেহাই দিল ৷এরপরেও দুইবার র্যাগ খাইছিলাম ৷অপরাধ হিসেবে যেটা বুঝবার পারছিলাম সেইটা হল আমার চেহারা একটু বোকা বোকা ৷

সবারই স্কুলের প্রথম দিন,কলেজের প্রথম দিন এবং ভার্সিটির প্রথম দিন হয় আনন্দের আর উপভোগ্য ৷কিন্তু আমার ভার্সিটির প্রথমদিন ছিল সম্পূর্ণ এসবের বিপরীত ৷এখনও সেইদিনের কথা মনে হইলে শিউরে উঠি ৷

মন্তব্য ২১ টি রেটিং +১/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬

চাঁদগাজী বলেছেন:


ইডিয়টরা ভার্সিটিতে ঢুকে গেছে

২৭ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩

মশার কয়েল বলেছেন: ঠিক বলেছেন ভাই ৷আশ্চর্য লাগে তখন যখন শুনি মেয়েরাও র্যাগিং-এর শিকার হয় ৷

২| ২৭ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬

মোশারফ তানভীর বলেছেন: ভালোই তো লাগল আপনার গল্প!

২৭ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০৩

মশার কয়েল বলেছেন: কন কি?? ভাল লাগছে?? B:-)

৩| ২৭ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০৩

যোগী বলেছেন:
পাবলিকের পুলা বলেই এমন মজার করে লিখতে পেরেছেন। বাট আমি এক্সপেক্ট করেছিলাম আপনি ডান্সটাই করবেন।

২৭ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০৫

মশার কয়েল বলেছেন: ঐসময় লুঙ্গি ডান্সের প্রচলন থাকলে তাই করতাম ৷ ;)

৪| ২৭ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০৬

মশার কয়েল বলেছেন: আর সত্যি কথা হইলো সিগারেট খাওয়ার টুকটাক অভ্যাস ছিল ৷ ;)

৫| ২৭ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১২

যোগী বলেছেন:
চাঁদগাজী সাহেব কে দেয়া আন্সার দেখ মনে হচ্ছে, আমার যদি ভুল না হয় আপনি রিয়েলি চমৎকার মনের মানুষ।
ইফ আই এ্যাম রাইট প্লিজ কিপ ইট আপ।

২৭ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৫

মশার কয়েল বলেছেন: কতটা ভাল মনের মানুষ আমি তা জানি না ৷তবে সবসময় চেষ্টা করি মনের মাঝে ভালো কিছু ধারণ করার ৷ধন্যবাদ আপনাকে ৷

৬| ২৭ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬

অতঃপর হৃদয় বলেছেন: আমি ধুমপান করি না আমি বিড়ি খাই :P

২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:০৭

মশার কয়েল বলেছেন: :P

৭| ২৭ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫

রূপক বিধৌত সাধু বলেছেন: এইটা ভাল্লাগলো জেনে অাপনি অাপনার পছন্দের সাবজেক্টে পড়তে পারছিলেন । অামার এই সুযোগ হয়নি । Click This Link
র্যাগিং এর ব্যাপারটা খুব কমন । অামিও খুব অালাভোলা চেহারার । আমিও র্যাগ খাইসিলাম । ১৫-২৯ জন মিলে দিছিলো ।

২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:১৫

মশার কয়েল বলেছেন: আপনার লেখাটা পড়ে ভাল লাগলো ৷তবে দুঃখের বিষয় আপনি আপনার মনের মতো বিষয়ে পড়তে পারেন নাই ৷যোগ্যতা থাকা সত্বেও আপনাকে অন্য বিষয়ে পড়তে বাধ্য করা হয়েছে ৷যেটা আমাদের দেশে অহরহ ঘটছে ৷যে কারণে শিক্ষার্থীরা নিজের সৃজনশীল মেধা বিকাশের সুযোগ পায় না ৷

আপনি যে লেভেলের র্যাগ খাইছিলেন,আপনার জায়গায় আমি থাকলে নিশ্চিত হার্ট এ্যাটাক করতাম ৷

৮| ২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:০৯

মোটা ফ্রেমের চশমা বলেছেন: র‍্যাগের মত জঘন্য একটা বিষয় কতৃপক্ষের নজর এড়িয়ে আছে বছরের পর বছর ধরে, এটা ভাবতেই অবাক লাগে।

২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৩০

মশার কয়েল বলেছেন: এখন বোধহয় অবাক হওয়ার দিন শেষ হচ্ছে ৷অন্য বিশ্ববিদ্যালয়ের কথা জানি না,তবে সাস্টে এবার দুইজনকে বহিস্কার করা হয়েছিল এবং র্যাগকে নিষিদ্ধ করে ব্যানারও ঝুলিয়ে দেয়া হইছিল ৷তারপরেও শুনেছি অনেকেই র্যাগিং-এর শিকার হয়েছে ৷হয়তো আরও কিছু দিন অবাক হতে হবে ৷

৯| ২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৯

ক্রন্দসী বলেছেন: সুখপাঠ্য কিন্তু মন টা বিষাদে ছেয়ে গেল।আমি নিজে সাস্টে সেভেন্থ ব্যাচ।আমাদের সময় প্রথম দিন আমার এক বন্ধু, ইকোনমিক্স সিক্সথ ব্যাচের বাবর ভাইকে দেখে সিগারেট লুকিয়ে ফেলেছিল।বাবর ভাই কাছে এসে বল্লেন, "পোলাপাইন বেয়াদপিটাও ঠিক মত শেখে নাই।জ্যনোনা বিড়ি ধরালে বড়দের দিয়ে খেতে হয়"
আপনার আপত্তি না থাকলে ওদের নাম ডিপার্টমেন্ট এর নাম দিয়ে প্রোক্টর কে জানাতে পারেন।কিভাবে র‍্যাগ দেয় একটা শিক্ষা দেয়া দরকার।শুভ কামনা রইল।সাস্ট গুড চয়েস।অন্তত মানুষ এর সাথে সহবস্থান কিভাবে করতে হয় সাস্ট শিখাবে। প্রথম ব্যাচের হিটু ভাইকে(khurshid alam hitu)ফেসবুক এ রিকোয়েস্ট পাঠান এখুনি।আখেরে কাজে দিবে

২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৮

মশার কয়েল বলেছেন: পোলাপাইন বেয়াদবিটাও ঠিকমতো শেখে নাই ৷জানোনা,বিড়ি ধরালে বড়দের দিয়ে খেতে হয় ৷ :P

ঐ সময় রিপোর্ট করার মতো সাহস ছিল না ৷তাই রিপোর্ট করিনি ৷হিটু ভাইকে সাজেস্ট করার জন্য ধন্যবাদ ৷

১০| ২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৪

ক্রন্দসী বলেছেন: Click This Link মহামতি লিংকন ভাইয়ের জীবনিটা দিলাম।আপনাকে অযুত অনুপ্রেরণা দিবে

২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৪২

মশার কয়েল বলেছেন: প্রেরণার ঠেলায় পরিবেশ প্রেম ভয় পাইতেছে ;)

১১| ২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৩

অগ্নি সারথি বলেছেন: র‍্যাগটা বেশ ন্যাক্কারজনক! র‍্যাগিং এ ফাপর বাজি চলে কিন্তু হাত চলে না।
যদিও কোন ধরনের র‍্যাগিং এর পক্ষপাতি আমি কোনভাবেই ছিলাম না, জাবি-র শিক্ষার্থী হবার পরও। যাই হোক শুভ কামনা।

১২| ০৬ ই মে, ২০১৬ রাত ১০:২৮

প্রামানিক বলেছেন: মজাই পেলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.