নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেয়াদবী মাফ করবেন ৷ মশা তাড়ানো নয়,মশার গা জ্বালানোই আমার কাজ ৷

মশার কয়েল

আমার সম্পর্কে এখানে লেখার মতো কিছু নাই ৷ আমার লেখা পড়লেই আমার সম্পর্কে ভাল জানতে পারবেন ৷

মশার কয়েল › বিস্তারিত পোস্টঃ

আমি হেরে গেছি হে বাংলাদেশ ৷আমায় ক্ষমা করে দিও ৷

৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৪০

আবারও চাপাতিগ্রুপ একজনকে হত্যা করলো ৷নিহত ব্যক্তি টাঙ্গাইলের বাস করতো এবং পেশায় একজন দর্জি ৷হিন্দু ভাইয়ের বোধহয় একটু কষ্ট পাবেন ৷নিহত ব্যক্তিটি সনাতন ধর্মের ৷যাইহোক,এভাবে চলতে পারে না ৷দেশ যে জঙ্গিদের একটা আখড়ায় পরিণত হয়েছে সে বিষয়ে কোনও প্রকারের সন্দেহ নেই ৷নিয়মিত এ ধরণের হত্যাকান্ড তারই প্রমাণ ৷আরেকটা বিষয় আজকে আমার মাথা ঘুরিয়ে দিয়েছে ৷সেটা হচ্ছে আমেরিকার বাংলাদেশ নিয়ে চিন্তাধারা ৷আজকে বিডিনিউজ২৪-এ একটা প্রতিবেদন দেখে খুব ভয় পেয়ে গেছি৷এসব হত্যাকান্ডের পিছনে বহির্বিশ্বের কোন হাত নেইতো ? থাকাটা অসম্ভব কিছু না ৷কারণ ইরাক,সিরিয়া,আফগানিস্তারের বর্তমান পরিস্থিতি এভাবেই শুরু হয়েছিল ৷সরকারকে কি বলব?সরকারে যারা আছে তারা যে একেকটা হাই লেভেলের মাথা মোটা সে বিষয়ে কোনও সন্দেহ নেই ৷তারা আইনশৃংখলা বাহিনীকে শুধু নিজেদের কাজেই ব্যবহার করেছে ৷দেশের কাজে একটুও ব্যবহার করলে আইনশৃংখলার এতোটা অবনতি হতো না ৷আল্লাহই ভালো জানেন,আমাদের এই প্রাণের দেশের ভাগ্যে কী আছে ৷

আর কত আন্দোলন করবেন?কত প্রতিবাদী লেখা লিখবেন? আপনার আমার প্রতিবাদে বর্তমান পরিস্থিতির একটুও কি পরিবর্তন হয়েছে?যে পরিবর্তনটা হয়েছে সেটা অধপতনের পরিবর্তন ৷প্রতিবাদ জানাতে জানাতে আমি আজ বড় ক্লান্ত ৷ইচ্ছে হয়না আর প্রতিবাদ জানাই ৷তারপরও মাঝে মাঝে কিছু ঘটনা রক্ত গরম করে দেয় ৷সহ্য করতে পারি না ৷সরকারে প্রতি আমার অনুরোধ,দেশের অন্যসব অপরাধের আগে জঙ্গিবাদ নির্মুল করতে হবে সবার আগে ৷যদি এতে ব্যর্থ হন,কপালে যা আছে তা কল্পনার অতীত ৷

এদেশের মুসলমানেরা যতোটা ধর্মভীরু,তারচেয়েও বড় কথা এরা ধর্ম সম্পর্কে খুবই কম জ্ঞান রাখে ৷এদের মস্তিষ্ক ধোলাই করে জঙ্গি বানানো কোনও ব্যাপার না ৷ এই বিষয়ে নতুন করে বলার কিছু নাই ৷ সরকারের খেয়াল রাখতে হবে কেউ যেন এসকল ধর্মান্ধদের মস্তিষ্ক ধোলাই করতে না পারে ৷

এবার আপনাদের বলছি ৷হ্যাঁ,আপনাদেরকেই বলছি ৷নিজেদের বীরের জাতি বলতে লজ্জা করে না? লজ্জা করবেই বা কীভাবে?লজ্জাটাইযে আমারা হারিয়ে ফেলেছি ৷ বীরের জাতি ছিল আমাদের পূর্বপুরুষ ৷ তাই দেশ স্বাধীন হয়েছিলো ৷ আমরা বীরের জাতি হতে পারিনি ৷ব্যাপারটা এরকম যে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি তাই আমি মুসলমান ৷ধিক্কার আপনাদের ৷ হাজারবার ধিক্কার ৷ যতদিন না আস্তিক-নাস্তিক,ধর্ম-বর্ণ ভেদেভেদ ভুলে এক হতে না পারবেন,ততদিন একটা প্রতিবাদকেও সফল করতে পারবেন না ৷

মুষ্টিমেয় কিছু ছাড়া অধিকাংসরাই নিজ নিজ চিন্তাধারায় মৌলবাদী ৷ সেটা মুসলিম বলেন,হিন্দু বলেন,অন্যধর্মের কেউ বলেন অথবা নাস্তিক বলেন ৷অধিকাংশরাই মৌলবাদী এবং উগ্র ৷ আর এই দুর্বলাতার সুযোগ নিয়েই চাপাতিগ্রুপ অপকর্ম চালাচ্ছে ৷ ইসলাম কোথায় বলেছে খুন করতে?সনাতন ধর্ম কোথায় বলেছে অন্য ধর্মকে রোষানলে ফেলে সমালোচনা করতে? নাস্তিকতা মানে কি ধর্মকে ঘৃণা করা?প্রশ্নগুলো তাদের প্রতি যারা নিজের চিন্তাধারায় সাম্প্রদায়িক ৷

আমি আর প্রতিবাদ করব না ৷ প্ল্যাকার্ড নিয়ে আর রাস্তায় দাঁড়াব না,এমনকি প্রতিবাদী কোনও লেখাও দিব না ৷ আমি হেরে গেছি হে বাংলাদেশ ৷ তোমার বীর সন্তান দাবীকারীদের কাছে আমি হেরে গেছি ৷ তোমার জন্য বুক ফেটে শুধু কষ্ট বের হয় ৷ আমি সত্যিই হেরে গেছি ৷ ফেসবুকে লেখা সকল পোস্ট ডিলেট করে দিয়েছি ৷ লেখালেখি করার কারণে তোমার বীর সন্তানেরা আমাকে সস্তা সেলিব্রেটি বানিয়ে দিয়েছিলো ৷ ব্লগে এসেছি জ্ঞানীদের সাথে বিচরণ করতে ৷ কিন্তু,অধিকাংশ জ্ঞানীদের জ্ঞান এতই নীচ,এতই হীণ সেটা বলে বোঝাতে পারব না ৷কম্পিউটার থেকে প্রতিবাদের মূহূর্তের সকল ছবি ডিলেট করে দিয়েছি ৷ আমার সন্তান বড় হয়ে ঐ ছবিগুলো দেখে আমায় যেন অবজ্ঞা করতে না পারে ৷ আমার ভয় হয় ৷ সে যদি বলে,তোমার পুর্বপুরুষ তোমাকে স্বাধীন দেশ দিয়েছিলো,তুমি আমার পূর্ব পুরুষ হয়ে কি করেছো?একটা শান্তির দেশ দিতে পারলে না ৷ আমার এই অপরাগতাকে পারলে ক্ষমা করে দিও হে বাংলাদেশ ৷ আমি লজ্জিত ৷

আবার আপনাদের বলছি,একজন মুসলিম হিসেবে বলছি,প্রকৃত মুসলমান কখনও জঙ্গিবাদ সমর্থন করে না ৷ জঙ্গিবাদের স্থান ইসলামে নেই ৷ যেদিন পরস্পরের চিন্তাধারাকে সম্মান করে,প্রতিহিংসা দূর করে কোনও ধর্ম নয় বর্ণ নয়,প্রত্যেকেই সহাবস্থানে থেকে বাঙালী হতে পারবেন, সেইদিন আবারও আমাকে প্রতিবাদকারী হিসেবে পাবেন ৷ আমি ফিরে আসব প্রতিবাদ করতে ৷

মন্তব্য ২৩ টি রেটিং +১/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৫১

জহিরুল ইসলাম সেতু বলেছেন: ধ্রুব সত্য, প্রকৃত মুসলমান কখনও জঙ্গিবাদ সমর্থন করে না ৷ জঙ্গিবাদের স্থান ইসলামে নেই ৷

৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৩

মশার কয়েল বলেছেন: ধন্যবাদ

২| ৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৯

kazimasudrana বলেছেন: দালালের বাচ্ছা দালাল

৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৫

মশার কয়েল বলেছেন: যার দালালি করেছি তার নামটা বললে উপকৃত হতাম ৷পদধূলি নেওয়ার ইচ্ছা জাগছে ৷

৩| ৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:১০

আনোয়ারুল করিম বলেছেন: ধর্ম নিয়ে বাড়াবাড়ি বাড়ছে। নিয়মিত ধর্ম নিয়ে উগ্রতার কথা প্রকাশ পাচ্ছে। হিন্দু খুন, খ্রিস্টানকে হত্যা, মুহাম্মদকে নিয়ে কটূক্তির জেরে ভাঙচুর ইত্যাদি ইত্যাদি। বিষয়গুলো খুব সহজে এড়ানো কি যায় না?....

৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৯

মশার কয়েল বলেছেন: এড়ানোর মতো বিষয় এগুলো না ৷এসকল কর্মকান্ড ইসলামকেই হেয় করছে ৷যেটা একজন মুসলমান হিসেবে মেনে নিতে কষ্ট হয় ৷তেমনি ধর্ম নিয়ে কটুক্তি করাও এড়ানোর মতো বিষয় না ৷দরকার সঠিক সমাধানের ৷

৪| ৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৩

ফারুক-উল ইসলাম বলেছেন: প্রকৃত মুসলমান কখনও জঙ্গিবাদ সমর্থন করে না ৷ জঙ্গিবাদের স্থান ইসলামে নেই << আপনার এমন বিশ্বাস অবশ্যই সম্মানযোগ্য। তবে এমন মন্ত্যব্য প্রামান্য দলীলসহ উপস্থাপিত হওয়া আবশ্যক।

৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:০৭

মশার কয়েল বলেছেন: যখন লিখেছি তখন প্রমাণ উপস্থাপন করার মতো সিচুএশনে ছিলাম না ৷ধন্যবাদ ৷

৫| ৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৪

বিকে দাস বলেছেন: যারা খুন করে তাড়া পালিয়ে যায় কেন, যতসব ভিতুর দল,

৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:০৬

মশার কয়েল বলেছেন: যারা খুন করে তারা অপরাধী ৷আর অপরাধীরা অপকর্ম করে পালিয়ে যাবে এটাই স্বাভাবীক ৷

৬| ৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৬

ফারুক-উল ইসলাম বলেছেন: ইসলাম কোথায় বলেছে খুন করতে? <<

৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:০৯

মশার কয়েল বলেছেন: আবারও ধন্যবাদ প্রমাণ উপস্থাপন করার জন্য ৷তবে সূরার নাম ও আয়াত উল্লেখ করলে ভালো হতো ৷

৭| ৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৪

বিজন রয় বলেছেন: আমি হেরে গেছি হে বাংলাদেশ ৷[/sb

এত সহজে হেরে গেলে চলবে না। সাহস হারালে চলবে না। আরো একটি যুদ্ধের জন্য নিজেকে তৈরী রাখুন। একটি ন্যায়ের যুদ্ধ অনিবার্য। সোজা হয়ে দাঁড়ান।

শুভকামনা।

০১ লা মে, ২০১৬ ভোর ৬:১৮

মশার কয়েল বলেছেন: সাহস হারাইনি দাদা,আশা হারিয়েছি ৷

৮| ০১ লা মে, ২০১৬ রাত ১:৫৩

মহা সমন্বয় বলেছেন: আমরা হেরে গেছি। :(
এই দেখেন এক ছাগলে জিহাদী জোশে বলীয়ান হয়ে কি বলে!!! :-<



এদিকে আজিজুর রহমানকেও কতল করার ঘোষণা করা হয়েছে। :(

০১ লা মে, ২০১৬ ভোর ৬:২১

মশার কয়েল বলেছেন: সত্যিই ভয়ানক |-)

৯| ০১ লা মে, ২০১৬ বিকাল ৫:০৮

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: কিচ্ছু বলার নেই ।

০১ লা মে, ২০১৬ রাত ১০:৩১

মশার কয়েল বলেছেন: |-)

১০| ০১ লা মে, ২০১৬ রাত ৮:৫৫

সোজোন বাদিয়া বলেছেন: AS I GREW OLDER
It was a long time ago.
I have almost forgotten my dream.
But it was there then,
In front of me,
Bright like a sun—
My dream.
And then the wall rose,
Rose slowly,
Slowly,
Between me and my dream.
Rose until it touched the sky—
The wall.
Shadow.
I am black.
I lie down in the shadow.
No longer the light of my dream before me,
Above me.
Only the thick wall.
Only the shadow.
My hands!
My dark hands!
Break through the wall!
Find my dream!
Help me to shatter this darkness,
To smash this night,
To break this shadow
Into a thousand lights of sun,
Into a thousand whirling dreams
Of sun!

১১| ০১ লা মে, ২০১৬ রাত ৯:০৩

সোজোন বাদিয়া বলেছেন: উপরে প্রথমদিকের কিছু বক্তব্য বাদ চলে গেছে তাই আবার যোগ করছি:

আপনার অনুভূতিগুলো প্রকাশ করার জন্য সালাম। সামগ্রিকভাবে আপনার সাথে তীব্র সহমর্মিতা বোধ করছি। তবে দু-একটি জাগায় পার্থক্য রয়েছে। যেমন শেষ প্যারাতে আপনি লিখেছেন, " যেদিন ...প্রত্যেকেই সহাবস্থানে থেকে বাঙালী হতে পারবেন, সেইদিন আবারও আমাকে প্রতিবাদকারী হিসেবে পাবেন ৷" - কেন, বাঙালী হতে হবে কেন, মানুষ হলে চলবে না? সাম্প্রদায়িক সংকীর্ণতার নিগড় থেকে বেরিয়ে আবার কেন ভাষিক বিভাজনের লাগাম পরতে হবে?

আপনার বক্তব্যে মনে হয় নি যে সত্যিই আপনি পরাজয় মেনে বিদায় নিচ্ছেন, তবুও আমার প্রিয় কালো চামড়ার এক মার্কিন কবির একটি কবিতা উদ্ধৃত করলাম (উপরে)। ভাল থাকুন।

০১ লা মে, ২০১৬ রাত ১০:২৭

মশার কয়েল বলেছেন: প্রথমেই ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্যের জন্য ৷আমি মানুষ হওয়ার কথা বলিনি,বাঙালী হওয়ার কথা বলেছি ৷কথাটা আপাতদৃষ্টিতে ভুল ৷কিন্তু আমি মনে করি,সকল ধর্মই মানবতার শিক্ষা দেয় ৷শুধু তাই নয়,অসাম্প্রদায়ীক সমাজ ও রাষ্ট্রের কথাও ধর্ম বলে ৷তাই প্রকৃত ধার্মিক কখনই মানবতাহীন হতে পারে না এবং সাম্প্রদায়ীক চিন্তাও তার মাথায় আসতে পারে না ৷নাস্তিকরাও মানবতা এবং অসাম্প্রদায়ীকতার কথা বলে ৷তাই তাদের আমি মানুষই মনে করি ৷এজন্য নতুন করে মানুষ হতে বলিনি ৷ বাঙালীরা জাতি হিসেবে বিপ্লবী ৷তবে এক্ষেত্রে বাঙালী ব্যবহার না করে বাংলাদেশী ব্যবহার করাই উত্তম ছিল ৷যেটা বুঝতে পারলাম আপনার মন্তব্য পড়ার পর ৷যাইহোক,আমি যেহেতু সবাইকে এক হয়ে দেশে চলমান অন্যায় অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছি,তাই এক্ষেত্রে এই শব্দটাই আমার কাছে পারফেক্ট মনে হয়েছে ৷এখানে ভাষীক কোনও বিভাজন উল্লেখ করার উদ্দেশ্য আমার ছিল না ৷

১২| ০১ লা মে, ২০১৬ রাত ৯:২৪

ক্লান্ত রিয়াদ বলেছেন: এই সব এখন দেখতে,শুনতে, এমনকি পড়তেও অসহ্য লাগে! এখন এই ঘটনাগুলো ঘটলে শোকা কিংবা রাগের চেয়ে বিরক্ত লাগে বেশি! একটারও সুষ্টু বিচার বা রহস্য উদঘাটন হচ্ছে না! X(

০১ লা মে, ২০১৬ রাত ১০:৩০

মশার কয়েল বলেছেন: বিচার বা রহস্য উদঘাটন হয় না বলেই দিন দিন এর প্রবণতা বাড়ছে ৷এটা প্রশাসনের অসহায়ত্ব ৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.