নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ সত্য বাকী সব মিথ্যা

মোঃ শওকত হোসেন বিপু

আমি মনের আনন্দে লিখি তাতে কেহ খুশি হতে পারে আবার নাও হতে পারেন তাতে এই অধমের কিছু আসে যায়না।

মোঃ শওকত হোসেন বিপু › বিস্তারিত পোস্টঃ

ব্রাজিল বা আর্জেন্টিনার নয়, জয় হোক এমন ফুটবলের, জয় হোক ফুটবলপ্রেমীদের এমন উন্মাদনার।

২৩ শে জুন, ২০১৮ দুপুর ২:২৮

আর্জেন্টিনা বা ব্রাজিল দক্ষিণ আমেরিকার দু'টি দেশ, যারা হাজার মাইল দূরে অবস্থান করেও নীল-সাদা কিংবা সবুজ-হলুদ রংয়ের পতাকার এমন আধিক্য দেখে বা উড়তে দেখে, যে কারোর মনে হতে পারে, আমাদের কত কাছে তাদের অবস্থান। হতে পারে সেটা এককভাবে পেলে বা ম্যারাাডোনার খেলার নৈপূণ্য বা দলগতভাবে খেলার গতির তীব্রতা বা ছন্দ। আবার নিজ দেশের ফুটবলের এমন দৈন্যদশাও অনেকাংশে দায়ী। কারন গ্রেটেস্ট শো অন আর্থ দেখতে বসলে কাউকে না কাউকে সমর্থন করতে হয়, বিষয়টা অনেকটা দুধের স্বাদ ঘোলে মিটানোর মত অবস্থা।

আগে যখন মোহামেডান বা আবাহনীর কোন খেলা হতো, তখন পাড়ায় পাড়ায় উড়ত সাদা-কালো বা নীল রংয়ের পতাকা, এখন যেমনটা আর্জেন্টিনা বা ব্রাজিলের নীল-সাদা বা সবুজ-হলুদ রংয়ের পতাকা উড়ছে। অনেকের কাছে নিজের দেশ ছাড়া অন্য দেশের এমন পতাকা উড়ানো সমর্থনযোগ্য নয়। কিন্তু আমার কাছে নিজের দেশের পতাকার অসম্মান না করে যে কোন দেশের পতাকা উড়ানো একধরনের আনন্দের উপলক্ষ্য মনে হয়। সেটা হতে পারে খেলা বা আঞ্চলিক বা আন্তর্জাতিক কোন অনুষ্ঠানকে সামনে রেখে, সেটা অনেকটা অনেক রংয়ের মাঝে নিজেরটা খুঁজে নেয়ার মতো বা সবার মাঝে নিজেকে বিলিয়ে দেয়ার মতো।

এই প্রসঙ্গে একটা গল্প মনে পড়ে গেল, যদিও সেটা রাজনৈতিক সংস্কৃতিক বিষয়ক, কিন্তু সেটাও ছিল আমার কাছে বৈচিত্রময়। কলেজে পড়ার সময় ১৯৯৫-৯৬ সালে বুয়েটে প্রায় যেতাম এলাকার এক বড় ভাইয়ের কাছে। একদিন দেখলাম উনার রুমে একক জনের পড়ার টেবিলের উপর একক দলের স্টিকার, কারো টেবিলের উপর ছাত্রদল, কারো টেবিলের উপর ছাত্রলীগ, কারো টেবিলের উপর ছাত্র শিবিরের কিংবা কারো টেবিলের উপর সমাজতান্ত্রিক দলের স্টিকার। জিজ্ঞাসে বিমোহিত হলাম যে, উনারা নিজেরা একক দলের সমর্থকই শুধু নয়, এদের মধ্যে একাধিক জন আছেন, যারা দলের মনোয়ন পেয়ে ছাত্রসংসদ নির্বাচন করছেন। বিভিন্ন দল নয় বরং বিভিন্ন মনের মানুষের এমন সহাবস্থানের বিষয়টা আমাকে আজও বিমোহিত করে রাখে।

এমন ভিন্নতা বা বৈপরীত্য বা আলাদা পছন্দকে প্রকাশ করার স্বাধীন প্রকাশভঙ্গীকে উপভোগ করি চরমভাবে, সেজন্য আর্জেন্টিনা বা ব্রাজিলের সাপোর্টার্সদের এমন উন্মাদনাকে উপভোগ করি পরমভাবে (absolutely)। ব্রাজিলের সাপোর্টার্স হিসেবে কোস্টারিকার বিপক্ষে ব্রাজিলের জয়ে যেমন আনন্দিত হই, ঠিক তেমনি আর্জেন্টিনার বিদায়ের শংকায় শন্কিতও এই আমি। কারন আমি ব্রাজিল সাপোর্টার হলেও আমার ঘরনী আর্জেন্টিনার সাপোর্টার আবার আমার ছেলে জারার তার চাচা বা ভাইয়াদের শেখানো বুলি (আর্জেন্টিনা জিন্দাবাদ) আমার সামনে এসে জোরে জোরে বলে, সুতরাং ঘরের কর্তা হিসেবে আমাকেও মেনে নিতে হয়, পছন্দ যার যার, ঘর সবার।

২৩. ০৬. ২০১৮ (ঢাকা)।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০১৮ বিকাল ৫:০৪

রাজীব নুর বলেছেন: " হে মুমিনগণ! তোমরা রুকু কর, সেজদা কর, তোমাদের পালনকর্তার এবাদত কর এবং সৎকাজ সম্পাদন কর, যাতে তোমরা সফলকাম হতে পার।"

________[সূরাঃহাজ্জ্ব-আয়াত,৭৭]_______

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.