নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

@ ঘুরপাক פֿ ; সক্রিয় পাঠক

শূন্য হৃদয়ে ডঙ্কা বাজে এ কিসের, জানো কি হে!

জসিম

সবকিছূই যেন ঘুরে ঘুরে আসা। ঘুরপাক@ সবখানেই।

জসিম › বিস্তারিত পোস্টঃ

এলোমেলো নোট

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫১

সম্ভবত হাইস্কুল জীবনের প্রথমদিকে ভুগোল নামক শাস্ত্র বই'তে পড়েছিলাম উত্তর মেরু, দক্ষিণ মেরু আরো পড়েছিলাম মহাদেশ, মহাসাগর!
জীবনচক্র আমাকে লাথি মেরে একবারে উত্তর মেরুতেই পাঠিয়ে দিবে সেটা অবশ্য দেড় বছর আগে মাথায় আসেনি।

উত্তর মেরুর খুব কাছে থাকার পরও সময়টা এখন সূর্য মামার রাজত্বের পুরো আয়ত্তে। তাই বুঝি শীতলতার পরিমাণগত মাত্রা শূণ্যের বৃত্তের এপাশ-ওপাশ ঘুরপাক খেলেও ঘর হতে চোখ মেলে তাকালেই ঝাঁঝালো রোদ, আর পা ফেলে বেরুলে রৌদ্র তখন অনুভবে জড়িয়ে কাতর। রোদ যখন প্রত্যাশাই ছিল সব সময়, তাই এখন উজ্জ্বলতার স্ফুলিঙ্গকে কড়জোড়ে স্বাগত জানাই।

ঋতু চক্রে বৈশাখ আসে সবার জন্য আমার জন্য সেটা আসে আরো বেশি কিছু হয়ে। তাই আমি বৈশাখকে আমন্ত্রণ জানাই না, সে নিজেই আমাকে বরণ করে। এমন বরণ আয়োজন আমার আরো কাছের কিছু বন্ধুর জন্যও। আরো অনেকের জন্যও বটে!

যখন প্রতিদিন বসন্ত আসে তখন জীবন অনেক পথেই তার রঙ্গিন সুতোর জাল বুনে। এটা স্থির না, চলমান। কাছে যখন সমুদ্র থাকে, বিশালতায় হাবুডুবু খেতে খেতে তার স্বাদটা খানিক পরে অতীত হবে সে চিন্তা আসে না। প্রকৃতির নিবিড়তা যখন জড়িয়ে রাখে অনুভব তখনো সেটা দুর্লভ হয়ে উঠবে, ভাবনার এমনটা খুঁজে পাই না। তার যেমন পর আছে, সেভাবে এগুলোও তারপর...
সেসব দিন রঙ্গে ভরা দিন..
হৃদয়ে গাঁথা আছে অমলিন...

ঘড়ির কাঁটার সাথে যখন জীবনের গতিও একই ক্ষিপ্রতায় এগুচ্ছে তখন এলোমেলো হাওয়া-ই যেন সম্বল আমার। মিলিয়ে বা গুছিয়ে ক্ষিপ্র সময়ের তালে বোধহয় আমি বেমানান! তাই হবে, হয়ে রবে সামনের দিন,মাস, বছর অথবা কপালে শনি থাকলে যুগ কয়েক যুগ!

জীবনটাই যখন এলোমেলো বৈশাখ দিয়ে শুরু তখন আমি আর গোছালে হবই বা কবে, ছিলাম-ই বা কবে!

সাধারণ কিছু আয়োজনের অসাধারণ অনুভূতি আর হৃদয়গভীর ভালোবাসা হয়তো এবারো থাকবে দুরত্বে বাঁধা!

মনেতে তবুও দৃঢ় বিশ্বাস এক ..বাঁধার ধাঁধা ডিঙ্গিয়ে
হৃদ্যতাপূর্ণ অনুভূতিরা খুঁজে নেবেই সঠিক গন্তব্য।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো অনুভূতির গোছানো প্রকাশ। মোটেও এলোমেলো হয়নি।

১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৭

জসিম বলেছেন:
ধন্যবাদ ও কৃতজ্ঞতা হামা ভাই.

শুভকামনা ও শুভ নববর্ষ.

২| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৫

জুন বলেছেন: শুভ জন্মদিন জসিম :)

২৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৪

জসিম বলেছেন: বিলম্বিত সাড়ায় দু:খপ্রকাশ :(

শুভেচ্ছার জন্য কৃতজ্ঞতা জুনাপু. :)

শুভকামনা.

৩| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ১১:০৪

জোৎস্নাআলো বলেছেন: ভালো লাগলো অনুভূতির গোছানো প্রকাশ। মোটেও এলোমেলো হয়নি।

০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:০৩

জসিম বলেছেন: কৃতজ্ঞতা জোৎস্নাআলো.

ভালো থাকবেন. :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.