নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

@ ঘুরপাক פֿ ; সক্রিয় পাঠক

শূন্য হৃদয়ে ডঙ্কা বাজে এ কিসের, জানো কি হে!

জসিম

সবকিছূই যেন ঘুরে ঘুরে আসা। ঘুরপাক@ সবখানেই।

জসিম › বিস্তারিত পোস্টঃ

সুইডেনের স্টকহোমের পথে পথে কিছু মুহূর্ত- ছবি ব্লগ

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১৮


বৃক্ষসজ্জায় বাড়ি, স্টকহোম

কিছুদিন আগে গিয়েছিলাম সুইডেনের স্টকহোমে. জাহাজে করে রাতের ভ্রমণ শেষে পরদিন ঘুরে আবার সেদিন রাতে ফেরত. হেলসিংকি থেকে 'সিলিয়া লাইন' জাহাজে করে সেখানে আমরা গিয়েছিলাম এক দল বন্ধু বান্ধব মিলে. বেশিরভাগ একই ইউনিভার্সিটির একই ফ্যাকাল্টির শিক্ষার্থী. আরো অনেকে যোগ দেয় ফিনল্যান্ডের অন্য বিশ্ববিদ্যালয় থেকেও. সেই সংক্ষিপ্ত যাত্রার আংশিক ছবি নিয়ে আজকের ছবি ব্লগ.


হেলসিংকি থেকে যাবার আগে এভাবে ছিলো গোমড়ামুখে আকাশ. ছেড়ে যাচ্ছি এই বিরহে হয়তো!


জাহাজ থেকে নামার পর বাইরে বেরুবার দিকে যাবার সময়, জাহাজ দূরে দাড়িয়ে.


বৃক্ষসজ্জায় বাড়ি


পথ থেকে পথে, স্টকহোম


হেলসিংকির কাউভোপুইসতো-তে জাহাজ ছাড়ার আগের অবসর সময় .


স্টকহোমের পথে পথে


সেলফি তোলার আহবান! স্টকহোমে জাহাজ থেকে নেমে বেরুবার পথে


স্টকহোমের পথে পথে


স্টকহোমের পথে পথে হাটাহাটি

মন্তব্য ৪৮ টি রেটিং +১২/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৮

নিরব ঘাতক ফাহিম বলেছেন: nice pics

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৪

জসিম বলেছেন: আপনাকে স্বাগতম.

অনেক ধন্যবাদ .

তবে, কেন যে আপনি নিরব ঘাতক ফাহিম হলেন- কৗেতুহল!

ভালো থাকুন.

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৮

মোঃ তামিম হাসান বলেছেন: সুন্দর :)

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৮

জসিম বলেছেন: ব্লগে স্বাগতম মো: তামিম হাসান.

ভালো লাগার জন্য কৃতজ্ঞতা.

ধন্যবাদ.
ভালো থাকুন.

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৬

সায়েম মুন বলেছেন: সুন্দর একটা রাজধানী স্টোকহোম দেখালেন। পুরা ইউরোপ দেখতে বোধয় একই রকম। একবার ইউরোপ ঘোরার ইচ্ছে আছে। বেশ লাগলো আপনার পোস্ট।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩১

জসিম বলেছেন: কৃতজ্ঞতা সায়েম ভাই.
ঘুরতে আসলে ফিনল্যান্ড চলে আইসেন! ভালো থাকুন.

শুভকামনা থাকলো.

৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২২

আরণ্যক রাখাল বলেছেন: কী নির্জন! কিছু ছবি চমৎকার
প্লাস

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৭

জসিম বলেছেন: নির্জন ঠিক. ছবিতে তেমন মানুষ রাখা হয়নি সেটাও কথা. আর এমনিতে তখনও সামার শেষ হয়নি সেখানে. চারদিকে রং বেরং বড়ই চমৎকার .

ধন্যবাদ.
ভালো থাকুন.
শুভকামনা

৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৫

কামরুন নাহার বীথি বলেছেন: স্টকহোমের বৃক্ষসজ্জায় সজ্জিত বাড়ি আর প্রকৃতির ছবিগুলো অসাধারণ!!
অনেক অনেক শুভেচ্ছা!!!

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০১

জসিম বলেছেন: এরকম বাড়ি আরো বেশ কতগুলো চোখে পড়েছে. খুবই সুন্দর.
আরেক পোস্টে বড় করে কিছু ছবি দিয়ে একটা নতুন পোস্ট দেয়ার ইচ্ছা আছে.

ভালো থাকুন কামরুন নাহার বীথি.
অনেক ধন্যবাদ.

৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪০

বটপাকুড় বলেছেন: আপনি টি সেন্ট্রাল আসেন নি ? স্টকহোম অনেক সুন্দর জায়গা, তবে সামারে আসলে আপনার কাছে আরো ভাল লাগবে :)

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৭

জসিম বলেছেন: সেন্টারের দিকে গিয়ে এক পিজা দোকানে পিজা খাবার পর আরেকটু ঘুরে চলে আসি. কম সময়ে বেশি কিছু দেখা সম্ভব হয়নি.
আপনি কি স্টকহোম থাকেন! মার্চ বা এপ্রিলে আবার আসবো. তখন ঘুরে ফিরে ভালো করে দেখার ইচ্ছা আছে. ভালো থাকবেন.

স্টকহোম থাকলে হয়তো অাপনার সাথে দেখাও হয়ে যেতে পারে!

ধন্যবাদ.
শুভকামনা.

৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৮

ফেরদৌসা রুহী বলেছেন: বাহ চমৎকার সব ছবি।

নিরিবিলি, পরিচ্ছন্ন।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৫

জসিম বলেছেন:
অনেক ধন্যবাদ ফেলদৌসা রুহী.
আমার ব্লগে স্বাগতম.

এখানে প্রকৃতিই এমন. আর পরিচ্ছন্নতা সে তো বলাই বাহুল্য.
ভালো থাকবেন.

অনেক শুভকামনা.

৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৯

সুমন কর বলেছেন: চমৎকার সব ছবি।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৬

জসিম বলেছেন:
ধন্যবাদ সুমন কর.

ভালো থাকুন.
শুভকামনা.

৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪২

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: Europe jete icca korche ..eto sundor keno??

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৮

জসিম বলেছেন: ইউরোপের দেশগুলো সৗেন্দর্যে অবশ্যই অতুলনীয়. আর একেক জায়গায় সেটা একেক রকম. আসলে অবশ্যই ভালো লাগবে. একটা প্ল্যান করেই ফেলুন তবে!

শুভকামনা রইলো.
ভালো থাকুন.
ধন্যবাদ.

১০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪২

হাসান মাহবুব বলেছেন: অনেক সুন্দর। আমি কোথায় যেন পড়েছিলাম সুইডেনে বছরের একটা নির্দিষ্ট সময়ে শয়ে শয়ে তরুণ-তরুণী দলবেঁধে আত্মহত্যা করে। সুন্দরের আড়ালে এই গভীর বিষাদ কেন!

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৫

জসিম বলেছেন: বিষয়টা হলো সুইডেন উন্নত দেশগুলোর মধ্যে আত্মহত্যার দিক দিয়ে বেশ উপর দিকে. সরকারি পরিস্ংখ্যানই বলে, বছরে প্রায় ১,৫০০ মানুষ শুধু আত্মহত্যার কারণে মারা যায়. নির্দিষ্ট সময় বিষয়ে কোনো ধারণা নাই. তবে, অনেক আত্মহত্যা হয় সাধারণত গ্রীষ্ম-শীতের মাঝামাঝি সময়ে. ফিনল্যান্ডেও এ ধরনের কিছু ঘটনা প্রতি বছরই ঘটে. তবে সেটা খুবই কম.

ধন্যবাদ.
ভালো থাকুন.

১১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১১

মিতু রহমান বলেছেন: গোমড়ামুখো আকাশের ছবিটাই বেশি ভালো লেগেছে

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৭

জসিম বলেছেন: অনেক ধন্যবাদ মিতু রহমান.
ব্লগে স্বাগতম.

ভালো লাগার জন্য অনেক কৃতজ্ঞতা.
ধন্যবাদ.

শুভকামনা.

১২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৫

এহসান সাবির বলেছেন: দারুন।

শেয়ারের জন্য ধন্যবাদ।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৭

জসিম বলেছেন:
অনেক অনেক কৃতজ্ঞতা এহসান সাবির.
ভালো থাকুন.
শুভকামনা

১৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯

মনিরা সুলতানা বলেছেন: কয়েকটা ছবি মারাত্মক সুন্দর :)

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৮

জসিম বলেছেন: কি যে বলেন. লজ্জায় পড়ে গেলাম.

কৃতজ্ঞতা অনেক.
ভালো থাকুন.

শুভকামনা.

১৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০২

জুন বলেছেন: পথে পথের ছবিগুলো মন কেড়ে নিল জসিম ।
অনেক ভালোলাগা ।
+

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২১

জসিম বলেছেন: অনেক ধন্যবাদ জুনাপু.
পরে আবার আরো কিছু পথের ছবি পোস্ট করার চেষ্টা করবো.

ভালো লাগার জন্য কৃতজ্ঞতা.
শুভকামনা.

১৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫৯

প্রিন্স হেক্টর বলেছেন: দারুন পোষ্ট। এসব দেশের পরিচ্ছন্নতার ব্যাপারটা আমার খুব ভালো লাগে।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২১

জসিম বলেছেন:
চলে আসেন ঘুরতে এক সময়. ভালো লাগবে অবশ্যই.

ভালো থাকুন.
শুভকামনা

১৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৮

অগ্নি কল্লোল বলেছেন: ছবিগুলো চমৎকার।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২২

জসিম বলেছেন: অনেক ধন্যবাদ অগ্নি কল্লোল.

ভালো থাকুন.

শুভকামনা

১৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫০

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুন্দর ছবিগুলো। শুভেচ্ছা।

০৯ ই মার্চ, ২০১৬ রাত ৮:৩৬

জসিম বলেছেন: আরো কিছু দিয়ে একটা পােস্ট দিব ভাবছিলাম.. কিন্তু সমস্যা হলো ভাবনাই শেষ হয় না. লেখার সময় আর মেলে না!

অনেক ধন্যবাদ রেজওয়ানা আলী তনিমা.
অনেক ভালো থাকুন.
শুভকামনা.

১৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৩

আবু শাকিল বলেছেন: সুইডেন দেখছি আমাদের দেশের মত সবুজ :)
সম্ভবত বসন্তকাল চলছে।

০৯ ই মার্চ, ২০১৬ রাত ৮:৪২

জসিম বলেছেন: সময়টা গ্রীষ্মের শেষ দিকের. এ কারণে রংয়ের খেলা প্রকৃতিতে তখনো অনকে সতেজ!

ধন্যবাদ.
ভালো থাকুন.
শুভকামনা.

১৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৪

কথাকথিকেথিকথন বলেছেন: শান্ত পরিচ্ছন্ন ছবি ব্লগ । ভাল লেগেছে ।

০৯ ই মার্চ, ২০১৬ রাত ৮:৫১

জসিম বলেছেন:

ভালো লাগার জন্য অনেক ধন্যবাদ.

শুভকামনা রইলো.
ভালো থাকুন.

২০| ১২ ই মার্চ, ২০১৬ রাত ৮:০০

শায়মা বলেছেন: পথে পথে রঙ্গিন পাতার গাছ! মুগ্ধ হলাম ভাইয়া।

২৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮

জসিম বলেছেন: অনেক ধন্যবাদ.

কৃতজ্ঞতা শায়মাপু.

শুভকামনা.

২১| ১৩ ই মার্চ, ২০১৬ রাত ১২:৩৪

আমিই মিসির আলী বলেছেন: ছবি গুলো ভালো লাগলো ভাই।
+

২৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫১

জসিম বলেছেন: আমিই মিসির আলী,

ভালো লাগার জন্য কৃতজ্ঞতা-.

শুভকামনা রইলো.'

ভালো থাকবেন.

২২| ১৩ ই মার্চ, ২০১৬ রাত ১২:৪৭

রিপি বলেছেন: খালি দেখি পথে পথেই ছিলেন। কোন বিশেষ জায়গা পরিদরশন করতে পারতেন। জাহাজ থেকে নেমে রাজার বাড়িটা কিন্তু কাছেই ছিল। ছবি গুলো চমৎকার লাগলো।অনুভূতির দারুন প্রকাশ। :)

২৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩২

জসিম বলেছেন: রাজার বাড়ি কােনটা খেয়াল করি নাই. তবে জাহাজ থেকে নেমেই শহরে যাবার পথে একটা বাড়ি চোখে পড়েছে, সেটার কাছে কিছু ছবিও আছে অবশ্য. আর আপনি ঠিকই ধরেছেন. হাঁটতে হাঁটতেই পুরো পথ!
আসলে হয়েছে কি, আগে থেকে কোথায় যাবো, কি দেখবো এগুলা কিছু প্লান করা হয়নি. ভেবেছিলাম যেহেতু অনেক লোকজন, কেউ না কেউ এখানে-সেখানে নিয়ে যাবে! কিন্তু সে আর হলে না.

ভালো লাগার জন্য অনেক কৃতজ্ঞতা.

শুভকামনা.
ভালো থাকুন.

২৩| ২৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২০

মহা সমন্বয় বলেছেন: দারুণ :)

পুরো ইউরোপটাই ঘুরতে হবে একদিন। B-)

২৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫

জসিম বলেছেন:
মহা সমন্বয়,
তো আর দেরি কেনো! সবকিছু সমন্বয় করে যাত্রা শুরু করেই দিন জলদি!

শুভকামনা থাকলো. এসে পড়লে ফাঁকে কোথাও দেখাও হয়ে যেতে পারে!

ভালে থাকুন.

২৪| ২৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩২

কালীদাস বলেছেন: ছবিগুলো সুন্দর। স্টকহোমে যাওয়ার ইচ্ছা অনেকদিনের, সুযোগ করে উঠতে পারিন। সেইম কথা হেলসিংকিংর জন্যও, গতবছর এক ছুটির সময় টালিনের বিচে হাঁটছিলাম আর চিন্তা করছিলাম হেলসিংকির ফেরি ধরব কিনা। শেষ পর্যন্ত হয়ে উঠেনি :(

স্টকহোমের সেন্টারের ছবি আরও আশা করেছিলাম পোস্টে :)

আচ্ছা একটা প্রশ্ন করি। ফিনল্যান্ডের জিনিষপত্রের দাম কি বাকি তিন নরডিক কান্ট্রির মত চড়া? নাকি নরডিক আর বাল্টিক দেশগুলোর মাঝামাঝি?

৩০ শে মার্চ, ২০১৬ রাত ১১:৩২

জসিম বলেছেন:
ধন্যবাদ কালীদাস.

আপনি তাললিন এসে হেলসিংকি আসলেন না - এইটা কিছু হইলো! আবার সুযোগ করে আইসা পড়েন. স্টকহোমের ছবি আশা করি পাবেন. আগের তোলা গুলো তো আছেই. সামনের মাসে যাচ্ছি. এবার গিয়ে আরো বেশি ছবি তোলা সম্ভব হবে. দেখা যাক.

দাম আসলে ইউরোপের অন্য দেশগুলার মতোই. যদিও নরডিক হিসাব করলে একটু বেশি বলা যায়. তবে নরওয়ের তুলনায় অবশ্যই কম. এছাড়া অন্য দেশগুলোর সঙ্গে তেমন বড় কোন পার্থক্য আমার নজরে পড়েনি.

ভালো থাকুন.
শুভকামনা.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.