নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি জাতির বোঝা। তবে আমাকে আপনি জাতির ভাতিজাও বলতে পারেন। জাতির কোন উপকার করছি কিনা জানি না। জাতির থেকে কোন উপকার পাইনি এটা বলতে পারি।

জাতির বোঝা

বাংলাদেশের ১৬ কোটি মানুষের সিরিয়াল নম্বর দিলে আমার নম্বরটা পড়বে সবার শেষে । আমি এক জন কামলা। দেশে কোন কাজ পাইনি। পেটের দায়ে বিদেশে কামলা দেই। আমি জাতির বোঝা। জাতি আমাকে কিছু দেয়নি। তবে আমি জাতিকে রেমিট্যান্স দিই।

জাতির বোঝা › বিস্তারিত পোস্টঃ

কেউ চায়না দেশটা সুন্দর আর পরিস্কার খাকুন।

২০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

বাংলাদেশের পথে ঘাটে ময়লা আবর্জনায় ভরা। ইচ্ছাকৃতভাবে মানুষ- জন সব পথের মাঝখানে ময়লা -আবর্জনা ফেলে। দোকানীরা দোকান ঝাড়ু দিয়ে ময়লা ফেলে রাস্তায়। শুকনা মৌসুমে দোকানের সামনে পানি ছিটিয়ে ধুলা উড়ানো বন্ধ করার ব্যর্থ চেষ্টা করতে দেখা যায় অনেককেই।

ধুলা বেশী জমলে উড়তে থাকে। পরিবেশ হয় দূষিত। নাকে-চোখে-মুখে প্রবেশ করে অপবিত্র সব নোংরা। আর বৃষ্টি এলে এই সব ধুলাই হয়ে যায় নোংরা সব কাদা। পথে হাটার কোন উপায়ই থাকে না।



কেউ চায়না দেশটা সুন্দর আর পরিস্কার খাকুন।



মালয়েশিয়ার পথ ঘাট ঝকঝকে পরিস্কার। প্রতি দিনই ঝাড়ু দেয়া হয়। ধুলা তুলে নেয়া হয় রাস্তা থেকে।



আশ্চর্য বিষয় হলোঃ দেশের রাস্তা-ঘাট পরিস্কার না থাকলেও বিদেশের রাস্তাঘাট ঝাড়ু দিয়ে দারুণ ঝকঝকে রাখছে আমাদের বাংলাদেশেরই মানুষ।



শুনেছি, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.