নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি জাতির বোঝা। তবে আমাকে আপনি জাতির ভাতিজাও বলতে পারেন। জাতির কোন উপকার করছি কিনা জানি না। জাতির থেকে কোন উপকার পাইনি এটা বলতে পারি।

জাতির বোঝা

বাংলাদেশের ১৬ কোটি মানুষের সিরিয়াল নম্বর দিলে আমার নম্বরটা পড়বে সবার শেষে । আমি এক জন কামলা। দেশে কোন কাজ পাইনি। পেটের দায়ে বিদেশে কামলা দেই। আমি জাতির বোঝা। জাতি আমাকে কিছু দেয়নি। তবে আমি জাতিকে রেমিট্যান্স দিই।

জাতির বোঝা › বিস্তারিত পোস্টঃ

ধন্যবাদ বাংলাদেশ বিমানকে তার সুনিপূণ যাত্রী সেবার জন্য।

০৯ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:২২



বেশ কয়েক দিন হয় ঢাকা থেকে আমার এক বন্ধু বাংলাদেশ বিমানে করে মালয়েশিয়াতে আসে। সে দেশ প্রেমিক মানুষ। তাই বাংলাদেশ বিমানের টিকেট কেটেছিল।





কিন্তু মজার ব্যাপার হলো- ফ্লাইটটি অনেক বেশী রকমের লেট করে ঢাকা থেকে যাত্রা করে। এটা হয়তো তেমন কোন ব্যাপার নয়। কারণ আমাদের দেশে সময়ের কোন দাম নেই।



ঐ ফ্লাইটের কোন যাত্রীর লাগেজই বিমানে করে আনা হয়নি । ভুল করে কর্তৃপক্ষ কোন লাগেজই নাকি বিমানে তুলেনি। যাত্রীদেরকে বলা হয় ২/৩ দিন পর কুয়ালালামপুর বিমান বন্দরে গিয়ে লাগেজ সংগ্রহ করতে। বিশেষ বিমানে করে ঢাকা থেকে লাগেজগুলো নিয়ে আসা হবে!





যারা তাদের সাথে র সব জিনিসই বুকিং এ দিয়েছিলেন তারা এক দম খালি হাতে বিমান বন্দর থেকে মালয়েশিয়ার বিভিন্ন অঞ্চলে কাজের জন্য চলে যান।



পরে লাগেজ সংগ্রহ করতে তারা যে কি পরিমাণ ভোগান্তির শিকার হয়েছিলেন তা আর না বললেও অনুমান করে নেয়া যায়।



ধন্যবাদ বাংলাদেশ বিমানকে তার সুনিপূণ যাত্রী সেবার জন্য। যাত্রীদেরকে ভোদাই বানাতে তোমার কোন তুলনা হয় না।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:১২

জাতির বোঝা বলেছেন:
ললললললল

২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:১৭

জাতির বোঝা বলেছেন: ীীীী

২| ০১ লা মে, ২০১৪ রাত ৯:১৪

জাতির বোঝা বলেছেন:
jjjkkk

৩| ০১ লা মে, ২০১৪ রাত ১০:৩২

ইকরাম বাপ্পী বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ :-P :-P :-P :-P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.