নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি জাতির বোঝা। তবে আমাকে আপনি জাতির ভাতিজাও বলতে পারেন। জাতির কোন উপকার করছি কিনা জানি না। জাতির থেকে কোন উপকার পাইনি এটা বলতে পারি।

জাতির বোঝা

বাংলাদেশের ১৬ কোটি মানুষের সিরিয়াল নম্বর দিলে আমার নম্বরটা পড়বে সবার শেষে । আমি এক জন কামলা। দেশে কোন কাজ পাইনি। পেটের দায়ে বিদেশে কামলা দেই। আমি জাতির বোঝা। জাতি আমাকে কিছু দেয়নি। তবে আমি জাতিকে রেমিট্যান্স দিই।

জাতির বোঝা › বিস্তারিত পোস্টঃ

বিসিএস ক্যাডারে প্রমোশন কত দূর হওয়া উচিত।

১১ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:০৩



বিসিএস এর বেশ কিছু ক্যাডারের প্রমোশন অতিরিক্ত সচিবের উপরে হওয়া উচিত নয় বলেই আমি মনে করি।



একটি দল ক্ষমতায় আসে তাদের দলীয় ইশতেহার বাস্তবায়নের জন্য। তাই সরকারের নীতি নির্ধারক পদগুলোতে কোন সরকারী বেতন ভুক্ত সচিব না থাকলেও ভাল। কারণ মনে প্রাণে দলীয় না হলে দলের কর্মসূচী বাস্তবয়নে তারা আন্তরিক হন না।



তাই সচিব পর্যায়ের পদগুলোতে দলীয় ভাবে নিয়োগ করা উচিত।



একই ভাবে বিদেশে দূতাবাসেও দলীয় ভিত্তিতেই রাষ্ট্রদূত নিয়োগ করা উচিত। রাষ্ট্রদূতরা যেহেতু দেশের মূল প্রতিনিধি- সরকারে যেই দল আছে সেই দলের লোকই রাষ্ট্র দূতপদে নিয়োগ করা উচিত। বিসিএস ক্যাডার থেকে রাষ্ট্র দূত নিয়োগ করা উচিত নয়। কেননা, তাতে দলীয় সরকারের প্রতিনিধিত্ব যথাযথ হয় না।



কোন দূতাবাসেই বিসিএস ক্যাডার থেকে উপরাষ্ট্রদূতের বেশী প্রমোশন তেয়া উচিত নয়।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৬ ই মে, ২০১৪ রাত ৯:১৭

জাতির বোঝা বলেছেন: চজ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.