নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি জাতির বোঝা। তবে আমাকে আপনি জাতির ভাতিজাও বলতে পারেন। জাতির কোন উপকার করছি কিনা জানি না। জাতির থেকে কোন উপকার পাইনি এটা বলতে পারি।

জাতির বোঝা

বাংলাদেশের ১৬ কোটি মানুষের সিরিয়াল নম্বর দিলে আমার নম্বরটা পড়বে সবার শেষে । আমি এক জন কামলা। দেশে কোন কাজ পাইনি। পেটের দায়ে বিদেশে কামলা দেই। আমি জাতির বোঝা। জাতি আমাকে কিছু দেয়নি। তবে আমি জাতিকে রেমিট্যান্স দিই।

জাতির বোঝা › বিস্তারিত পোস্টঃ

মালয়েশিয়াতে এমআরপি-আউটেসোসিং কোম্পানীর ডাকাতি !!!

১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৩৭

মালয়েশিয়াতে আউট সোসিং কোম্পানী শ্রমিকদেরকে পাসপোর্ট দেয়ার নামে প্রকাশ্যে ডাকাতি শুরু করেছে।

ইতোমধ্যেই ৭/৮টি জায়গায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নামে সাইনবোর্ড ঝুলিয়ে তারা ফিঙ্গাপ্রিন্ট আর ছবি নিতে শুরু করেছে।

জানা গেছে কুয়ালালামপুরে অবস্থিত দূতাবাসে ডিজিটাল পাসপোর্ট নিতে একজন শ্রমিকের খরচ হয় একশত ষোল রিঙ্গিত। আর এই সব সাইনবোর্ড ঝুলানো কোম্পানীরা নিচ্ছে ৩০০ থেকে ৪০০ রিঙ্গিত।

গত বৃহস্পতিবার দূতাবাসের কর্মকর্তার নেতৃত্বে একটি ক্লাং নামক একটি স্থানে গিয়ে দেখতে পায় সেখানে চেয়ার -টেবিল েপেতে প্রকাশ্যে ৩০০ থেকে ৪০০ টাকা করে আদায় করা হচ্ছে। কিন্তু শ্রমিকরা এত খরচ করে পাসপোর্ট পাবে কিনা সেটা নিশ্চিত নয়।

এব্যাপারে অভিজ্ঞ এক জন ব্যক্তি জানালেন- আউট সোসিং বাদ দিয়ে সরকারী ভাবে বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান টিম পাঠিয়ে পাসপোর্ট তৈরীর কাজ করলে শ্রমিকরা উপকৃত হতে পারে। অন্যথায় তাদের কষ্টের টাকা বাঘেই খাবে। তাদের ভাল চাইলে এখনই বিষয়টি নিয়ে কাজ শুরু করতে হবে।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:৫৭

নতুন বলেছেন: বাঙ্গালী জাতি কি ধান্দাবাজ হিসেবে পরিচিতি পাবে বিশ্বে...

১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:১৭

জাতির বোঝা বলেছেন: ++

২| ০৮ ই মে, ২০১৮ ভোর ৫:৩৮

জাতির বোঝা বলেছেন: সবাই ।

৩| ০৮ ই মে, ২০১৮ সকাল ৭:২১

চাঁদগাজী বলেছেন:


আপনি কি দেশে, নাকি এখনো প্রবাসে?

৪| ০৮ ই মে, ২০১৮ বিকাল ৪:১১

জাতির বোঝা বলেছেন: প্রবাসে আছি। দেশে আপাতত যাবার কোন পরিকল্পনা নেই।

৫| ০৮ ই মে, ২০১৮ রাত ৮:১৮

শামচুল হক বলেছেন: যেখানে বাঙালি সেখানেই দুর্নীতি।

০৯ ই মে, ২০১৮ বিকাল ৪:০৮

জাতির বোঝা বলেছেন: কথা কিন্তু সত্য বলেছেন। সদ সত্য কথা বলা একটি ভালো অভ্যাস।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.