নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি জাতির বোঝা। তবে আমাকে আপনি জাতির ভাতিজাও বলতে পারেন। জাতির কোন উপকার করছি কিনা জানি না। জাতির থেকে কোন উপকার পাইনি এটা বলতে পারি।

জাতির বোঝা

বাংলাদেশের ১৬ কোটি মানুষের সিরিয়াল নম্বর দিলে আমার নম্বরটা পড়বে সবার শেষে । আমি এক জন কামলা। দেশে কোন কাজ পাইনি। পেটের দায়ে বিদেশে কামলা দেই। আমি জাতির বোঝা। জাতি আমাকে কিছু দেয়নি। তবে আমি জাতিকে রেমিট্যান্স দিই।

জাতির বোঝা › বিস্তারিত পোস্টঃ

প্রবাসী শ্রমিকদেরকে কম খরচে বেশী রেটে দেশে টাকা পাঠানোর সুযোগ দিন।

২৯ শে মে, ২০১৮ দুপুর ২:৫৯



প্রবাসে বাংলাদেশের শ্রমিকরা গাধার খাটুনি খাটে। এই খাটুনির ফলে তারা যে টাকা পায় সেই টাকার বিরাট একটা অংশ বাংলাদেশে পাঠায় । এই পাঠানোটা বিরাট ঝামেলা। কারণ, টাকা পাঠাতে খরচ লাগে, আবার রেটের ব্যাপার আছে। সাধারণত ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠালে পাঠানোর খরচ লাগে, রেট একটু কম পাওয়া যায়। তাই অনেক শ্রমিক হুন্ডি ব্যবসায়ীদের ফাদে পড়ে। তারা টাকার রেট একটু বেশী দেয় ঠিকই । কিন্তু তারা মাঝে মাঝে শ্রমিকদেরকে ঠকায়। সব চেয়ে বড় কথা হুন্ডি ব্যবসায়ীরা দেশে কে ঠকায়। কিভাবে ঠকায়?
হুন্ডি ব্যবসায়ীরা যে টাকা দেশে পাঠায় সেটা কোন যথাযথ ব্যাংকিং চ্যানেল নয়। ফলে এই টাকা কোন রেমিটেন্স হিসাবে বাংলাদেশ ব্যাংকে যায় না। হুন্ডি ব্যবসায়ীরা হয় কোন পণ্য কিনে দেশ পাঠায়। দেশে গিয়ে সেই পণ্যের দাম থেকে শ্রমিকদের নিকটজনকে টাকা বুঝিয়ে দেয়। ফলে ব্যাংক খাত ক্ষতিগ্রস্ত হয়। কারণ এলসি ছাড়াই তারা বিদেশ থেকে পণ্য নিয়ে আসে।

এই কারণে অনেক চোরাকারবারী, কালো টাকার মালিক বিদেশে টাকা পাচার করার সুযোগ পায়। এটা বন্ধ করতে চাইলে সরকার নিচের পদক্ষেপগুরো নিতে পারেঃ
১। শ্রমিকদেরকে বিনাখরচে টাকা পাঠানোর সুযোগ দিতে পারে।
২। বাজারের প্রচলিত রেটের চেয়ে একটু বেশী রেট দিতে পারে যাতে শ্রমিকরা ব্যাংক চ্যানেলে টাকা পাঠাতে উৎসাহী হয়।
৩। নিয়মিত মনিটর করতে পারে এবং নতুন নতুন কেৌশল বের করতে পারে যাতে সাধারণ শ্রমিকরা হুন্ডি ব্যবসায়ীদের ধারে কাছেও না যায়।
৪। প্রবাসী শ্রমিকদেরকে বিনা খরচে কিংবা নাম মাত্র খরচে সামান্য একটু বেশী রেটে দেশে টাকা পাঠানোর সুযোগ দিলে দেশের রেমিটেন্স বাড়বে বহুগুণে।

বিষয়টি নিয়ে সদাশয় সরকার বাহাদুর ভেবে দেখতে পারেন।

মন্তব্য ২১ টি রেটিং +৩/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০১৮ বিকাল ৪:০০

রাজীব নুর বলেছেন: মধ্যপ্রাচ্যের প্রবাসীরা সরকারকে ফাঁকি দিয়ে দেশে টাকা পাঠায়।

০৩ রা জুন, ২০১৮ দুপুর ১:২১

জাতির বোঝা বলেছেন: আপনি যদি প্রবাসী শ্রমিকদেরকে দোষ দেন তাহলে বলবো এটা ঠিক না। সরকারের উচিত শ্রমিকদেরকে আরো সুবিধা দেয়া যাতে তারা ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাতে বেশী বেশী আগ্রহী হয়। এটা করলে কোটিপতি কালো টাকার মালিকরা টাকা পাচার করতে পারবে না।

১০ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৩৯

জাতির বোঝা বলেছেন: সরকার জুলাই মাস থেকে যে নিয়মটি চালু করেছে সেই নিয়ম অনুযায়ী কেউ যদি বিদেশ থেকে 100 টাকা ব্যাংকিং চ্যানেল মারফত পাঠায় তাহলে দেশে কবে 102 টাকা। এই নিয়মটি শ্রমিকদের জন্য উপকারী হবে। তবে আমি মনে করি 2% না দিয়ে এটাকে 5% করা উচিত ।
অনেক মানুষই তো সরকারি টাকা লুটেপুটে খাচ্ছে। হলমার্ক কেলেঙ্কারি সহ নানান ভাবে সরকারের টাকা লুটেপুটে খাচ্ছে। সেখানে শ্রমিকদেরকে যদি একটু প্রণোদনা দেওয়া হয় তাহলে বৈদেশিক মুদ্রার ভান্ডার আরো মজবুত হবে। প্রণোদনা দেওয়া হয় সেটা জাতির জন্য ভালো।

২| ২৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঐসব লোক হলো লোভী। সামান্য কয়েকটাকার ব্যবধানের জন্য অবৈধ পথে টাকা পাঠায়। ওদের ফ্রি রেট দিলেও ওরা আরেকটু বেশী পেলে আবারও হুন্ডিতে পাঠাবে। দেশপ্রেমের অভাব আছে ঐসব অভাবীর...

০৩ রা জুন, ২০১৮ দুপুর ১:২১

জাতির বোঝা বলেছেন: আপনি যদি প্রবাসী শ্রমিকদেরকে দোষ দেন তাহলে বলবো এটা ঠিক না। সরকারের উচিত শ্রমিকদেরকে আরো সুবিধা দেয়া যাতে তারা ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাতে বেশী বেশী আগ্রহী হয়। এটা করলে কোটিপতি কালো টাকার মালিকরা টাকা পাচার করতে পারবে না।

৩| ২৯ শে মে, ২০১৮ রাত ৮:৪৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এই প্রস্তা‌বে আমার কিছু সং‌শোধনী আছে, মাননীয় স্পিকার!

০৩ রা জুন, ২০১৮ দুপুর ১:২২

জাতির বোঝা বলেছেন: আপনি আপনার সংশোধনীগুলো উপস্থাপন করুন।

৪| ২৯ শে মে, ২০১৮ রাত ৮:৫২

বিজন রয় বলেছেন: অত সহজে হবে না।

০৩ রা জুন, ২০১৮ দুপুর ১:২৩

জাতির বোঝা বলেছেন: সরকারের হাত অনেক বড়/লম্বা। সাম্প্রতিক ইয়াবার অভিযানের ঝড় দেখলেই এটা বুঝা যায়। সরকার চাইলে সবই সম্ভব।

৫| ৩০ শে মে, ২০১৮ রাত ১:০৪

নগরবালক বলেছেন: বিচার মানি তালগাছ আমার ভাই আপনার কি কোন ধারনা আছে কি পরিমান অমানুষিক কস্ট করে তারা দেশে টাকা পাঠায়??? সে হিসেবে দেশ তাদের জন্য কি করে ????

০৩ রা জুন, ২০১৮ দুপুর ১:২৪

জাতির বোঝা বলেছেন: প্রবাসী শ্রমিকরা যে কষ্ট করে সেটা বাংলাদেশের কোন কোটটাই পরা ভদ্রলোক বুঝতে পারবে না। এটা এক মাত্র শ্রমিকরাই জানে। তাদের জন্য সরকার কি করছে? তাদের জন্য সেবার হাত প্রসারিত করুন।

৬| ৩০ শে মে, ২০১৮ সকাল ৯:৩৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: শ্র‌মিকরা হু‌ন্ডি‌তে সামান্য টাকাই পাঠায়। আর রাঘব বোয়ালরা হু‌ন্ডির মাধ‌্য‌মে দেশ থে‌কে হাজার কো‌টি টাকা পাচার ক‌রে দেয়। বিষয়‌টির সুরাহা হওয়া দরকার আ‌ছে।

০৩ রা জুন, ২০১৮ দুপুর ১:২৫

জাতির বোঝা বলেছেন: অবশ্যই সমাধান দরকার। দেশে সবার আগে। শ্রমিকরা আছে বলেই দেশ চলচে।

৭| ৩০ শে মে, ২০১৮ বিকাল ৩:৫১

মোঃ ছিদ্দিকুর রহমান বলেছেন: যথাপোযুক্ত হয়েছে, এটা হয়তো আমাদের সরকারের ভেবে দেখা উচিৎ, কি ভাবে আমাদের দেশের রেমিটেন্স বৃদ্ধি পায়। খুবই সুন্দর হয়েছে, আপনাকে ধন্যবাদ।

০৩ রা জুন, ২০১৮ দুপুর ১:২৬

জাতির বোঝা বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের শ্রমিকদেরকে কিছু সুযোগ দিলে সেটা দেশের জন্য উপকার বয়ে আনবে। ভাল থাকুন।

৮| ৩০ শে মে, ২০১৮ বিকাল ৪:১৩

লিংকন১১৫ বলেছেন: বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঐসব লোক হলো লোভী। সামান্য কয়েকটাকার ব্যবধানের জন্য অবৈধ পথে টাকা পাঠায়। ওদের ফ্রি রেট দিলেও ওরা আরেকটু বেশী পেলে আবারও হুন্ডিতে পাঠাবে। দেশপ্রেমের অভাব আছে ঐসব অভাবীর...

জানি না আপনি যেনে নাকি না যেনে এভাবে কমেন্ট করেছেন , কে চায়না বলুন সিকিওর ভাবে টাকা দেশে পাঠাতে ।
একে তো হার ভাঙা খাটুনি তার উপর সময়ের অভাব, আপনি কি জানেন ব্যাংক এ টাকা পাঠাতে যে সময় লাগে তার থেকে দিগুন সময়ের আগেই হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো সম্ভব ।
যাইহোক আমি লেখকের সাথে একমত , সরকার যদি আরেকটু দৃষ্টি দিতো

০৩ রা জুন, ২০১৮ দুপুর ১:২৬

জাতির বোঝা বলেছেন: সহমত প্রকাশের জন্য আপনাকে অনেক অকে ধন্যবাদ। ভাল থাকুন।

১০ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৩৯

জাতির বোঝা বলেছেন: সরকার জুলাই মাস থেকে যে নিয়মটি চালু করেছে সেই নিয়ম অনুযায়ী কেউ যদি বিদেশ থেকে 100 টাকা ব্যাংকিং চ্যানেল মারফত পাঠায় তাহলে দেশে কবে 102 টাকা। এই নিয়মটি শ্রমিকদের জন্য উপকারী হবে। তবে আমি মনে করি 2% না দিয়ে এটাকে 5% করা উচিত ।
অনেক মানুষই তো সরকারি টাকা লুটেপুটে খাচ্ছে। হলমার্ক কেলেঙ্কারি সহ নানান ভাবে সরকারের টাকা লুটেপুটে খাচ্ছে। সেখানে শ্রমিকদেরকে যদি একটু প্রণোদনা দেওয়া হয় তাহলে বৈদেশিক মুদ্রার ভান্ডার আরো মজবুত হবে। প্রণোদনা দেওয়া হয় সেটা জাতির জন্য ভালো।

৯| ৩০ শে মে, ২০১৮ বিকাল ৫:৪৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: @লিংকন - এগুলো হল খোঁড়া যুক্তি। দুনিয়ার সব সমস্যা শুধু তাদেরই হয়! ২ দিনের মধ্যে টাকা জমা হয় আর তারা চায় বিকাশে বা হুন্ডিতে পাঠাতে মাত্র কয়েকশ টাকা বেশী পাওয়ার আশায়। আরে সমস্যা কি প্রতি মাসেই থাকে নাকি? ঐগুলো হল লোভী, অলস শ্রমিক। ঐগুলোরে ফ্রি রেট দিলেও হুন্ডিতে পাঠাবে...

০৩ রা জুন, ২০১৮ দুপুর ১:২৮

জাতির বোঝা বলেছেন: যে লোকটা পড়াশোনা জানে না, জীবনে কখনো ঢাকা শহরে গেছে কিনা সন্দেহ, সেই লোকটা বিদেশে কি ভাবে আছে সেটা কেউ কি ভাবে? সেখানে তার কে আছে? সরকার কেন তাকে নিয়ে ভাববে না। তার পাঠানো রেমিমটেন্স তো গর্বের বিষয়। তবে তাকে কেন সুযোগ দেবে না?

১০ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৩৯

জাতির বোঝা বলেছেন: সরকার জুলাই মাস থেকে যে নিয়মটি চালু করেছে সেই নিয়ম অনুযায়ী কেউ যদি বিদেশ থেকে 100 টাকা ব্যাংকিং চ্যানেল মারফত পাঠায় তাহলে দেশে কবে 102 টাকা। এই নিয়মটি শ্রমিকদের জন্য উপকারী হবে। তবে আমি মনে করি 2% না দিয়ে এটাকে 5% করা উচিত ।
অনেক মানুষই তো সরকারি টাকা লুটেপুটে খাচ্ছে। হলমার্ক কেলেঙ্কারি সহ নানান ভাবে সরকারের টাকা লুটেপুটে খাচ্ছে। সেখানে শ্রমিকদেরকে যদি একটু প্রণোদনা দেওয়া হয় তাহলে বৈদেশিক মুদ্রার ভান্ডার আরো মজবুত হবে। প্রণোদনা দেওয়া হয় সেটা জাতির জন্য ভালো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.