নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি জাতির বোঝা। তবে আমাকে আপনি জাতির ভাতিজাও বলতে পারেন। জাতির কোন উপকার করছি কিনা জানি না। জাতির থেকে কোন উপকার পাইনি এটা বলতে পারি।

জাতির বোঝা

বাংলাদেশের ১৬ কোটি মানুষের সিরিয়াল নম্বর দিলে আমার নম্বরটা পড়বে সবার শেষে । আমি এক জন কামলা। দেশে কোন কাজ পাইনি। পেটের দায়ে বিদেশে কামলা দেই। আমি জাতির বোঝা। জাতি আমাকে কিছু দেয়নি। তবে আমি জাতিকে রেমিট্যান্স দিই।

জাতির বোঝা › বিস্তারিত পোস্টঃ

জনগণের সেবক হিসাবে চাকরি নিয়ে নিজেকে প্রভু ভাবছেন ইনি!

২৪ শে জুন, ২০১৮ সকাল ৯:০৭


ইনি Servant to the People. অথচ নিজেকে প্রভু বা মনিব ভাবছেন।


উনি জনগণের সেবক হিসাবে চাকরি নিয়ে নিজেকে প্রভু ভাবছেন।

এই ভদ্রলোক সরকারী চাকরি করেন। সরকারী চাকরি মানে জনগণের সেবক । তিনি কোন মনিব বা প্রভু নন। অথচ তার কর্মকান্ড দেখুন । তিনি জমিদারের মতো, মনিবের মতো আচরণ করছেন। এই আচরণের তীব্র প্রতিবাদ জানাই।



বিস্তারিত এই লিঙ্কে। খবরটি পড়ুন

মন্তব্য ২৩ টি রেটিং +০/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুন, ২০১৮ সকাল ৯:১৩

চাঁদগাজী বলেছেন:


ভালো পোষ্ট নয়, পোষ্ট দেয়ার সময় ভাবনাচিন্তা করে দিন।

২৪ শে জুন, ২০১৮ সকাল ৯:১৭

জাতির বোঝা বলেছেন: মহোদয়, কেন ভালো নয় তাতো বললেন না?

২| ২৪ শে জুন, ২০১৮ সকাল ৯:২৩

রাজীব নুর বলেছেন: নিউজ টা পড়লাম।

কিন্তু কেন তিনি পাসপোর্ট দিবেন না?
কি কারন? উনি এত রেগে গেছেন কেন?
জুতা বা থাপ্পড় দিলেই কি সমস্যার সমাধান হয়ে যাবে?

২৪ শে জুন, ২০১৮ সকাল ১০:২০

জাতির বোঝা বলেছেন: স্যার,আপনি কি কখনো পাসপোর্ট করেছেন? যদি না করে থাকেন আপনি জানবেন না। এরা কত বড় অন্যায়কারী। সাধারণ মানুষ, প্রবাসী শ্রমিক এদের দ্বারা নির্যাতিত। টাকা ছাড়া এরা কিছু বুঝে না। মানুষকে মানুষ বলে মনে করে না। এদের কু-কাজের কোন প্রতিবাদ হয় না। সমাধান তো হবে না। কারণ এদের সাথে টপ টু বটম সবাই জড়িত । সবাই ভাগ পায় । মনের রাগ সামলাতে পারি না। তাই বকছি।

৩| ২৪ শে জুন, ২০১৮ সকাল ৯:২৫

তারেক ফাহিম বলেছেন: মনিটর ছাড়া ওনার চোয়ালেতো লাগবে না :(

সামু থেকে ভালো পোষ্ট কি উঠে যাচ্ছে?

২৪ শে জুন, ২০১৮ সকাল ১০:২২

জাতির বোঝা বলেছেন: এ ব্লগে প্রচুর ভালো পোস্ট আসছে। আমার পোস্টটি ভালো নয়। ইহা আমি জানি। তবে ইহা একটি প্রতিবাদ। জনগণের চাকর যদি প্রভুর মতো আচরণ করে তবে তার প্রতিবাদের দরকার আছে। ধরুন,আপনার বাসার কাজের লোক যদি আপনার সাথে প্রভুর মতো আচরণ করে সেটা কি ভালো হবে। প্রজাতন্ত্রের প্রতিটি সরকারী কর্মচারী-কর্মকর্তা জনগণের সেবক, সহজ কথায় চাকর। তাদের কাছে সেই রকম আচরণ জনগণ পেতে পারে।

৪| ২৪ শে জুন, ২০১৮ সকাল ৯:৪৮

মোঃ খুরশীদ আলম বলেছেন: ইহা কি সুধাইলেন ? কি হেতু তাহাকে এমন করিতে হইবে ? তাহা বিস্তারিত লেখেন নাই কেন?
কার দায় পড়েছে এমন শিরোনামের লেখায় লিঙ্ক ঘেটে ঘটনা জানতে যাবেন। সামুর ব্লগাররা সবাই আপনার মতো জাতির বোঝা নয়, অনেকেই জাতির ভবিষ্যত।

২৪ শে জুন, ২০১৮ সকাল ১০:২৫

জাতির বোঝা বলেছেন: আপনি সঠিক কহিয়াছেন। সবাই নহে। আমার মতো অনেকেই এই জাতির বোঝা। তবে যাহারা বোঝা নহেন তাহারা যদি দেশটাকে অন্যায়মুক্ত রাখিতে চেষ্টা করিতেন তাহা হইলে যাহারা নিজেদেরকে বোঝা ভাবিতেছেন তাহারা কিঞ্চিত শান্তি লাভ করিতে পারিতেন।

যাহারা জাতির ভবিষ্যত তাহাদিগের প্রতি আমার শুভ কামনা। তবে জাতীয় সরকারী কর্মচারী রাখা সঠিক নহে। ইহারা জাতির বদনাম বহিয়া আনে।

৫| ২৪ শে জুন, ২০১৮ সকাল ৯:৫৪

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় শ্রদ্ধেয় আপনার আবেহকে মূল্য দিয়েই বলছি, কেউ অপরাধ করলে তাকে শাস্তি দেওয়ার জন্য দেশের আইন আদালত আছে। যে আদালতকে মানতে সভ্য মানুষ হিসাবে আমরা বাধ্য। এভাবে আইনকে নিজ হাতে তুলে নেওয়াটাও একটা অপরাধ নয়কি। অবশ্য পোষ্টে যদি সমালোচনা করার রাইট থেকে থাকে সেই অধিকার থেকে বলছি। পাশাপাশি সামুর মত রুচিশীল ও মুক্তমঞ্চেও পোষ্টটি বেমানান লাগলো।

শুভ কামনা রইল।

২৪ শে জুন, ২০১৮ সকাল ১০:২৭

জাতির বোঝা বলেছেন: শুভ কামনা, স্যার। আপনার সুন্দর মন্তব্য । মন ভরে গেল। সুন্দর জিনিস চিরকালই আনন্দদায়ক। কিন্তু কতিপয় ব্যক্তির জন্য দেশটা অসুন্দর হয়ে যাচ্ছে। আপনার মন্তব্য আমার মনে থাকবে। আপনি অনেক অনেক অনেক ভালো থাকুন।

৬| ২৪ শে জুন, ২০১৮ সকাল ১০:৩৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: একজন হাই কমিশনারকে নিয়ে এমন চাঁছাছোলা লেখা!!
আপনার সাহস আছে মাইরি!


আপনার সাথে কথা আছে, ঠিকঠাক প্রতিউত্তর করবেন....
@"জাতির থেকে কোন উপকার পাইনি এটা বলতে পারি।"
-- এটাকি আপনার ক্ষোভ?
নাকি দাম্ভিকতা?


পুনশ্চঃ লেখার কন্টেন্ট চেন্জ হল কেন??

২৪ শে জুন, ২০১৮ সকাল ১০:৩৮

জাতির বোঝা বলেছেন: জনমতের কারণে পরিবর্তন করা। তবে যে কোন অন্যায়ের বিরুদ্ধে আমার ক্ষোভ আছে। আশা করি আপনিও অন্যায়কে না বলেন।

০৯ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

জাতির বোঝা বলেছেন: মহোদয়, আপনি যদি আমাদের বিদেশের দূতাবাসগুলো কর্তাব্যক্তিগণকে একবার দেখতেন তবে মনে হয় আপনি এধরনের মন্তব্য করতে পারতেন না। তাদেরকে সেবক হিসাবে পাঠানো হয়। আর তারা প্রভু হয়ে শ্রমিকদের উপর অত্যাচার চালায়। মালয়েশিয়াতে একবার দূতাবাসের লেবার কর্মকর্তা নিজের এক শ্রমিকের হাত জানালার গ্রিলে আটকিয়ে চড় থাপর দিচ্ছিলেন। এক লোক মোবাইলে ভিডিও করলে তার মোবাইল কেড়ে নিয়ে আছড়ে ভেঙ্গে ফেলা হয়। তাদের অপকর্মের প্রতিবাদ হয় না। তারা খালি প্রমোশন পায়। আর শ্রমিকরা পায় অবহেলা।

আপনি জ্ঞানী মানুষ। আশা করি - ন্যায়ের পক্ষে কলম ধরবেন।

৭| ২৪ শে জুন, ২০১৮ সকাল ১০:৪১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনার উপর আমার মেজাজ গরম, তাই ফাঁপড় নেয়াই যায়, তবে আপনাকে কিছুই বলবো না;)
আপনার জন্য শুভকামনা!

পোস্ট দেবার সময় আবেগকে একটু কন্ট্রোল করুন!
সত্যি বলছি আমাদের নিয়ে/আমাদের প্রচলিত সিস্টেম নিয়ে দু-লাইন লিখে আপনি কিচ্ছু করতে পারবেন না!
আবার বলছি আপনি কিচ্ছু করতে পারবেন না!
উল্টো আপনাকেই বিড়ম্বনায় পড়তে হবে!

লেখাটা পরিবর্তন করে ভাল করেছেন!
তবে আগের লেখাটা সেভ হয়ে আছে!;) আপনারা বোঝেন না কেন? উনি একজন হাই কমিশনার! থিউরীটিক্যালি উনি জাতীর চাকর হলেও প্র্যাক্টিক্যালি উনি হিরো/রাজা; আর আপনারা হলেন বোঝা !!"

০৩ রা আগস্ট, ২০১৮ রাত ৮:১৪

জাতির বোঝা বলেছেন: দাদা, প্রতিবাদ করতে শিখুন। আমাদের কচি কাচারাও প্রতিবাদ করে। আপনারা থাকেন চুপ।

৮| ২৪ শে জুন, ২০১৮ সকাল ১০:৪১

সিগন্যাস বলেছেন: =p~ =p~ =p~

০৯ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০১

জাতির বোঝা বলেছেন: সাধারণ শ্রমিকরা খুব কষ্টে আছে। মধ্যপ্রাচ্যে, মালয়েশিয়ায়। সর্বত্র। কর্মকর্তার আছে রাজার হালে। তাদের আচরণ জমিদারের মতো। শ্রমিকরা অত্যাচারিত হচ্ছে। একটি পাসপোর্টের জন্য হণ্যে হয়ে ঘুরতে হয় তাদের।

৯| ২৪ শে জুন, ২০১৮ সকাল ১০:৪৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: না ঠিকমত প্রতিউত্তর হয় নি!!
ঠিকঠাক প্রতিউত্তর করেন....
@"জাতির থেকে কোন উপকার পাইনি এটা বলতে পারি।"
-- এটা কি আপনার ক্ষোভ?
না কি দাম্ভিকতা???

১০| ২৪ শে জুন, ২০১৮ সকাল ১০:৪৮

মোগল সম্রাট বলেছেন: ঘুষ ছাড়া কেউ পাসপোর্ট হাতে পেয়েছে এঘটনা বিরল এদেশে।সরকারী ফি দেবার পরও পুলিশ ভেরিফিকেশন যখন আসে তখন আমার নিজের বাড়ী নিজের ঠিকানা সব প্রমান পাবার পরও ১০০০/২০০০ টাকা ছাড়া তারা যায়না। সিস্টেমের মধ্যে ফাক রেখেই পলিসিটা করা হয়েছে।

১১| ২৪ শে জুন, ২০১৮ সকাল ১০:৫৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @"যে কোন অন্যায়ের বিরুদ্ধে আমার ক্ষোভ আছে। আশা করি আপনিও অন্যায়কে না বলেন।"

@"প্রিয় দেশবাসী/প্রবাসী, উনাকে জুতা মারুন। উহাকে জুতা মারা আমাদের জন্য কর্তব্য হয়ে দাড়িয়েছে। প্লিজ, একটি জুতা মারুন।(স্বঘোষিত বোঝা!):P
--সব অন্যায়ের জন্য যদি জুতা মারার সিস্টেম চালু করা হয় তাহলে পায়ে দেবার মত একটা জুতাও খুঁজে পাওয়া যাবে না!!


@পদাতিক চৌধুরি,
সহমত।

০৯ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০২

জাতির বোঝা বলেছেন: সাধারণ মানুষের তো জুতা নেই। কেউ কেউ বিদেশে কাজ করতে গিয়ে প্রাণ হারাচ্ছে। প্রতি দিন মালয়েশিয়াতে গড়ে ৩/৪ টি শ্রমিক মারা যাচ্ছে। কেন? কেউ জানতে চায় না।

আল্লাহর মাল আল্লাহয় নিয়া যায়?

১২| ২৪ শে জুন, ২০১৮ বিকাল ৩:৩৩

হাঙ্গামা বলেছেন: বান্দির পুত একটা ..... X(


(আল্লাহর বান্দি)

০৯ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

জাতির বোঝা বলেছেন: মহোদয়, পৃথিবীর সকল মানুষ ভালো হয়ে যাক। মানবতা বিজয় লাভ করুক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.