নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি জাতির বোঝা। তবে আমাকে আপনি জাতির ভাতিজাও বলতে পারেন। জাতির কোন উপকার করছি কিনা জানি না। জাতির থেকে কোন উপকার পাইনি এটা বলতে পারি।

জাতির বোঝা

বাংলাদেশের ১৬ কোটি মানুষের সিরিয়াল নম্বর দিলে আমার নম্বরটা পড়বে সবার শেষে । আমি এক জন কামলা। দেশে কোন কাজ পাইনি। পেটের দায়ে বিদেশে কামলা দেই। আমি জাতির বোঝা। জাতি আমাকে কিছু দেয়নি। তবে আমি জাতিকে রেমিট্যান্স দিই।

জাতির বোঝা › বিস্তারিত পোস্টঃ

একই সাথে শ্রমিক, নেতা ও মন্ত্রী! আহা কি চমৎকার!!

০৩ রা আগস্ট, ২০১৮ রাত ৮:১৯



সড়ক ও সেতু মন্ত্রী মহাশয় তার দফত‌রে একটা মি‌টিং ডাক‌লেন। অনেকেই আসলেন তার মিটিং এ।

সেই মি‌টিং এ যোগদান কর‌লেন বাস শ্র‌মিক স‌মি‌তির সভাপ‌তি যার নাম প্রায় অ‌নেক মানু‌ষেরই জানা।
তার নাম‌টি শা. খান। ঐ একই মি‌টিং এ বাস মা‌লিক স‌মি‌তির সভাপ‌তিও হা‌জির ছি‌লেন।
উনার নাম --- অ‌তি আশ্চ‌র্যের বিষয় এই যে উনারা শ্র‌মিক বা মা‌লিক স‌মি‌তির নেতা তো ব‌টেই এক ই সা‌থে সরকা‌রের মন্ত্রীও।

এ যেন সাপ হইয়া কা‌টে আবার ওঝা হইয়া ঝা‌ড়ে। বাংলা‌দে‌শের শ্র‌মিকরা অ‌নেক যোগ্যতা রা‌খে। কোন এক শ্র‌মিকই তো তা‌দের নেতা। সেই নেতা মন্ত্রী হ‌য়ে‌ছেন। শ্র‌মিকরা অ‌নেক আনন্দ কর‌তে পা‌রেন। কারণ, তা‌দের এক শ্র‌মিক ভাই মন্ত্রী। কিন্তু সমন্যা হল তি‌নি বাস ট্রাক টেম্পু মন্ত্রণাল‌য়ের মন্ত্রী হ‌তে পা‌রেন‌নি। এটাই হতাশা আর অাফসুস।

ত‌বে জাহাজ মন্ত্রী তো আ‌রো বড়। বাস ট্রাক টেম্পু ছোট ছোট জি‌নিস। জাহাজ তো অ‌নেক বড়। তাই জাহাজ মন্ত্রীর মর্যাদাও আলাদা।
জাহাজ চালাই‌তে বেশী শ‌ক্তি লা‌গে। ই‌ঞ্জিন বড়। ব‌ড়ি বড়। শ‌ক্তি বেশী।

একটাই সমস্যা জাহাজ ডাঙ্গার সড়‌কে চ‌লে না না। চল‌ছে দে‌শের প‌থে প‌থে জাহাজ জট লে‌গে যেত। এম‌নি‌তেই এখন ঢাকা শহ‌রে বৃ‌ষ্টির সময় নৌকা জট লে‌গে যায়।
ত‌বে জাহাজ মন্ত্রী যে গণ হা‌রে বাস, ট্রাক আর টেম্পু চালক‌দের বিনা যোগ্যতায় ড্রাই‌ভিং লাই‌সেন্স দি‌য়ে‌ছেন সেই ভা‌বে জাহাজ চালা‌নোর লাই‌ন্সে দি‌য়ে‌ছেন কিনা কোন প‌ত্রিকায় দে‌খি‌নি।
বিষয়টি নিয়ে ভাবনার অবকাশ আ‌ছে।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ৮:২৯

চাঙ্কু বলেছেন: এই গ্যাংস্টারের জন্যই পরিবহন খাতের এই অবস্থা!!

২| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ৮:২৯

চাঁদগাজী বলেছেন:


আসলে সে ১০০০ তারেকের চেয়ে বড় মাফিয়া; পুরো স্হল ও জলপরিবহন তার সাম্রাজ্য

৩| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ৯:০৭

হাসান কালবৈশাখী বলেছেন:
কেন?

সাংবাদিক নেতা,
কশাই(ডাক্তার) নেতা,
মাষ্টরমশাইদের,
উকিলমশাইদের নেতারা মন্ত্রী হইতে পারলে এই শালার কি দোষ।

৪| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ৯:১৩

শাহারিয়ার ইমন বলেছেন: মাফিয়া যখন মন্ত্রী হয়

৫| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ৯:২৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: এরা একি সাথে স্থলপথ জলপথ দখল করে অবৈধ কাজকর্ম করে যাচ্ছে। বদিদের গডফাদার এরাই...

৬| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১০:১২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এই লোকটা নির্লজ্জ, বেহায়া ও বেশরম।

৭| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১১:৩৪

জগতারন বলেছেন:
আচমত খাঁ মোক্তারের ছাওয়াল 
দানব শাজাহান খাঁ এবার লও ঠেলা।
ধমক আর অপমান কত প্রকার ও কি কি ?

খালুর বসত বাড়ী জবর দখল করেছো !
খালাতো ভাই বোনেরা আজ বাস্তুহারা !!
১৯৭৯ সালে তরুন মেধাবী ছাত্র নেতা
হেলালুল ইসলাম (রাংগু)-কে
সর্বহারার গুন্ডা দিয়া গুলি করে মেরে
পথের কাঁটা সরাইয়ে নেতা হয়েছিলে !!!

খালুর দখল করা বাড়ীর সামনে নিজের এক দৈত্তাকৃতি
ছবি টাংগাইয়াছে এই সাজাহান খান
যেন বলতে চান;
"অত্র এলাকায় আমিই বড় দানম,
আমার সামনে আসবিতো এক্কেবারে চাঁবাইয়া খামু"


ওর বাপে মোক্তারি করতো মাদারীপুর কোর্টে,
ওর বাবার নুন আনতে পানতা ফুরাতো।
এখন এই কু**র বাচ্ছার হাজার কুটী টাকা সুইস ব্যাঙ্কে জমা।
এ সব টাকাই বাংলাদেশ ও বাংলাদেশের জনগনের টাকা।

এবার সেই সব স্বেচ্ছাচারির মুখে চপেটাঘাত !!!!

৮| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ৩:৫৯

মলাসইলমুইনা বলেছেন: আপনার লেখায় ভুলে যাওয়া কথাগুলো অনেকেরই আবার মনে পড়বে জাতির ভুলে যাবার বোঝা কমবে ! লেখা ভালো হয়েছে !

৯| ০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ১০:৫০

হাঙ্গামা বলেছেন:

১০| ০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৫

রাজীব নুর বলেছেন: দেশ তো এখন ইলিয়াস কাঞ্চনকে মন্ত্রী চায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.