নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি জাতির বোঝা। তবে আমাকে আপনি জাতির ভাতিজাও বলতে পারেন। জাতির কোন উপকার করছি কিনা জানি না। জাতির থেকে কোন উপকার পাইনি এটা বলতে পারি।

জাতির বোঝা

বাংলাদেশের ১৬ কোটি মানুষের সিরিয়াল নম্বর দিলে আমার নম্বরটা পড়বে সবার শেষে । আমি এক জন কামলা। দেশে কোন কাজ পাইনি। পেটের দায়ে বিদেশে কামলা দেই। আমি জাতির বোঝা। জাতি আমাকে কিছু দেয়নি। তবে আমি জাতিকে রেমিট্যান্স দিই।

জাতির বোঝা › বিস্তারিত পোস্টঃ

একটি শুভ দিনের সূচনা

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৫:৩৯


( আজিকার দিনটি সবার জন্য শুভ হোক। )

প্রভাত হইয়াছে। নতুন একটি দিন আসিয়াছে। আজিকার দিনটি সবার জন্য শুভ হোক।

একটু পরেই আমরা কর্ম ক্ষেত্রে গমন করিব। আমরা যাহারা শ্রমিক তাহারা যাইবো কল কারখানায় কাজ করিতে। কেহবা যাইব পরিবহন পরিচালনা করিতে। আমরা যেন সততার সহিত, নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করি।

আমরা যাহারা সরকারী অফিসগুলোতে কাজ করিতে বাহির হইবো তাহারা যেন একটি দিন সততার সাথে নিষ্ঠার সাথে আমাদের দায়িত্ব পালন করি। আমরা যেন কোন প্রকার অবৈধ কর্ম না করি। আমরা যেন করো নিকট হইতে ঘুষ গ্রহণ না করি। ঘুষ আমরা কেন গ্রহণ করিব? আমরা যে কাজ করি তাহার বিনিময়ে রাষ্ট্র আমাদিগকে বেতন প্রদান করে। তাই সঠিক কাজ সঠিক সময়ে , সঠিক ভাবে করার মাধ্যমে আমরা যেন আমাদের বেতন ভাতাকে হালাল করিয়া লই।

আমরা যারা আম জনতা কোন সরকারী অফিসে যাইবো তাহারা যেন কোন প্রকার ঘুষ প্রদান না করি। আমরা যে কোন কাজ সহজে করার জন্য নিজেরাই অনেক সময় ঘুষ অফার করি। ইহা ঠিক নয়। ঘুষ দিবেন না। ঘুষ নেয়া এবং ঘুষ দেয়া উভয়ই অপরাধ।

অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে দুই জনেই অপরাধী।

আমরা ধর্ম কর্ম করি। নামাজ কালাম পরি। ইহা যেন কেবল লেবাসে পরিনত না হয়।

আমাদের আজিকার দিনটি শুভ হোক।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৩৬

স্রাঞ্জি সে বলেছেন:

শুভ হোক প্রতিদিনের প্রতিটি ভোর।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪৩

জাতির বোঝা বলেছেন: আপনাকে শুভ বারতা জানাই। আপনি কুশলে থাকুন।

২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৪৭

আকিব হাসান জাভেদ বলেছেন: সৎ চিন্তায় শুভ হউক প্রতিটি সকাল । প্রতিটি দিন ।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪৪

জাতির বোঝা বলেছেন: আপনাকে শুভ বারতা জানাই। আপনি কুশলে থাকুন। সুপ্রভাত আপনাকে।

৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৫৪

চাঙ্কু বলেছেন: আইজজা শুভ হউক আপনার দিনটা

৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:০৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: শুভ কামনা । সুন্দর লেখায় সাবা‌সি দিই।

৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৩

রাজীব নুর বলেছেন: খেয়াল করেছেন- আজ সকাল থেকেই কড়া রোদ উঠেছে।
চারিদিক ঝলমল করছে।

৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৯

তারেক ফাহিম বলেছেন: শুভ হোক আজকের দিন।

৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪৯

পদাতিক চৌধুরি বলেছেন: সুপ্রিয় বোঝাভাই,


বিশেষ করে আজকের দিনটিতে কেন এভাবে সকলের শুভকামনা জানালেন? দিনটির গুরুত্ব বললে আমরাও প্রতিমন্তব্যে উইস করতে পারতাম। অবশ্য আপনার নিক অনুয়ায়ী প্রতিটি দিনই এরকম শুভ হওয়া বাঞ্চনীয়।। ♥♥♥

শুভকামনা জানবেন ।

৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৪

আখেনাটেন বলেছেন: বেশ, তাই হোক।

৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: ধরা যায় সেল ফোনটি হারিয়ে শুভসূচনা হয়েছে :( যদিও বাসায় আরেকবার দেখতে হবে ।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

জাতির বোঝা বলেছেন: কবি মহোদয় একটি উত্তম কথা বলিয়াছেন। হাত ফোন আসলেই মানুষকে কৃত্রিমতা দান করিয়াছে। উহা হারাইয়া গেলে মানব জাতির বড় উপকরা হইবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.