নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি জাতির বোঝা। তবে আমাকে আপনি জাতির ভাতিজাও বলতে পারেন। জাতির কোন উপকার করছি কিনা জানি না। জাতির থেকে কোন উপকার পাইনি এটা বলতে পারি।

জাতির বোঝা

বাংলাদেশের ১৬ কোটি মানুষের সিরিয়াল নম্বর দিলে আমার নম্বরটা পড়বে সবার শেষে । আমি এক জন কামলা। দেশে কোন কাজ পাইনি। পেটের দায়ে বিদেশে কামলা দেই। আমি জাতির বোঝা। জাতি আমাকে কিছু দেয়নি। তবে আমি জাতিকে রেমিট্যান্স দিই।

জাতির বোঝা › বিস্তারিত পোস্টঃ

ইজতেমায় আসবে না মালয়েশিয়ার মুসুল্লীরা

২৫ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৯

টঙ্গীতে অনুষ্ঠিতব্য মুসলিমদের সব চেয়ে বড় জমায়েত ( হজের পর) বিশ্ব ইজতেমায় আসবে না মালয়েশিয়ার মুসুল্লীরা ।

বাংলাদেশে তাবলিগের হুজুরদের মধ্যে নানান কোন্দলই এর কারণ বলে জানা গেছে।

মালয়েশিয়ার তাবলিগ জামাতের মূল কেন্দ্র শ্রি পেতালিং মসজিদ থেকে প্রতি বছর প্রায় ২ হাজার মুসুল্লী তাবলিগ এর ইজতেমায় অংশ নিতে আসেন।

দলীয় কোন্দল মিমাংসা না হলে ইজতেমা আর বাংলাদেশে না্ও থাকতে পারে।

বিগত বছর ইজতেমার সময় সাদ হুজুরকে নিয়ে ঢাকায় তাবলিগের হুজুরা ব্যাপক তান্ডব পরিচালনা করে। তার জের ধরে এখন অনেক দেশের হুজুররাই বাংলাদেশে আগ্রহ হারিয়ে ফেলছে।

সমস্যা সমাধানে এখই জোর উদ্যোগ না নিলে বাংলাদেশে বিরাট একটা জিনিস হারাবে।

মন্তব্য ১৯ টি রেটিং +২/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪২

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: এদের নিজেদের মধ্যে কামড়া-কামড়ি দেখলে মেজাজ হট হয়।

সাদ সাহেব একটু ত্যাড়া টাইপের।

২৬ শে অক্টোবর, ২০১৮ ভোর ৬:০৭

জাতির বোঝা বলেছেন: বিষয়টি নিয়ে নিরপেক্ষভাবে ভাবতে থাকুন। ধর্ম এখানে বড় নয়। দেশের মানমর্যাদারও ব্যাপার জড়িত। ইজতেমা সম্ভবত মালয়েশিয়াতে চলে যাবে। ভারতে যাবারও সম্ভাবনা আছে। তবে পাকিস্তানে যাবে না।

২| ২৫ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৬

কে ত ন বলেছেন: শুনে খুব ভাল লাগল। ইজতিমা নামের এই বিদআতি আপদ যত দ্রুত বাংলাদেশ থেকে বিদায় হয়, ততই মঙ্গল। কি দরকার এত শহর থাকতে ঢাকার মত ঘনবসতিপূর্ণ একটা শহরে অকর্মাদের মিলনমেলা বসানো? এটি সরিয়ে ইন্ডিয়া বা পাকিস্তানে স্থানান্তর করা হোক।

২৬ শে অক্টোবর, ২০১৮ ভোর ৬:০৭

জাতির বোঝা বলেছেন: বিষয়টি নিয়ে নিরপেক্ষভাবে ভাবতে থাকুন। ধর্ম এখানে বড় নয়। দেশের মানমর্যাদারও ব্যাপার জড়িত। ইজতেমা সম্ভবত মালয়েশিয়াতে চলে যাবে। ভারতে যাবারও সম্ভাবনা আছে। তবে পাকিস্তানে যাবে না।

৩| ২৫ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩১

মাহমুদুর রহমান বলেছেন: আমার মতে বাংলাদেশ ইজতেমা হারাবে শুধুমাত্র দলীয় কোন্দলের কারনে।

২৬ শে অক্টোবর, ২০১৮ ভোর ৬:০৭

জাতির বোঝা বলেছেন: বিষয়টি নিয়ে নিরপেক্ষভাবে ভাবতে থাকুন। ধর্ম এখানে বড় নয়। দেশের মানমর্যাদারও ব্যাপার জড়িত। ইজতেমা সম্ভবত মালয়েশিয়াতে চলে যাবে। ভারতে যাবারও সম্ভাবনা আছে। তবে পাকিস্তানে যাবে না।

৪| ২৫ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৮

বন্ধী বলেছেন: ভুল জায়গায় ভুল করলেন। এমন একটা প্ল্যাটফরমে এমন বিষয় নিয়ে পোস্ট দিলেন, যেটাকে আপনি "বিরাট বিষয়" বিবেচনা করছেন, সেটকেই আরেকজন "বিদা'ত" বলে আখ্যা দিচ্ছে। পোস্ট দেয়ার আগে চিন্তা করা উচিত ছিল যে এর ব্যবহারকারীরা কেমন। অনেকেই না জেনে, না বুঝে বিজ্ঞ প্রমাণের জন্য অনেক মন্তব্য করবে এখন।

২৬ শে অক্টোবর, ২০১৮ ভোর ৬:০৮

জাতির বোঝা বলেছেন: বিষয়টি নিয়ে নিরপেক্ষভাবে ভাবতে থাকুন। ধর্ম এখানে বড় নয়। দেশের মানমর্যাদারও ব্যাপার জড়িত। ইজতেমা সম্ভবত মালয়েশিয়াতে চলে যাবে। ভারতে যাবারও সম্ভাবনা আছে। তবে পাকিস্তানে যাবে না।

আমি মনে করি ব্লগে যারা আছেন তাদের মন অনেক খোলা। তারা যুক্তিবাদী। গোড়া নন।

৫| ২৫ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০৬

রাজীব নুর বলেছেন: দুঃখজনক।

২৬ শে অক্টোবর, ২০১৮ ভোর ৬:০৮

জাতির বোঝা বলেছেন: বিষয়টি নিয়ে নিরপেক্ষভাবে ভাবতে থাকুন। ধর্ম এখানে বড় নয়। দেশের মানমর্যাদারও ব্যাপার জড়িত। ইজতেমা সম্ভবত মালয়েশিয়াতে চলে যাবে। ভারতে যাবারও সম্ভাবনা আছে। তবে পাকিস্তানে যাবে না।

আমি মনে করি ব্লগে যারা আছেন তাদের মন অনেক খোলা। তারা যুক্তিবাদী। গোড়া নন।

৬| ২৫ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩২

ব্লগার_প্রান্ত বলেছেন: কেতন ভাই মনের কথা বলে দিলেন

২৬ শে অক্টোবর, ২০১৮ ভোর ৬:০৮

জাতির বোঝা বলেছেন: বিষয়টি নিয়ে নিরপেক্ষভাবে ভাবতে থাকুন। ধর্ম এখানে বড় নয়। দেশের মানমর্যাদারও ব্যাপার জড়িত। ইজতেমা সম্ভবত মালয়েশিয়াতে চলে যাবে। ভারতে যাবারও সম্ভাবনা আছে। তবে পাকিস্তানে যাবে না।

আমি মনে করি ব্লগে যারা আছেন তাদের মন অনেক খোলা। তারা যুক্তিবাদী। গোড়া নন।

৭| ২৫ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এম‌নি‌তেই বাংলা‌দে‌শে কোন পর্যটক আস‌তে চায়। ইজ‌তেমার কার‌ণেও হ‌লেও কিছু পর্যটক আস‌তো। এখন সেটাও হারা‌তে চ‌লে‌ছে বাংলা‌দেশ।

২৬ শে অক্টোবর, ২০১৮ ভোর ৬:০৯

জাতির বোঝা বলেছেন: বিষয়টি নিয়ে নিরপেক্ষভাবে ভাবতে থাকুন। ধর্ম এখানে বড় নয়। দেশের মানমর্যাদারও ব্যাপার জড়িত। ইজতেমা সম্ভবত মালয়েশিয়াতে চলে যাবে। ভারতে যাবারও সম্ভাবনা আছে। তবে পাকিস্তানে যাবে না।

আমি মনে করি ব্লগে যারা আছেন তাদের মন অনেক খোলা। তারা যুক্তিবাদী। গোড়া নন।

৮| ২৬ শে অক্টোবর, ২০১৮ ভোর ৬:০৭

জাতির বোঝা বলেছেন:
বিষয়টি নিয়ে নিরপেক্ষভাবে ভাবতে থাকুন। ধর্ম এখানে বড় নয়। দেশের মানমর্যাদারও ব্যাপার জড়িত। ইজতেমা সম্ভবত মালয়েশিয়াতে চলে যাবে। ভারতে যাবারও সম্ভাবনা আছে। তবে পাকিস্তানে যাবে না।

৯| ২৬ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

জাতির বোঝা বলেছেন: সমাধান জরুরী।

১০| ২৬ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

নতুন নকিব বলেছেন:



সবাইকে একই উত্তর দিয়ে যাচ্ছেন! খুব ব্যস্ততার ভেতরে আছেন বুঝি! আলাদা করে প্রত্যুত্তর লেখার সময় পাচ্ছেন না বোধ হয়!

তাবলিগের দল উপদলে বিভক্তির মূল কারন বাংলাদেশের আলেম উলামাগন নন। নিজামুদ্দিনের তিনিই। আর তাকে নিয়ে ঢাকার হুজুররা গত বছর যেটা করেছেন, অযৌক্তিক কিছু করেছেন বলে মনে হয়নি। তিনি অদ্যাবধি তার ভুলের উপর অটল থাকা প্রমান করে, বাংলাদেশ এবং ভারতের আলেম উলামাদের বারংবার আহবান সত্বেও, উদ্ভুত বিবাদ মেটাতে তার সদিচ্ছার অভাব কম নয়।

আমরা আল্লাহ পাকের নিকট এই জামাআতটির অন্তর্দন্ধ পরিহার করে পরস্পর মিলে মিশে বিশ্বময় দ্বীনের দাওয়াতী কাজ চালিয়ে যাওয়ার তাওফিক কামনা করছি।

০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

জাতির বোঝা বলেছেন: এখনই সমস্যার সুরাহা করতে না পারলে সুন্দর একটা জিনিস বাংলাদেশ থেকে চলে যেতে পারে। কেননা, এটা পাকিস্তানে করা সম্ভব না। কারণ, পাকিস্তানে বাংলাদেশের মানুষ সহজে ভিসা পায় না। মালয়েশিয়াতে করলে বাংলাদেশীরা ভিসা পাবে না। এবং যেতে পারবে না। ভারতে না হবার সম্ভাবনাই বেশী। কেননা, ওটা একটা হিন্দু রাষ্ট্র।

বাকি রইলো বাংলাদেশ। দোষ যারাই হোক সমাধানে আসা জরুরি।

আমি খুব কাজের চাপে থাকি। সময় পাই না।

ধন্যবাদ।

১১| ০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৮

নতুন নকিব বলেছেন:



আন্তরিক প্রত্যুত্তরে ধন্যবাদ।

কাজের চাপ কমে আসুক। মানে, কাজগুলো আপনার জন্য সহজ হয়ে যাক, সেই কামনা করছি। আপনার শুভ প্রত্যাশায় সহমত।

ভালো থাকুন নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.