নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি জাতির বোঝা। তবে আমাকে আপনি জাতির ভাতিজাও বলতে পারেন। জাতির কোন উপকার করছি কিনা জানি না। জাতির থেকে কোন উপকার পাইনি এটা বলতে পারি।

জাতির বোঝা

বাংলাদেশের ১৬ কোটি মানুষের সিরিয়াল নম্বর দিলে আমার নম্বরটা পড়বে সবার শেষে । আমি এক জন কামলা। দেশে কোন কাজ পাইনি। পেটের দায়ে বিদেশে কামলা দেই। আমি জাতির বোঝা। জাতি আমাকে কিছু দেয়নি। তবে আমি জাতিকে রেমিট্যান্স দিই।

জাতির বোঝা › বিস্তারিত পোস্টঃ

এই ছবির রহস্য কী?

১৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২২



আজ কাল আমার ও আমার চেনা জানা অনেকের হোয়াটসআপ ও মেসেঞ্জারে এই ছবিটি শেয়ার হয়ে আসছে। জানি না। এই ছবির রহস্য।

১৯৮১ সালের কথা তো আমার মনে নেই। সেই সময়ে নির্বাচন হয়েছিল শুনেছি। তাতে কে কে ছিলেন তাও জানি না।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

সনেট কবি বলেছেন: রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই - এরশাদ কাকু। যাকে ডঃ কামাল বিশ্ব বেহায়া বলেছেন।

১৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৯

জাতির বোঝা বলেছেন: কে জানে। রাজনীতি মনে হয় খুব কঠিন আর খারাপ জিনিস। এটা আমার পছন্দ না। আমি সহজ সরল মানুষ।

২| ১৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪২

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: কথাটা সেই সময়ে ঠিকই ছিল। তবে,
শুধু ১৯৮১সালের কথা প্রচার করলে হবে? ১৯৯১ বা ২০১৮সালে কোন দলকে কী বলেছে/বলছে, সেসব কই??


জনগণ এত বোকা না, দু-একটা কথায় মগজধোলায় হবে।

১৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১০

জাতির বোঝা বলেছেন: আল্লাহই ভালো জানেন। আমি সহজ সরল মানুষ। আমি এই সব প্যাচগোচ বুঝি না।

৩| ১৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৫

সাদা মনের মানুষ বলেছেন: এটাই আমাদের রাজনীতিকদের চরিত্র

১৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১০

জাতির বোঝা বলেছেন: শেষ বয়সে মনে হয় উনি প্রধানমন্ত্রী হতে চলেছেন।

৪| ১৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১০

চাঁদগাজী বলেছেন:


ড: কামাল হোসেন বিএনপি'র বিপক্ষে ভোট করেছেন আগে, তিনি বিএনপি-মমা মানুষ নন। এখন তিনি বিএনপি'কে নিজের কোয়ালিশনে নিয়েছেন, এটা অস্বাভাবিক, বিএনপি উনার দলের তুলনায় গন্ডার, এটা জাতির জন্য ভয়ংকর অশুভ কাজ।

৫| ১৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

প্রামানিক বলেছেন: রাজনীতিতে সত্য কথার দাম নাই।

৬| ১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:১১

হাবিব বলেছেন: কথা উল্টাতে কতক্ষন?

৭| ১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৭

রাজীব নুর বলেছেন: রাজনীতি এমনই।

৮| ১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:১৮

স্বপ্নীল ফিরোজ বলেছেন: নির্বাচ‌নে জেতার পর ল্যাং মার‌তে পা‌রে। প্রধানমন্ত্রী হওয়া বড় ক‌ঠিন।

৯| ১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৫২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তখন তিনি আওয়ামী লীগের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে এই কথা বলেছিলেন হয়ত বা। এটা এখন ইস্যু করলে এরকম হাজারটা বের করা যাবে...

১০| ২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৭

ব্লু হোয়েল বলেছেন:
জনগনের ভোটাধিকার আদায়ের লক্ষ্যে এক সংসদের মেয়াদে জাতি ১৭৩ দিন হরতালসহ অনেক কিছুই পেয়েছিল ।
আরেক সংসদের মেয়াদে হরতাল, গাড়ি ভাংচুর, লাশ, লগি-বৈঠা মানুষের ভোটাধিকার আদায়ে ব্যবহৃত হয়েছিল ।
সেই দাবি আদায়ের সময় মানুষ ভোট কেন্দ্রে গিয়ে দেখত তার ভোট দেয়া হয়ে গেছে ।
আর এখন মানুষকে কষ্ট করে ভোট কেন্দ্রে যেতে হয় না ।

১১| ২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:২২

নীল আকাশ বলেছেন: ১৯৮৬ সালেও সেইরকম একটা নির্বাচন হয়েছিল। সেটা মনে আছে তো, নাকি সেটাও ভূলে গেছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.