নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছু বলার ছিল?

জেরিফ

জীবন্ত জীবাশ্ম

জেরিফ › বিস্তারিত পোস্টঃ

সামহোয়্যার ইন ব্লগ ২০১৩. আমার দৃষ্টিতে সেরা গল্প ও কবিতা {পর্ব ১}

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৯

সারা বছর জুড়ে ব্লগাররা এত সব চমৎকার চমৎকার পোস্ট দিয়েছেন যে তার মধ্যে থেকে কোন বিশেষ পোস্ট কে সেরা বলাটা বেশ কঠিন। তবে একান্তই আমার প্রিয় কিছু পোস্টের কথা বলা যেতে পারে যা আমার দৃষ্টিতে বছরের সেরা পোস্ট বলে বিবেচনা করছি।



সেরা ১০ টি গল্পঃ



* নিখিল বাংলাদেশ সাইকো সমিতি – ব্লগার হাসান মহবুব



*ব্রিজরক্ষক – ব্লগার নাজিম-উদ-দৌলা



*ডেথ সেনটেন্স – ব্লগার মাক্স



*বিহ্বলা – ব্লগার অপর্ণা মম্ময়



*একজন টাইপিস্ট – ব্লগার ইনকগনিটো



*ক্লোরোপ্লাস্টিক মেসেজ – ব্লগার শান্তির দেবদূত



*ফুলজান আমার লাজুক হাওয়া – ব্লগার ফ্রাস্ট্রেটেড



*কে – ব্লগার মোঃ ইসহাক খান



*এক কাপ চা নোনতা বিস্কুট আর একটা বিড়ি – ব্লগার মাগুর



*নাফ – ব্লগার ড়ৎশড়





সেরা ১০ টি কবিতাঃ





*আমার ঘরের স্বপ্ন পড়ে আছে মফস্বলে – ব্লগার অন্যমনস্ক শরৎ



* মৃত্যুদেয়াল – ব্লগার সোনালী ডানার চিল



*নন্দিতার অন্তর্বাসে রক্তদাগ – ব্লগার লেখোয়াড়



*সেই রাতেই প্রথমবারের মতন কূর্চির বুক ছুঁয়ে ডাকাত হয়ে উঠেছিল পুরুষটি – ব্লগার নীলসাধু *



*মরে গেলে কবরে কেউ ফুল দিও না – ব্লগার প্লিওসিন অথবা গ্লসিয়ার



*তোমার আমার – ব্লগার ৎঁৎঁৎঁ



*বিষন্ন সময় ধার করে আত্মার গন্ধ খোঁজে শরীর – ব্লগার আহমেদ আলাউদ্দিন



*গোপন নৈরাজ্যে গেয়ে ওঠা নিরাশার গান – ব্লগার স্বপ্নবাজ অভি



*আমার স্ত্রীকে হতে হবে – ব্লগার সোনাবীজ; অথবা ধুলোবালিছাই



*হ্যানিবল – ব্লগার ইসতিয়াক অয়ন ।





পরবর্তী সেরা ১০ সংগ্রহের জন্য সাথেই থাকুন। ফিরছি খুব শীঘ্রই সেরা ফিচার, ছবি, ভ্রমণ ও অন্যান্য বিভাগ সম্পর্কিত পোস্ট নিয়ে...

মন্তব্য ৮৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (৮৬) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৬

ইমরাজ কবির মুন বলেছেন:
আমি ফিচার স্পেশালিস্ট, ঐ লিস্টে আমার পোস্ট থাকতেই হবে ! B-)

২-১টা বাদের কোনটা পড়সি আর কোনটা পড়িনাই ভুলে গেসি, আরেকবার রিভাইস দিতে হবে।
হ্যাপি নিউ ইয়ার !!

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৯

জেরিফ বলেছেন: অপেক্ষায় থাকুন !

আপনার ফিচার যদি ভালো হয় অবশ্যই থাকবে । আর নিজেই নিজেকে স্পেশালিষ্ট বলার জন্য ভালো লাগলো :)



পড়ে পেলুন , মিস করলেই পস্তাবেন

আপনাকেও শুভেচ্ছা নব বর্ষের :)

২| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৯

সুমন কর বলেছেন: ভাল কাজ। বাকিগুলোর অপেক্ষায় থাকলাম।

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫০

জেরিফ বলেছেন: ধন্যবাদ :)


সবুরে মেওয়া ফলে :P

৩| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১১:০০

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো সংকলন।
আপনার পাঠ ও পর্যবেক্ষণ সারা বছর ছিল, এটা বুঝা যাচ্ছে।

গদ্যকার, কবিরাও এতে ইন্সপায়ার্ড হবেন আশা করছি।

০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ২:২৪

জেরিফ বলেছেন: ধন্যবাদ দূর্জয় ভাই

আশা করি সবাই অনুপ্রাণিত হবে :)

পর্যবেক্ষন ক্ষমতা আমি মনে করি আরো অনেক অনেক বাড়াতে হবে আমাকে ।

হ্যাপি নিউ ইয়ার , আপনার শুভ কামনায় :)

৪| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৫

পাঠক১৯৭১ বলেছেন: দেশ শান্ত হোক, একদিন পরে দেখবো।

০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১:৩৪

জেরিফ বলেছেন: দেশটা শান্ত আছে , কিন্তু অশান্তিতে আছি আমরা ।

ধন্যবাদ

৫| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৬

মোঃ আনারুল ইসলাম বলেছেন: চমৎকার !!!!!!!!!! বাকিগুলোর অপেক্ষায় থাকলাম।

০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১:৩৫

জেরিফ বলেছেন:
ধন্যবাদ


শুভ নববর্ষ

৬| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৮

সকাল রয় বলেছেন: ভালো সংকলন।
আপনার পাঠ ও পর্যবেক্ষণ সারা বছর ছিল,

০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১:৩৭

জেরিফ বলেছেন: ধন্যবাদ


ভালো থাকবেন । আশা করি আরো ভালো ভাবে পর্যবেক্ষন করার চেষ্টা করবো । :)

৭| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৯

এহসান সাবির বলেছেন: বেশ ভালো আয়োজন জেরিফ।

আপনার ব্যাক্তিগত দৃষ্টি দিয়ে গল্পের মান ও গুনাগুন বিচার করে নিবার্চন করেছেন সুতরাং আমার মতের সাথে একটু অমিল হতেই পারে।
তবে সেই অমিল নিয়ে বির্তকের কোন অবকাশ নাই কারন এটা আপনার ব্যাক্তিগত দৃষ্টি দিয়ে দেখা আর আমারটা আমার দৃষ্টি দিয়ে দেখা।

আপনার পছন্দের তারিফ করতেই হয়।

মন্তব্যের উত্তর দেবার সময় বানানের দিকে খেয়াল রাখবেন।

শুভকামনা।

০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১:৩৮

জেরিফ বলেছেন: :) :)


ধন্যবাদ ভাইয়া ।

ভুল মার্জনা করবেন ।

৮| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৮

আমিনুর রহমান বলেছেন:



গুড জব জেরিফ। তবে পোষ্টটা গুছানো না। প্রতিটি লিঙ্কের পড়ে কোনটায় বেশি স্পেস হয়ে গেছে। প্রতিটি লিঙ্কের পর একটা স্পেস দাও তাহলে দেখতে ভালো লাগবে। পোষ্টে প্লাস ও প্রিয়তে ...

০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১:৩৯

জেরিফ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ :) :)


শুভ নববর্ষ ।

ভালো থাকুন সেই কামনায় :)

৯| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১:১৮

কান্ডারি অথর্ব বলেছেন:



চমৎকার একটি কাজ জেরিফ। শুভ কামনা রইল। পোস্টটি একটু গুছালে আরও ভাল লাগবে দেখতে।

০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১:৪০

জেরিফ বলেছেন: ধন্যবাদ কান্ডারি ভাই :)

শুভ নববর্ষ ।

পরিবারের সবাই কে সুখী হউক আপনার জীবন :)

১০| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১:২৪

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: পোস্ট প্রিয়তে নিলাম। সময় করে সব পড়ে নিবো :) হ্যাপি নিউ ইয়ার :)

০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১:৪১

জেরিফ বলেছেন: হ্যাপি নিউ ইয়ার


ধন্যবাদ!! ভালো থাকবেন :)

১১| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১:৫২

নস্টালজিক বলেছেন: গুড ওয়ান!

কিছু লেখা পড়ার সুযোগ হয়েছে।


শুভেচ্ছা নিরন্তর!

০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৭

জেরিফ বলেছেন: ধন্যবাদ


আপাতত পড়লেই চলবে , লেখালেখি পরের কথা ;)

হ্যাপি নিউ ইয়ার :)

১২| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ২:০৫

নিশাত তাসনিম বলেছেন: সুন্দর সংকলন। অবশ্যই ভালো কিছু গল্প ও কবিতা

০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৮

জেরিফ বলেছেন: আমিও মনে করি অনেক অনেক ভালো গল্প ও কবিতা :)


ভালো থাকবেন , ধন্যবাদ :)

১৩| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ২:০৮

আমি নিন্দুক বলেছেন: উরিবাবা

১০+১০= ২০ কোবতে + গপ

একটাও পড়িনি... :P

কি আর লিখুম..

উরিবাবা

০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫০

জেরিফ বলেছেন: উরি বাবা নিন্দুক দেখি চলে আসছে , ভাই
আমি আম জনতা আমার কিছু কাউরে বলবেন না প্লিজ ;)

কম্বল গায়ে দিয়া পইড়া পালান :)

ধন্যবাদ !

১৪| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ২:১২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার! বেশ ভালো একটি প্রচেষ্টা। প্রচুর সংখ্যক ভালো ভালো গল্প কবিতা থেকে সেরা দশ নির্বাচন একটি কঠিন প্রক্রিয়াই বটে।
আপনার ব্লগ এক্টিভিটি তুলনামূলক কিছুটা কম হওয়া স্বত্তেও পাঠক ব্লগার হিসেবে আপনি দারুন কাজ দেখিয়েছেন। লেখাগুলো ইতিমধ্যেই পড়া হয়ে গিয়েছে। দারুন সব লেখা।

অভিনন্দন এবং শুভেচ্ছা রইল। পোষ্টে প্লাস।

০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫২

জেরিফ বলেছেন: আসলেই অনেক কঠিন কাজ কা_ভা ভাই :)


আপনাকেউ অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ।

হ্যাপি নিউ ইয়ার ।

আশা করি অতি শীগ্রয় দাওয়াত পাবো ;)

১৫| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ২:৩৩

আকিব আরিয়ান বলেছেন: কয়েকটা গল্প পড়া, বাকীগুলো সময় করে পড়ে নিতে হবে। পোস্ট প্রিয়তে

০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৩

জেরিফ বলেছেন: ধন্যবাদ :)


হ্যাপি নিউ ইয়ার

১৬| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৩:২০

স্বপ্নবাজ অভি বলেছেন: আইডিয়াটা দুর্দান্ত ! তবে কাজটা জটিল !
অনেক শুভকামনা রইলো :)

০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৫

জেরিফ বলেছেন: আসলেই অনেক দুর্দান্ত কাজ ।

ভালো লাগলো :)

হ্যাপি নিউ ইয়ার :)

অনেক অনেক শুভ কামনা :)

১৭| ০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:২৯

ৎঁৎঁৎঁ বলেছেন: বেশ কিছু ভালো লেখার খোঁজ পাওয়া গেল, অনেক লেখার মধ্যে বেশী ভালো লাগার কিছু লেখা নির্বাচন করা বেশ ঝামেলার ব্যাপার! আপনাকে ধন্যবাদ!

শুভকামনা রইল!

০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৮

জেরিফ বলেছেন: ভাই আপনারাই তো লেখক , আমরা পড়ে আপনাদের উৎসাহিত করি।

অনেক অনেক ধন্যবাদ আপনার পদচারনার জন্য ।

হ্যাপি নিউ ইয়ার , আরো আরো লিখুন আর আমাদের পড়ার সুযোগ করে দিবেন সেই প্রত্যাশায় :)

১৮| ০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৪

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
কিছু পড়া & কিছু না পড়া..

সময় নিয়ে সবগুলো পড়বো..

ধন্যবাদ,ভালো থাকুন ।

০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০০

জেরিফ বলেছেন: স্বপ্নচারী গ্রানমা ভাই বলেছেন:
কিছু পড়া & কিছু না পড়া..পড়ে নিবেন :)

ধন্যবাদ, অনেক অনেক ভালো থাকুন ।

১৯| ০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর প্রিয়তে নিলাম । :)

০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৫

জেরিফ বলেছেন: ধন্যবাদ

হ্যাপি নিউ ইয়ার :)

২০| ০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২০

এম মশিউর বলেছেন:
ব্যাপক আয়োজন! গজনী'র সবকিছুই দেখছি ভালো লাগছে। :-B



পরবর্তী ফিচারের অপেক্ষায় থাকলাম। ;)

০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৬

জেরিফ বলেছেন: আয়োজনের দেখছো কি মিয়া

তোমার লাইগা আরো ভালা কিছু আছে ;) অপেক্ষায় থাকো ।

২১| ০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৮

শুঁটকি মাছ বলেছেন: সুপার কালেকশন জেরিফ!!!!!!!!!!!!চালায়ে যান!!!!

০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৬

জেরিফ বলেছেন: ধন্যবাদ

ভালো থাকবেন :)

২২| ০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৩

রোদেলা বলেছেন: ব্লগে নিয়মিত থাকতে পারলে ভাল হতো।

০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৫

জেরিফ বলেছেন: ধন্যবাদ আপু


চেষ্টা করবো ।

ইংরেজি নব্ বর্ষের শুভেচ্ছা :)

২৩| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:২০

আহসান জামান বলেছেন:
চমৎকার, ভালো লাগছে এই পদক্ষেপে। তবে অনেক কঠিন কাজ, আশা রাখি সফল থাকবেন। ধন্যবাদ।

০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৮

জেরিফ বলেছেন: ধন্যবাদ জামান ভাই :)


কঠিন কাজ টায় সকলের জন্য ভালো কিছু পাওয়ার সম্ভাবনা থাকে

ভালো থাকবেন শুভ কামনা :)

২৪| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৯

নীলসাধু বলেছেন:
শুভেচ্ছা শুভকামনা জানাই।
নিঃসন্দেহে কাজটি পরিশ্রমসাধ্য!


নিজের একটি কবিতা দেখেও ভালো লাগছে। কারো কাছে সেরা হওয়াটা আনন্দের।

ভালো থাকবেন। শুভেচ্ছা নিরন্তর।

০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৫

জেরিফ বলেছেন: আপনার পদচারনার জন্য অনেক অনেক ধন্যবাদ :)

সেই সাথে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা :)

আপনার সব লেখায় অসাধারন ।

ভালো থাকবেন , অনেক অনেক শুভ কামনা রইল :)

২৫| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩২

মহামহোপাধ্যায় বলেছেন: বেশ কিছু গল্প আমার আগের পড়া। বাকিগুলো পড়ে ফেলব আশা করি।



দারুণ কাজ করেছেন :)

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৬

জেরিফ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

ভালো থাকবেন :)

২৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কারো ব্যক্তিগত পছন্দে নিজের কবিতা দেখলে আপ্লুত হই। এখনো ব্যতিক্রম ঘটে নাই।

আপনার শ্রমসাধ্য কাজের জন্য আপনাকে ধন্যবাদ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১১:০২

জেরিফ বলেছেন: হুম ভাই আসলে বেপারটা অনেক আবেগী
সত্যি বলতে আপনার সব সৃষ্টি কর্ম অসাধারন

অনেক অনেক শুভ কামনা রইল আরো অনবদ্য সৃষ্টির জন্য ।

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ :)

২৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৮

লেখোয়াড় বলেছেন:
আপনি আমার কবিতা পড়লেন কবে সেটাই ভাবছি।
আমার কবিতারা কবিতা হয় কিনা সেটা আমারো প্রশ্ন।

আপনার মূল্যায়নে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।
আপনার এই কাজে আমারা অনেকেই উৎসাহ পাবো।

তবে নিজের কাছে আমার এই কবিতাটি ভাল লেগেছিল..........একটি পূর্ণদৈর্ঘ্য ক্ষুধা কিংবা জীবাত্মার পূর্ণগ্রহণ

অনেক ধন্যবাদ জেরিফ, আপনি আমাকে অবাক করলেন।
ভাল থাকুন। পোস্ট অবশ্যই প্রিয়তে।

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৮

জেরিফ বলেছেন: ভেবে কি লাভ???

আমার দৃষ্টি তে ভালো লেগেছে কবিতা টা অনেক তাই দেয়া ।

আর হ্যা যারা সৃষ্টি করে তাদের কাছে তাদের সৃষ্টকর্ম তেমন ভালোলাগেনা এটায় স্বাভাবিক ।

আপনাকে অবাক করতে পেরে ভালো লাগলো , বলতে পারেন এটাও আমার সৃষ্টি :)
অনেক অনেক শুভ কামনা , আগামীতে আরো ভালো কিছুর অপেক্ষায় রইলাম ।

২৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৯

একজন আরমান বলেছেন:
সুন্দর পোস্ট জেরিজ !

শুভকামনা।

০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩২

জেরিফ বলেছেন: X(( X(( X(( X((

২৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: সুন্দর পোস্ট !

পোস্টের প্রায় প্রতিটা গপ এবং কবিতা পড়া। আপনার গপের পর্যবেক্ষণ দৃষ্টি অনেক ভালো, আমার সাথে অনেক মিলছে এক/দুইটা বাদে। তবে আপনার কবিতার পর্যবেক্ষণ দৃষ্টির সাথে তেমন একটা মিললো না।

নেক্সট পোস্টের অপেক্ষায় রইলাম~




০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩২

জেরিফ বলেছেন: ধন্যবাদ

ভালো থাকবেন ।

৩০| ০৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৩

আমি তুমি আমরা বলেছেন: ভাল সংকলন

০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৩

জেরিফ বলেছেন: ;) ;) ;)


ধন্যবাদ

৩১| ০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৭

একজন আরমান বলেছেন:
কি হইছে? B:-) B:-) B:-) :||

০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৬

জেরিফ বলেছেন: আপনার কমেন্ট দেখুন X(( X(( X((

৩২| ০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৮

একজন আরমান বলেছেন:
সরি জেরিফ ! :P

ভুলে মিস্টেক হয়া গেছে ভাই। :(

০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৯

জেরিফ বলেছেন: :P :P :P :P

৩৩| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:০১

স্নিগ্ধ শোভন বলেছেন:


সেরা দশ নির্বাচন করা বেশ কঠিন একটা ব্যাপার। তবে তোমার লিস্টের সব গুলোই আমার দেখা বছরের সেরা কিছু গল্প কবিতা।

পরের পর্বের অপেক্ষাই রইলাম।

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩০

জেরিফ বলেছেন: কঠিন কাজ টা না করলে যে সেরা দের মুল্যায়ন টা করা হবে না ।


২য় পর্ব চলে এসেছে
Click This Link

৩৪| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৭

একলা ফড়িং বলেছেন: বেশিরভাগই ওয়াচে থাকা অবস্থায় পড়া, ভালো লাগাটা জানাতে পারিনি কাউকে :( এখন এক এক করে খুঁজে পাওয়াও কষ্ট :| অনেকগুলো ভালো লেখা একসাথে পেয়ে অনেক সুবিধা হলো :) ধন্যবাদ :)

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৪

জেরিফ বলেছেন: সুযোগ পেয়ে আপনার অনুভুতি কেমন ?? :P :P :P

আপনার সুবিধা করতে পেরে অনেক গর্বিত হলাম ;) ;)

আপনাকেও ধইন্যা ।

৩৫| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমার প্রিয় কবির কবিতা নাই।

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫০

জেরিফ বলেছেন: খুবই দুঃখজনক :( :(

আপু নাম বলেন , আশা করি ২০১৪ এর সেরা কবিতায় রাখার চেষ্টা করবো ।

৩৬| ০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৭

অপর্ণা মম্ময় বলেছেন: এখানের কিছু গল্প, কবিতা আমারও প্রিয়।

বুঝলাম না আপনি আমার চোখ এড়িয়ে গেলেন কী করে ব্লগে ! শুভকামনা রইলো

১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৩

জেরিফ বলেছেন: যাক কিছুটা হলেও আপনার সাথে আমার মিল হলো :#> :#> :#>

বুঝলাম না আপনি আমার চোখ এড়িয়ে গেলেন কী করে ব্লগে ! কথাটার মানে বুঝলাম না :|| :||

ধন্যবাদ

৩৭| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩০

মুহাম্মদ রাফিউজ্জামান সিফাত বলেছেন: ভালো সংকলন । একসাথে উপহার দেয়ার জন্য ধন্যবাদ । পড়তে গেলাম

১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৪

জেরিফ বলেছেন: পড়ে পেলুন :-< :-< :-<


ধন্যবাদ

৩৮| ১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৬

অপর্ণা মম্ময় বলেছেন: কমেন্ট পোস্ট হবার পর মনে হয়েছিলো আমি ঠিকভাবে বোধ হয় ভাবটা প্রকাশ করলাম না, লেখক বিভ্রান্ত হবে । হাহহাহাহা ,...। চোখ এড়িয়ে যাবার মানে আমি ব্লগে লগিন থাকা অবস্থায় বা কোনভাবেই হোক না কেন আপনার পোস্ট গুলো আমার মিস হয়ে গেছে, পড়তেই পারিনি, সেটা। পজিটিভ ভাবেই বলেছি :)

শুভকামনা রইলো

১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫০

জেরিফ বলেছেন: আমিও কিন্তু নেগেটিভ কিছু ভাবি নি :P :P :P

আর আপনি যা বুঝাতে চেয়েছেন আমি ঠিক বুঝেছি ।

অনেক অনেক শুভেচ্ছা আমার ব্লগে :)

৩৯| ১৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৩

ইখতামিন বলেছেন:
চমৎকার কালেকশন

১৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৫

জেরিফ বলেছেন: হুম

ধন্যবাদ

৪০| ২৪ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৪

প্রোফেসর শঙ্কু বলেছেন: চমৎকার সংকলন।

২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৬

জেরিফ বলেছেন: ধন্যবাদ প্রোফেসর

আপনাকে শুভেচ্ছা আমার ব্লগে :)

৪১| ২৩ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:৩২

অলওয়েজ ড্রিম বলেছেন: খাইছেরে আপনে মিয়া করছেন কী? সারা বছরধরে হাজারো গল্প-কবিতা এবং অন্যান্য লেখা পর্যবেক্ষণে রেখে সেরা নির্বাচন করা খুবি জটিল। আপনার পরিশ্রমের জন্য আকাশজোড়া ধন্যবাদ।

২৭ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৫২

জেরিফ বলেছেন: আপনাকে আকাশজোড়া শুভেচ্ছা

ধন্যবাদ

৪২| ১৫ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:০২

ইসতিয়াক অয়ন বলেছেন: পোস্টটা চোখ এড়িয়ে গিয়েছিল । আপনার পছন্দ অনন্যসাধারন ! :)

১৫ ই মে, ২০১৪ রাত ১০:২০

জেরিফ বলেছেন: যাক এতদিন পরে চোখে দেখার জন্য ধন্যবাদ

ভালো থাকার কামনায়

৪৩| ০২ রা জুলাই, ২০১৪ বিকাল ৪:৩৪

বাঙ্গাল অ্যানোনিমাস বলেছেন: ভাল সোংকোলন যেহেটু সেহেটু প্রিয়তে রাখলাম :) আস্তে আস্তে পড়ব

১০ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৩১

জেরিফ বলেছেন: ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.