নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছু বলার ছিল?

জেরিফ

জীবন্ত জীবাশ্ম

জেরিফ › বিস্তারিত পোস্টঃ

অপরাজিতা !!

১৮ ই মে, ২০১৪ দুপুর ১:৩৬





আমি ছুঁয়েছি তোমার অধর, চিবুক

নিয়েছি মাটির দেহের গন্ধ ;

অথচ পায়নি আমি ভালবাসার এতটুকু হ্রাস বিন্দু !



আমি চাইনা এই মিথ্যে রাজত্বে ডুবোতে ;

আমি শুধু চাই ভালবাসার ভেলায় বেসে বেড়াতে,

যেখানে থাকবে না কোন নাটকীয়তা ;থাকবে না

বিষাদের এত টুকু লেস বিন্দু মাত্র !!



আমার কাছে যে দেহের চেয়ে মন অনেক বড় অপরাজিতা !!!

তোমার চোখের ভাষা এখনো মর্মে আমার গাথা

তাই তো এখনো তোমায় করি পুষ্পদান

আমার স্বপ্ন রাতে কিংবা বিষাদ কালো কোন ক্ষণে !!

তুমি যে আমার ,শুধুই আমার অপরাজিতা !!





মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০১৪ দুপুর ২:৫১

আমারে তুমি অশেষ করেছ বলেছেন: কবিতার অলংকরন তেমন মধুর লাগেনি। আরও মার্জিত হবার অবকাশ রয়েছে। অপরাজিতা বলেই হয়তো মনে কবিতার প্রতি আকাঙ্ক্ষাটা একটু বেশি বোধ হল। সেই বোধের অতৃপ্তি রয়ে গেল।

১৮ ই মে, ২০১৪ রাত ১০:২৭

জেরিফ বলেছেন: কবিতার অলংকরন তেমন মধুর লাগেনি।

সত্যি কথা বলতে আমি কবিতার কিছুই বুঝিনা । আর অলংকরণ সেটা প্রকাশ করা যে আমার জন্য দুর্বোধ্য একটা কাজ ।

আরও মার্জিত হবার অবকাশ রয়েছে।

মার্জিত কথাটা বলতে গেলে আমি বলবো একটু নির্লজ্জতা আছে আমার ভিতর ।এর জন্য আমি হয়ত নিজেকে বদলাতে পারবোনা তবে লিখার ভাষাটা কিছুটা হলেও মার্জিত করার চেষ্টা করে দেখবো ।

অপরাজিতা বলেই হয়তো মনে কবিতার প্রতি আকাঙ্ক্ষাটা একটু বেশি বোধ হল। সেই বোধের অতৃপ্তি রয়ে গেল।

অপরাজিতা দের নিয়ে সবার ভেতর একটু বেশী আশা কাজ করে হয়ত আমার ভিতর ও সেরকম বা আমি ভালো করে প্রকাশ করতে পারিনি ।আমি দুঃখিত আপনার তৃপ্তি মেটাতে পারিনি বলে । তবে এত টুকু ভালো লেগেছে যে আপনি আমার কাছ থেকে আশা করেছেন (যদিও আমি পারিনি :( )

আপনার মুল্যবান মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

২| ১৮ ই মে, ২০১৪ বিকাল ৩:৩৬

ঢাকাবাসী বলেছেন: ভাল লাগল।

১৮ ই মে, ২০১৪ রাত ১০:২৮

জেরিফ বলেছেন: আশা করি সাথেই থাকবেন :)

ধন্যবাদ

৩| ১৮ ই মে, ২০১৪ বিকাল ৫:৫৪

মামুন রশিদ বলেছেন: উপরের পিচকা দুইটাকে ভালো লাগছে ।


কবিতার হাত ধীরে ধীরে পূর্ণতা পাচ্ছে । লিখে যান নিয়মিত ।

১৮ ই মে, ২০১৪ রাত ১০:৩৪

জেরিফ বলেছেন: উপরের পিচকা দুইটাকে ভালো লাগছে

আসলে আমি সবসময় নিজেকে বাচ্ছাদের মত ভাবি ,এই ভাবনা থেকেই ছবিটি দেওয়া । খুব ভালো লাগছে আপনার ভালো লেগেছে শুনে ।

কবিতার হাত ধীরে ধীরে পূর্ণতা পাচ্ছে । লিখে যান নিয়মিত ।


সত্যিকার অর্থে আমি কবিতার কিছুই জানিনা । যতটুকু কথা আমার মনে খেলে তাই হয়ত লিপিবদ্ধ করি যা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে । আপনাদের ভালবাসা পেলে হয়ত আরো ভালো করবো আশা রাখি ।


মামুন ভাই অনেক অনেক ধন্যবাদ আপনার অমুল্যবান প্রেরণার জন্য ।

ভালো থাকার কামনা প্রতিনিয়ত :)

৪| ১৮ ই মে, ২০১৪ রাত ১০:৪৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আমার কাছে যে দেহের চেয়ে মন অনেক বড় অপরাজিতা !!!
তোমার চোখের ভাষা এখনো মর্মে আমার গাথা


কবিতা ভালোই হয়েছে, তবে
ভাবগুলোকে আরেকটু বিন্যস্ত করার চেষ্টা করুন ।

শুভকামনা ।

১৯ শে মে, ২০১৪ বিকাল ৩:০৬

জেরিফ বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ ।

৫| ১৯ শে মে, ২০১৪ রাত ১২:১৮

জন কার্টার বলেছেন: স্বপ্নচারী গ্রানমা বলেছেন:


কবিতা ভালোই হয়েছে, তবে
ভাবগুলোকে আরেকটু বিন্যস্ত করার চেষ্টা করুন ।

শুভকামনা ।

১৯ শে মে, ২০১৪ রাত ১১:২৭

জেরিফ বলেছেন:

ধন্যবাদ

৬| ১৯ শে মে, ২০১৪ রাত ১২:২৫

আমার আমিত্ব বলেছেন: আমি মাঝে মাঝে কিছু কবিতা লিখি, নিজেও বুঝি কম এবং প্রকাশে ভয় পাই।

২০ শে মে, ২০১৪ রাত ১২:৫২

জেরিফ বলেছেন: প্রকাশে ভয়ের কিছু নেই । সবাইতো আর রবিঠাকুর কিংবা নজরুল হবেনা । আপনি যা আপনি তাই লিখবেন । শেয়ার করুন পোস্ট দিয়ে আশা রাখি ধীরে ধীরে সফল হবেন ।


ধন্যবাদ

৭| ২০ শে মে, ২০১৪ রাত ১২:৩০

এহসান সাবির বলেছেন: বেশ!

২০ শে মে, ২০১৪ রাত ১২:৫৩

জেরিফ বলেছেন: সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ

৮| ২০ শে মে, ২০১৪ রাত ১২:৩১

স্নিগ্ধ শোভন বলেছেন:

ভালো হচ্ছে। চালিয়ে যাও। কবিতার আকাশটা আর বড় কর। শুভকামনা।

২১ শে মে, ২০১৪ সকাল ১১:৪৮

জেরিফ বলেছেন: সাথে থাকুন , আপনার কবিতা অনেক মিস করি । আশা করি আগের মত আবার লেখা শুরু করবেন ।

আমার আকাশ যে মেঘে ঢাকা এখন
একটু বর্ষণের অপেক্ষায় !!!

ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.