নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছু বলার ছিল?

জেরিফ

জীবন্ত জীবাশ্ম

জেরিফ › বিস্তারিত পোস্টঃ

অপরাজিতা আসবেনা তুমি ??

২৪ শে মে, ২০১৪ দুপুর ২:৪২





বাইরে তাকিয়ে দেখ আকশ টা কেঁদে যাচ্ছে

তোমাকে ছোঁয়ার জন্য !!



মেঘেরা ক্ষেপে আছে তুমি বিষণ্ণ চিত্তে আছো বলে

তারা একে একে ডাক দিয়ে যাচ্ছে,

তোমার একটু আসার অপেক্ষায় !



ছুবে তোমার মাটির দেহ ; এই করেছে পণ

বাতাস আজ অস্থির হয়ে আছে ;

মাতাল হবে তোমার মেঘ কালো চুলের আলিঙ্গনে!



একটু না হয় আজ ওদের জন্য বেরিয়ে এসো

জঞ্জালতাকে মুখিয়ে ; আমি ও যে আজ তাদের সঙ্গী হয়ে

তোমার অপেক্ষায় ; বৃষ্টি কুড়াবো বলে !!



অপরাজিতা আসবেনা তুমি ??

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০১৪ বিকাল ৩:২৮

ঢাকাবাসী বলেছেন: আসতেও পারে! সুন্দর।

২৪ শে মে, ২০১৪ বিকাল ৩:৩১

জেরিফ বলেছেন: হুম !!

অপেক্ষা !!অপেক্ষা !!

ধন্যবাদ , ভালো থাকুন প্রতিনিয়ত :)

২| ২৪ শে মে, ২০১৪ বিকাল ৩:৪৯

পংবাড়ী বলেছেন: ভালোবাসার কাছে সবাই কিশোর কিশোরী, কি বলছে কেহ জানে না।

২৪ শে মে, ২০১৪ বিকাল ৪:০৩

জেরিফ বলেছেন: আমার তো মনে হয় শিশু B:-/ B:-/



ধন্যবাদ ভাই :)

৩| ২৪ শে মে, ২০১৪ বিকাল ৫:৫৭

আমারে তুমি অশেষ করেছ বলেছেন: একদিন ঠিক অপরাজিতা আসবে আপনার সাথে বৃষ্টি কুড়াতে। ভালবাসায় ভরে উঠবে আপনার জীবনের দীঘি।

২৫ শে মে, ২০১৪ রাত ১২:৫৯

জেরিফ বলেছেন: হয়ত হতে পারে কোন এক কালবৈশাখীতে দেখা হবে আমাদের । সেদিন হয়ত বৃষ্টি কুড়ানোর চেয়ে ভয় টা কেই কুড়োতে হবে ।
মানুষ একটা সময়ে ভালবাসা টা এত্ত ডিজার্ব করে তখন না পেলে হয়ত তার চাওয়ার যে পরিধিটা থাকে তা দিন দিন ছোট হয়ে আসে ।
আমি যে ভালবাসার সমুদ্র নিয়ে অপেক্ষা করছি অপরাজিতার জন্য । দীঘি ভরা ভালবাসায় যে মন ভরবে না ।

ধন্যবাদ ,ভালো থাকুন প্রত্যহ

৪| ২৫ শে মে, ২০১৪ রাত ৯:৫৩

প্রোফেসর শঙ্কু বলেছেন: বেশ তো!

২৬ শে মে, ২০১৪ রাত ১০:৫৫

জেরিফ বলেছেন: ধন্যবাদ প্রোফেসর সাহেব ;)

৫| ২৬ শে মে, ২০১৪ রাত ১২:২১

স্নিগ্ধ শোভন বলেছেন:


সুন্দর হয়েছে জেরিফ।




অপরাজিতাদের ভালোবাসা ঝরে পড়ুক রিমঝিম বৃষ্টির ফোঁটা হয়ে।

২৬ শে মে, ২০১৪ রাত ১০:৫৭

জেরিফ বলেছেন: অপরাজিতাদের এত্ত বৃষ্টির পানি লুকাবো কোথায় ;) :!> :!> :!>

ধন্যবাদ



৬| ২৬ শে মে, ২০১৪ রাত ১১:১৫

সেলিম আনোয়ার বলেছেন: অপারাজিতা চলে আসুন :)

২৬ শে মে, ২০১৪ রাত ১১:২৫

জেরিফ বলেছেন: আসবেনা

অভিমান নই , আমি যে এখনো অচেনা :!> :!> :!>

৭| ২৯ শে মে, ২০১৪ দুপুর ১২:৩১

এহসান সাবির বলেছেন: আসছিল নাকি?

০১ লা জুন, ২০১৪ দুপুর ১:৪৫

জেরিফ বলেছেন: না ভাই :( :(

সেতো অস্তাচলে লুকিয়ে আছে , হয়ত কোন এক সোনালী সকালে আবির্ভূত হবে আপন মহিমায় ।

ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.