নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছু বলার ছিল?

জেরিফ

জীবন্ত জীবাশ্ম

জেরিফ › বিস্তারিত পোস্টঃ

Don Jon (২০১৩) মুভি রিভিউ

২৫ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:০৪






ডন জন


আইএমডিবি রেটিং: ৬.৭ । (২০১৩)

অভিনয়ঃ Joseph Gordon-Levitt, Scarlett Johansson, Julianne Moore

পরিচালকঃ Joseph Gordon-Levitt

লেখকঃJoseph Gordon-Levitt



একটা মজার ব্যাপার হলো এতে লেভিট নিজেই মুভিটা লিখেছেন , পরিচালনা করেছেন সেই সাথে অনবদ্য অভিন য় (জানিনা উনার নিজেই কাহিনী কিনা :P ) ।

বিষয় বস্তু খুবই স্বাভাবিক কিন্তু যা প্রতিটি মানুষের জন্য প্রয়োজনীয় । বিশেষ করে যারা অনলাইনে সময় কাটান তাদের ক্ষেত্রে অনেক বেশি জরুরী একটা মেসেজ পাবেন মুভিটি থেকে ।

বাস্তব জীবনে মাস্টারবেট করেন নি এরকম মানুষ আছে বলে মনে হয় না । কিন্তু কিছু মানুষ আছে যারা মাত্রারিক্ত মাস্টারবেট করে থাকেন যা মূলত বেশির ভাগ হয় পর্ণ দেখে তারই আদলে এই জন ডন ।

এবার আসি ডন জন এর কাহিনীতে । পরিচালক বা অভিনেতা অক্লান্ত পরিশ্রম ও নিখুত ভাবে যুব সমাজের মানুষিকতা বা সহপাঠীর কাছ থেকে কি আশা করে এবং নিজস্ব স্বকীয়তা বজার রাখতে গিয়ে একটা মানুষ কি সমস্যায় পড়তে পারে তা খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন ।

মুভিটিতে ৩ টি কেন্দ্রীয় চরিত্র রয়েছে । ডন জনের ভূমিকায় লেভিট তার গার্লফ্রেন্ড এর





ভূমিকায় আছেন স্কারলেট জোহান্সন । আর লেভিট এর সহপাঠী চরিত্রে অভিনয় করেছেন মৌরি ।

লেভিট আমার আপনার মতই একজন পর্ণ এডিক্টেড যার প্রতিটি সময় কাটে ভিবিন্ন সাইটের নতুন নতুন আইটেম কালেক্ট করে দেখা । আর প্রতিদিন কোন না কোন নতুন মেট এর সাথে রাত কাটানো যা তার মনোভুত হয়না । তার কাছে পর্ণ সাইটের আইটেম রা যতটা নান্দনিক কিন্তু তার মেট রা ততটাই অনিমেয় । আর এই সমস্যা নিয়েই এগিয়ে চলা সামনের দিকে ।

স্কার্লেট এর সাথে তার প্রথম দেখাটা একটা পার্টিতে । দেখা মাত্রই লেভিট এর চিরাচরিত পার্ণসাইটের আইটেম এর সাথে তুলনা শুরু (যা প্রতিটি ছেলে মনের অজান্তে করে থাকে :P ) ।প্রথম দেখাতে লেভিট স্কার্লেট এর সাথে প্রনয় এ জড়িয়ে পড়ে কিন্তু তা বেশিক্ষন







স্থায়ী হয়নি কারণ স্কার্লেট এর চিন্তাটা একটু আলাদা ছিলো । তারা রিলেশানশীপে যাওয়ার পরেই ঘটে বিপত্তি ।



স্কার্লেট অনেক বার লেভিট কে নিষেধ করেছিলো পর্ণ না দেখার জন্য কিন্তু লেভিট তার অভ্যাস পরিবর্তন করতে পারেনি । কেন সে পারেনি এটাই ডিজিস। আর এই ডিজিস এর মেসেজ টুকু দেওয়ার জন্য এই মুভিটির অবতারণা ।





এই লুক টা ছিলো অস্থির :P


বাকীটা নিজেরাই দেখুন হয়ত কাহিনীটি আপনারই ।


আমার কাছে মুভিটি অসাধারণ লেগেছে আমি ১০ এ ৯ দিবো । এর কারণ টা আপনি দেখলেই বুঝতে পারবেন (যদি আপনি মেসেজ টা নিতে পারেন ) ।

মন্তব্য ৩৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:১৪

এহসান সাবির বলেছেন: Scarlett Johansson ছিল সুপার হট...... ;) ;) ;)

ছবি এ্যাড হয়নি....

আরো কিছু ছবি দাও...

২৫ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৩০

জেরিফ বলেছেন: স্কার্লেট ওএমজি !!!!! প্রতিটি সিন এ মাথা নষ্ট হওয়ার মত লুক ।




২| ২৫ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:২৩

স্নিগ্ধ শোভন বলেছেন:


শিক্ষার অপেক্ষায় রইলাম ;)

২৫ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫

জেরিফ বলেছেন: আগে দেখুন তারপর শিখুন ;)


ধন্যবাদ ।

৩| ২৫ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৪৩

মামুন রশিদ বলেছেন: নাইস রিভিউ ;)

২৫ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮

জেরিফ বলেছেন: শুভেচ্ছা নিবেন ভ্রাতা :)

ধন্যবাদ ।

৪| ২৫ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬

অন্ধবিন্দু বলেছেন:
জেরিফ,
রিভিউ পড়লুম। দর্শক ভালোটুকো নিতে পারলেই মঙ্গল হয়তো ...

ধন্যবাদ।

২৫ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৫০

জেরিফ বলেছেন: দর্শক হয়ত সাময়িক চিন্তা করবে কিন্তু তার সুদূর প্রসারী প্রভাব মনে হয় না দর্শক এর মাঝে পড়বে ।

ভালো কিছু হউক সেই প্রত্যাশা ।

শুভেচ্ছা নিরন্তন । ভালো থাকুন ।

৫| ২৫ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৫২

সুমন কর বলেছেন: Scarlett Johansson কে ভালই লাগে । রিভিউ ভাল হয়েছে। সময় করে দেখে নেবো।

২৫ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৫২

জেরিফ বলেছেন: আমিও অনেক ভালা পায় ;)

দেখে জানাবেন আবার ।

শুভেচ্ছা নিরন্তন ।

৬| ২৫ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:

We were talking about this movie in our class.

২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:০২

জেরিফ বলেছেন: হুম মুভি টা নিয়ে কথা বলার আছে অনেক কিন্তু কেউ দেখতে গেলে হয়ত ভাববে এটা কোন দেখার মত কিছু হলো !



আমার ব্লগ বাড়ীতে স্বাগতম । শুভেচ্ছা নিরন্তন :)


ধন্যবাদ ।

৭| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৩১

অপূর্ণ রায়হান বলেছেন: স্কারলেট জোহান্সন রে ভালা পাই ;) :#>

রিভিউ ভালো হয়েছে জেরিফ । শুভেচ্ছা :)

২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:০৫

জেরিফ বলেছেন: এই মাইয়া এত সুন্দ্রী কেন ভাই :!>


সবাই খালি ওর দিকে তাকায় X( X(

অনেক অনেক শুভেচ্ছা নিবেন আমার ব্লগে আপনার আগমনের জন্য ।

ধন্যবাদ ।

৮| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৩৮

এহসান সাবির বলেছেন: স্কারলেট জোহান্সন রে ছুডু বেলা থেকে দেখে শুনে বড় করলাম.... ;) ;) ;)

২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:১৪

জেরিফ বলেছেন: যাক বড় ভাইয়ের দায়িত্ব পালন করিবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ । অন্য নজরে তাকান নি তো মনে হয় তাকিয়েছেন না হলে হট বলতেন না । সে যাই হোক ছোট ভাই চলে এসেছি এখন নো টেনশান , :-B :-B

৯| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:১৭

এহসান সাবির বলেছেন: ছোট ভাই দেখি বড় লুল!! ;) ;)

২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:১৭

জেরিফ বলেছেন: বড় ভাইদের আশীর্বাদ এই আর কি ;)

১০| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৫১

আমি তুমি আমরা বলেছেন: ডাউনলোড করেছি, দেখতে হবে।

২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:১৯

জেরিফ বলেছেন: অনুভূতি জানাতে ভুলবেন না ;)

ধন্যবাদ ।

১১| ২৬ শে অক্টোবর, ২০১৪ ভোর ৫:২৮

প্রবাসী পাঠক বলেছেন: ভাই, ডাউনলোড লিংক জানা থাকলে দিবেন প্লিজ।

২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:২০

জেরিফ বলেছেন: Click This Link


এখানে ট্রাই করে দেখতে পারেন ।


ধন্যবাদ ।

১২| ২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:০৪

মন ময়ূরী বলেছেন: চমৎকার রিভিউ।ধন্যবাদ আপনাকে।

২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:২১

জেরিফ বলেছেন: শুভেচ্ছা আমার ব্লগ বাড়ীতে ।

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ।

১৩| ২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৩৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: দারুন রিভিউ।
ছবিটা দেখার ইচ্ছা রইল। আজই ডাউনলোড দিয়ে দেখে নিব।

২৭ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:২৯

জেরিফ বলেছেন: ধন্যবাদ ।

১৪| ২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৪৭

হাসান মাহবুব বলেছেন: ভাল্লাগেনাই।

২৭ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৩০

জেরিফ বলেছেন: আপনার মুল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ ।

১৫| ২৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ৭:০৪

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ভালোটা মানুষ শিখলেই ভালো। খালি স্কারলেটকে দেখে লুল ফেললে কোন কাজ হবে না ভাই।

০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:০১

জেরিফ বলেছেন: সহমত তনিমা আপু :)

লুল পুরুষ একটু আকটু লুল ফেলবে এটা সময়ের বৈরিতায় আজো হয়ে আসতেছে ।


ধন্যবাদ, প্রত্যহ শুভ কামনা ।

১৬| ২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:০০

এহসান সাবির বলেছেন: আরো কিছু ভালো রিভিউ চাই.... :)

০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:০৯

জেরিফ বলেছেন: চেষ্টায় আছি ভ্রাতা । আশা করছি খুব শীগ্রয় আরো কিছু মুভি রিভিউ দিবো ।

আপনার বোন কেমন আছে ?

১৭| ৩০ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭

ডি মুন বলেছেন: দেখা হয় নাই চক্ষু মেলিয়া :(

০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:১৭

জেরিফ বলেছেন: চোখ তো ইদানিং অন্য কিছু খুজে :#> :#>

দেখে নিবেন নিজ দায়িত্বে যদি সুযোগ পান ।

ধন্যবাদ , শুভ কামনা ।

১৮| ৩১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:১৮

তুষার কাব্য বলেছেন: এখনো দেখা হয়নি ছবিটা...কেমনে... #:-S দেখতে হবে

১৯| ০২ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:২০

আমি নিন্দুক বলেছেন: উরিবাবা মার্কা পোস্ট B-)

২০| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৪

দর্পণ বলেছেন: আমি নিন্দুক বলেছেন: উরিবাবা মার্কা পোস্ট


আমিও কইলাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.