নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছু বলার ছিল?

জেরিফ

জীবন্ত জীবাশ্ম

জেরিফ › বিস্তারিত পোস্টঃ

প্রতীক্ষায় !

১৪ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:২০







আমি সেই মহাকাল থেকে পথের

ধারে দাঁড়িয়ে আছি তুমি আসবে বলে,

দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি কিভাবে চিল মেঘ

হয়ে যায়।



টিপ টিপ বৃষ্টির জল গড়িয়ে গড়িয়ে গড়ে ফেলে সিন্ধু

সম,

ধরিত্রীর অদৃশ্য সন্তান মাথা তুলে হয়ে যায় কিছু

লতা,

কিছু ঘাস, কিছু বিরাট বিরাট বৃক্ষ ।



আমার পথের দুপাশে জন্ম নেয় মায়ায় ভরা ঘন

শ্যামল কানন।

সেখান থেকে ভেসে আসে দোয়েলের সুর কোকিলের

গান,

হাজার পাখির মন মাতানো কিচির মিচির সুর।



সেই সুর, সেই গান থেমে পথের

ধুলো উড়িয়ে আসে কলের গাড়ি।

পথের ধুলো আর ইট পাথরে লোহার খাঁচায়

গড়ে তোলে রাজ-প্রাসাদ।



জন্ম নেয় নতুন সভ্যতা, নতুন ইতিহাস, নতুন সুরের

কোলাহল।

কোলাহল বাড়ে শুধু আমি নিশ্চল এখনও তোমার

প্রতীক্ষায়।।





মন্তব্য ২৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:২৩

ইমতিয়াজ ১৩ বলেছেন: প্রথম ভাল লাগা



পাখীর ছবি সহ কবিতা ভাল হয়েছে।

১৪ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৫

জেরিফ বলেছেন: মন্তব্যে ভালোলাগা :) ইমতিয়াজ ভাই

ধন্যবাদ।

২| ১৪ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৮

থার্ড পার্সন প্লুরাল বলেছেন: ভাল লেগেছে ।প্রতীক্ষার প্রহর গুলো শেষ হতে চায় না ।

১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩০

জেরিফ বলেছেন: প্রতীক্ষা কখনো শেষ হবার নয় ,এটা চলমান

ধন্যবাদ।

৩| ১৪ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫২

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩২

জেরিফ বলেছেন: মন্তব্যে ভালোলাগা হাসান ভাই

ধন্যবাদ

৪| ১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩৪

এহসান সাবির বলেছেন: দারুন তো....!!

ভালো লাগা।




(দাড়িয়ে -তে চন্দ্রবিন্দু লাগিয়ে দিলেই তো হয়ে যেত - দাঁড়িয়ে)

১৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪২

জেরিফ বলেছেন: কেউ একজন ডেডিকেটেড করেছিল ;)

বানান ঠিক করে দিয়েছি ।

আপনি কই ?

৫| ১৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৫

স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর !

১৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৪

জেরিফ বলেছেন: :)

৬| ২০ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৪:২৪

কলমের কালি শেষ বলেছেন: কবিতায় বেশ লাগলো ।

১৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:২৫

জেরিফ বলেছেন: সুমধুর সে চাহনি ,যেতে দেয়নি অবেলায় ।

ধন্যবাদ

৭| ২৮ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৫:৩১

নাসির ভাই বলেছেন: ভালো লাগলো

১৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:২৫

জেরিফ বলেছেন: ভালো লাগায় ভালো লাগা :)
ধন্যবাদ ।

৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩৯

এহসান সাবির বলেছেন: শুভ বসন্ত।

১৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:২৬

জেরিফ বলেছেন: বসন্তে কথা দিতে পারিনি তাই এসেছি বৈশাখে , সাথে থাকার অকুল প্রয়াণ ।

৯| ১৪ ই এপ্রিল, ২০১৫ সকাল ৮:২৩

এহসান সাবির বলেছেন: বাংলা নববর্ষের শুভেচ্ছা রইল!!

১৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:২৮

জেরিফ বলেছেন: নব্বর্ষের শুভেচ্ছা :)

ঢাকায় আসবেন কবে ??

১০| ১৮ ই জুলাই, ২০১৫ রাত ১১:২৯

এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল। ভালো থাকুন সব সময়।

শুভ কামনা।

১৮ ই জুলাই, ২০১৬ রাত ১১:৫৪

জেরিফ বলেছেন: ঈদের শুভেচ্ছা :)

১১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১২

এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা।
ভালো থাকুন সুস্থ থাকুন।
শুভ কামনা রইল।

১৮ ই জুলাই, ২০১৬ রাত ১১:৫৫

জেরিফ বলেছেন: ঈদের শুভেচ্ছা।

১২| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৭

এহসান সাবির বলেছেন: ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা।

ভালো থাকুন, সুস্থ থাকুন।

১৮ ই জুলাই, ২০১৬ রাত ১১:৫৫

জেরিফ বলেছেন: ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা।

১৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫

সুমন কর বলেছেন: কেমন আছেন? কবিতা সুন্দর হয়েছে। ভালো লাগা রইলো।

১৮ ই জুলাই, ২০১৬ রাত ১১:৫৫

জেরিফ বলেছেন: বেঁচে আছি সুমন দা । আপনি ভালো আছেন ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.