নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাগতম, স্বপ্নে; জীবনে!

শাকিল আহমেদ সুমন

মান্দাতার স্বপ্নের অশ্বারোহী ফেরিওয়ালা!

শাকিল আহমেদ সুমন › বিস্তারিত পোস্টঃ

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স vs মেশিন লার্নিং vs ডিপ লার্নিং

০৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৫

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো কোনো যন্ত্রের এমন কাজ করার ক্ষমতা যা একজন সাধারণ মানুষের স্বাভাবিক বুদ্ধিবৃত্তিক উতকর্ষতা দিয়ে করা সম্ভব। সহজ কথায়, একজন মানুষ যা করতে পারে, কোনো যন্ত্র যদি তা করতে সক্ষম হয়; তবেই আমরা ঐ যন্ত্রকে আর্টিফিশিয়ালী ইন্টেলিজেন্ট বলবো।

মেশিন লার্নিং হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্জন করার একটি মাধ্যম। আর্থার স্যামুয়েল মেশিন লার্নিং এর ডেফিনিশন দিয়েছেন এইভাবে, “ the ability to learn without being explicitly programmed.” অর্থাত মানুষের হস্তক্ষেপ ছাড়া শুধুমাত্র ডেটা থেকে কোনো একটা যন্ত্রের বুদ্ধিবৃত্তিক কাজ শিখে ফেলার ক্ষমতাকে মেশিন লার্নিং বলা হচ্ছে। সাধারণত একটা এআই তৈরি করতে এমনকি মিলিয়ন লাইনের পর্যন্ত কোড লিখতে হয়। পর্যাপ্ত পরিমানের ডেটা আর মেশিন লার্নিং টেকনিক এই ঝামেলা থেকে মুক্তি দেয়।

ডিপ লার্নিং হলো মেশিন লার্নিং এর একটি সাবসেট। ডিপ লার্নিং এ মানুষের ব্রেইনের শারীরবৃত্তিয় প্রক্রিয়াকে অনুকরণ করার চেষ্টা করা হয়েছে। ডিপ লার্নিং এ অনেকগুলো ডিসক্রিট লেয়ার একটার উপড় আরেকটা স্ট্যাক করা থাকে। প্রত্যেকটা লেয়ারে অনেকগুলো নোড থাকে যেগুলো ব্রেইনের নিউরন থেকে ইন্সপায়ারড। একটা লেয়ারের প্রত্যেকটা নোড এর পরের লেয়ারের প্রত্যেকটা নোডের সাথে কানেক্টেড থাকে। প্রত্যেকটা লেয়ার প্রদেয় ইনপুটের জন্য যেকোনো একটি জেনেরিক ফিচার শিখে।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০১

রাজীব নুর বলেছেন: কিছুই বুঝলাম না।

২| ০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৪

সনেট কবি বলেছেন: পড়লাম

৩| ০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৪২

আর্কিওপটেরিক্স বলেছেন: Deep fake দেখেছেন???
সবগুলোর যুগলবন্দী

৪| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১:০৭

কিশোর মাইনু বলেছেন: "অরিজিন" বইয়ের উইলসন।
ধন্যবাদ পোস্টটির জন্য। আরেকটু বিস্তারিত দিলে ভাল হত। এত সংক্্ষেপে এত জটিল জিনিস বোঝানো সম্ভব নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.