নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গল্প ছাড়া আর কিছু না

বলতে চাই না। লিখতে চাই।

রাগিব নিযাম

আমি সাদাসিধে, সাধারণ টাইপের মানুষের দলে। তবে রাজনৈতিক অপরিপক্ক্বতা আমার অপছন্দ।

রাগিব নিযাম › বিস্তারিত পোস্টঃ

ডিজুস বালকের ইডিয়টনামা

০১ লা নভেম্বর, ২০১৩ সকাল ৯:১৭

কি লেখিবো ঠাহর হইতেছে না।



ইচ্ছা করিতেছে ডুগডুগি বাজাইতে। সেটাও যদি না পারি তো টেবিলের উপরে ধাম ধাম করে ঢোল তবলা বাজাইতে। কিন্তুক কেনো সেটা এখন বলিলে তো লেখার মজা চলিয়া যাইবে। সবকিছুতেই ডিজুস বালকের মজা পাওয়া আমার কাছে একটি অতীব গবেষণামূলক বিষয়।



ডিজুস বালকের সহিত আমার সাক্ষাৎ বছর দুয়েক আগে। উহার অদ্ভুত চালচলন দেখিয়া পথে দাঁড়াইয়া পড়িয়াছিলাম। লম্বা লম্বা চুল তাহার। নারী প্রজাতির মতো। চেহারা তেমন কিউট বলা যায়।



সে যাহাই হোক তাহার চরিত্রের সাথে তাহার চেহারার আকাশ পাতাল তফাৎ। অন্যায়ের বিরুদ্ধে সর্বদা সে লড়িতে ইচ্ছুক। একদিন তাহাকে জিজ্ঞাসিলাম, "আচ্ছা দেশের আমলা যাহারা আছেন তাহাদিগকে তোমার কি মনে হয়?"



-ইডিয়ট

-কি? উনারা দেশ চালান, এতো বড়ো মানুষ।

-সেজন্যই তো ইডিয়ট বলিলাম।

-অ্যাঁক! ইহা কি বলিলে?! তাহারা ইডিয়ট ইহা মানিতে কষ্ট হইতেছে।

-ইডিয়ট বলিবো না তো কি বলিবো?! দেশের বিদ্যমান পরিস্থিতিতে কাউকে এক করিতে পারিতেছেন না। খালি সরকারী বেতনটা নিয়া তাহারা ভাগিতেছেন বাটীমুখে।



ইডিয়ট, ইডিয়ট, ইডিয়ট!!! :P:P:P

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.